অন্ধকার লেখাগুছ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Ondhokar Lekhaguccha Kobitar MCQ Question Answer

১। অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে কোগুলি সঠিক-
(i) আগুনের ধর্ম ভস্ম রচনা
(ii) গার্সিয়া লোরকা কবি
(iii) না-থামার ধর্ম বাতাসের
(iv) কবীরের ধর্ম প্রাতিষ্ঠানিকতা।
বিকল্পসমূহ :
(ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(গ) কেবল (i) সঠিক এবং (ii), (iii), (iv) ভুল
(ঘ) (i) ও (iii) সঠিক এবং (ii) ও (iv) ভুল।
উত্তরঃ (ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
২। গার্সিয়া লোরকা ছিলেন-
(i) স্প্যানিশ কবি
(ii) নৃত্যশিল্পী
(iii) নাট্যকার
(iv) থিয়েটার পরিচালক।
বিকল্পসমূহ :
(ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(গ) কেবল (i) সঠিক এবং (ii), (iii), (iv) ভুল
(ঘ) (i) ও (iii) সঠিক এবং (ii) ও (iv) ভুল।
উত্তরঃ (ক) (i), (ii), (iii) সঠিক এবং (iv) ভুল
৩। কবিতা অনুসারে ভ্যান গঘের ধর্ম কী ছিল?
(i) বৈজ্ঞানিক আবিষ্কার
(ii) উন্মাদনা
(iii) আঁকা
(iv) গান।
বিকল্পসমূহ:
(ক) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(খ) (ii) ও (iii) সঠিক এবং (i) ও (iv) ভুল
(গ) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল
(ঘ) কেবল (ii) সঠিক এবং (i), (iii), (iv) ভুল।
উত্তরঃ (খ) (ii) ও (iii) সঠিক এবং (i) ও (iv) ভুল
৪। কবির মতে, যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কী?
(i) ভস্ম
(ii) আগুন
(iii) প্রাতিষ্ঠানিকতা
(iv) অপব্যয়।
বিকল্পসমূহ :
(ক) কেবল (iv) সঠিক এবং (i), (ii), (iii) ভুল
(খ) (i) ও (ii) সঠিক এবং (iii) ও (iv) ভুল
(গ) (i), (iii), (iv) সঠিক এবং (ii) ভুল
(ঘ) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল।
উত্তরঃ (ঘ) কেবল (iii) সঠিক এবং (i), (ii), (iv) ভুল।
সঠিক ঘটনাক্রমটি বেছে নাও
১। (i) কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।
(ii) গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত।
(iii) এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
(iv) আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
বিকল্পসমূহ:
(ক) (iv), (iii), (ii), (i)
(খ) (ii), (iii), (iv), (i)
(গ) (iv), (i), (iii), (ii)
(ঘ) (iv), (i), (ii), (iii)
উত্তরঃ (ঘ) (iv), (i), (ii), (iii)
২। (i) আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।
(ii) যে তোমাকে শিখিয়েছে দখলের কথা-
(iii) আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।
(iv) ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা।
বিকল্পসমূহ :
(ক) (iii), (iv), (i), (ii)
(গ) (ii), (iii), (i), (iv)
(খ) (i), (ii), (iii), (iv)
(ঘ) (iii), (ii), (iv), (i)
উত্তরঃ (ক) (iii), (iv), (i), (ii)
৩। (i) এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।
(ii) লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
(iii) বাতাসের ধর্ম শুধু না-থামা কখনও।
(iv) জেনো সে ধর্মই নয়। প্রাতিষ্ঠানিকতা।
বিকল্পসমূহ:
(ক) (i), (ii), (iii), (iv)
(খ) (iii), (ii), (i), (iv)
(গ) (iii), (iv), (i), (ii)
(ঘ) (iii), (i), (iv), (ii)
উত্তরঃ (খ) (iii), (ii), (i), (iv)
৪। (i) তোমার ধর্মের পথে কেন অপব্যয়?
(ii) এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
(iii) এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।
(iv) তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে?
বিকল্পসমূহ :
(ক) (i), (iii), (ii), (iv)
(খ) (iv), (ii), (iii), (i)
(গ) (ii), (iii), (iv), (i)
(ঘ) (i), (ii), (iii), (iv)
উত্তরঃ (গ) (ii), (iii), (iv), (i)
সত্য-মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও
১। (i) আগুনের ধর্ম আজও ভস্ম রচনা করা।
(ii) গার্সিয়া লোরকা কবি ছিলেন।
(iii) বাতাসের ধর্ম কখনও না থামা।
(iv) কবীরের ধর্ম ছিল অভিনয়।
বিকল্পসমূহ:
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা (iii)-মিথ্যা (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (ii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তরঃ (ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
২। (i) আবদুল করিম খাঁ ছিলেন কিরানা ঘরানার শিল্পী।
(ii) আইনস্টাইন আঁকার স্বপ্নে বিভোর হতেন।
(iii) ভ্যান গঘের ধর্ম ছিল আঁকা।
(iv) লেনিন স্বপ্ন দেখতেন নতুন দিনের।
বিকল্পসমূহ:
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তরঃ (খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
৩। (i) কবি শ্রীজাত একাধারে কবি, ঔপন্যাসিক, গীতিকার এবং সুরকার।
(ii) শ্রীজাত-র লেখা একটি অন্যতম কাব্যগ্রন্থ ‘কর্কটক্রান্তির দেশ’।
(iii) শ্রীজাত-র লেখা প্রথম বই ‘ছাইরঙের গ্রাম’।
(iv) পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটি কাব্যগ্রন্থের ১৪ সংখ্যক কবিতা।
বিকল্পসমূহ :
(ক) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(ঘ) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।
উত্তরঃ (খ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
8 (i) ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতায় মোট পত্তি সংখ্যা ১৮টি।
(ii) পাঠ্য কবিতাটির শেষে ‘প্রাতিষ্ঠানিকতা’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
(iii) পাঠ্য কবিতাটি সর্বপ্রথম ফেসবুকের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছায়।
(iv) ‘অন্ধকার লেখাগুচ্ছ’ একটি ব্যঙ্গকবিতা।
বিকল্পসমূহ:
(ক) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(খ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(গ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তরঃ (ক) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
৫। (i) পাঠ্য কবিতাটি একটি সনেট-জাতীয় কবিতা।
(ii) কবিতায় উল্লিখিত ‘প্রাতিষ্ঠানিকতা’ শব্দটি ‘মানবতা’ অর্থে ব্যবহৃত হয়েছে।
(iii) ‘নতুন পতাকা’ শব্দটি একটি প্রতীকী শব্দ।
(iv) কবিতায় লেনিনের প্রসঙ্গে ‘দিগন্ত পেরনো’ শব্দ দুটি ব্যবহৃত হয়েছে।
বিকল্পসমূহ :
(ক) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(খ) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iv)-সত্য
(গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(ঘ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা।
উত্তরঃ (গ) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও।
১। বিবৃতি ১: গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত।
বিবৃতি ২: প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় দখলের কথা।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ
(খ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত।
উত্তরঃ (ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ
২। বিবৃতি ১: এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
বিবৃতি ২: এ-ওকে, সে-তাকে আরও জায়গা করে দেয়।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ পরস্পর সম্পর্কযুক্ত নয়
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ।
উত্তরঃ (গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
৩। বিবৃতি ১ : আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
বিবৃতি ২: প্রকৃত ধর্মের পথ অপব্যয় শেখায়।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পরবিরোধী
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ২ হল বিবৃতি ১-এর কারণ
(গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ।
উত্তরঃ (গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
৪। বিবৃতি ১: কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।
বিবৃতি ২: লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
(ঘ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল।
উত্তরঃ (খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত নয়
৫। বিবৃতি ১: লেনিনের ধর্ম ছিল সত্যের বয়ান।
বিবৃতি ২ : বাতাসের ধর্ম শুধু না থামা কখনও।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয় সঠিক এবং বিবৃতি ১ হল বিবৃতি ২-এর কারণ
(খ) বিবৃতি ১ ও বিবৃতি ২ পরস্পর বিরোধী
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক
(ঘ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ ঠিক।
উত্তরঃ (গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক
৬। বিবৃতি ১: ভ্যান গঘের ধর্ম ছিল কবিতার জিত।
বিবৃতি ২ : ভ্যান গঘের চিত্রোন্মাদনা বিশ্ববন্দিত।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর নির্ভরশীল
(খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(গ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ পরস্পর বিরোধী।
উত্তরঃ (গ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক
৭। বিবৃতি ১: ‘নতুন পতাকা’ কথাটি লেনিনের ক্ষেত্রে প্রযোজ্য।
বিবৃতি ২: রুশ বিপ্লবের কথাই এখানে প্রতিষ্ঠিত।
বিকল্পসমূহ:
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
(খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(গ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ উভয়ই ভুল
(ঘ) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক।
উত্তরঃ (ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত
৮। বিবৃতি ১: যা কিছু কলুষিত সেসবকিছুকে পুড়িয়ে খাঁক করে দেয় আগুন।
বিবৃতি ২: আগুনের ধর্ম ভস্মের চরিত।
বিকল্পসমূহ :
(ক) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই ভুল
(খ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল
(গ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ
(ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত।
উত্তরঃ (ঘ) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত।
Assertion-Reasoning Type সঠিক বিকল্পটি বেছে নাও
১। বিবৃতি (A): পাঠ্য কবিতাটি একটি সনেট।
কারণ (R): কবিতায় সনেটের বিশেষ বৈশিষ্ট্যগুলি রয়েছে।
বিকল্পসমূহ :
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) R সঠিক কিন্তু A ভুল
(গ) A এবং ৪ উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
(ঘ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়।
উত্তরঃ (গ) A এবং ৪ উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
২। বিবৃতি (A): এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
কারণ (R): প্রকৃত ধর্মের মূল বৈশিষ্ট্যই হল সহাবস্থান।
বিকল্পসমূহ:
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A এবং ৭ উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
(গ) A ভুল কিন্তু R সঠিক
(ঘ)- A এবং ৪ উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়।
উত্তরঃ (খ) A এবং ৭ উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ
৩। বিবৃতি (A): লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
কারণ (R): লেনিন প্রথম রাজনৈতিক ক্ষেত্রে সমন্বয় ও ঐক্যবদ্ধতার বাণী শুনিয়েছিলেন।
বিকল্পসমূহ :
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A এবং ৭ উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়
(গ) A ভুল কিন্তু Rসঠিক
(ঘ) A এবং ৭ উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ।
উত্তরঃ (ঘ) A এবং ৭ উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ।
৪। বিবৃতি (A): প্রাতিষ্ঠানিকতা ধর্মই নয়।
কারণ (R): প্রাতিষ্ঠানিক ধর্ম দখলের কথা শেখায়।
বিকল্পসমূহ:
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) R সঠিক কিন্তু A ভুল
(গ) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ।
(ঘ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়।
উত্তরঃ (গ) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ।
৫। বিবৃতি (A): আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
কারণ (R): আইনস্টাইন সর্বদা নব-নব আবিষ্কারের আনন্দে সব বাধাকে অতিক্রম করে গিয়েছেন।
বিকল্পসমূহ:
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A এবং R উভয়ই সঠিক এবং R, A-এর যথার্থ কারণ।-
(গ) A ভুল কিন্তু R সঠিক
(ঘ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর যথার্থ কারণ নয়।
উত্তরঃ (গ) A ভুল কিন্তু R সঠিক
কেস স্টাডি
১। কেউ ভাবেন তিনি বৈঘ্নব, কেউ বলেন তিনি শৈব নাথ-যোগী, কেউ বা ডাকেন সুফি বলে। তাঁর জন্মকাল ও জন্মবৃত্তান্ত নিয়ে রয়েছে নানা মত। শোনা যায় এক মুসলিম তাঁতির পরিবারে তাঁর জন্ম, বারাণসীতেই কাটিয়েছেন জীবনের অধিকাংশ সময়। কৌশলে হয়েছিলেন রামানন্দের চ্যালা। কারও মতে তিনি কবি, লিখেছিলেন অসংখ্য দোহা। ভক্তি আন্দোলনে প্রবলভাবে প্রভাব বিস্তার করেছিলেন। সমাজসংস্কারক এই ব্যক্তিত্বের নাম আমরা ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতায় পাই। বলো তো ইনি কে?
(ক) লেনিন
(খ) কবীর
(গ) আবদুল করিম খাঁ
(ঘ) তিতুমীর।
উত্তরঃ (খ) কবীর
২। এক বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানীর নাম পাঠ্য ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতায় উল্লেখ করা আছে। আপেক্ষিকতার তত্ত্ব ও ভর-শক্তি সমতুল্যতার সূত্র-র মতো আধুনিক বিজ্ঞানের অতি প্রয়োজনীয় আবিষ্কার তাঁর অবদান। বলতে পারবে এই মহান বিজ্ঞানী কে?
(ক) আইনস্টাইন
(খ) গ্যালিলিও
(গ) গার্সিয়া লোরকা
(ঘ) গিলবার্ট লুইস।
উত্তরঃ (ক) আইনস্টাইন
৩। ‘The Starry Night’- একটি বিখ্যাত তৈলচিত্র। এটি পশ্চিমি শিল্পকলার অন্যতম সৃষ্টি, যা সারা বিশ্বজুড়ে সমাদৃত। শোনা যায়, এই চিত্রটির শিল্পী নাকি মানসিক হাসপাতালের শয়নকক্ষের জানালা থেকে দেখা গ্রামের সূর্যোদয়ের কল্পনা এই ছবিতে তুলে ধরেছিলেন। বলতে পারবে এই বিখ্যাত চিত্রশিল্পীর নাম কী?
(ক) পিকাসো
(গ) জোহানেস ভার্মার
(খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
(ঘ) ভিনসেন্ট ভ্যান গঘ।
উত্তরঃ (ঘ) ভিনসেন্ট ভ্যান গঘ।
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ
আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ধ্বনিতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : শব্দার্থতত্ত্ব MCQ প্রশ্ন উত্তর