আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় তৃতীয় সেমিস্টার | Class 12 Political Science 2nd Chapter MCQ 3rd Semester

১। কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আমেরিকার সিনেটে ‘ওয়ার্ল্ড লিগ ফর পিস’ সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন?
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
২। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটি হল-
(ক) জাতিসংঘ
(খ) জাতিপুঞ্জ
(গ) রেড ক্রস
(ঘ) ইউনিসেফ।
উত্তরঃ (ক) জাতিসংঘ
৩। ‘League of Nation’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
৪। জাতিসংঘ গঠিত হয়েছিল-
(ক) ওয়াশিংটন সম্মেলনে
(খ) প্যারিস সম্মেলনে
(গ) ইয়াল্টা সম্মেলনে
(ঘ) জেনেভা সম্মেলনে।
উত্তরঃ (খ) প্যারিস সম্মেলনে
৫। প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়-
(ক) ১৯২২ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
৬। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
অথবা, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হল-
(ক) অছি পরিষদ
(খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) জাতিসংঘ।
উত্তরঃ (ঘ) জাতিসংঘ
৭। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল-
(ক) সম্মিলিত জাতিপুঞ্জ
(খ) আন্তর্জাতিক বিচারালয়
(গ) সাধারণ সভা
(ঘ) জাতিসংঘ বা লিগ অফ নেশনস্।
উত্তরঃ (ঘ) জাতিসংঘ বা লিগ অফ নেশনস্
৮। জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত ছিল?
(ক) নিউ ইয়র্ক
(খ) লন্ডন
(গ) জেনেভা
(ঘ) দিল্লি।
উত্তরঃ (গ) জেনেভা
৯। জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন্ আন্তর্জাতিক ঘটনার সূচনার পর?
(ক) প্রথম বিশ্বযুদ্ধ
(খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(গ) ঠান্ডা লড়াই
(ঘ) তৃতীয় বিশ্বের জাতীয়তাবাদী আন্দোলন।
উত্তরঃ (খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১০। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে-
(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
১১। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) ২০০০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
১২। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে-
(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর
(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি।
উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১০ ডিসেম্বর
১৩। জাতিপুঞ্জের সদর দফতরটি অবস্থিত-
(ক) জেনেভাতে
(খ) ফ্রান্সে
(গ) মস্কোতে
(ঘ) নিউ ইয়র্কে।
উত্তরঃ (ঘ) নিউ ইয়র্কে
১৪। ‘United Nations’ শব্দটি কার মস্তিষ্কপ্রসূত?
(ক) রুজভেল্ট
(খ) ট্রুম্যান
(গ) মার্শাল
(ঘ) স্তালিন।
উত্তরঃ (ক) রুজভেল্ট
১৫। মিত্রশক্তিসমূহ যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে (১৯৪১ খ্রিস্টাব্দ) মিত্রশক্তি যে সংকল্প গ্রহণ করে তা কী নামে পরিচিত?
(ক) লন্ডন ঘোষণা
(খ) মস্কো ঘোষণা
(গ) ওয়াশিংটন ঘোষণা
(ঘ) তেহেরান ঘোষণা।
উত্তরঃ (ক) লন্ডন ঘোষণা
১৬। ‘সম্মিলিত জাতিপুঞ্জ’ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ছিল-
(ক) ওয়াশিংটন ঘোষণা
(খ) তেহেরান ঘোষণা
(গ) আটল্যান্টিক সনদ
(ঘ) ইয়াল্টা সম্মেলন।
উত্তরঃ (গ) আটল্যান্টিক সনদ
১৭। কত খ্রিস্টাব্দে আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ আগস্ট
(গ) ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ আগস্ট
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর।
উত্তরঃ (ক) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
১৮। কাদের মধ্যে আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয়?
(ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং চিনা প্রতিনিধি টি ভি সুঙ
(খ) মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং সোভিয়েত প্রতিনিধি লিটভিনভ
(গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
(ঘ) সোভিয়েত রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিন এবং মার্কিন রাষ্ট্রপতি ডেভিড ট্রুম্যান।
উত্তরঃ (গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
১৯। আটল্যান্টিক সনদে স্বাক্ষরিত হয়-
(ক) ৪টি ধারা
(খ) ৫টি ধারা
(গ) ৬টি ধারা
(ঘ) ৮টি ধারা।
উত্তরঃ (ঘ) ৮টি ধারা
২০। আটল্যান্টিক সনদকে অনুমোদন করে-
(ক) ওয়াশিংটন ঘোষণা, ১৯৪২
(খ) তেহেরান ঘোষণা, ১৯৪৩
(গ) মস্কো ঘোষণা, ১৯৪১
(ঘ) লন্ডন ঘোষণা, ১৯৪০।
উত্তরঃ (ক) ওয়াশিংটন ঘোষণা, ১৯৪২
২১। ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয়-
(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৪২ খ্রিস্টাব্দে
২২। ১৯৪২ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি ওয়াশিংটনে সম্মিলিত হয়েছিলেন?
(ক) ৫টি
(খ) ২০টি
(গ) ২৬টি
(ঘ) ৩০টি।
উত্তরঃ (গ) ২৬টি
২৩। কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়?
(ক) ওয়াশিংটন সম্মেলনে
(খ) মস্কো ঘোষণায়
(গ) তেহেরান ঘোষণায়
(ঘ) ইয়াল্টা সম্মেলনে।
উত্তরঃ (ক) ওয়াশিংটন সম্মেলনে
২৪। কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন?
(ক) চার্চিল
(খ) রুজভেল্ট
(গ) ট্রুম্যান
(ঘ) টি ভি সুঙ।
উত্তরঃ (খ) রুজভেল্ট
২৫। কোন্ সম্মেলন ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা’ নামেও পরিচিত?
(ক) তেহেরান ঘোষণা
(খ) মস্কো ঘোষণা
(গ) ওয়াশিংটন সম্মেলন
(ঘ) ইয়াল্টা সম্মেলন।
উত্তরঃ (গ) ওয়াশিংটন সম্মেলন
২৬। মস্কো ঘোষণা কবে হয়?
(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
২৭। কোথায় মস্কো ঘোষণা অনুষ্ঠিত হয়েছিল?
(ক) সোভিয়েত ইউনিয়নে
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(গ) ব্রিটেনে
(ঘ) ফ্রান্সে।
উত্তরঃ (ক) সোভিয়েত ইউনিয়নে
২৮। কত খ্রিস্টাব্দে তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে ১ সেপ্টেম্বর
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট
(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে ১ ডিসেম্বর
(ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে ২১ আগস্ট।
উত্তরঃ (গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে ১ ডিসেম্বর
২৯। তেহেরান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) ইরানে
(গ) ইরাকে
(খ) সৌদি আরবে
(ঘ) ওমানে।
উত্তরঃ (ক) ইরানে
৩০। কোন্ সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা হয়?
(ক) ভার্জিনিয়া সম্মেলনে
(গ) ইয়াল্টা সম্মেলনে
(খ) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
(ঘ) মস্কো সম্মেলনে।
উত্তরঃ (খ) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
৩১। ‘ডাম্বারটন ওকস্’ সম্মেলন অনুষ্ঠিত হয়-
(ক) ১৯৪১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
৩২। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৪-এর ডিসেম্বরে
(খ) ১৯৪৫-এর ফেব্রুয়ারিতে
(গ) ১৯৪৫-এর অক্টোবরে
(ঘ) ১৯৪৬-এর জানুয়ারিতে
উত্তরঃ (খ) ১৯৪৫-এর ফেব্রুয়ারিতে
৩৩। কোন্ সম্মেলনে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রের ভিটো প্রদান সংক্রান্ত আলোচনা হয়?
(ক) ইয়াল্টা সম্মেলনে
(খ) ভার্জিনিয়া সম্মেলনে
(গ) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
(ঘ) মস্কো সম্মেলনে
উত্তরঃ (ক) ইয়াল্টা সম্মেলনে
৩৪। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল
(ক) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
(খ) ইয়াল্টা সম্মেলনে
(গ) সানফ্রান্সিসকো সম্মেলনে
(ঘ) ওয়াশিংটন ঘোষণায়
উত্তরঃ (গ) সানফ্রান্সিসকো সম্মেলনে
৩৫। সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৩-এর অক্টোবরে
(খ) ১৯৪৩-এর নভেম্বরে
(গ) ১৯৪৪-এর আগস্টে
(ঘ) ১৯৪৫-এর এপ্রিলে
উত্তরঃ (ঘ) ১৯৪৫-এর এপ্রিলে
৩৬। সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন
(ক) ৩০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ
(খ) ৩৫টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ
(গ) ৪০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ
(ঘ) ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ
উত্তরঃ (ঘ) ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ
৩৭। কোন্ সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়?
(ক) আটল্যান্টিক ঘোষণা
(খ) মস্কো সম্মেলন
(গ) ইয়াল্টা সম্মেলন
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ (ঘ) এর কোনোটিই নয়
৩৮। সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কী নামে পরিচিত
(ক) সনদ
(খ) সংবিধান
(গ) সংবিধি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সনদ
৩৯। জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল
(ক) ২৬টি রাষ্ট্র
(খ) ২৮টি রাষ্ট্র
(গ) ৫১টি রাষ্ট্র
(ঘ) ৮১টি রাষ্ট্র
উত্তরঃ (গ) ৫১টি রাষ্ট্র
৪০। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি
(ক) ১১০টি
(খ) ১১১টি
(গ) ১১২টি
(ঘ) ১১৩টি
উত্তরঃ (ঘ) ১১৩টি
৪১। জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা ও অধ্যায় নিয়ে গঠিত
(ক) একটি প্রস্তাবনা ও ১৯টি অধ্যায়
(খ) দুটি প্রস্তাবনা ও ১০টি অধ্যায়
(গ) একটি প্রস্তাবনা ও ১২টি অধ্যায়
(ঘ) দুটি প্রস্তাবনা ও ১৯টি অধ্যায়
উত্তরঃ (ক) একটি প্রস্তাবনা ও ১৯টি অধ্যায়
৪২। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়
(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
৪৩। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দফতর অবস্থিত
(ক) জেনেভাতে
(খ) ওয়াশিংটনে
(গ) নিউ ইয়র্কে
(ঘ) হেগ-এ
উত্তরঃ (গ) নিউ ইয়র্কে
৪৪। আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হল
(ক) জাতিসংঘ
(খ) সম্মিলিত জাতিপুঞ্জ
(গ) সাধারণ সভা
(ঘ) সার্ক
উত্তরঃ (খ) সম্মিলিত জাতিপুঞ্জ
৪৫। জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন্ দিনটি
(ক) ১০ জানুয়ারি
(খ) ২৪ অক্টোবর
(গ) ১০ ডিসেম্বর
(ঘ) ১৫ ফেব্রুয়ারি
উত্তরঃ (খ) ২৪ অক্টোবর
৪৬। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে
(ক) ৩৯নং ধারায়
(খ) ৯৯নং ধারায়
(গ) প্রস্তাবনায়
(ঘ) ১১১নং ধারায়
উত্তরঃ (গ) প্রস্তাবনায়
৪৭। জাতিপুঞ্জের সনদের ১নং ধারায় বর্ণিত রয়েছে জাতিপুঞ্জের
(ক) উদ্দেশ্য
(খ) পরিকল্পনা
(গ) নীতি
(ঘ) গঠন
উত্তরঃ (গ) নীতি
৪৮। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনত প্রতিষ্ঠার কথা জাতিপুঞ্জের সনদের কোন্ ধারায় উল্লিখিত হয়েছে
(ক) ২নং ধারায়
(খ) ১নং ধারায়
(গ) প্রস্তাবনায়
(ঘ) ১০নং ধারায়
উত্তরঃ (গ) প্রস্তাবনায়
৪৯। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার কথা বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের
(ক) ৫৩ নং ধারায়
(খ) ৫৬ নং ধারায়
(গ) ৭৩ নং ধারায়
(ঘ) ১নং ধারায়
উত্তরঃ (ঘ) ১নং ধারায়
৫০। জাতিপুঞ্জের সনদে মোট কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে
(ক) তিনটি
(খ) চারটি
(গ) সাতটি
(ঘ) নয়টি
উত্তরঃ (খ) চারটি
৫১। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল
(ক) সকল রাষ্ট্রকে একত্রিত করা
(খ) রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা বৃদ্ধি করা
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে বৃদ্ধি করা
(ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা
উত্তরঃ (ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা
৫২। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে
(ক) ২ নং ধারায়
(খ) ১ নং ধারায়
(গ) ৪ নং ধারায়
(ঘ) ৩ নং ধারায়
উত্তরঃ (ক) ২ নং ধারায়
৫৩। জাতিপুঞ্জের সকল সদস্যরাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লিখিত রয়েছে সনদের
(ক) ১নং ধারায়
(খ) ২ নং ধারায়
(গ) ৯৯ নং ধারায়
(ঘ) প্রস্তাবনায়
উত্তরঃ (খ) ২ নং ধারায়
৫৪। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ২নং ধারায় কটি নীতি অনুসরণের কথা বলা হয়েছে
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৮টি
উত্তরঃ (গ) ৭টি
৫৫। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের জন্য –
(ক) আবশ্যিক
(খ) আবশ্যিক নয়
(গ) বাধ্যতামূলক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) আবশ্যিক নয়
৫৬। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু
(ক) সার্বভৌম রাষ্ট্র
(খ) ব্যক্তি
(গ) আঞ্চলিক গোষ্ঠী
(ঘ) সেবা প্রতিষ্ঠানসমূহ
উত্তরঃ (ক) সার্বভৌম রাষ্ট্র
৫৭। জাতিপুঞ্জের সদস্যরাষ্ট্রগুলি পরস্পরের উপর
(ক) বলপ্রয়োগ করবে না
(খ) সার্বভৌমত্ব স্বীকার করবে না
(গ) ভৌগোলিক অখণ্ডতা স্বীকার করবে না
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) বলপ্রয়োগ করবে না
৫৮। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিপুঞ্জ হস্তক্ষেপ করবে না-এটি তার গুরুত্বপূর্ণ
(ক) ধারা
(খ) লক্ষ্য
(গ) উদ্দেশ্য
(ঘ) নীতি
উত্তরঃ (ঘ) নীতি
৫৯। সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে অঙ্গগুলির কথা বলা হয়েছে
(ক) ১ নং অধ্যায়ে
(খ) ২ নং অধ্যায়ে
(গ) ৩ নং অধ্যায়ে
(ঘ) ৪নং অধ্যায়ে
উত্তরঃ (গ) ৩নং অধ্যায়ে
৬০। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যসংখ্যা হল
(ক) ১৯১
(খ) ১৯২
(গ) ২০৪
(ঘ) ১৯৩
উত্তরঃ (ঘ) ১৯৩
৬১। ভারত জাতিপুঞ্জের সদস্য হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
৬২। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থার সংখ্যা
(ক) ৬টি
(খ) ৩টি
(গ) ৫টি
(ঘ) ৭টি
উত্তরঃ (ক) ৬টি
৬৩। সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্যরাষ্ট্র সাধারণ সভার
(ক) সদস্য
(খ) সদস্য নয়
(গ) অধ্যক্ষ
(ঘ) সভাপতি
উত্তরঃ (ক) সদস্য
৬৪। শান্তিপূর্ণ বিরোধের নিস্পত্তি সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে রয়েছে
(ক) ৭ নং অধ্যায়ে
(খ) ৬ নং অধ্যায়ে
(গ) ৫ নং অধ্যায়ে
(ঘ) ৮ নং অধ্যায়ে
উত্তরঃ (খ) ৬ নং অধ্যায়ে
৬৫। সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা হল
(ক) ৫০
(খ) ১০০
(গ) ১৯৩
(ঘ) ২০০
উত্তরঃ (গ) ১৯৩
৬৬। জাতিপুঞ্জের সর্বশেষ যোগদানকারী সদস্যরাষ্ট্র হল
(ক) পাকিস্তান
(খ) প্যালেস্তাইন
(গ) দক্ষিণ সুদান
(ঘ) উত্তর কোরিয়া
উত্তরঃ (গ) দক্ষিণ সুদান
৬৭। জাতিপুঞ্জে প্যালেস্তাইন ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ (Observer State)-এর মর্যাদা পায়
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(গ) ২০০০ সালে
(ঘ) ২০১২ সালে
উত্তরঃ (ঘ) ২০১২ সালে
৬৮। সম্মিলিত জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে সাধারণ সভার কথা বলা হয়েছে
(ক) ২ নং অধ্যায়ে
(খ) ৩ নং অধ্যায়ে
(গ) ৪ নং অধ্যায়ে
(ঘ) ৬ নং অধ্যায়ে
উত্তরঃ (গ) ৪ নং অধ্যায়ে
৬৯। সাধারণ সভার গঠন ও কার্যাবলি সম্পর্কিত বিধিবিধান উল্লিখিত আছে জাতিপুঞ্জের সনদের কত নং ধারায়
(ক) ৯-১২ নং ধারায়
(খ) ৫-৯ নং অধ্যায়ে
(গ) ১১-১৫ নং ধারায়
(ঘ) ১০-১৮ ধারায়
উত্তরঃ (ক) ৯-১২ নং ধারায়
৭০। সাধারণ সভায় পর্যবেক্ষক রাষ্ট্রগুলি
(ক) ভোটদান করতে পারে
(খ) ভোটদান করতে পারে না
(গ) আলোচনায় যোগদান করতে পারে না
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) ভোটদান করতে পারে না
৭১। কত সালে সাধারণ সভা প্যালেস্তাইনকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা প্রদান করেছে
(ক) ২০১২ সালে
(খ) ২০১০ সালে
(গ) ২০১৬ সালে
(ঘ) ২০১৪ সালে
উত্তরঃ (ক) ২০১২ সালে
৭২। প্রতিটি সদস্যরাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে
(ক) ১ জন
(খ) ২ জন
(গ) ৫ জন
(ঘ) ১০ জন
উত্তরঃ (গ) ৫ জন
৭৩। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ-আইনসভা হল
(ক) সাধারণ সভা
(খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) কর্মদফতর
উত্তরঃ (ক) সাধারণ সভা
৭৪। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল
(ক) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(খ) সাধারণ সভা
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) অছি পরিষদ
উত্তরঃ (খ) সাধারণ সভা
৭৫। সাধারণ সভার সদস্যরা ভোট প্রদান করে
(ক) একাধিক
(খ) কোনো ভোটদানের ব্যবস্থা নেই
(গ) একটি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) একটি
৭৬। সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের–
(ক) ৭ নং ধারায়
(খ) ৯ নং ধারায়
(গ) ১৪ নং ধারায়
(ঘ) ১৮ নং ধারায়
উত্তরঃ (ঘ) ১৮ নং ধারায়
৭৭। যে-কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন হয়?
(ক) ১/৪ অংশের
(খ) ১/২ অংশের
(গ) ২/৩ অংশের
(ঘ) ১/১০ অংশের
উত্তরঃ (গ) ২/৩ অংশের
৭৮। সাধারণ সভার সভাপতি ও সহ-সভাপতির সংখ্যা হল যথাক্রমে–
(ক) ১ জন সভাপতি ও ২১ জন সহ-সভাপতি
(খ) ১ জন সভাপতি ও ১০ জন সহ-সভাপতি
(গ) ১ জন সভাপতি ও ২ জন সহ-সভাপতি
(ঘ) কেবল ১জন সভাপতি
উত্তরঃ (ক) ১ জন সভাপতি ও ২১ জন সহ-সভাপতি
৭৯। সাধারণ সভার প্রতিটি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বমোট সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন–
(ক) ২০ জন
(খ) ২১ জন
(গ) ২২ জন
(ঘ) ২৩ জন
উত্তরঃ (গ) ২২ জন
৮০। ১৯৫০ খ্রিস্টাব্দে ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা সেটি হল–
(ক) নিরাপত্তা পরিষদ
(খ) সাধারণ সভা
(গ) অছি পরিষদ
(ঘ) সচিবালয়
উত্তরঃ (খ) সাধারণ সভা
৮১। শান্তির জন্য ঐক্য’ প্রস্তাবের মাধ্যমে শান্তি রক্ষার ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি ঘটিয়েছে–
(ক) সাধারণ সভার
(খ) নিরাপত্তা পরিষদের
(গ) মহাসচিবের
(ঘ) জাতিপুঞ্জের
উত্তরঃ (ক) সাধারণ সভার
৮২। সম্মিলিত জাতিপুঞ্জে ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব গৃহীত হয়েছিল–
(ক) নভেম্বর ৩, ১৯৪৫
(খ) নভেম্বর ৩, ১৯৫০
(গ) এপ্রিল ৪, ১৯৫৩
(ঘ) জুন ৪, ১৯৫৫
উত্তরঃ (খ) নভেম্বর ৩, ১৯৫০
৮৩। কোন্ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম ‘শান্তির জন্য ঐক্য’ প্রস্তাব গৃহীত হয়?
(ক) কিউবা সংকট
(খ) সুয়েজ সংকট
(গ) কোরিয়া যুদ্ধ
(ঘ) বার্লিন সমস্যা
উত্তরঃ (গ) কোরিয়া যুদ্ধ
৮৪। সম্মিলিত জাতিপুঞ্জে বাজেট প্রস্তুত করেন–
(ক) সাধারণ সভা
(খ) অছি পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) মহাসচিব
উত্তরঃ (ক) সাধারণ সভা
৮৫। সম্মিলিত জাতিপুঞ্জের কোষাগারের দায়িত্ব কার হাতে থাকে?
(ক) সাধারণ সভা
(খ) সচিবালয়
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) সামাজিক ও অর্থনৈতিক পরিষদ
উত্তরঃ (ক) সাধারণ সভা
৮৬। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয়–
(ক) সামাজিক ও অর্থনৈতিক পরিষদ
(খ) অছি পরিষদ
(গ) সাধারণ সভা
(ঘ) নিরাপত্তা পরিষদ
উত্তরঃ (গ) সাধারণ সভা
৮৭। জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করে–
(ক) সচিবালয়
(খ) নিরাপত্তা পরিষদ
(গ) সাধারণ সভা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সাধারণ সভা
৮৮। কোনো সদস্যরাষ্ট্র যদি সময়মতো তার দেয় অর্থ প্রদান করতে অসমর্থ হয় তাহলে সাধারণ সভা সেই রাষ্ট্রের–
(ক) সদস্যপদ বাতিল করতে পারে
(খ) চাঁদা প্রদানে বাধ্য করতে পারে
(গ) ভোটাধিকার বাতিল করতে পারে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ভোটাধিকার বাতিল করতে পারে
৮৯। সাধারণ সভা কত সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গ্রহণ করেছিল?
(ক) ১৯৯৮
(খ) ২০০০
(গ) ২০০১
(ঘ) ২০০২
উত্তরঃ (খ) ২০০০
৯০। সাধারণ সভা জাতিপুঞ্জের কোন্ সংস্থার সদস্যপদের নির্বাচন করতে পারে?
(ক) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের
(খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের
(গ) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি
(ঘ) সবকটিই ঠিক
উত্তরঃ (ঘ) সবকটিই ঠিক
৯১। সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
(ক) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
(খ) রাজেন্দ্র প্রসাদ
(গ) ভি কে কৃষ্ণ মেনন
(ঘ) সায়েদ আকবারুদ্দিন
উত্তরঃ (ক) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
৯২। জাতিপুঞ্জের কোন্ বিভাগ সনদ সংশোধন করতে পারে?
(ক) অছি পরিষদ
(খ) সচিবালয়
(গ) মহাসচিব
(ঘ) সাধারণ সভা
উত্তরঃ (ঘ) সাধারণ সভা
৯৩। জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন হয়?
(ক) দুই-তৃতীয়াংশ
(খ) দুই-চতুর্থাংশ
(গ) এক-চতুর্থাংশ
(ঘ) তিন-চতুর্থাংশ
উত্তরঃ (ক) দুই-তৃতীয়াংশ
৯৪। সাধারণ সভা সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র পাস করে
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
৯৫। বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটি গৃহীত হয়
(ক) ১৯৪২-এর ১০ ডিসেম্বর
(খ) ১৯৪৫-এর ১০ ডিসেম্বর
(গ) ১৯৪৮-এর ১০ ডিসেম্বর
(ঘ) ১৯৫০-এর ১০ ডিসেম্বর।
উত্তরঃ (গ) ১৯৪৮-এর ১০ ডিসেম্বর
৯৬। বিশ্ব ‘মানবাধিকার দিবস’ পালিত হয় প্রতিবছর
(ক) ১০ জানুয়ারি
(খ) ১০ মার্চ
(গ) ১০ নভেম্বর
(ঘ) ১০ ডিসেম্বর।
উত্তরঃ (ঘ) ১০ ডিসেম্বর
৯৭। সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর
(ক) অক্টোবর মাসের প্রথম বুধবার
(খ) মে মাসের তৃতীয় বৃহস্পতিবার
(গ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
(ঘ) নভেম্বর মাসের প্রথম সোমবার।
উত্তরঃ (গ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
৯৮। সাধারণ সভা জরুরি অধিবেশন আহবান করতে পারে
(ক) ২৪ ঘণ্টার নোটিশে
(খ) ১২ ঘণ্টার নোটিশে
(গ) ৪৮ ঘণ্টার নোটিশে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) ২৪ ঘণ্টার নোটিশে
৯৯। বছরে কতবার সাধারণ সভার অধিবেশন বসে?
(ক) ১ বার
(খ) ২ বার
(গ) ৩ বার
(ঘ) ৪ বার।
উত্তরঃ (ক) ১ বার
১০০। সাধারণ সভার অধিবেশন পরিচালনা করেন
(ক) স্পিকার
(খ) মহাসচিব
(গ) সভাপতি
(ঘ) বিচারক।
উত্তরঃ (গ) সভাপতি
১০১। সাধারণ সভার প্রথম অধিবেশন বসে ১০ জানুয়ারি
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
১০২। সাধারণ সভায় বিশেষ অধিবেশন আহবান করতে পারে
(ক) নিরাপত্তা পরিষদ
(খ) অছি পরিষদ
(গ) আর্থসামাজিক পরিষদ
(ঘ) মহাসচিব।
উত্তরঃ (ঘ) মহাসচিব
১০৩। কোন্ পাকিস্তানি প্রথম সাধারণ সভার সভাপতি হয়েছিলেন?
(ক) মোহাম্মাদ জারুল্লা খান
(খ) আয়ুব খান
(গ) ওয়াসিম সাজ্জাদ
(ঘ) পারভেজ মুসারফ।
উত্তরঃ (ক) মোহাম্মাদ জারুল্লা খান
১০৪। ‘বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা’ বলা হয়
(ক) নিরাপত্তা পরিষদকে
(খ) অছি পরিষদকে
(গ) আর্থসামাজিক পরিষদকে
(ঘ) সাধারণ সভাকে।
উত্তরঃ (ঘ) সাধারণ সভাকে
১০৫। সাধারণ সভাকে ‘বিশ্ব-বিবেকের কণ্ঠস্বর’ (Voice of Conscience) বলেছেন
(ক) মার্কিন রাষ্ট্রপতি অস্টিন
(খ) ইচেল বার্জার
(গ) পামার ও পারকিনস্
(ঘ) গেটেল।
উত্তরঃ (ক) মার্কিন রাষ্ট্রপতি অস্টিন
১০৬। জাতিপুঞ্জের পার্লামেন্ট বা ‘বিশ্ব আইনসভা’ বলা হয়
(ক) সচিবালয়কে
(খ) আন্তর্জাতিক আদালতকে
(গ) অছি পরিষদকে
(ঘ) সাধারণ সভাকে।
উত্তরঃ (ঘ) সাধারণ সভাকে
১০৭। জাতিপুঞ্জের কোন্ সংস্থাকে ‘বিশ্বের নাগরিক সভা’ (Town meeting of the world) বলা হয়?
(ক) অছি পরিষদ
(খ) সচিবালয়
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) সাধারণ সভা।
উত্তরঃ (ঘ) সাধারণ সভা
১০৮। সাধারণ সভাকে ‘গল্পগুজবের আসর’ বলে মন্তব্য করেছেন
(ক) অস্টিন
(খ) গেটেল
(গ) গুডরিচ
(ঘ) নিকোলাসা
উত্তরঃ (ঘ) নিকোলাসা
১০৯। সাধারণ সভাকে ‘বিশ্ব নাগরিক সভা’ বলেছেন
(ক) অস্টিন
(খ) মরগেনথাউ
(গ) কোলভিল
(ঘ) গেটেল।
উত্তরঃ (ঘ) গেটেল
১১০। সাধারণ সভাকে ‘কূটনীতিবিদদের সম্মেলন’ বলেছেন
(ক) অস্টিন
(খ) গেটেল
(গ) গুডরিচ
(ঘ) সুম্যান।
উত্তরঃ (ঘ) সুম্যান
১১১। ‘কূটনৈতিক বিশ্বের আয়না’ বলে অভিহিত করা হয়
(ক) জাতিসংঘকে
(খ) জাতিপুঞ্জ
(গ) সাধারণ সভাকে
(ঘ) নিরাপত্তা পরিষদকে।
উত্তরঃ (গ) সাধারণ সভাকে
১১২। বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হল
(ক) জাতিসংঘ
(খ) অছি পরিষদকে
(গ) সাধারণ সভা
(ঘ) আন্তর্জাতিক বিচারালয়কে।
উত্তরঃ (গ) সাধারণ সভা
১১৩। সাধারণ সভাকে ‘একটি অদ্বিতীয় প্রতিষ্ঠান’ কে বলেছেন?
(ক) অস্টিন
(খ) গেটেল
(গ) নিকোলাস
(ঘ) সুম্যান।
উত্তরঃ (গ) নিকোলাস
১১৪। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল
(ক) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(খ) সাধারণ সভা
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) সচিবালয়।
উত্তরঃ (খ) সাধারণ সভা
১১৫। ‘প্রচারের জন্যই সাধারণ সভার সৃষ্টি’– মন্তব্যটি কার?
(ক) গেটেল
(খ) হলস্টি
(গ) নিকোলাস
(ঘ) গুডরিচ।
উত্তরঃ (গ) নিকোলাস
১১৬। ‘আধা-আইন প্রণয়নমূলক সংস্থা’ হিসেবে উল্লেখ করা হয়
(ক) নাগরিক সভাকে
(খ) সাধারণ সভাকে
(গ) আইনসভাকে
(ঘ) সামরিক সভাকে।
উত্তরঃ (খ) সাধারণ সভাকে
১১৭। সাধারণ সভাকে ‘আধা-আইন প্রণয়নমূলক সংস্থা’ হিসেবে উল্লেখ করেছেন
(ক) অস্টিন
(খ) গুডরিচ
(গ) লটারপ্যাক্ট
(ঘ) পারকিনস্।
উত্তরঃ (গ) লটারপ্যাক্ট
১১৮। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়টি অবস্থিত
(ক) দিল্লিতে
(খ) মস্কোতে
(গ) নিউ ইয়র্কে
(ঘ) লন্ডনে।
উত্তরঃ (গ) নিউ ইয়র্কে
১১৯। মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা ছিল
(ক) ৫
(খ) ১১
(গ) ১৩
(ঘ) ১৫।
উত্তরঃ (খ) ১১
১২০। নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা হল
(ক) ১০
(খ) ১৫
(গ) ২০
(ঘ) ২৫।
উত্তরঃ (খ) ১৫
১২১। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হল
(ক) নেপাল
(খ) পাকিস্তান
(গ) ফ্রান্স
(ঘ) দক্ষিণ আফ্রিকা।
উত্তরঃ (গ) ফ্রান্স
১২২। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়
(ক) ভারত
(খ) চিন
(গ) ব্রিটেন
(ঘ) রাশিয়া।
উত্তরঃ (ক) ভারত
১২৩। নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্যরাষ্ট্রের ভোটদান থাকে
(ক) ২টি
(খ) ৫টি
(গ) ১টি
(ঘ) একটিও নয়।
উত্তরঃ (গ) ১টি
১২৪। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যরা ভিটো ক্ষমতা প্রদান করতে পারে
(ক) বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে
(খ) ভিটো ক্ষমতা নেই
(গ) পদ্ধতিগত বিষয়ে
(ঘ) পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে।
উত্তরঃ (ঘ) পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে
১২৫। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে
(ক) মহাসচিব
(খ) সমস্ত সদস্যরা
(গ) স্থায়ী সদস্যরা
(ঘ) অস্থায়ী সদস্যরা।
উত্তরঃ (গ) স্থায়ী সদস্যরা
১২৬। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয়
(ক) ভিটো
(খ) ইমপিচমেন্ট
(গ) স্বৈরাচারী
(ঘ) দুর্বৃত্তায়ন।
উত্তরঃ (ক) ভিটো
১২৭। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের প্রয়োগের ক্ষমতা আছে
(ক) ভিটো
(খ) শক্তি
(গ) কৌশল
(ঘ) সার্বভৌম ক্ষমতা।
উত্তরঃ (ক) ভিটো
১২৮। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল
(ক) ১০
(খ) ৫
(গ) ৮
(ঘ) ৯
উত্তরঃ (ক) ১০
১২৯। কত খ্রিস্টাব্দে সনদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা বাড়িয়ে ৬ থেকে ১০ করা হয়েছে?
(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে
১৩০। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল
(ক) ২ বছর
(খ) ৩ বছর
(গ) ৪ বছর
(ঘ) ৫ বছর
উত্তরঃ (ক) ২ বছর
১৩১। সাধারণ সভার অস্থায়ী সদস্যরা সাধারণ সভার কত ভোটে নির্বাচিত হন?
(ক) এক-তৃতীয়াংশ
(খ) তিন-চতুর্থাংশ
(গ) দুই-তৃতীয়াংশ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) দুই-তৃতীয়াংশ
১৩২। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে
(ক) সাধারণ সভা
(খ) মহাসচিব
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) অছি পরিষদ
উত্তরঃ (ক) সাধারণ সভা
১৩৩। ভিটো ক্ষমতাহীন সদস্যসংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন?
(ক) পাঁচ জন
(খ) দশ জন
(গ) পনেরো জন
(ঘ) আঠারো জন
উত্তরঃ (খ) দশ জন
১৩৪। জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হল
(ক) সাধারণ সভা
(খ) নিরাপত্তা পরিষদ
(গ) মহাসচিব
(ঘ) অছি পরিষদ
উত্তরঃ (খ) নিরাপত্তা পরিষদ
১৩৫। কত নং ধারা অনুসারে জাতিপুঞ্জের সকল সদস্যরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সকল সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য থাকে?
(ক) ২৭ নং
(খ) ২৯ নং
(গ) ৩০ নং
(ঘ) ৩৫ নং
উত্তরঃ (ক) ২৭ নং
১৩৬। নিরাপত্তা পরিষদ গঠিত
(ক) মোট ৫৬টি সদস্যের
(খ) মোট ১০টি সদস্যের
(গ) মোট ৯টি সদস্যের
(ঘ) ৫টি স্থায়ী সদস্য-সহ মোট ৯টি সদস্যের
উত্তরঃ (গ) মোট ৯টি সদস্যের
১৩৭। নিরাপত্তা পরিষদে সদস্যরাষ্ট্রগুলি কতজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে?
(ক) ৫ জন
(খ) ১ জন
(গ) ২ জন
(ঘ) ৩ জন
উত্তরঃ (খ) ১ জন
১৩৮। নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল
(ক) লন্ডনে
(খ) প্যারিসে
(গ) নিউ ইয়র্কে
(ঘ) ফ্রান্সে
উত্তরঃ (গ) নিউ ইয়র্কে
১৩৯। জাতিপুঞ্জের কত নং অধ্যায়ে নিরাপত্তা পরিষদের কথা বলা হয়েছে?
(ক) ২ নং অধ্যায়ে
(খ) ৩ নং অধ্যায়ে
(গ) ৪ নং অধ্যায়ে
(ঘ) ৫ নং অধ্যায়ে
উত্তরঃ (ঘ) ৫ নং অধ্যায়ে
১৪০। ‘ভিটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে’ উক্তিটি করেন-
(ক) ইভান লুয়ার্ড
(খ) হলস্টি
(গ) গেটেল
(ঘ) কোফি আন্নান
উত্তরঃ (ক) ইভান লুয়ার্ড
১৪১। নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য হল-
(ক) প্যালেস্তাইন
(খ) চিন
(গ) ভারত
(ঘ) বাংলাদেশ
উত্তরঃ (খ) চিন
১৪২। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব-
(ক) সচিবালয়ের
(খ) আন্তর্জাতিক বিচারালয়ের
(গ) নিরাপত্তা পরিষদের
(ঘ) মহাসচিবের
উত্তরঃ (গ) নিরাপত্তা পরিষদের
১৪৩। নিরাপত্তা পরিষদের বিশ্বশান্তি ও নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে-দুটি ভাগে ভাগ করা হয়, সেগুলি হল-
(ক) শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ এবং যুদ্ধ আহবান করা
(খ) সহযোগিতা স্থাপন এবং আঞ্চলিক সংস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা
(গ) আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে নিষ্পত্তিকরণ এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা
(ঘ) শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং নিবর্তন ও শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ
উত্তরঃ (ঘ) শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং নিবর্তন ও শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ
আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ
আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর
I read in class 12 semester 3 student