সাংস্কৃতিক সমন্বয় MCQ ক্লাস টুয়েলভ ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায়
সাংস্কৃতিক সমন্বয় MCQ – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।
সাংস্কৃতিক সমন্বয় MCQ

১। শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে, তা হল-
(ক) ধর্মমঙ্গল
(খ) অন্নদামঙ্গল
(গ) শিবায়ন
(ঘ) চণ্ডীমঙ্গল।
উত্তরঃ (গ) শিবায়ন ✓
২। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন-
(ক) রতিদেব
(খ) রামরাজা
(গ) রামকৃষ্ণ রায়
(ঘ) রামেশ্বর ভট্টাচার্য।
উত্তরঃ (ঘ) রামেশ্বর ভট্টাচার্য। ✓
৩। বৈস্তুববাদ অনুযায়ী, ভগবান বিষ্ণু হলেন-
(ক) জগতের সৃষ্টিকর্তা
(খ) জগতের পালনকর্তা
(গ) জগতের ধ্বংসকর্তা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) জগতের পালনকর্তা ✓
৪। নীচের কোন্ সূত্রটি থেকে বৈস্তুববাদ তথা বৈঘ্নব ধর্ম সম্পর্কে জানা যায় না?
(ক) শ্রীমদ্ভগবদ্গীতা
(খ) গরুড় পুরাণ
(গ) অগ্নিপুরাণ
(ঘ) পদ্মপুরাণ।
উত্তরঃ (গ) অগ্নিপুরাণ ✓
৫। ভারতে একেশ্বরবাদী ভক্তি ধর্ম বলতে কোন্ ধর্মের নাম স্মরণ করা হয়?
(ক) স্মার্ত
(খ) ব্রাহ্মণ্য
(গ) জৈন
(ঘ) ভাগবত।
উত্তরঃ (ঘ) ভাগবত। ✓
৬। ভাগবত ভক্তিতত্ত্বের প্রবক্তা এবং বৈঘ্নব ধর্মের প্রধান আরাধ্য দেবতা হলেন-
(ক) রামচন্দ্র
(খ) বামনাবতার
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) কৃষ্ণ।
উত্তরঃ (ঘ) কৃষ্ণ। ✓
৭। ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈঘ্নব ধর্মের ভিত্তি হল-
(ক) ভাগবত পুরাণ
(খ) ভগবদ্গীতা
(গ) মৎস্যপুরাণ
(ঘ) উপনিষদ।
উত্তরঃ (ক) ভাগবত পুরাণ ✓
৮। পশ্চিম ভারতে সম্ভবত ভাগবত ধর্মের আদি প্রচারক ছিলেন-
(ক) পুরু উপজাতির মানুষ
(খ) কৃষকেরা
(গ) যাদব উপজাতির মানুষ
(ঘ) মোরিয়া গোষ্ঠীর মানুষ।
উত্তরঃ (গ) যাদব উপজাতির মানুষ ✓
৯। ঋকবেদে বিষু সম্পর্কিত কোন্ বিষয়ের প্রাথমিক কল্পনা স্থান পেয়েছে?
(ক) ত্রিনেত্র
(খ) ত্রিপাদ
(গ) বাহন
(ঘ) অস্ত্র।
উত্তরঃ (খ) ত্রিপাদ ✓
১০। কোন্ প্রাচীন সাহিত্যে বিষ্ণুর সঙ্গে নারায়ণকে একীভূত করা হয়েছে?
(ক) আমুক্তমাল্যদায়
(খ) অর্থশাস্ত্রে
(গ) রাজতরঙ্গিনীতে
(ঘ) বৌধায়ন ধর্মসূত্রে।
উত্তরঃ (ঘ) বৌধায়ন ধর্মসূত্রে। ✓
১১। গীতায় কৃষ্ণের বাণীর মূল বিষয় কী?
(ক) ধর্মযোগ
(খ) কর্মযোগ
(গ) জ্ঞানযোগ
উত্তরঃ (খ) কর্মযোগ ✓
১২। গীতায় বর্ণিত কর্মযোগের লক্ষ্য কী?
(ক) নিবৃত্তি ও প্রবৃত্তির আদর্শ উপলব্ধি
(খ) সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা
(গ) সর্বহারার একনায়কতন্ত্র
(ঘ) সাম্প্রদায়িক সম্প্রীতি।
উত্তরঃ (ক) নিবৃত্তি ও প্রবৃত্তির আদর্শ উপলব্ধি ✓
১৩। গীতায় বর্ণিত ‘কর্ম’ কথার অর্থ হল-
(ক) ফলের আশা
(খ) ভক্তি
(গ) নিষ্কাম কাজের ইচ্ছা
(ঘ) সামাজিক সাম্য স্থাপন।
উত্তরঃ (গ) নিষ্কাম কাজের ইচ্ছা ✓
১৪। কোন্ কোন্ গুপ্ত সম্রাট ‘পরম ভাগবত অভিধা গ্রহণ করেছিলেন?
(ক) প্রথম চন্দ্রগুপ্ত ও স্কন্দগুপ্ত
(খ) সমুদ্রগুপ্ত ও কুমারগুপ্ত
(গ) স্কন্দগুপ্ত ও বুধগুপ্ত
(ঘ) সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
উত্তরঃ (ঘ) সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ✓
১৫। উদয়গিরির বিষ্ণুমন্দির নির্মিত হয়েছিল-
(ক) মৌর্য যুগে
(খ) শুঙ্গ যুগে
(গ) গুপ্ত যুগে
(ঘ) কুষাণ যুগে।
উত্তরঃ (গ) গুপ্ত যুগে ✓
১৬। কোন্ যুগে অবতার পূজা বৃদ্ধি পেয়েছিল?
(ক) মৌর্য যুগে
(খ) শুঙ্গ যুগে
(গ) কাহ্ন যুগে
(ঘ) গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে।
উত্তরঃ (ঘ) গুপ্ত ও গুপ্ত পরবর্তী যুগে। ✓
১৭। আলবার (আঢ়বার) সম্প্রদায়ের সাধকগণ বসবাস করতেন-
(ক) পশ্চিম ভারতে
(খ) দক্ষিণ ভারতে
(গ) মধ্য ভারতে
(ঘ) পূর্ব ভারতে।
উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে ✓
১৮। ষষ্ঠ শতকে আবির্ভূত আলবাররা কোন্ দেবতার উপাসক ছিলেন?
(ক) বিষ্ণু
(খ) শিব
(গ) ইন্দ্র
(ঘ) ব্রহ্মা।
উত্তরঃ (ক) বিষ্ণু ✓
১৯। ঐতিহ্য অনুসারে, তামিলভূমিতে মোট কতজন আলবার সাধক জন্ম নিয়েছিলেন?
(ক) ১১
(খ) ১২
(গ) ১৩
(ঘ) ১৪।
উত্তরঃ (খ) ১২ ✓
২০। আলবার সাধিকা আন্ডাল নিজেকে গোপীরূপে কল্পনা করে কার পুজো করতেন?
(ক) কার্তিকেয় বা স্কন্দ
(খ) বিঠল
(গ) রঙ্গনাথের
(ঘ) পদ্মনাভস্বামী।
উত্তরঃ (গ) রঙ্গনাথের ✓
২১। নালাইরা দিব্য প্রবন্ধম গ্রন্থটিতে আলবার সাধকদের কতগুলি সংগীত স্থান পেয়েছে?
(ক) ৩ হাজারের বেশি
(খ) ৪ হাজারের বেশি
(গ) ৫ হাজারের বেশি
(ঘ) ৭ হাজারের বেশি।
উত্তরঃ (খ) ৪ হাজারের বেশি ✓
২২। তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায়-
(ক) পঞ্চম শতকে
(খ) সপ্তম শতকে
(গ) দশম শতকে
(ঘ) একাদশ শতকে।
উত্তরঃ (খ) সপ্তম শতকে ✓
২৩। তামিলনাড়ুতে প্রথম কাদের আমলে ভক্তিবাদীদের আবির্ভাব ঘটেছিল?
(ক) চোল
(খ) চের
(গ) পাণ্ড্য
(ঘ) পল্লব।
উত্তরঃ (ঘ) পল্লব। ✓
২৪। কোন্ পল্লবরাজা জৈন মঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতাড়ন করেছিলেন?
(ক) বিজয়ালয়
(খ) প্রথম পরান্তক
(গ) মহেন্দ্রবর্মণ
(ঘ) মারবর্মন।
উত্তরঃ (গ) মহেন্দ্রবর্মণ ✓
২৫। অষ্টম-নবম শতক নাগাদ কোন্ হিন্দু সংস্কারক বৈদিক দর্শনের সহজ ও সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করেছিলেন?
(ক) রামানুজ
(খ) শংকরাচার্য
(গ) মাধবাচার্য
(ঘ) যামুনাচার্য।
উত্তরঃ (খ) শংকরাচার্য ✓
২৬। ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা হলেন-
(ক) শংকরাচার্য
(খ) শ্রীচৈতন্য
(গ) দাদু দয়াল
(ঘ) তুলসীদাস।
উত্তরঃ (ক) শংকরাচার্য ✓
২৭। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন?
(ক) রামানুজ
(খ) বল্লভাচার্য
(গ) শংকরাচার্য
(ঘ) দাদু দয়াল।
উত্তরঃ (গ) শংকরাচার্য
২৮। মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়?
(ক) শংকরাচার্যকে
(খ) রামানুজকে
(গ) মাধবাচার্যকে
(ঘ) নাথমুনিকে।
উত্তরঃ (খ) রামানুজকে ✓
২৯। ‘বিশিষ্টাদ্বৈতবাদ’ কোন্ ভক্তিবাদী প্রচারকের দর্শন?
(ক) শংকরাচার্য
(খ) যামুনাচার্য
(গ) রামানুজ
(ঘ) বল্লভাচার্য।
উত্তরঃ (গ) রামানুজ ✓
৩০। আচার্য রামানুজ কোন্ আলবার সাধকের উত্তরাধিকারী ছিলেন?
(ক) রঙ্গনাচার্যের
(খ) যামুনাচার্যের
(গ) মাধবাচার্যের
(ঘ) শংকরাচার্যের।
উত্তরঃ (ঘ) শংকরাচার্যের। ✓
৩১। রামানুজ কোন্ সম্প্রদায়ের আচার্য ছিলেন?
(ক) নায়নার
(খ) গৌড়ীয় বৈয়ব
(গ) শ্রীবৈষ্ণব
(ঘ) পরমব্রহ্ম।
উত্তরঃ (গ) শ্রীবৈষ্ণব ✓
৩২। ‘শ্রীভাষ্য’, ‘বেদান্তসংগ্রহ গ্রন্থগুলি কোন্ ভক্তিসাধকের রচনা?
(ক) মাধবাচার্য
(খ) বল্লভাচার্য
(গ) বিঠলনাথ
(ঘ) রামানুজ।
উত্তরঃ (ঘ) রামানুজ। ✓
৩৩। কোন্ ভক্তিগুরু ‘পূণ্যপ্রজ্ঞা’ বা ‘আনন্দতীর্থ’ নামে পরিচিত?
(ক) রামানুজ
(খ) মাধবাচার্য
(গ) নিম্বার্ক
(ঘ) শ্রীপাদরাজা।
উত্তরঃ (খ) মাধবাচার্য ✓
৩৪। মাধবাচার্যের দর্শনের নাম কী?
(ক) অদ্বৈতবাদ
(গ) দ্বৈতবাদ
(খ) দ্বৈতাদ্বৈতবাদ
(ঘ) শুদ্ধাদ্বৈতবাদ।
উত্তরঃ (গ) দ্বৈতবাদ ✓
৩৫। ‘ব্রত্ন বা ঈশ্বর এবং জীবাত্মা হল দুটি আলাদা সত্তা’- কথাটি কার?
(ক) মাধবাচার্যের
(গ) বল্লভাচার্যের
(খ) অদ্বৈতাচার্যের
(ঘ) শ্রীচৈতন্যের।
উত্তরঃ (ক) মাধবাচার্যের
৩৬। মাধবাচার্য রচিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গ্রন্থটি হল-
(ক) সুরসাগর
(গ) সর্বদর্শনসংগ্রহ
(খ) সাহিত্য লহরী
(ঘ) অমৃতানুভব
উত্তরঃ (গ) সর্বদর্শনসংগ্রহ ✓
৩৭। মাধবাচার্যের চার শিষ্য (পদ্মনাভতীর্থ, মাধবতীর্থ, নরহরিতীর্থ, অক্ষোভ্যতীর্থ) কর্তৃক প্রবর্তিত সম্প্রদায় কী নামে পরিচিত?
(ক) শ্রীবৈষ্ণব সম্প্রদায়
(খ) ব্রহ্ম সম্প্রদায়
(গ) ব্যাসকূট সম্প্রদায়
(ঘ) দশকূট সম্প্রদায়।
উত্তরঃ (খ) ব্রহ্ম সম্প্রদায় ✓
৩৮। দ্বৈতাদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা হলেন-
(ক) শংকরাচার্য
(খ) বল্লভাচার্য
(গ) রামানুজ
(ঘ) নিম্বার্ক।
উত্তরঃ (ঘ) নিম্বার্ক। ✓
৩৯। নিম্বার্কের লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল-
(ক) বেদান্ত-পারিজাত-সৌরভ
(খ) কীর্তনঘোষা
(গ) অমৃতানুভব
(ঘ) কৃষ্ণপ্রেমামৃত।
উত্তরঃ (ক) বেদান্ত-পারিজাত-সৌরভ ✓
৪০। মধ্যযুগে ভক্তিবাদকে কেন্দ্র করে সমগ্র ভারত ভূখন্ডে যে ধর্মসংস্কার আন্দোলনের ঢেউ উঠেছিল, উত্তর ভারতে তার প্রধান প্রবক্তা কে ছিলেন?
(ক) কবীর
(খ) মীরাবাঈ
(গ) রামানন্দ
(ঘ) দাদু দয়াল।
উত্তরঃ (গ) রামানন্দ ✓
৪১। ভক্তিবাদী সাধক হিসেবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন, তিনি হলেন-
(ক) কবীর
(খ) শ্রীচৈতন্যদেব
(গ) রামানন্দ
(ঘ) নানকদেব।
উত্তরঃ (গ) রামানন্দ ✓
৪২। রামানন্দ কার দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
(ক) শংকরাচার্য
(খ) রামানুজ
(গ) মাধবাচার্য
(ঘ) নিম্বার্ক।
উত্তরঃ (খ) রামানুজ ✓
৪৩। রামানুজের শ্রীনিবাস সম্প্রদায়ের অনুগামী হিসেবে কাকে মনে করা হয়?
(ক) রামানন্দ
(খ) কবীর
(গ) গুরু নানক
(ঘ) শ্রীচৈতন্য।
উত্তরঃ (ক) রামানন্দ
৪৪। রামানন্দ কোন্ সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন?
(ক) গৌড়ীয় বৈষ্ণব
(খ) শ্রীনিবাস
(গ) রামাৎ বৈষ্ণব
(ঘ) দশকূট।
উত্তরঃ (গ) রামাৎ বৈষ্ণব ✓
৪৫। ‘কবীর’ নামের অর্থ কী?
(ক) জ্ঞানী
(খ) বুদ্ধিমান
(গ) মহান
(ঘ) নিরক্ষর।
উত্তরঃ (গ) মহান ✓
৪৬। কবীরের (১৩৯৮/১৪৪০-১৫১৮/১৯ খ্রি.) অনুগামীরা কী নামে পরিচিত ছিলেন?
(ক) রামাৎ বৈষ্ণব
(খ) কবীরপন্থী
(গ) কবিয়াল
(ঘ) শ্রীনিবাস।
উত্তরঃ (খ) কবীরপন্থী ✓
৪৭। কবীর কার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয়?
(ক) বাবরের
(খ) সিকান্দর লোদির
(গ) বহলোল লোদির
(ঘ) আকবরের।
উত্তরঃ (খ) সিকান্দর লোদির ✓
৪৮। যে-সমস্ত ভক্তিবাদীগণ বিঘ্নর উপাসক, পৌত্তলিকতায় বিশ্বাসী এবং সামাজিক আচার-আচরণ সম্পর্কে খুব উদার নন, তাঁদের কী বলা হত?
(ক) রামাৎ বৈয়ব সম্প্রদায়
(খ) শ্রীনিবাস সম্প্রদায়
(গ) সগুণ সম্প্রদায়
(ঘ) নির্গুণ সম্প্রদায়।
উত্তরঃ (গ) সগুণ সম্প্রদায় ✓
৪৯। যে-সমস্ত ভক্তিবাদী সাধকগণ ঈশ্বরের নিরাকার রূপে বিশ্বাসী, যাবতীয় রক্ষণশীলতা ও জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন, তাঁরা কোন্ সম্প্রদায় নামে পরিচিত হতেন?
(ক) সগুণ সম্প্রদায়
(খ) নির্গুণ সম্প্রদায়
(গ) শরা
(ঘ) বে-শরা
উত্তরঃ (খ) নির্গুণ সম্প্রদায় ✓
৫০। সর্বধর্মবর্ণসমন্বয়ী প্রেমের ধর্মপ্রচার করাই ছিল কবীরের লক্ষ্য – উক্তিটি কে করেছেন?
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) রোমিলা থাপার
(গ) রিজভি
(ঘ) তারাচাঁদ।
উত্তরঃ (ঘ) তারাচাঁদ। ✓
৫১। ‘কবীর বলেছেন, বেদ, পুরাণ, কোরান- এই সবই হল ঈশ্বরকে বর্ণনাদানের আলাদা আলাদা পন্থা মাত্র।’- কথাটি কোন্ ঐতিহাসিকের?
(ক) জি এইচ ওয়েস্টকট
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) তারাচাঁদ
(ঘ) রিজভি।
উত্তরঃ (ক) জি এইচ ওয়েস্টকট ✓
৫২। দোঁহা রচনা করেন-
(ক) কবীর
(খ) আকবর
(গ) মীরাবাঈ
(ঘ) রামানন্দ।
উত্তরঃ (ক) কবীর ✓
৫৩। “জৈসে তিল মে তেল হ্যায়/জিয়ু চক্চক্ মে আগ / তেরা সাঁই তুঝ মে হ্যায় / তু জাগ সকে তো জাগ”- এটি বলেছেন-
(ক) মীরাবাঈ
(খ) দাদু দয়াল
(গ) কবীর
(ঘ) খাজা মইনউদ্দিন চিন্তি।
উত্তরঃ (গ) কবীর ✓
৫৪। ‘পঞ্চবাণী’ গ্রন্থে কোন্ ভক্তিসাধকের শ্লোক ও বাণী সংকলিত আছে?
(ক) গুরু অর্জুনদেব
(খ) কবীর
(গ) শ্রীমন্ত শংকরদেব
(ঘ) তুকারাম।
উত্তরঃ (খ) কবীর ✓
৫৫। কবীরের গানগুলিকে সংগ্রহ করেন-
(ক) ক্ষিতিমোহন সেন
(খ) লালন ফকির
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ক) ক্ষিতিমোহন সেন ✓
৫৬। ক্ষিতিমোহন সেন কর্তৃক সংগৃহীত কবীরের গানগুলি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন?
(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(খ) অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) নজরুল ইসলাম।
উত্তরঃ (ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর ✓
৫৭। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের ভক্তি আন্দোলনে সবচেয়ে বেশি অবদান কবীর ও নানকের’- কথাটি বলেছেন-
(ক) তারাচাঁদ
(খ) রোমিলা থাপার
(গ) রমেশচন্দ্র মজুমদার
(ঘ) রামশরণ শর্মা।
উত্তরঃ (খ) রোমিলা থাপার ✓
৫৮। গুরু নানক (১৪৬৯, মতান্তরে ১৪৬৮ খ্রি. ১৫৩৮/১৫৩৯ খ্রি.) কোথায় জন্মেছিলেন?
(ক) রাওয়ালপিন্ডিতে
(খ) পাঞ্জাবের অমৃতসরে
(গ) লাহোরের তালবন্দিতে
(ঘ) করাচিতে।
উত্তরঃ (গ) লাহোরের তালবন্দিতে ✓
৫৯। কোন্ গ্রন্থ থেকে নানকের জন্ম, শৈশব-সহ জীবনের নানাদিক সম্পর্কে জানা যায়?
(ক) আভঙ্গ
(খ) জনমসখী
(গ) ভাবার্থ দীপিকা
(ঘ) দাসবোধ।
উত্তরঃ (খ) জনমসখী ✓
৬০। “দয়ারূপ কার্পাস, সন্তোষরূপ সূত্র, সত্যরূপ দন্ডী এবং ইন্দ্রিয়দমনরূপ গ্রন্থি যে উপবীতে থাকবে, সেটিই মানুষের জন্য যথার্থ উপবীত।” কে বলেছেন?
(ক) কবীর
(খ) দাদু দয়াল
(গ) গুরু নানক
(ঘ) সেলিম চিস্তি।
উত্তরঃ (গ) গুরু নানক ✓
আরও পড়ুন | Link |
পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর | Click Here |
বিতর্কমূলক প্রবন্ধ রচনা পর্ব ২ | Click Here |
বৃদ্ধি ও বিকাশের অর্থ প্রশ্ন উত্তর | Click Here |