নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়

নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় | Class 11 Political science 3rd Chapter Nagotikota MCQ Question Answer

নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর
নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর

১. দ্বৈত নাগরিকতার নীতি আঞ্চলিকতাবাদের সৃষ্টি করে – এ কথা বলেছেন –
(ক) মিলার
(খ) জে সি জোহারি
(গ) কে সি হোয়ার
(ঘ) জি এল যোশী
উত্তর: (ঘ) জি এল যোশী

২. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সমস্যা দেখা যায় না –
(ক) ভারতে
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(গ) ইংল্যান্ডে
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (খ) মার্কিন যুক্তরাষ্ট্রে

৩. দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত রয়েছে?
(ক) ব্রিটেনে
(খ) ফ্রান্সে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) জার্মানিতে
উত্তর: (গ) মার্কিন যুক্তরাষ্ট্রে

৪. কোন দেশে অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে –
(ক) মার্কিন যুক্তরাষ্ট্র
(খ) কানাডা
(গ) ভারত
(ঘ) রাশিয়া
উত্তর: (ক) মার্কিন যুক্তরাষ্ট্র

৫. অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি –
(ক) হতে পারেন
(খ) হতে পারেন না
(গ) সর্বদাই পারেন
(ঘ) কোনো কোনো সময় পারেন
উত্তর: (খ) হতে পারেন না

৬. মার্কিন যুক্তরাষ্ট্রে উপরাষ্ট্রপতি পদে আসীন হতে পারেন না –
(ক) রক্তের সম্পর্কসূত্রে নাগরিক
(খ) অনুমোদনসূত্রে নাগরিক
(গ) জন্মসূত্রে নাগরিক
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: (খ) অনুমোদনসূত্রে নাগরিক

৭. বেলজিয়ামে কী ধরনের নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা গ্রহণ করতে পারে না?
(ক) অনুমোদনসিদ্ধ নাগরিকরা
(খ) পূর্ণ নাগরিকরা
(গ) অপূর্ণ নাগরিকরা
(ঘ) এরা কেউ নয়
উত্তর: (ক) অনুমোদনসিদ্ধ নাগরিকরা

৮. গ্রেট ব্রিটেনে অনুমোদনসিদ্ধ নাগরিককে বলা হয় –
(ক) স্বাভাবিক নাগরিক
(খ) পূর্ণ নাগরিক
(গ) অপূর্ণ নাগরিক
(ঘ) অস্বাভাবিক নাগরিক
উত্তর: (খ) পূর্ণ নাগরিক

৯. অনুমোদনসিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না –
(ক) ভারতে
(খ) বেলজিয়ামে
(গ) বাংলাদেশে
(ঘ) শ্রীলঙ্কায়
উত্তর: (খ) বেলজিয়ামে

১০. মার্কিন যুক্তরাষ্ট্রে অপূর্ণ নাগরিক বলা হয় –
(ক) অনুমোদনসূত্রে নাগরিকদের
(খ) জন্মসূত্রে নাগরিকদের
(গ) রক্তের সম্পর্কসূত্রে নাগরিকদের
(ঘ) সবকটিই ঠিক
উত্তর: (ক) অনুমোদনসূত্রে নাগরিকদের

১১. অনুমোদনসিদ্ধ নাগরিকতা অর্জনের ক্ষেত্রে ‘অনুমোদন’ শব্দটিকে কটি অর্থে ব্যবহার করা হয়?
(ক) দুটি
(খ) একটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (ক) দুটি

১২. সংকীর্ণ অর্থে অনুমোদন প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো –
(ক) সুইটজারল্যান্ড
(খ) জাপান
(গ) রাশিয়া
(ঘ) ভারত
উত্তর: (ঘ) ভারত

১৩. ব্যাপক অর্থে অনুমোদন প্রচলিত রয়েছে এমন একটি রাষ্ট্রের উদাহরণ দাও –
(ক) জার্মানি
(খ) ইতালি
(গ) জাপান
(ঘ) ফ্রান্স
উত্তর: (ঘ) ফ্রান্স

১৪. কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবেন?
(ক) চিন
(খ) জাপান
(গ) পাকিস্তান
(ঘ) মায়ানমার
উত্তর: (গ) পাকিস্তান

১৫. ব্যাপক অর্থে অনুমোদনসিদ্ধ নাগরিক হতে হলে কার আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয়?
(ক) সমাজের
(খ) পরিবারের
(গ) রাষ্ট্রের
(ঘ) আইনের
উত্তর: (গ) রাষ্ট্রের

১৬. ভারতের ক্ষেত্রে কিসের মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায়?
(ক) প্রস্তাবের মাধ্যমে
(খ) আবেদনের মাধ্যমে
(গ) অনুমোদনের মাধ্যমে
(ঘ) শর্ত পূরণের মাধ্যমে
উত্তর: (ঘ) শর্ত পূরণের মাধ্যমে

১৭. কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয়?
(ক) রক্তের সম্পর্কের ভিত্তিতে অর্জিত নাগরিকতা
(খ) অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা
(গ) জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকতা
(ঘ) ব্যক্তিগত নাগরিকতা
উত্তর: (খ) অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা

১৮. ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদনকারীকে ভারতীয় সংবিধানে স্বীকৃত ২২টি ভাষার মধ্যে কটি ভাষা অবশ্যই জানতে হয়?
(ক) যে-কোনো চারটি
(খ) যে-কোনো দুটি
(গ) যে-কোনো একটি
(ঘ) সবকটিই
উত্তর: (গ) যে-কোনো একটি

১৯. নির্দিষ্ট কিছু শর্ত পূরণের মাধ্যমে স্বেচ্ছায় নাগরিকতা লাভ করা হল –
(ক) জন্মস্থানসূত্রে অর্জিত নাগরিকতা
(খ) রক্তের সম্পর্কসূত্রে অর্জিত নাগরিকতা
(গ) অনুমোদনসূত্রে অর্জিত নাগরিকতা
(ঘ) দ্বৈত নাগরিকতা
উত্তর: (গ) অনুমোদনসূত্রে অর্জিত নাগরিকতা

২০. অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয় –
(ক) আংশিক নাগরিক
(খ) সাধারণ নাগরিক
(গ) অসম্পূর্ণ নাগরিক
(ঘ) অনুমোদনসিদ্ধ নাগরিক
উত্তর: (ঘ) অনুমোদনসিদ্ধ নাগরিক

২১. চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে যা বোঝায় –
(ক) শর্তহীন নাগরিকত্ব প্রদান
(খ) জন্মের সময় স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব অর্জন
(গ) নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধকতা-সহ নাগরিকত্ব
(ঘ) বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত নাগরিকত্ব
উত্তর: (গ) নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধকতা-সহ নাগরিকত্ব

২২. অনুমোদনসিদ্ধ নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি গ্রাহ্য নয় –
(ক) স্থায়ী বাসিন্দার শর্ত
(খ) অস্থায়ী বাসিন্দার শর্ত
(গ) সংবিধান ও আইনের প্রতি আস্থা
(ঘ) সংশ্লিষ্ট রাষ্ট্রের কোন ভাষা না জানা
উত্তর: (ঘ) সংশ্লিষ্ট রাষ্ট্রের কোন ভাষা না জানা

২৩. চুক্তিভিত্তিক নাগরিকত্বে বাক্তিদের সাধারণত পূরণ করতে হয় –
(ক) শিক্ষাগত যোগ্যতা
(খ) সামরিক পরিসেবা, সম্প্রদায় পরিসেবা বা কর্মসংস্থানের মতো বাধ্যবাধকতা
(গ) স্বাস্থ্য পরীক্ষা
(ঘ) ভাষা দক্ষতা পরীক্ষা
উত্তর: (খ) সামরিক পরিসেবা, সম্প্রদায় পরিসেবা বা কর্মসংস্থানের মতো বাধ্যবাধকতা

২৪. কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইনানুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়?
(ক) ফ্রান্স
(খ) বেলজিয়াম
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) সবগুলিতেই
উত্তর: (ঘ) সবগুলিতেই

২৫. ব্যক্তিগতভাবে অর্জিত নাগরিকতাকে কটি ভাগে ভাগ করা যায়?
(ক) তিনটি
(খ) ছয়টি
(গ) একটি
(ঘ) দুটি
উত্তর: (ঘ) দুটি

২৬. পোর্তুগিজ অধিকৃত গোয়া, দমন ও দিউ এর ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে, তাকে বলা হয় –
(ক) সমষ্টিগত নাগরিকতা
(খ) জন্মসূত্রে নাগরিকতা
(গ) আংশিক ব্যক্তিগত নাগরিকতা
(ঘ) পূর্ণ ব্যক্তিগত নাগরিকতা
উত্তর: (গ) আংশিক ব্যক্তিগত নাগরিকতা

২৭. ১৯৭৫ খ্রিস্টাব্দে সিকিমের অধিবাসীরা যে পদ্ধতিতে নাগরিকত্ব লাভ করে তা হল-
(ক) ভূখণ্ডের অন্তর্ভুক্তি
(খ) অনুমোদন সূত্রে
(গ) জন্মস্থানসূত্রে
(ঘ) রক্তের সম্পর্ক সূত্রে
উত্তর: (ক) ভূখণ্ডের অন্তর্ভুক্তি

২৮. সিকিমের ভারতভুক্তির পর লাভ করা নাগরিকতাকে বলা হয়-
(ক) জন্মসূত্রে নাগরিকতা
(খ) পূর্ণ ব্যক্তিগত নাগরিকতা
(গ) আংশিক ব্যক্তিগত নাগরিকতা
(ঘ) সমষ্টিগত নাগরিকতা
উত্তর: (খ) পূর্ণ ব্যক্তিগত নাগরিকতা

২৯. কোনো একটি অঞ্চলের বা রাষ্ট্রের সমগ্র জনগণ অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে সেই নাগরিকতাকে বলা হয়-
(ক) জন্মসূত্রে অর্জিত নাগরিকতা
(খ) ব্যক্তিগত নাগরিকতা
(গ) সমষ্টিগত নাগরিকতা
(ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর: (গ) সমষ্টিগত নাগরিকতা

৩০. সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে-
(ক) ভারতে
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(গ) ব্রিটেনে
(ঘ) সবকটি দেশে
উত্তর: (ক) ভারতে

৩১. অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করেও কোনো ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হলে, তাকে বলে-
(ক) দ্বৈত-নাগরিক
(খ) রাষ্ট্রহীন ব্যক্তি
(গ) সমষ্টিগত নাগরিক
(ঘ) প্রবাসী নাগরিক
উত্তর: (খ) রাষ্ট্রহীন ব্যক্তি

৩২. ফ্রান্সে কারা পূর্ণ নাগরিকতার মর্যাদা পায় না?
(ক) জন্মস্থানসূত্রে নাগরিকরা
(খ) অনুমোদনসিদ্ধ নাগরিকরা
(গ) রক্তের সম্পর্কসূত্রে নাগরিকরা
(ঘ) আবেদনকারী নাগরিকরা
উত্তর: (খ) অনুমোদনসিদ্ধ নাগরিকরা

৩৩. গুরুতর অপরাধের জন্য যখন কোনো নাগরিকের নাগরিকতা কেড়ে নেওয়া হয়, তখন তাকে বলে-
(ক) রাষ্ট্রহীন ব্যক্তি
(খ) বিদেশি
(গ) প্রবাসী
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: (ক) রাষ্ট্রহীন ব্যক্তি

৩৪. বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয় কাকে?
(ক) তসলিমা নাসরিনকে
(খ) কাজী নজরুল ইসলামকে
(গ) মুজিবর রহমানকে
(ঘ) মালালা ইউসুফজাইকে
উত্তর: (ক) তসলিমা নাসরিনকে

৩৫. কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে তার সন্তানসন্ততি কত বছরের মধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারে?
(ক) ২ বছর
(খ) ৫ বছর
(গ) ১ বছর
(ঘ) ৪ বছর
উত্তর: (খ) ৫ বছর

৩৬. কোনো ব্যক্তি অন্য কোনো দেশে কমপক্ষে কত বছর কারাদণ্ড ভোগ করলে সেই ব্যক্তি সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা হারাতে পারেন?
(ক) ৩ বছর
(খ) ২ বছর
(গ) ৪ বছর
(ঘ) ৫ বছর
উত্তর: (ঘ) ৫ বছর

৩৭. নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি –
(ক) অন্য দেশে ভ্রমণে যায়
(খ) অন্য দেশে পড়তে চায়
(গ) অন্য দেশে নাগরিকত্ব নেয়
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) অন্য দেশে নাগরিকত্ব নেয়

৩৮. এঁদের মধ্যে কে দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্ব হারিয়েছিলেন?
(ক) মহম্মদ ইউনুস (বাংলাদেশ)
(খ) নোবেল বিজয়ী সলঝেনিৎ সিন (রাশিয়া)
(গ) কিম দা-জব (দক্ষিণ কোরিয়া)
(ঘ) মালালা ইউসুফজাই (পাকিস্তান)
উত্তর: (খ) নোবেল বিজয়ী সলঝেনিৎ সিন (রাশিয়া)

৩৯. অধিকার ভোগের শর্ত হল-
(ক) আইনভঙ্গ করা
(খ) শিক্ষার্জন
(গ) রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ
(ঘ) কর্তব্যপালন
উত্তর: (ঘ) কর্তব্যপালন

৪০. নাগরিকদের কর্তব্যকে কটি ভাগে ভাগ করা যায়?
(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
উত্তর: (ক) ২টি

৪১. নাগরিকের কর্তব্যের দুটি ভাগ হল-
(ক) নৈতিক ও আইনগত কর্তব্য
(খ) সংকীর্ণ ও আইনগত কর্তব্য
(গ) জটিল ও আইনগত কর্তব্য
(ঘ) রাজনৈতিক ও আইনগত কর্তব্য
উত্তর: (ঘ) রাজনৈতিক ও আইনগত কর্তব্য

৪২. সরকারকে নির্দিষ্ট কর প্রদান করা নাগরিকের কী ধরনের কর্তব্য?
(ক) জন্মগত
(খ) আইনগত
(গ) রাজনৈতিক
(ঘ) নৈতিক
উত্তর: (খ) আইনগত

৪৩. বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণ করা সক্ষম সন্তানের কর্তব্য। এটি কী ধরনের কর্তব্য?
(ক) জন্মগত
(খ) আইনগত
(গ) রাজনৈতিক
(ঘ) নৈতিক
উত্তর: (ঘ) নৈতিক

৪৪. নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায়?
(ক) ভারতে
(খ) ব্রিটেনে
(গ) সুইজারল্যান্ডে
(ঘ) ফ্রান্সে
উত্তর: (গ) সুইজারল্যান্ডে

৪৫. নাগরিক হল সেই জনসমষ্টি যার দ্বারা রাষ্ট্র গঠিত হয়, যা সরকার প্রতিষ্ঠা করে বা সরকারের নিকট আনুগত্য প্রদর্শন করে এ কথা বলেছেন-
(ক) মিলার
(খ) ল্যাস্কি
(গ) লক্
(ঘ) প্লেটো
উত্তর: (ক) মিলার

৪৬. রাজনৈতিক কাজকর্মে যারা অংশগ্রহণ করে তাদের নাগরিক বলেছেন-
(ক) প্লেটো
(খ) গার্নার
(গ) বুশো
(ঘ) গেটেল
উত্তর: (খ) গার্নার

৪৭. সুনাগরিকতার মাপকাঠি হিসেবে সমাজকল্যাণ এবং এর পক্ষে উপযোগী যোগ্যতার বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন-
(ক) বার্নস
(খ) ল্যাস্কি
(গ) ব্রাইস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: (খ) ল্যাস্কি

৪৮. সুনাগরিকতার গুণ হিসেবে স্বদেশপ্রেম ও স্বাধীন দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব আরোপ করেছেন-
(ক) প্লেটো
(খ) ব্রাইস
(গ) বার্নস
(ঘ) শ্রীনিবাস শাস্ত্রী
উত্তর: (গ) বার্নস

৪৯. সুনাগরিকের অন্যতম গুণ হল-
(ক) অজ্ঞতা
(খ) নির্লিপ্ততা
(গ) দেশপ্রেম
(ঘ) স্বার্থপরতা
উত্তর: (গ) দেশপ্রেম

৫০. সুনাগরিকতার সাফল্য সম্পর্কে আলোচনা করেছেন-
(ক) মিলার
(খ) মিল
(গ) ব্রাইস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: (গ) ব্রাইস

৫১. লর্ড ব্রাইস সুনাগরিকের কতটি গুণের কথা বলেছেন?
(ক) তিনটি
(খ) দুটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর: (ক) তিনটি

৫২. নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে-
(ক) সুনাগরিকরা
(খ) ব্রাইস
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্রজারা
উত্তর: (ক) সুনাগরিকরা

৫৩. নাগরিক হল-
(ক) সুনাগরিকরা
(খ) বিদেশিরা
(গ) অনাবাসীরা
(ঘ) প্রজারা
উত্তর: (ঘ) প্রজারা

৫৪. গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হল সুনাগরিকতা, বলেছেন-
(ক) মিল
(খ) হবক্স
(গ) লক্
(ঘ) ব্রাইস
উত্তর: (ক) মিল

৫৫. কারা সুনাগরিকত্বের প্রতিবন্ধকতা দূরীকরণে শ্রেণিহীন-শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন?
(ক) উদারবাদীরা
(খ) মার্কসবাদীরা
(গ) আচরণবাদীরা
(ঘ) নারীবাদীরা
উত্তর: (খ) মার্কসবাদীরা

৫৬. সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়-
(ক) আত্মসংযম
(খ) অশিক্ষা
(গ) দেশপ্রেম
(ঘ) বিবেকবোধ
উত্তর: (খ) অশিক্ষা

৫৭. সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা হল-
(ক) দুর্নীতি
(খ) স্বার্থপরতা
(গ) দারিদ্র্য
(ঘ) অশিক্ষা
উত্তর: (খ) স্বার্থপরতা

৫৮. কবে ভারতবাসীরা নাগরিকতা অর্জন করে?
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তর: (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

৫৯. ভারতবাসীদের মধ্যে যাদের ভোটাধিকার নেই, তাদেরকে বলা হয়-
(ক) দেশবাসী
(খ) বিদেশি
(গ) নাগরিক
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: (ক) দেশবাসী(

৬০. ভারতীয় নাগরিকত্বের নিয়মকানুন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?
(ক) সরকারকে
(খ) পার্লামেন্টকে
(গ) বিচার বিভাগকে
(ঘ) জনগণকে
উত্তর: (খ) পার্লামেন্টকে

৬১. ভারতীয় সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছিল?
(ক) দ্বিতীয় অংশে
(খ) ষষ্ঠ অংশে
(গ) পঞ্চম অংশে
(ঘ) অষ্টম অংশে
উত্তর: (ক) দ্বিতীয় অংশে

৬২. ভারতের সংবিধানের কত নং ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
(ক) ১৪-১৮ নং
(খ) ৫-১১ নং
(গ) ১৯-২২ নং
(ঘ) ৩৫-৪১ নং
উত্তর: (খ) ৫-১১ নং

৬৩. ভারতীয় সংবিধানের কত নং ধারায় ভারতীয় নাগরিকতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে?
(ক) ৯ নং
(খ) ৫ নং
(গ) ৬ নং
(ঘ) ১১ নং
উত্তর: (ক) ৯ নং

৬৪. পার্লামেন্ট প্রণীত আইন সাপেক্ষে ভারতীয় নাগরিকতা অর্জনের বিষয়টি সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে?
(ক) ৭ নং
(খ) ১০ নং
(গ) ৬ নং
(ঘ) ৫ নং
উত্তর: (খ) ১০ নং

৬৫. ভারতে নাগরিকতা আইন পাস করে-
(ক) সংসদ
(খ) নির্বাচন কমিশন
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) রাষ্ট্রপতি
উত্তর: (ক) সংসদ

৬৬. নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের-
(ক) ৫ নং ধারায়
(খ) ৫ নং ধারানুযায়ী
(গ) ১১ নং ধারায়
(ঘ) ১০ নং ধারানুযায়ী
উত্তর: (ক) ৫ নং ধারায়

৬৭. স্থায়ীভাবে বসবাসকারী ভারতীয়রা নাগরিকরূপে গণ্য হবে-
(ক) ৭ নং ধারানুযায়ী
(খ) ৫ নং ধারানুযায়ী
(গ) ৮ নং ধারানুযায়ী
(ঘ) এগুলির কোনোটিতেই নয়
উত্তর: (খ) ৫ নং ধারানুযায়ী

৬৮. পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলি নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের-
(ক) ৫ ও ৬ নং ধারায়
(খ) ৬ ও ৭ নং ধারায়
(গ) ৭ ও ৮ নং ধারায়
(ঘ) ৯ ও ১০ নং ধারায়
উত্তর: (খ) ৬ ও ৭ নং ধারায়

৬৯. সংবিধানের কোন্ ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে-
(ক) ৫ নং ধারায়
(খ) ৭ নং ধারায়
(গ) ১০ নং ধারায়
(ঘ) ১১ নং ধারায়
উত্তর: (ঘ) ১১ নং ধারায়

৭০. জাতীয় সংবিধানের ১১ নং ধারা অনুসারে ভারতীয় সংসদ নাগরিকতা আইন প্রণয়ন করেছিল-
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

৭১. রাজীব গান্ধিকে বিবাহ করার ফলে সোনিয়া গান্ধি নাগরিকত্ব হারান-
(ক) ইতালির
(খ) ভারতের
(গ) ব্রিটেনের
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের
উত্তর: (ক) ইতালির

৭২. ভারতীয় নাগরিকতা আইনে স্বাভাবিক নাগরিক ও অনুমোদনসিদ্ধ নাগরিকের মধ্যে কত খ্রিস্টাব্দে পার্থক্য করা হয়েছে?
(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে

৭৩. ১৯৫৫ খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন ২০০৩ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট কত বার সংশোধিত হয়েছে?
(ক) ১ বার
(খ) ৫ বার
(গ) ৬ বার
(ঘ) ১ বারও না
উত্তর: (গ) ৬ বার

৭৪. ভারতের অর্জিত নাগরিক ছিলেন-
(ক) মাদার টেরেসা
(খ) সলমন রুশদি
(গ) ভি এস নয়পাল
(ঘ) তসলিমা নাসরিন
উত্তর: (ক) মাদার টেরেসা

৭৫. কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হল, তাকে জন্মগ্রহণ করতে হবে-
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি বা তার পরে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি বা তার পরে কিন্তু ১৯৮৭ খ্রিস্টাব্দের ১ জুলাই-এর পূর্বে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি বা তার পরে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট বা তার পরে
উত্তর: (খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি বা তার পরে কিন্তু ১৯৮৭ খ্রিস্টাব্দের ১ জুলাই-এর পূর্বে

৭৬. কোনো ব্যক্তি তখনই ভারতীয় নাগরিক বলে গণ্য হবে, যদি সে সংবিধান কার্যকর হওয়ার সময়-
(ক) ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে
(খ) ভারতীয় ভূখণ্ডে অস্থায়ীভাবে বসবাস করে
(গ) পূর্ববঙ্গে বসবাস করে
(ঘ) এগুলির মধ্যে কোনোটিই সঠিক নয়
উত্তর: (ক) ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে

৭৭. শত্রুভাবাপন্ন বিদেশি হল-
(ক) মিত্রভাবাপন্ন দেশের নাগরিক
(খ) নিজ দেশের রাষ্ট্রদ্রোহী নাগরিক
(গ) প্রবাসী নাগরিক
(ঘ) শত্রু অধিকৃত অঞ্চলের জন্মসূত্রে নাগরিক
উত্তর: (ঘ) শত্রু অধিকৃত অঞ্চলের জন্মসূত্রে নাগরিক

৭৮. ভারতে ১৮ বছর বয়স্ক হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না-
(ক) অশিক্ষিতরা
(খ) গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা
(গ) দরিদ্ররা
(ঘ) নাগরিকরা
উত্তর: (খ) গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা

৭৯. ভারতে রেজিস্ট্রিকরণের মাধ্যমে নাগরিকতা পেতে গেলে আবেদন করতে হবে-
(ক) রাজ্য সরকারের কাছে
(খ) স্থানীয় কর্তৃপক্ষের কাছে
(গ) ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে
(ঘ) রাষ্ট্রপতির কাছে
উত্তর: (গ) ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে

৮০. দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা পেতে গেলে আবেদনকারীকে কত নম্বর তপশিল অনুসারে আবেদন করতে হয়?
(ক) পঞ্চম তপশিল
(খ) তৃতীয় তপশিল
(গ) একাদশ তপশিল
(ঘ) দ্বাদশ তপশিল
উত্তর: (খ) তৃতীয় তপশিল

৮১. দেশীয়করণের ক্ষেত্রে ১৯৫৫ খ্রিস্টাব্দের নাগরিকতা আইনের তৃতীয় তপশিলে বর্ণিত যে-কোনো শর্ত বা যাবতীয় শর্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিতে পারে, যদি ওই সরকার মনে করে যে আবেদনকারী বিশেষ অবদান রেখেছেন-
(ক) কেবল বিজ্ঞানের ক্ষেত্রে
(খ) বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্বশান্তি বা মানবজাতির অগ্রগতিতে
(গ) কেবল বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে
(ঘ) কেবল সাহিত্যে
উত্তর: (খ) বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্বশান্তি বা মানবজাতির অগ্রগতিতে

৮২. ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের কোন্ তলশিলে বর্ণিত ২২টি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয়?
(ক) নবম
(খ) সপ্তম
(গ) ষষ্ঠ
(ঘ) অষ্টম
উত্তর: (ঘ) অষ্টম

৮৩. ভারতের নাগরিকত্ব সংশোধন করে সংবিধানের ৬(ক) ধারা যুক্ত হয়েছে-
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭২ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে

৮৪. ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) পাস হয়-
(ক) ২০১৮ সালের ১ নভেম্বর
(খ) ২০১৯ সালের ১১ ডিসেম্বর
(গ) ২০২০ সালের ৩০ এপ্রিল
(ঘ) ২০২২ সালের ২ অক্টোবর
উত্তর: (খ) ২০১৯ সালের ১১ ডিসেম্বর

৮৫. ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনটি পূর্বের কোন্ আইনটির সংশোধন?
(ক) নাগরিকত্ব সংশোধনী আইন, ১৯৬০
(খ) নাগরিকত্ব সংশোধনী আইন, ২০০১
(গ) নাগরিকত্ব সংশোধনী আইন, ১৯৫৫
(ঘ) নাগরিকত্ব সংশোধনী আইন, ১৯৪৫
উত্তর: (গ) নাগরিকত্ব সংশোধনী আইন, ১৯৫৫

৮৬. ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করে-
(ক) ১২ ডিসেম্বর
(খ) ১২ নভেম্বর
(গ) ১০ এপ্রিল
(ঘ) ১২ মার্চ
উত্তর: (ক) ১২ ডিসেম্বর

৮৭. Citizenship Amendment Act, 2019 (CAA) কার্যকর হয়-
(ক) ১১ জানুয়ারি, ২০২৪
(খ) ১১ মার্চ, ২০২৪
(গ) ২ এপ্রিল, ২০২৪
(ঘ) ১৪ আগস্ট, ২০২৪
উত্তর: (খ) ১১ মার্চ, ২০২৪

৮৮. ২০১৯ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কোন্ কোন্ ধর্মীয় জাতি ভারতের নাগরিকতা লাভ করবে?
(ক) হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ
(খ) বৌদ্ধ, জৈন, পারসি, মুসলিম, হিন্দু, শিখ
(গ) হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসি
(ঘ) মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি
উত্তর: (গ) হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসি

৮৯. ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়?
(ক) ৫ বছর
(খ) ৭ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১২ বছর
উত্তর: (ঘ) ১২ বছর

৯০. ভারতের নাগরিকদের ভোটাধিকার কি ধরনের অধিকার?
(ক) নাগরিক অধিকার
(খ) নৈতিক অধিকার
(গ) রাজনৈতিক অধিকার
(ঘ) ধর্মীয় অধিকার
উত্তর: (গ) রাজনৈতিক অধিকার

৯১. নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে-
(ক) সুপ্রিমকোর্টের
(খ) রাষ্ট্রপতির
(গ) প্রধানমন্ত্রীর
(ঘ) পার্লামেন্টের
উত্তর: (ঘ) পার্লামেন্টের

৯২. ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে-
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

৯৩. ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন প্রথম কার্যকর হয়-
(ক) গুজরাটে
(খ) খাদ্য তালিকা
(গ) জম্মু-কাশ্মিরে
(ঘ) অসমে
উত্তর: (ঘ) অসমে

৯৪. NRC হল-
(ক) মূল্য তালিকা
(খ) খাদ্য তালিকা
(গ) নাগরিকদের নামের তালিকা
(ঘ) ভাড়া তালিকা
উত্তর: (গ) নাগরিকদের নামের তালিকা

৯৫. বর্তমানে ভারতে NRC কার্যকর হয়েছে-
(ক) পশ্চিমবঙ্গে
(খ) বিহারে
(গ) অসমে
(ঘ) ঝাড়খণ্ডে
উত্তর: (গ) অসমে

৯৬. NRC-এর পূর্ণরূপ কি?
(ক) National Regulatory Citizens
(খ) National Register of Certificate
(গ) National Regulatory of Civilization
(ঘ) National Register of Citizens
উত্তর: (ঘ) National Register of Citizens

৯৭. NRC আইন সংসদে পাস হয়-
(ক) ২০১৯ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০২১ সালে
(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে
উত্তর:(ক) ২০১৯ সালে

৯৮. NRC বর্তমানে কী আকারে আছে-
(ক) খসড়া
(খ) বিল
(গ) আইন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) খসড়া

৯৯. নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর তাৎপর্য হল-
(ক) যে-কোনো দেশ থেকে অনিবন্ধিত অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করা
(খ) সমস্ত অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা
(গ) ধর্মের ভিত্তিতে নাগরিকত্বকে সীমাবদ্ধ করা
(ঘ) নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের দ্রুত নাগরিকত্ব প্রদান করা
উত্তর: (ঘ) নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের দ্রুত নাগরিকত্ব প্রদান করা

১০০. NPR-এর পুরো কথা কি?
(ক) National Parliament Record
(খ) National Population Receiver
(গ) National Population Register
(ঘ) National Procedure Receiver
উত্তর: (গ) National Population Register

আরো পড়ুন : রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর

আরো পড়ুন : শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment