সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান

সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় | HS Class 12 3rd Semester Political Science 3rd Chapter MCQ

সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর
সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় | HS Class 12 3rd Semester Political Science 3rd Chapter MCQ

১। নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তরঃ (ক) দুই ভাগে

২। নিরাপত্তা একটি-
(ক) স্থিতিশীল ধারণা
(খ) গতিশীল ধারণা
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) গতিশীল ধারণা

৩। প্রথাগত নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক) তিন ভাগে
(খ) চার ভাগে
(গ) দুই ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তরঃ (গ) দুই ভাগে

৪। “একটি জাতির নিরাপত্তা বজায় থাকে যখন তাকে যুদ্ধ এড়াতে তার বৈধ স্বার্থকে বিসর্জন দিতে হয় না এবং যদি চ্যালেঞ্জ করা হয় যুদ্ধের মাধ্যমে সেগুলি বজায় রাখতে সক্ষম হয়”- উক্তিটি করেছেন-
(ক) ওয়াল্টার লিপম্যান
(খ) গ্রাহাম ওয়ালজ
(গ) আরনল্ড ব্রেখট
(ঘ) হারম্যান ফাইনার
উত্তরঃ (ক) ওয়াল্টার লিপম্যান

৫। ‘জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হল বিদেশি শাসন থেকে স্বাধীনতা’-
উক্তিটি করেছেন-
(ক) ল্যাস্কি
(খ) গার্নার
(গ) হেনরি ফ্রেডরিক
(ঘ) হ্যারল্ড ল্যাসওয়েল
উত্তরঃ (ঘ) হ্যারল্ড ল্যাসওয়েল

৬। “জাতীয় নিরাপত্তা বস্তুনিষ্ঠভাবে অর্জিত মূল্যবোধের প্রতি হুমকির অনুপস্থিতি এবং বিষয়গতভাবে এই ধরনের মূল্যবোধগুলি আক্রান্ত হতে পারে এমন ভয়ের অনুপস্থিতি”- উক্তিটি করেছেন-
(ক) টমাস হিল গ্রিন
(খ) আর্নল্ড উলফার্স
(গ) বার্নার্ড বোসাংকেত
(ঘ) ইমানুয়েল কান্ট
উত্তরঃ (খ) আর্নল্ড উলফার্স

৭। ‘জাতীয় নিরাপত্তা হল একটি জাতির অখন্ডতা এবং ভূখন্ড সংরক্ষণের ক্ষমতা। এ ছাড়াও জাতির প্রকৃতি, প্রতিষ্ঠান ও সুশাসন রক্ষা করা এবং সীমান্ত নিয়ন্ত্রণ করার জন্য বহির্বিশ্বের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা’- উক্তিটি করেছেন-
(ক) ল্যাস্কি
(খ) অ্যালমন্ড
(গ) হ্যারল্ড ব্রাউন
(ঘ) বেথাম
উত্তরঃ (গ) হ্যারল্ড ব্রাউন

৮। নিরাপত্তা বলতে বোঝায় সমস্তরকম হুমকি বা আগ্রাসনমুক্ত এক স্বাধীন অবস্থা’ বা ‘Freedom from Threat’- বলেছেন-
(ক) সমাজতত্ত্বের লেখকরা
(খ) তুলনামূলক রাজনীতির লেখকরা
(গ) আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা

৯। ভারতে ‘জাতীয় নিরাপত্তা দিবস’ পালন করা হয়-
(ক) ৫ মার্চ
(খ) ৬ এপ্রিল
(গ) ৪ মার্চ
(ঘ) ১০ জানুয়ারি
উত্তরঃ (গ) ৪ মার্চ

১০। জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল-
(ক) নিরস্ত্রীকরণ
(খ) জাতীয় স্বার্থ
(গ) জলবায়ু
(ঘ) ভূপ্রকৃতি
উত্তরঃ (ক) নিরস্ত্রীকরণ

১১। পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড়ো প্রতিবন্ধকতা হল-
(ক) গোষ্ঠী দ্বন্দ্ব
(খ) মহামারি
(গ) সন্ত্রাসবাদ
(ঘ) বিশ্বউষ্ণায়ন
উত্তরঃ (ঘ) বিশ্বউষ্ণায়ন

১২। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
(ক) নৌবাহিনী
(খ) বিমানবাহিনী
(গ) শান্তিরক্ষা বাহিনী
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) শান্তিরক্ষা বাহিনী

১৩। যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন-
(ক) টমাস হিল গ্রিন
(খ) উড্রো উইলসন
(গ) হ্যারল্ড ল্যাসওয়েল
(ঘ) পাওয়েল
উত্তরঃ (খ) উড্রো উইলসন

১৪। উড্রো উইলসন যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন-
(ক) চোদ্দদফা কর্মসূচিতে
(খ) দশদফা কর্মসূচিতে
(গ) বারোদফা কর্মসূচিতে
(ঘ) ছয়দফা কর্মসূচিতে
উত্তরঃ (ক) চোদ্দদফা কর্মসূচিতে

১৫। অভ্যন্তরীণ নিরাপত্তা হল-
(ক) দেশের বাইরের নিরাপত্তা
(খ) দেশের ভিতরের নিরাপত্তা
(গ) সমগ্র বিশ্বের নিরাপত্তা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) দেশের ভিতরের নিরাপত্তা

১৬। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করেছে এমন একটি আন্দোলনের নাম লেখো-
(ক) পাঞ্জাবের খালিস্তান আন্দোলন
(খ) চিপকো আন্দোলন
(গ) নর্মদা বাঁচাও আন্দোলন
(ঘ) সাইলেন্ট ভ্যালি আন্দোলন
উত্তরঃ (ক) পাঞ্জাবের খালিস্তান আন্দোলন

১৭। একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আগত হুমকির মোকাবিলা করাকে বলে-
(ক) অপ্রথাগত নিরাপত্তা
(খ) বাহ্যিক নিরাপত্তা
(গ) অভ্যন্তরীণ নিরাপত্তা
(ঘ) বিশ্ব নিরাপত্তা
উত্তরঃ (খ) বাহ্যিক নিরাপত্তা

১৮। কত খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল-
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

১৯। পাক মদতপুষ্ট জঙ্গিবাহিনীকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল-
(ক) অপারেশন জিব্রাল্টার
(খ) অপারেশন জম্মু ও কাশ্মীর
(গ) অপারেশন গ্যাব্রিয়েল
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) অপারেশন জিব্রাল্টার

২০। কার্গিল যুদ্ধ হয়েছিল-
(ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৯৯ খ্রিস্টাব্দে

২১। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল-
(ক) দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো
(খ) দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা
(গ) দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা
(ঘ) দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা
উত্তরঃ (খ) দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা

২২। যদি প্রতিবেশী দেশ বা অন্য দেশ থেকে সামরিক আক্রমণের হুমকি আসে তবে তাকে প্রতিরোধ করার জন্য উপযুক্ত সামরিক প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে হবে, এটি কোন্ নীতির মূল কথা-
(ক) পাক্ষিক নীতি
(খ) সহযোগিতার নীতি
(গ) প্রতিরোধের নীতি
(ঘ) অপাক্ষিক নীতি
উত্তরঃ (গ) প্রতিরোধের নীতি

২৩। ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান কোনটি ?
(ক) জোটনিরপেক্ষতা
(খ) নিরস্ত্রীকরণ
(গ) শক্তিসাম্য
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) শক্তিসাম্য

২৪। ক্ষমতার ভারসাম্য নীতির মূল কথা হল-
(ক) সমান ক্ষমতা বজায় রাখা
(খ) সর্বাধিক ক্ষমতা প্রতিষ্ঠিত করা
(গ) নিরাপত্তা রক্ষার ক্ষমতাকে কাজে লাগানো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) সমান ক্ষমতা বজায় রাখা

২৫। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটি হল-
(ক) স্মাইলিং বুদ্ধ
(খ) অপারেশন অপারশক্তি
(গ) অপারেশন শক্তি
(ঘ) লাফিং বুদ্ধ
উত্তরঃ (ক) স্মাইলিং বুদ্ধ

২৬। ‘Smiling Buddha’ প্রকল্পটি সংঘটিত হয়েছিল-
(ক) ১৯৭৮ খ্রিস্টাব্দে রাজস্থানের জয়পুরে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে রাজস্থানের যোধপুরে
(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে রাজস্থানের উদয়পুরে
উত্তরঃ (খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে

২৭। ভারত মহাসাগরে চিনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত একটি জোট হল-
(ক) জিব্রাল্টার জোট
(খ) কোয়াড জোট
(গ) ন্যাটো জোট
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) কোয়াড জোট

২৮। ‘কোয়াড’ (Quad)-এর সদস্যরাষ্ট্র হল-
(ক) ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) ভারত, বাংলাদেশ, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) ভারত, নেপাল, অস্ট্রেলিয়া ও ফ্রান্স
(ঘ) ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মায়ানমার
উত্তরঃ (ক) ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র

২৯। প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে দেশের সরকার কোন্ নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেয়
(ক) অভ্যন্তরীণ নিরাপত্তা
(খ) আঞ্চলিক নিরাপত্তা
(গ) পরিবেশগত নিরাপত্তা
(ঘ) বাহ্যিক নিরাপত্তা।
উত্তরঃ (ঘ) বাহ্যিক নিরাপত্তা

৩০। ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কীসের ভিত্তিতে
(ক) ভৌগোলিক সীমারেখা
(খ) জনসংখ্যা
(গ) জাতীয় স্বার্থ
(ঘ) রাজনৈতিক দল।
উত্তরঃ (গ) জাতীয় স্বার্থ

৩১। নীচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান
(ক) প্রতিরোধ, প্রতিরক্ষা
(খ) ক্ষমতার ভারসাম্য
(গ) জোটবদ্ধতা
(ঘ) সবকটি।
উত্তরঃ (ঘ) সবকটি

৩২। রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা
(ক) জনগণ
(খ) শিক্ষা
(গ) অর্থ
(ঘ) প্রতিরক্ষা ব্যবস্থা।
উত্তরঃ (ঘ) প্রতিরক্ষা ব্যবস্থা

৩৩। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হল
(ক) দুর্বল নেতৃত্ব
(খ) জোটগঠন
(গ) অভিবাসন
(ঘ) রাজনৈতিক অস্থিরতা।
উত্তরঃ (গ) অভিবাসন

৩৪। অসামরিক এবং অপ্রথাগত নিরাপত্তার ধারণাটি স্পষ্টরূপ লাভ করে
(ক) ঠান্ডাযুদ্ধের পরবর্তী সময় থেকে
(খ) ঠান্ডাযুদ্ধের সময় থেকে
(গ) ঠান্ডাযুদ্ধের পূর্ব থেকে
(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে
উত্তরঃ (ক) ঠান্ডাযুদ্ধের পরবর্তী সময় থেকে

৩৫। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়
(ক) ১৯৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯৯০ খ্রিস্টাব্দে

৩৬। কোন্ ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত?
(ক) প্রথাগত নিরাপত্তা
(খ) অপ্রথাগত নিরাপত্তা
(গ) পরিবেশগত নিরাপত্তা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) অপ্রথাগত নিরাপত্তা

৩৭। ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হল
(ক) সাইবার আক্রমণ
(খ) সন্ত্রাস
(গ) অর্থনৈতিক বৈষম্য
(ঘ) জলবায়ু পরিবর্তন
উত্তরঃ (ক) সাইবার আক্রমণ

৩৮। ক্ষমতার ভারসাম্য কোন্ ধরনের নিরাপত্তার একটি উপাদান
(ক) প্রথাগত নিরাপত্তা
(খ) অপ্রথাগত নিরাপত্তা
(গ) যুদ্ধ
(ঘ) হুমকি
উত্তরঃ (ক) প্রথাগত নিরাপত্তা

৩৯। অপ্রথাগত নিরাপত্তার কোন্ ক্ষেত্রে শক্তির ব্যবহার অনুমোদিত এবং প্রয়োগ করা হয়?
(ক) স্বয়ং রাষ্ট্র
(খ) রাষ্ট্রের জনগণ
(গ) শত্রু রাষ্ট্রের প্রতি
(ঘ) আন্তর্জাতিক সংস্থা
উত্তরঃ (গ) শত্রু রাষ্ট্রের প্রতি

৪০। কোন্ ধরনের নিরাপত্তাকে বিশ্ব নিরাপত্তা বা Global Security বলা হয়?
(ক) প্রথাগত নিরাপত্তা
(খ) অপ্রথাগত নিরাপত্তা
(গ) অভ্যন্তরীণ নিরাপত্তা
(ঘ) বাহ্যিক নিরাপত্তা
উত্তরঃ (খ) অপ্রথাগত নিরাপত্তা

৪১। অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হল
(ক) পরিবেশগত নিরাপত্তা
(খ) আঞ্চলিক নিরাপত্তা
(গ) মানব নিরাপত্তা
(ঘ) জাতিগত নিরাপত্তা
উত্তরঃ (গ) মানব নিরাপত্তা

৪২। অপ্রথাগত নিরাপত্তার হুমকি মোকাবিলার প্রধান কৌশল হল
(ক) সহযোগিতা
(খ) নিরস্ত্রীকরণ
(গ) নীতি নির্ধারণ
(ঘ) আলাপ-আলোচনা
উত্তরঃ (ক) সহযোগিতা

৪৩। ব্যক্তিমানুষের প্রাথমিক চাহিদা হল
(ক) অন্ন
(খ) বস্ত্র
(গ) বাসস্থান
(ঘ) উপরের সবকটিই
উত্তরঃ (ঘ) উপরের সবকটিই

৪৪। মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হল
(ক) ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা
(খ) ব্যক্তির জীবনধারণের মান উন্নয়ন
(গ) ব্যক্তির ব্যক্তিগত বিকাশসাধন সুনিশ্চিত করা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা

৪৫। মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে
(ক) ১৯৯৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৯৪ খ্রিস্টাব্দে

৪৬। জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছে
(ক) ৫টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
উত্তরঃ (খ) ৭টি

৪৭। কোন্ রিপোর্টের মাধ্যমে প্রথম মানব নিরাপত্তার ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে
(ক) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে
(খ) হিউম্যান ডিটারমাইন্ড রিপোর্টে
(গ) হিউম্যান ডিটেনশন রিপোর্টে
(ঘ) হিউম্যান ডিলক্রিমেশন রিপোর্টে
উত্তরঃ (ক) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে

৪৮। বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সুনিশ্চিতকরণ কোন্ ধরনের নিরাপত্তার মূল উদ্দেশ্য
(ক) অর্থনৈতিক নিরাপত্তা
(খ) সামাজিক নিরাপত্তা
(গ) খাদ্য নিরাপত্তা
(ঘ) রাজনৈতিক নিরাপত্তা
উত্তরঃ (গ) খাদ্য নিরাপত্তা

৪৯। শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা কোন্ ধরনের নিরাপত্তার লক্ষ্য?
(ক) রাজনৈতিক নিরাপত্তা
(খ) ব্যক্তিগত নিরাপত্তা
(গ) সামাজিক নিরাপত্তা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) ব্যক্তিগত নিরাপত্তা

৫০। কোন্ প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল?
(ক) ‘জাতিপুঞ্জের’ উন্নয়নমূলক কর্মসূচি
(খ) ‘ইউনেস্কোর’ উন্নয়নমূলক কর্মসূচি
(গ) ‘ইউনিসেফের’ উন্নয়নমূলক কর্মসূচি
(ঘ) ‘হু’-এর উন্নয়নমূলক কর্মসূচি।
উত্তরঃ (ক) ‘জাতিপুঞ্জের’ উন্নয়নমূলক কর্মসূচি

৫১। মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল-
(ক) ২০০৩ সালে
(খ) ২০০১ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০০৭ সালে।
উত্তরঃ (খ) ২০০১ সালে

৫২। সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল-
(ক) ব্যক্তিগত নিরাপত্তা
(খ) পৌর নিরাপত্তা
(গ) অর্থনৈতিক নিরাপত্তা
(ঘ) পরিবেশগত নিরাপত্তা।
উত্তরঃ (গ) অর্থনৈতিক নিরাপত্তা

৫৩। ২০০৩ সালে মানব নিরাপত্তা সম্পর্কিত জাতিপুঞ্জের কমিশন কর্তৃক পেশ করা প্রতিবেদনটি হল-
(ক) Human Security Now
(খ) Human Development
(গ) House Security
(ঘ) Hunger Index.
উত্তরঃ (ক) Human Security Now

৫৪। সন্ত্রাসবাদ বা Terrorism শব্দটি এসেছে লাতিন শব্দ-
(ক) Terrere থেকে
(খ) Terror থেকে
(গ) Tourist থেকে
(ঘ) Tenis থেকে।
উত্তরঃ (ক) Terrere থেকে

৫৫। Terrere শব্দটির আক্ষরিক অর্থ হল-
(ক) To Fight
(খ) To Frighten
(গ) To Fighting
(ঘ) To Forget
উত্তরঃ (খ) To Frighten

৫৬। Terrorism History and Facets গ্রন্থটি কার লেখা?
(ক) জর্জ অরওয়েল
(খ) বেল হুকস্
(গ) এন এস সাক্সেনা
(ঘ) ড্যানিয়েল হ্যান্ডলার।
উত্তরঃ (গ) এন এস সাক্সেনা

৫৭। ‘রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থে সন্ত্রাস সৃষ্টি করলে বা অন্যের মনে ভীতি তৈরী করলে তাকে সন্ত্রাসবাদ বলে’ কথাটি বলেছেন-
(ক) অ্যান্ড্রু হেউড
(খ) হ্যারল্ড ল্যাসওয়েল
(গ) রোবসপিয়ার
(ঘ) ল্যাস্কি।
উত্তরঃ (ক) অ্যান্ড্রু হেউড

৫৮। ‘সন্ত্রাসবাদ হল ভীতি সঞ্চারের জন্য পূর্বনির্ধারিতভাবে হিংসা বা হিংসাত্মক উক্তির ব্যবহার। সন্ত্রাসের উদ্দেশ্য হল সরকার বা সমাজকে এমন লক্ষ্য পূরণে বাধ্য করা বা ভয় দেখানো যা সাধারণত রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শভিত্তিক’ উক্তিটি করা হয়েছে-
(ক) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায়
(খ) অক্সফোর্ড অভিধানে
(গ) কেমব্রিজ অভিধানে
(ঘ) মার্কিন আইনসভায়।
উত্তরঃ (খ) অক্সফোর্ড অভিধানে

৫৯। ‘সন্ত্রাসবাদ হল কোনো রাজনৈতিক উদ্দেশ্যসিদ্ধির জন্য অথবা ধর্মীয় আদর্শ সংক্রান্ত লক্ষ্যপূরণের জন্য হিংসার পরিকল্পিত প্রয়োগ বা হিংসার প্রয়োগের ভীতি প্রদর্শন’ কথাটি বলেছেন-
(ক) ম্যাকিয়াভেলি
(খ) লক্
(গ) বুশো
(ঘ) নোয়াম চমস্কি।
উত্তরঃ (ঘ) নোয়াম চমস্কি

৬০। বর্তমানে সন্ত্রাসবাদ হল-
(ক) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ
(খ) রাজনৈতিক সন্ত্রাসবাদ
(গ) সামাজিক সন্ত্রাসবাদ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ

৬১। সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল-
(ক) ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে
(খ) আমেরিকান বিপ্লবের পরবর্তী সময়ে
(গ) ইউরোপিয়ান বিপ্লবের পরবর্তী সময়ে
(ঘ) রুশ বিপ্লবের পরবর্তী সময়ে।
উত্তরঃ (ক) ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে

৬২। রোবসপিয়ার-এর নেতৃত্বাধীন দলটির নাম ছিল-
(ক) জেকোবিন দল
(খ) জ্যাকুইস
(গ) মেনশেভিক
(ঘ) বলশেভিক।
উত্তরঃ (ক) জেকোবিন দল

৬৩। কার সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়?
(ক) হিটলার
(খ) মুসোলিনি
(গ) রোবসপিয়ার
(ঘ) নেপোলিয়ান।
উত্তরঃ (গ) রোবসপিয়ার

৬৪। নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কোন্ ইসলামীয় উগ্রপন্থী গোষ্ঠী হামলা করে?
(ক) আল-কায়দা
(খ) তালিবান
(গ) হামাদ
(ঘ) আই এস আই এস।
উত্তরঃ (ক) আল-কায়দা

৬৫। মুম্বাই-এর ২৬/১১-র ঘটনায় কোন্ জঙ্গিগোষ্ঠী জড়িত ছিল?
(ক) জৈশ-ই-মুহম্মদ
(খ) লস্কর-ই-তৈবা
(গ) হরকত-উল-মুজাহিদীন
(ঘ) আই এস আই এস।
উত্তরঃ (খ) লস্কর-ই-তৈবা

৬৬। Clashes of Civilization গ্রন্থটি কার লেখা?
(ক) জন গ্রিসহাম
(খ) স্মিথ
(গ) এস পি হান্টিংটন
(ঘ) নিকলো কোন্টি।
উত্তরঃ (গ) এস পি হান্টিংটন

৬৭। LTTE কোন্ দেশের জঙ্গিগোষ্ঠী?
(ক) নেপাল
(খ) ভুটান
(গ) বাংলাদেশ
(ঘ) শ্রীলঙ্কা।
উত্তরঃ (ঘ) শ্রীলঙ্কা

৬৮। আল-কায়দা জঙ্গিগোষ্ঠীর অনলাইন পত্রিকার নাম হল-
(ক) Voice of Jihad
(খ) Jihad
(গ) Importance of Jihad
(ঘ) Call for Jihad.
উত্তরঃ (ক) Voice of Jihad

৬৯। ‘In Larger Freedom: Decision Time at the UN’ কার লেখা?
(ক) কোফি আন্নান
(খ) উ থান্ট
(গ) বান-কি-মুন
(ঘ) অ্যান্টোনিও গুটারেস।
উত্তরঃ (ক) কোফি আন্নান

৭০। সম্পদ ও অবস্থান নির্বিশেষে প্রত্যেকের মনে এক নতুন নিরাপত্তাহীনতা প্রবেশ করেছে’ উক্তিটি কার?
(ক) বুৎত্রাস বুৎত্রাস ঘালি
(খ) বান-কি-মুন
(গ) কোফি আন্নান
(ঘ) ট্রিগভি লি।
উত্তরঃ (গ) কোফি আন্নান

৭১। কত খ্রিস্টাব্দে LTTE গোষ্ঠী জাফনা প্রদেশ দখল করে?
(ক) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৮৬ খ্রিস্টাব্দে

৭২। জাতিগত সন্ত্রাসবাদীদের উদ্যোগে গঠিত একটি আন্দোলনের নাম হল-
(ক) খালিস্তান আন্দোলন
(খ) ঝাড়খণ্ড আন্দোলন
(গ) আপিক্কো আন্দোলন
(ঘ) গোর্খাল্যান্ড আন্দোলন।
উত্তরঃ (ক) খালিস্তান আন্দোলন

৭৩। ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গিগোষ্ঠীর নাম হল-
(ক) আল-কায়দা
(খ) LTTE
(গ) কুকি
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) আল-কায়দা

৭৪। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থায় ৯/১১-র সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি ঘটেছিল-
(ক) ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর
(খ) ২০০১ সালের ৯ সেপ্টেম্বর
(গ) ২০১০ সালের ৯ সেপ্টেম্বর
(ঘ) ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর।
উত্তরঃ (খ) ২০০১ সালের ৯ সেপ্টেম্বর

৭৫। মুম্বাইতে ২৬/১১-র সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল-
(ক) ২০০১ সালে
(খ) ২০০২ সালে
(গ) ২০০৮ সালে
(ঘ) ২০১২ সালে।
উত্তরঃ (গ) ২০০৮ সালে

৭৬। ২০২৩ সালে গাজা ভূখন্ডে ইজরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দল সেটি হল-
(ক) হামাস
(খ) আল-কায়দা
(গ) আই এস আই এস
(ঘ) তালিবান।
উত্তরঃ (ক) হামাস

৭৭। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ্য বিষয়টি হল-
(ক) সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা প্রয়োগ
(খ) চরমপন্থী আদর্শ ও হিংসার প্রসার
(গ) পৃথিবীর প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ স্থাপন
(ঘ) বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ।
উত্তরঃ (খ) চরমপন্থী আদর্শ ও হিংসার প্রসার

৭৮। কোন্ সালে গুজরাটের গান্ধিনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছিল-
(ক) ২০০৭ সালে
(খ) ২০০০ সালে
(গ) ২০০২ সালে
(ঘ) ২০০৫ সালে।
উত্তরঃ (গ) ২০০২ সালে

৭৯। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে ‘War on Terror’ নীতিটি গ্রহণ করে?
(ক) ২০০১ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০১০ সালে
(ঘ) ২০০৮ সালে।
উত্তরঃ (ক) ২০০১ সালে

৮০। সন্ত্রাসবাদ দমনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় তাকে বলে-
(ক) দমনমূলক সন্ত্রাসবাদ
(খ) প্রতিরোধমূলক সন্ত্রাসবাদ
(গ) অপ্রতিরোধমূলক সন্ত্রাসবাদ
(ঘ) অনিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ।
উত্তরঃ (খ) প্রতিরোধমূলক সন্ত্রাসবাদ

৮১। কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সাধারণ সভায় ‘An Agenda for Peace’ রিপোর্টটি পেশ করা হয়?
(ক) ১৯৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৯২ খ্রিস্টাব্দে

৮২। জাতিপুঞ্জের কোন্ প্রাক্তন মহাসচিব ‘An Agenda for Peace’ রিপোর্টটি পেশ করেন?
(ক) উ থান্ট
(খ) বান-কি-মুন
(গ) বুৎত্রাস বুৎত্রাস ঘালি
(ঘ) অ্যান্টোনিও গুটারেস।
উত্তরঃ (গ) বুৎত্রাস বুৎত্রাস ঘালি

৮৩। জাতিপুঞ্জ কত সালে ‘ইউ এন বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল’ গ্রহণ করে?
(ক) ২০০৮ সালে
(খ) ২০১৩ সালে
(গ) ২০০৬ সালে
(ঘ) ২০০৪ সালে।
উত্তরঃ (গ) ২০০৬ সালে

৮৪। ‘Comprehensive Convention on International Terrorism’ সম্মেলনটি সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে

৮৫। CCTI-এর পুরো কথা হল-
(ক) Compare Convocation on International Terrorism
(খ) Comprehensive Convention on International Terrorism
(গ) Conflict Convention of Indian Terrorism
(ঘ) Compare Conflict of International Terrorism।
উত্তরঃ (খ) Comprehensive Convention on International Terrorism

৮৬। কত সালে স্পেনে সম্মিলিত জাতিপুঞ্জের সন্ত্রাসবাদবিরোধী অফিস একটি সম্মেলন আয়োজন করে?
(ক) ২০২৪ সালে
(খ) ২০১৭ সালে
(গ) ২০১৫ সালে
(ঘ) ২০১২ সালে।
উত্তরঃ (ক) ২০২৪ সালে

৮৭। আঞ্চলিক সন্ত্রাসবিরোধী পরিকাঠামো কোন্ সংস্থা কর্তৃক স্থাপিত হয়েছে?
(ক) সাংহাই সহযোগিতা সংস্থা
(খ) সুদান সহযোগিতা সংস্থা
(গ) হুনান সহযোগিতা সংস্থা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সাংহাই সহযোগিতা সংস্থা

৮৮। যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদের বলে
(ক) উদ্‌দ্বাস্তু
(খ) অভিবাসী
(গ) গরিব
(ঘ) যাযাবর
উত্তরঃ (ক) উদ্‌দ্বাস্তু

৮৯। যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে
(ক) উদ্বাস্তু
(খ) অভিবাসন
(গ) অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সম্প্রদায়
(ঘ) শ্রমিক
উত্তরঃ (খ) অভিবাসন

৯০। ‘Migration’ শব্দটি কোন্ লাতিন শব্দ থেকে এসেছে?
(ক) Migrare
(খ) Migraine
(গ) Migrant
(ঘ) Mightier
উত্তরঃ (ক) Migrare

৯১। অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হল
(ক) আমেরিকা
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) চিন
উত্তরঃ (ক) আমেরিকা

৯২। কার মতে ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে গমন করাকে অভিবাসন বলে’?
(ক) কেমব্রিজ ডিকশনারি অফ পলিটিকস্
(খ) অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিকস্
(গ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
(ঘ) অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল
উত্তরঃ (খ) অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিকস্

৯৩। কার মতে, ‘অভিবাসন হল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাসস্থানের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন’?
(ক) অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল
(খ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
(গ) অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিকস্
(ঘ) কেমব্রিজ ডিকশনারি অফ পলিটিকস্
উত্তরঃ (খ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

৯৪। যারা নিজের দেশের বাইরে বসবাস করেন অথচ আশ্রয় প্রার্থী বা উদ্বাস্তু নন তাদের অভিবাসী বলে – কার মতে?
(ক) অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল
(খ) অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিকস্
(গ) এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল

৯৫। কার মতে ‘অভিবাসী হলেন সেই ব্যক্তি যিনি তাঁর নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করছেন’?
(ক) ইউনেস্কো
(খ) ইউনিসেফ
(গ) সম্মিলিত জাতিপুঞ্জ
(ঘ) বিশ্বব্যাংক।
উত্তরঃ (গ) সম্মিলিত জাতিপুঞ্জ

৯৬। অভিবাসনের একটি পরিবেশগত কারণ হল-
(ক) ভূমিকম্প
(খ) উচ্চশিক্ষা লাভের আকাঙ্খা
(গ) শাসন ব্যবস্থার ত্রুটি
(ঘ) প্রযুক্তিগত উন্নয়ন।
উত্তরঃ (ক) ভূমিকম্প

৯৭। সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমান অভিবাসনের কারণ হল-
(ক) সামাজিক
(খ) রাজনৈতিক
(গ) পরিবেশগত
(ঘ) অর্থনৈতিক।
উত্তরঃ (ঘ) অর্থনৈতিক

৯৮। অভিবাসনের একটি রাজনৈতিক কারণ হল-
(ক) রাজনৈতিক অস্থিতিশীলতা
(খ) প্রাকৃতিক বিপর্যয়
(গ) সন্ত্রাসী কার্যক্রম
(ঘ) জলবায়ুগত পরিবর্তন।
উত্তরঃ (ক) রাজনৈতিক অস্থিতিশীলতা

৯৯। ব্যাপক অর্থে অভিবাসন কয় প্রকার?
(ক) এক প্রকার
(খ) দুই প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) চার প্রকার।
উত্তরঃ (খ) দুই প্রকার

১০০। যে প্রকার অভিবাসন দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ তাকে বলে-
(ক) বাহ্যিক অভিবাসন
(খ) অভ্যন্তরীণ অভিবাসন
(গ) স্বেচ্ছাকৃত অভিবাসন
(ঘ) পরিবেশগত অভিবাসন।
উত্তরঃ (খ) অভ্যন্তরীণ অভিবাসন

আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment