দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় তৃতীয় সেমিস্টার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় তৃতীয় সেমিস্টার | Class 12 Political Science First Chapter MCQ 3rd Semester

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর

১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল
(ক) ১৯১৪ খ্রিস্টাব্দের ৩০ জুলাই
(খ) ১৯১৪ খ্রিস্টাব্দের ২৭ জুলাই
(গ) ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ জুলাই
(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই
উত্তরঃ (ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই

২। ভার্সাই চুক্তি সম্পাদিত হয়েছিল
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন
(খ) ১৯২০ খ্রিস্টাব্দের ২৯ জুন
(গ) ১৯২১ খ্রিস্টাব্দের ২৮ জুন
(ঘ) ১৯২২ খ্রিস্টাব্দের ২৯ জুন
উত্তরঃ (ক) ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন

৩। রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয়
(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে

৪। মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে
(ক) ১৮২০ খ্রিস্টাব্দ
(খ) ১৮১৯ খ্রিস্টাব্দ
(গ) ১৮২৩ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮২৪ খ্রিস্টাব্দ
উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দ

৫। হিটলার জার্মানিতে রাষ্ট্রীয় ক্ষমতা অধিকার করে
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

৬। কমিনটার্ন চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে

৭। মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তারা হল
(ক) ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর
(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর
উত্তরঃ (খ) ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর

৮। মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর
(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর
উত্তরঃ (খ) ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর

৯। মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় যে দেশগুলির মধ্যে তারা হল
(ক) গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি
(খ) জাপান, স্পেন, ইতালি
(গ) মর্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চিন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি

১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

১১। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ শক্তি বা জোট জয়লাভ করেছিল
(ক) অক্ষশক্তি
(খ) মিত্রশক্তি
(গ) ন্যাটো জোট
(ঘ) ওয়ারশ জোট
উত্তরঃ (খ) মিত্রশক্তি

১২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন
(ক) এটলি
(খ) মার্গারেট থ্যাচার
(গ) জন মেজর
(ঘ) চার্চিল
উত্তরঃ (ঘ) চার্চিল

১৩। রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) ১৯৩৮ খ্রিস্টাব্দের ২০ আগস্ট
(খ) ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট
(গ) ১৯৪০ খ্রিস্টাব্দের ২০ আগস্ট
(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট
উত্তরঃ (খ) ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট

১৪। রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় যাদের মধ্যে, তারা হলেন
(ক) লেনিন ও স্তালিন
(খ) লেনিন ও হিটলার
(গ) স্তালিন ও হিটলার
(ঘ) লেনিন ও মুসোলিনি
উত্তরঃ (গ) স্তালিন ও হিটলার

১৫। জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল
(ক) ১৯৩৭ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর
(খ) ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর
(গ) ১৯৪১ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর
উত্তরঃ (খ) ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর

১৬। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল
(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

১৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়
(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

১৮। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হল
(ক) জাপান
(খ) দক্ষিণ কোরিয়া
(গ) উত্তর কোরিয়া
(ঘ) কিউবা
উত্তরঃ (ক) জাপান

১৯। জাপানে যে বোমা পড়েছিল তার একটির নাম হল
(ক) সুপারম্যান
(খ) ম্যাড ম্যান
(গ) স্ট্রংম্যান
(ঘ) ফ্যাট ম্যান
উত্তরঃ (ঘ) ফ্যাট ম্যান

২০। ঠান্ডাযুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে
(ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
(গ) প্রথম বিশ্বযুদ্ধের আগে
(ঘ) ইরাক আমেরিকা যুদ্ধের সময়
উত্তরঃ (ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে

২১। ঠান্ডা লড়াই হল
(ক) প্রত্যক্ষ যুদ্ধ
(খ) আণবিক যুদ্ধ
(গ) শীতকালীন যুদ্ধ
(ঘ) যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ
উত্তরঃ (ঘ) যুদ্ধের উত্তেজনাকর পরিবেশ

২২। নিম্নের কোন্ট মতাদর্শগত বিরোধের কারণ
(ক) নিরপেক্ষতা
(খ) আগ্রাসন
(গ) ঠান্ডাযুদ্ধ
(ঘ) শান্তি
উত্তরঃ (গ) ঠান্ডাযুদ্ধ

২৩। Brinkmanship of War-কোন্ ঘটনাকে বলা হয়
(ক) প্রথম বিশ্বযুদ্ধকে
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধকে
(গ) ঠান্ডা লড়াইকে
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) ঠান্ডা লড়াইকে

২৪। ঠান্ডা লড়াই বলতে বোঝায়
(ক) যুদ্ধ পরবর্তী অবস্থা
(খ) আণবিক যুদ্ধ
(গ) উন্নযুদ্ধ
(ঘ) যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ যুদ্ধ অবস্থা
উত্তরঃ (ঘ) যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ যুদ্ধ অবস্থা

২৫। নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে বলা হয়
(ক) লিমিটেড ওয়ার
(খ) প্রক্সি ওয়ার
(গ) জাস্ট ওয়ার
(ঘ) কোল্ড ওয়ার
উত্তরঃ (খ) প্রক্সি ওয়ার

২৬। প্রক্সিযুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল
(ক) প্রথম বিশ্বযুদ্ধে
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
(গ) ঠান্ডা লড়াইয়ে
(ঘ) ভারত-পাক যুদ্ধে
উত্তরঃ (গ) ঠান্ডা লড়াইয়ে

২৭। আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয়
(ক) দাতাঁত
(খ) ক্যু-দেতা
(গ) ঠান্ডা লড়াই
(ঘ) গরম শান্তি
উত্তরঃ (খ) ক্যু-দেতা

২৮। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়
(ক) ভার্সাই চুক্তির মধ্যে
(খ) মনরো নীতির মধ্যে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ান বলশেভিক পার্টির ক্ষমতা দখলের মধ্যে
(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন-সোভিয়েত বিরোধের মধ্যে
উত্তরঃ (ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন-সোভিয়েত বিরোধের মধ্যে

২৯। ঠান্ডাযুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
(খ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
(গ) ভারত ও পাকিস্তান
(ঘ) ব্রাজিল ও জাপান
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

৩০। ঠান্ডাযুদ্ধের যুগকে ‘দীর্ঘ শান্তির যুগ’ বলেছেন
(ক) জর্জ কেন্নান
(খ) অধ্যাপক গ্যাডিস
(গ) চার্চিল
(ঘ) মার্শাল টিটো
উত্তরঃ (খ) অধ্যাপক গ্যাডিস

৩১। মার্কিন প্রশাসন ‘সামাজিক সাম্রাজ্যবাদী’ (Social Imperialist) বলে চিহ্নিত করে
(ক) চিনকে
(খ) ইতালিকে
(গ) সোভিয়েত ইউনিয়নকে
(ঘ) জার্মানিকে
উত্তরঃ (গ) সোভিয়েত ইউনিয়নকে

৩২। পূর্ব ইউরোপ থেকে সাম্যবাদকে গুটিয়ে দেওয়ার কথা বলেন
(ক) জন ফস্টার ডালেস
(খ) জওহরলাল নেহরু
(গ) হো চি মিন
(ঘ) নিকিতা ক্রুশ্চেভ
উত্তরঃ (ক) জন ফস্টার ডালেস

৩৩। সদ্যোজাত সোভিয়েত ইউনিয়নকে তার আঁতুর ঘরেই ধ্বংস করার কথা বলেন
(ক) জর্জ মার্শাল
(খ) মিখাইল গর্বাচেভ
(গ) উইনস্টন চার্চিল
(ঘ) স্তালিন
উত্তরঃ (গ) উইনস্টন চার্চিল

৩৪। ঠান্ডাযুদ্ধ কোন্ কোন্ জোটের মধ্যে হয়েছিল
(ক) পুঁজিবাদী জোট ও উদারপন্থী জোট
(খ) পুঁজিবাদী জোট ও সমাজতান্ত্রিক জোট
(গ) সাম্যবাদী জোট ও সমাজতান্ত্রিক জোট
(ঘ) সমাজতান্ত্রিক জোট ও স্বৈরতান্ত্রিক জোট
উত্তরঃ (খ) পুঁজিবাদী জোট ও সমাজতান্ত্রিক জোট

৩৫। ঠান্ডা লড়াই-এর প্রেক্ষিতে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি হল
(ক) জার্মানি, ইতালি, স্পেন ও জাপান
(খ) জার্মানি, ইতালি
(গ) আমেরিকা, স্পেন ও জাপান
(ঘ) গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
উত্তরঃ (ক) জার্মানি, ইতালি, স্পেন ও জাপান

৩৬। ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে মিত্রশক্তিভুক্ত দেশগুলি হল
(ক) ব্রিটেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন
(গ) জার্মানি, ইতালি, জাপান ও ব্রিটেন
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি ও জাপান
উত্তরঃ (খ) মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন

৩৭। ঠান্ডাযুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হল
(ক) ভারত
(খ) যুগোশ্লাভিয়া
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) ইরান
উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্র

৩৮। ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক হল-শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ
(ক) সোভিয়েত ইউনিয়ন
(খ) ব্রিটেন
(গ) কানাডা
(ঘ) আফগানিস্তান
উত্তরঃ (ক) সোভিয়েত ইউনিয়ন

৩৯। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম
(ক) ভারত ও সোভিয়েত ইউনিয়ন
(খ) চিন ও পাকিস্তান
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
(ঘ) জার্মানি ও ভারত
উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

৪০। ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম ব্যবহার করেন
(ক) বার্নার্ড বারুচ
(খ) ট্রুম্যান
(গ) চার্চিল
(ঘ) গর্বাচেভ
উত্তরঃ (ক) বার্নার্ড বারুচ

৪১। বার্নার্ড বারুচ কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন?
(ক) ২ জুন, ১৯৫১ খ্রিস্টাব্দে
(খ) ১৬ এপ্রিল, ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১১ মে, ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭ আগস্ট, ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৬ এপ্রিল, ১৯৪৭ খ্রিস্টাব্দে

৪২। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে ‘যুদ্ধের একটি নতুন কৌশল’ বলেছেন
(ক) বার্নেট
(খ) ওয়াল্টার রেমন্ড
(গ) ফ্রিডম্যান
(ঘ) জোসেফ ফ্র্যাঙ্কেল
উত্তরঃ (গ) ফ্রিডম্যান

৪৩। ঠান্ডাযুদ্ধকে ‘গরম শান্তি’ বলে বর্ণনা করেছে
(ক) ফ্রিডম্যান
(খ) রেমন্ড
(গ) ফ্র্যাঙ্কেল
(ঘ) বার্নেট
উত্তরঃ (ঘ) বার্নেট

৪৪। যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন
(ক) ওয়াল্টার লিপম্যান
(খ) আব্রাহাম বার্গম্যান
(গ) রিচার্ড রোজক্রান্স
(ঘ) গ্যাডিস
উত্তরঃ (ক) ওয়াল্টার লিপম্যান

৪৫। ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৪৬। ঠান্ডা লড়াইকে ‘গরম যুদ্ধ’ (Hot war) কে বলেছেন?
(ক) ওয়াল্টার রেমন্ড
(খ) বার্নেট
(গ) ফ্রিডম্যান
(ঘ) পিটার ক্যালভোকোরেসি
উত্তরঃ (গ) ফ্রিডম্যান

৪৭। ‘World Polities’ গ্রন্থটি কার লেখা?
(ক) ফ্র্যাঙ্কেল
(খ) ফ্রিডম্যান
(গ) ওয়াল্টার রেমন্ড
(ঘ) পিটার ক্যালভোকোরেসি
উত্তরঃ (ঘ) পিটার ক্যালভোকোরেসি

৪৮। ‘The United States in the World Arena’ গ্রন্থটি কার লেখা?
(ক) ওয়াল্ট রোস্টো
(খ) ফ্র্যাঙ্কেল
(গ) ওয়াল্টার রেমন্ড
(ঘ) ফ্রিডম্যান
উত্তরঃ (ক) ওয়াল্ট রোস্টো

৪৯। জর্জ কেন্নান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যে ভৌগোলিক সম্প্রসারণের নীতি ঘোষণা করেন তা কী নামে পরিচিত?
(ক) ট্রুম্যান নীতি
(খ) কেন্নান নীতি
(গ) বেষ্টনী নীতি
(ঘ) শীতল নীতি
উত্তরঃ (গ) বেষ্টনী নীতি

৫০। ঠান্ডাযুদ্ধের সূচনা হয়
(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

৫১। ঠান্ডাযুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্ত ছিল?
(ক) ১৯৪৫-১৯৮৫ খ্রিস্টাব্দ
(খ) ১৯৪৫-১৯৮৯ খ্রিস্টাব্দ
(গ) ১৯৪৭-১৯৯০ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৪৫-১৯৯১ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ঘ) ১৯৪৫-১৯৯১ খ্রিস্টাব্দ

৫২। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম
(ক) ইউরোপে
(খ) মধ্যপ্রাচ্যে
(গ) লাতিন আমেরিকায়
(ঘ) এশিয়ায়
উত্তরঃ (ক) ইউরোপে

৫৩। ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায় আছে?
(ক) ৪টি
(খ) ৭টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
উত্তরঃ (গ) ৬টি

৫৪। ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, তা হল
(ক) তেহরান সন্মেলন
(খ) পটস্ডাম সম্মেলন
(গ) বেলগ্রেড সম্মেলন
(ঘ) মস্কো সম্মেলন
উত্তরঃ (খ) পটসডাম সম্মেলন

৫৫। কার বক্তৃতার ফলে ঠান্ডাযুদ্ধের প্রাক্ প্রস্তুতির সূচনা ঘটে?
অথবা, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে?
(ক) ট্রুম্যান
(খ) বার্নার্ড বারুচ
(গ) চার্চিল
(ঘ) ক্রুশ্চেভ
উত্তরঃ (গ) চার্চিল

৫৬। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় কোন্ সময়কালকে বলা হয়?
(ক) ১৯৫০-১৯৫৫ খ্রিস্টাব্দ
(খ) ১৯৪৫-১৯৪৯ খ্রিস্টাব্দ
(গ) ১৯৪৯-১৯৫৬ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৫৫-১৯৬০ খ্রিস্টাব্দ
উত্তরঃ (খ) ১৯৪৫-১৯৪৯ খ্রিস্টাব্দ

৫৭। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তার বোধের জন্য গৃহীত নীতিটি হল
(ক) মার্শাল নীতি
(খ) পারমাণবিক নিবৃত্তিকরণ নীতি
(গ) ট্রুম্যান নীতি
(ঘ) প্রতিরোধের নীতি
উত্তরঃ (ঘ) প্রতিরোধের নীতি

৫৮। প্রথম পর্যায়ে ঠান্ডাযুদ্ধ কেন্দ্রীভূত ছিল –
(ক) পূর্ব এশিয়ায়
(খ) ইউরোপে
(গ) মধ্যপ্রাচ্যে
(ঘ) আফ্রিকায়
উত্তরঃ (খ) ইউরোপে

৫৯। ‘পটসডাম’ সম্মেলন অনুষ্ঠিত হয়
(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

৬০। ঠান্ডাযুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হল
(ক) ফালটন বক্তৃতা
(খ) লন্ডন বক্তৃতা
(গ) সাধারণভাবে উদ্বোধনী বক্তৃতা
(ঘ) গোলটেবিল বক্তৃতা
উত্তরঃ (ক) ফালটন বক্তৃতা

৬১। ফালটন বক্তৃতা অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৫ মার্চ
(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দের ৩ মার্চ
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ মার্চ
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ মার্চ
উত্তরঃ (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ মার্চ

৬২। ফালটন বক্তৃতায় ‘লৌহ যবনিকা’ তত্ত্বটি উপস্থাপন করেন
(ক) গর্বাচেভ
(খ) বার্নার্ড বারুচ
(গ) ট্রুম্যান
(ঘ) চার্চিল
উত্তরঃ (ঘ) চার্চিল

৬৩। সুদূর প্রাচ্যে কোন্ অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল?
(ক) কোরিয়া
(খ) জাপান
(গ) ভারত
(ঘ) ইতালি
উত্তরঃ (ক) কোরিয়া

৬৪। পূর্বপ্রাচ্যে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল যে দেশকে কেন্দ্র করে, সেটি হল
(ক) ইতালি
(খ) জাপান
(গ) চিন
(ঘ) জার্মানি
উত্তরঃ (খ) জাপান

৬৫। সংকোচন (containment)-এর নীতি ঘোষণা করেন
(ক) ট্রুম্যান
(খ) মার্শাল
(গ) ক্রুশ্চেভ
(ঘ) গর্বাচেভ
উত্তরঃ (ক) ট্রুম্যান

৬৬। ‘ট্রুম্যান ডকট্রিন’ ঘোষিত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ মার্চ
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ১২ মার্চ
উত্তরঃ (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ

৬৭। ‘সাম্যবাদ প্রতিরোধের নীতি’ নেন
(ক) ট্রুম্যান
(খ) মার্শাল
(গ) রেগান
(ঘ) ওবামা
উত্তরঃ (ক) ট্রুম্যান

৬৮। রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন
(ক) চার্চিল
(খ) জর্ড মার্শাল
(গ) কিসিংগার
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) জর্ড মার্শাল

৬৯। মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন
(ক) জর্জ মার্শাল
(খ) ট্রুম্যান
(গ) কোফি আন্নান
(ঘ) লিপম্যান।
উত্তরঃ (ক) জর্জ মার্শাল

৭০। মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয়
(ক) ট্রুম্যান পরিকল্পনা
(খ) মার্শাল পরিকল্পনা
(গ) চার্চিল পরিকল্পনা
(ঘ) রেগান পরিকল্পনা।
উত্তরঃ (খ) মার্শাল পরিকল্পনা

৭১। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৭২। মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ বলেছেন
(ক) স্তালিন
(খ) গর্বাচেভ
(গ) মলোটভ
(ঘ) ফিদেল কাস্ত্রো।
উত্তরঃ (গ) মলোটভ

৭৩। মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের
(ক) সামাজিক পুনরুজ্জীবনের জন্য
(খ) অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য
(গ) রাজনৈতিক পুনরুজ্জীবনের জন্য
(ঘ) সামরিক শক্তি বৃদ্ধির জন্য।
উত্তরঃ (খ) অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য

৭৪। OEEC -এর সম্পূর্ণ রূপটি হল
(ক) Organisation for East Economic Cooperation
(খ) Office for East Economic Cooperation
(গ) Office for European Economic Cooperation
(ঘ) Organisation for European Economic Cooperation।
উত্তরঃ (ঘ) Organisation for European Economic Cooperation

৭৫। মলোটভ ছিলেন
(ক) সোভিয়েত অর্থমন্ত্রী
(খ) সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রী
(গ) সোভিয়েত প্রধানমন্ত্রী
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রী

৭৬। OAS-এর পুরো কথাটি হল
(ক) Organization of African States
(খ) Office of American States
(গ) Organization of American States
(ঘ) Office of African States।
উত্তরঃ (গ) Organization of American States

৭৭। আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা’ বা OAS গঠিত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

৭৮। মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার কতগুলি দেশ মিলে OAS গঠন করেছিল?
(ক) ২৩টি
(খ) ২০টি
(গ) ২২টি
(ঘ) ২১টি।
উত্তরঃ (খ) ২০টি

৭৯। NATO জোটের একটি সদস্যদেশ হল
(ক) বেলজিয়াম
(খ) নিউজিল্যান্ড
(গ) পাকিস্তান
(ঘ) পোল্যান্ড।
উত্তরঃ (ক) বেলজিয়াম

৮০। ন্যাটো (NATO) গঠিত হয়
(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল
(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল।
উত্তরঃ (ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৪ এপ্রিল

৮১। পশ্চিমি সামরিক জোট হল
(ক) Warsaw Pact
(খ) NATO
(গ) SAARC
(ঘ) SAPTA.
উত্তরঃ (খ) NATO

৮২। ‘ন্যাটো’ গঠিত হয় কার উদ্যোগে?
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) ব্রিটেন
(ঘ) ভারত।
উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্র

৮৩। যে দেশ ন্যাটো সদস্যভুক্ত হয়নি
(ক) ফ্রান্স
(খ) ইতালি
(গ) কিউবা
(ঘ) ব্রিটেন।
উত্তরঃ (গ) কিউবা

৮৪। গ্রিস ও তুরস্ক ন্যাটো জোটে যোগদান করে
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে

৮৫। ‘ন্যাটো’ জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে?
(ক) ১২টি
(খ) ১৩টি
(গ) ১৪টি
(ঘ) ১৫টি।
উত্তরঃ (ক) ১২টি

৮৬। NATO-এর পুরো নাম হল
(ক) North America Treaty Organization
(খ) North Atlantic Treaty Office
(গ) North Atlantic Treaty Organization
(ঘ) উপরের কোনোটিই নয়।
উত্তরঃ (গ) North Atlantic Treaty Organization

৮৭। NATO গঠনের উদ্দেশ্য ছিল
(ক) রাশিয়াকে প্রতিহত করা
(খ) চিনকে প্রতিহত করা
(গ) আমেরিকাকে প্রতিহত করা
(ঘ) জাপানকে প্রতিহত করা।
উত্তরঃ (ক) রাশিয়াকে প্রতিহত করা

৮৮। পশ্চিম জার্মানি ‘ন্যাটো’ জোটে যোগদান করে
(ক) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

৮৯। পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য কমিনফর্ম গঠন করেন
(ক) স্তালিন
(খ) ক্রুশ্চেভ
(গ) বুলগানিন
(ঘ) লেনিন।
উত্তরঃ (ক) স্তালিন

৯০। কমিনফর্ম গঠিত হয়
(ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৯১। ১৯৪৯ খ্রিস্টাব্দে কমেকন গঠন করেছিল
(ক) চিন
(খ) রাশিয়া
(গ) সোভিয়েত ইউনিয়ন
(ঘ) ভারত।
উত্তরঃ (গ) সোভিয়েত ইউনিয়ন

৯২। কমিনফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয়?
(ক) পোল্যান্ড
(খ) সোভিয়েত ইউনিয়ন
(গ) রোমানিয়া
(ঘ) বুলগেরিয়া।
উত্তরঃ (খ) সোভিয়েত ইউনিয়ন

৯৩। কমিনফর্ম-এর প্রধান কার্যালয় অবস্থিত
(ক) লুসাকায়
(খ) বেলগ্রেডে
(গ) কায়রোতে
(ঘ) আলজিয়ার্সে।
উত্তরঃ (খ) বেলগ্রেডে

৯৪। COMECON (কমেকন) গঠিত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি।
উত্তরঃ (ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি

৯৫। COMECON-এর পুরো নাম
(ক) Council for Mutual Economic Assistance
(খ) Commission for Mutual Economic Assistance
(গ) Council for Market Economic Assistance
(ঘ) Commission for Mutual Economic Allocation.
উত্তরঃ (ক) Council for Mutual Economic Assistance

৯৬। বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

৯৭। কোন্ বছর ‘বার্লিন অবরোধ’ প্রত্যাহার করা হয়?
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ১২ মে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৩ মে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ মে।
উত্তরঃ (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে

৯৮। চিনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

৯৯। সোভিয়েত ইউনিয়ন আনবিক বোমা আবিষ্কার করে
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে

১০০। ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়টির সময়কাল হল
(ক) ১৯৩৫-১৯৩৮ খ্রিস্টাব্দ
(খ) ১৯৪৫-১৯৪৮ খ্রিস্টাব্দ
(গ) ১৯৫০-১৯৫৩ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৫৫-১৯৫৮ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৯৫০-১৯৫৩ খ্রিস্টাব্দ

১০১। দ্বিতীয় পর্যায়ে ঠান্ডা লড়াই কেন্দ্রীভূত হয়েছিল এশিয়া মহাদেশের
(ক) চিনে
(খ) ভারতে
(গ) জাপানে
(ঘ) কোরিয়ায়।
উত্তরঃ (ঘ) কোরিয়ায়

১০২। ঠান্ডা লড়াই-এর কোন্ পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভিটো প্রয়োগ করেছিল?
(ক) প্রথম পর্যায়ে (১৯৪৫-১৯৪৯ খ্রিস্টাব্দে)
(খ) দ্বিতীয় পর্যায়ে (১৯৫০-১৯৫৩ খ্রিস্টাব্দে)
(গ) তৃতীয় পর্যায়ে (১৯৫৩-১৯৫৯ খ্রিস্টাব্দে)
(ঘ) চতুর্থ পর্যায়ে (১৯৫৯-১৯৬২ খ্রিস্টাব্দে)।
উত্তরঃ (খ) দ্বিতীয় পর্যায়ে (১৯৫০-১৯৫৩ খ্রিস্টাব্দে)

১০৩। কোরিয়ার যুদ্ধকে ‘মর্যাদা রক্ষার লড়াই’ বলে ঘোষণা করেন
(ক) মার্শাল
(খ) গর্বাচেভ
(গ) ট্রুম্যান
(ঘ) স্তালিন।
উত্তরঃ (গ) ট্রুম্যান

১০৪। কোরিয়ার বিভক্তির পর কোরিয়ার উত্তরাংশে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়?
(ক) আমেরিকা
(খ) ব্রিটেন
(গ) সোভিয়েত ইউনিয়ন
(ঘ) ফ্রান্স।
উত্তরঃ (গ) সোভিয়েত ইউনিয়ন

১০৫। কোরিয়ার বিভক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র-সহ গ্রেট ব্রিটেন, ফ্রান্স কোরিয়ার কোন্ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল?
(ক) উত্তর
(খ) পূর্ব
(গ) পশ্চিম
(ঘ) দক্ষিণ।
উত্তরঃ (ঘ) দক্ষিণ

১০৬। কোরিয়ার বিভক্তির পর দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রভাবিত গণতান্ত্রিক সরকারের প্রধান ছিলেন কে?
(ক) রিয়ং-হে
(খ) কিম টোক হুন
(গ) সিংম্যান রি
(ঘ) কিম ইল-সুং।
উত্তরঃ (গ) সিংম্যান রি

১০৭। কোরিয়া বিভক্তির পর উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে কমিউনিস্ট নেতা ছিলেন কে?
(ক) রিয়ং-হে
(খ) কিম টোক হুন
(গ) সিংম্যান রি
(ঘ) কিম ইল-সুং।
উত্তরঃ (ঘ) কিম ইল-সুং

১০৮। কোরিয়ার যুদ্ধ (উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ) সংঘটিত হয়
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৫ জুন
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৫ জুন
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৫ জুন
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৫ জুন।
উত্তরঃ (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৫ জুন

১০৯। আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয়
(ক) ন্যাটো চুক্তি
(খ) ওয়ারশ চুক্তি
(গ) আনজাস চুক্তি
(ঘ) কমিনটার্ন চুক্তি।
উত্তরঃ (গ) আনজাস চুক্তি

১১০। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাধারণ সভা ‘শান্তির জন্য সন্মিলিত হওয়ার প্রস্তাব’ গ্রহণ করে
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ১০ নভেম্বর।
উত্তরঃ (ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর

১১১। ঠান্ডা লড়াই-এর তৃতীয় পর্যায়ের সময়কাল হল
(ক) ১৯৫৩-১৯৫৯ খ্রিস্টাব্দ
(খ) ১৯৬১-১৯৬৭ খ্রিস্টাব্দ
(গ) ১৯৬৭-১৯৭২ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৭২-১৯৭৯ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ক) ১৯৫৩-১৯৫৯ খ্রিস্টাব্দ

১১২। ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এর কথা তুলে ধরেছিলেন সোভিয়েত নেতা
(ক) গর্বাচেভ
(খ) নিকিতা ক্রুশ্চেভ
(গ) রোজা লুক্সেমবার্গ
(ঘ) স্তালিন।
উত্তরঃ (খ) নিকিতা ক্রুশ্চেভ

১১৩। এশিয়ার একটি সামরিক জোটের নাম হল
(ক) ন্যাটো
(খ) ওয়ারশ
(গ) সিয়াটো
(ঘ) কমিনফর্ম।
উত্তরঃ (গ) সিয়াটো

১১৪। এশিয়ার একটি অসামরিক জোটের নাম হল
(ক) ওয়ারশ
(খ) আসিয়ান
(গ) ওপেক
(ঘ) ন্যাটো।
উত্তরঃ (খ) আসিয়ান

১১৫। ১৯৫৪ খ্রিস্টাব্দে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়ে ওঠে
(ক) NATO
(খ) SEATO
(গ) OPEC
(ঘ) WARSW
উত্তরঃ (খ) SEATO

১১৬। SEATO-র পূর্ণরূপ হল
(ক) South East African Treaty Organization
(খ) South East Asian Treaty Organization
(গ) South East American Treaty Organization
(ঘ) South East Asian Treaty Office
উত্তরঃ (খ) South East Asian Treaty Organization

১১৭। SEATO প্রতিষ্ঠা হয়
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

১১৮। পাকিস্তান সিয়াটোর সদস্যপদ ত্যাগ করে
(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৬৬ খ্রিস্টাব্দে

১১৯। CENTO-র পুরো কথাটি কী
(ক) Countries of East-North Treaty Organization
(খ) Central Trade Organization
(গ) Common East-North Trade and Others
(ঘ) Central Treaty Organization
উত্তরঃ (ঘ) Central Treaty Organization

১২০। CENTO কবে প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে

১২১। কার নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়
(ক) রাউল কাস্ত্রো
(খ) নিকোলাস মাদুরো
(গ) ফিদেল কাস্ত্রো
(ঘ) বাতিস্তা
উত্তরঃ (গ) ফিদেল কাস্ত্রো

১২২। MEDO-এর সম্পূর্ণ কথাটি হল
(ক) Middle East Defence Organization
(খ) Middle East Deterrence Organization
(গ) Middle East Defence Office
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) Middle East Defence Organization

১২৩। মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা MEDO গঠিত হয়
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

১২৪। ইরাক ‘মেডো’-এর সদস্যপদ পরিত্যাগ করে
(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে

১২৫। স্তালিনের মৃত্যু হয়
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

১২৬। সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায়
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

১২৭। ওয়ারশ চুক্তি স্বাক্ষর করে মোট
(ক) ৫টি দেশ
(খ) ৮টি দেশ
(গ) ১০টি দেশ
(ঘ) ১৫টি দেশ
উত্তরঃ (খ) ৮টি দেশ

১২৮। ‘ওয়ারশ চুক্তি’তে স্বাক্ষরকারী দেশগুলি হল
(ক) সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরি
(খ) আমেরিকা, পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরি
(গ) চিন, জার্মানি, জাপান ও ইতালি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরি

১২৯। NATO জোটের পালটা জোটের নাম হল
(ক) কমিনটার্ন
(খ) সিয়াটো
(গ) ওয়ারশ
(ঘ) মিমো
উত্তরঃ (গ) ওয়ারশ

১৩০। ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে?
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) গ্রেট ব্রিটেন
(গ) সোভিয়েত ইউনিয়ন
(ঘ) ভারত।
উত্তরঃ (গ) সোভিয়েত ইউনিয়ন

১৩১। ‘Warsaw Pact’ সম্পাদিত হয়েছিল-
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

১৩২। ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এর নীতি ঘোষণা করেন-
(ক) মিখাইল গর্বাচেভ
(খ) জর্জ বুশ
(গ) নিকিতা ক্রুশ্চেভ
(ঘ) হিটলার।
উত্তরঃ (গ) নিকিতা ক্রুশ্চেভ

১৩৩। ন্যাটোর প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন কোন্ সামরিক জোট গড়ে তোলে?
(ক) ওয়ারশ
(খ) কমেকন
(গ) SEATO
(ঘ) CENTO
উত্তরঃ (ক) ওয়ারশ

১৩৪। ওয়ারশ চুক্তি অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন কত খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সামরিক অভিযান চালায়?
(ক) ১৯৫০
(খ) ১৯৫৬
(গ) ১৯৪৫
(ঘ) ১৯৬৫।
উত্তরঃ (খ) ১৯৫৬

১৩৫। কত খ্রিস্টাব্দে আলবেনিয়া ওয়ারশ চুক্তির সদস্যপদ ত্যাগ করে?
(ক) ১৯৬৩
(খ) ১৯৫৬
(গ) ১৯৬৮
(ঘ) ১৯৬০।
উত্তরঃ (গ) ১৯৬৮

১৩৬। কত খ্রিস্টাব্দে পূর্ব জার্মানি ওয়ারশ চুক্তির সদস্যপদ ত্যাগ করে?
(ক) ১৯৯০
(খ) ১৯৮০
(গ) ১৯৭০
(ঘ) ১৯৬০।
উত্তরঃ (ক) ১৯৯০

১৩৭। কত খ্রিস্টাব্দে ওয়ারশ চুক্তির অবলুপ্তি ঘটে?
(ক) ১৯৮১
(খ) ১৯৯১
(গ) ১৯৭১
(ঘ) ১৯৮৯।
উত্তরঃ (খ) ১৯৯১

১৩৮। ওয়ারশ জোটের প্রথম সেনাপ্রধান কে ছিলেন?
(ক) মার্শাল কোনেভ
(খ) মার্শাল লুশেভ
(গ) মার্শাল টিটো
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মার্শাল কোনেভ

১৩৯। কত খ্রিস্টাব্দে দিয়েন বিয়েন ফু-এর পতন ঘটে?
(ক) ১৯৫০
(খ) ১৯৫১
(গ) ১৯৫৩
(ঘ) ১৯৫৪।
উত্তরঃ (ঘ) ১৯৫৪

১৪০। ভিয়েতনামের বিভক্তির পর দক্ষিণ ভিয়েতনামে কে ক্ষমতাসীন হয়?
(ক) রিয়ং-হে
(খ) নো দিন দিয়েম
(গ) কিম টোক হুন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) নো দিন দিয়েম

১৪১। ভিয়েতনামের বিভক্তির পর উত্তর ভিয়েতনামে হো-চি-মিন-এর নেতৃত্বে কোন্ সরকার প্রতিষ্ঠিত হয়?
(ক) কমিউনিস্ট
(খ) গণতান্ত্রিক
(গ) স্বৈরাচারি
(ঘ) পুঁজিবাদী।
উত্তরঃ (ক) কমিউনিস্ট

১৪২। যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়, তা হল–
(ক) বার্লিন সংকট
(খ) কিউবা সংকট
(গ) কোরিয়া সংকট
(ঘ) সুয়েজ সংকট।
উত্তরঃ (ঘ) সুয়েজ সংকট

১৪৩। মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট কবে দেখা যায়?
(ক) ১৯৫২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

১৪৪। সুয়েজ খাল জাতীয়করণ হয়–
(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

১৪৫। কার প্রস্তাব অনুযায়ী সুয়েজ সমস্যাসমাধানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এগিয়ে এসেছিল?
(ক) কানাডার প্রধানমন্ত্রী পিয়ারসন
(খ) আইজেনহাওয়ার
(গ) গামাল আবদেল নাসের
(ঘ) কেনেডি।
উত্তরঃ (ক) কানাডার প্রধানমন্ত্রী পিয়ারসন

১৪৬। ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা হয়–
(ক) চিয়াং কাই শেক-এর নেতৃত্বে
(খ) হো-চি-মিনের নেতৃত্বে
(গ) নো দিন দিয়েম-এর নেতৃত্বে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) হো-চি-মিনের নেতৃত্বে

১৪৭। ঠান্ডা লড়াই-এর তৃতীয় পর্যায়ে কোন্ দেশকে কেন্দ্র করে মার্কিন-সোভিয়েত বিরোধ তৈরি হয়?
(ক) হাঙ্গেরি
(খ) ইরান
(গ) গুয়েতেমালা
(ঘ) ইজরায়েল।
উত্তরঃ (ক) হাঙ্গেরি

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ

আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment