পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় | Porjotokder Drrishtite Varot MCQ Class 11 First Semester Exclusive Answer

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট ২০ নম্বর। আবার Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট ২০ নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর | Porjotokder Drrishtite Varot MCQ

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর
পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

১। বিদেশি পর্যটকরা নতুন দেশে যান-
(ক) বাণিজ্যসূত্রে
(খ) ধর্মপ্রচারের সূত্রে
(গ) নতুন দেশ দেখার বাসনায়
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি সঠিক। ✓

২। অল-বিরুনি জন্মগ্রহণ করেন-
(ক) ৯৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১০০০ খ্রিস্টাব্দে
(গ) ১০৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১০৪০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ৯৭৩ খ্রিস্টাব্দে ✓

৩। অল-বিরুনি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার-
(ক) খোয়ারিজমে
(খ) তাজিকিস্তানে
(গ) আর্মেনিয়ায়
(ঘ) কাজাখস্তানে।
উত্তরঃ (ক) খোয়ারিজমে ✓

৪। Father of Modern Geodesy বলা হয়-
(ক) ইরাটোস্থেনিসকে
(খ) অল-বিরুনিকে
(গ) অল-মাসুদিকে
(ঘ) টলেমিকে
উত্তরঃ (খ) অল-বিরুনিকে ✓

৫। যেসকল ভাষায় অল-বিরুনি বুৎপত্তি অর্জন করেছিলেন, সেগুলি হল-
(ক) আরবি
(খ) সিরীয়
(গ) ফারসি
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি সঠিক। ✓

৬। অল-বিরুনি যে ভাষা জানতেন না-
(ক) সিরীয়
(খ) হিব্রু
(গ) সংস্কৃত
(ঘ) গ্রিক।
উত্তরঃ (ঘ) গ্রিক। ✓

৭। সুলতান মামুদ খোয়ারিজম রাজ্যে অভিযান চালান-
(ক) ১০১৭ খ্রিস্টাব্দে
(খ) ১০৫০ খ্রিস্টাব্দে
(গ) ১০৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১০৫২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১০১৭ খ্রিস্টাব্দে ✓

৮। খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অল-বিরুনিকে গজনিতে নিয়ে আসেন-
(ক) মহম্মদ ঘুরি
(খ) সুলতান মামুদ
(গ) নাদির শাহ
(ঘ) মহম্মদ বিন তুঘলক।
উত্তরঃ (খ) সুলতান মামুদ ✓

৯। খোয়ারিজম থেকে গজনিতে এসে অল-বিরুনি নিযুক্ত হন-
(ক) রাজজ্যোতিষীর পদে
(খ) প্রধানমন্ত্রীর পদে
(গ) সেনাপতির পদে
(ঘ) রাজস্বমন্ত্রীর পদে।
উত্তরঃ (ক) রাজজ্যোতিষীর পদে ✓

১০। সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
(ক) ১৫ বার
(খ) ১৬ বার
(গ) ১৭ বার
(ঘ) ১৮ বার।
উত্তরঃ (গ) ১৭ বার ✓

১১। সংস্কৃত ভাষায় লেখা জ্যোতির্বিদ্যা, গণিত ইত্যাদি বিষয়ের গ্রন্থগুলি আরবি ভাষায় অনূদিত হতে থাকে-
(ক) ষষ্ঠ শতক থেকে
(খ) সপ্তম শতক থেকে
(গ) অষ্টম শতক থেকে
(ঘ) নবম শতক থেকে।
উত্তরঃ (গ) অষ্টম শতক থেকে ✓

১২। নিম্নলিখিত কোন্ অঞ্চলটি সুলতান মামুদ দখল করেছিলেন-
(ক) দিল্লি
(খ) বাংলা
(গ) পাঞ্জাব
(ঘ) কেরল।
উত্তরঃ (গ) পাঞ্জাব ✓

১৩। অল-বিরুনি ভারতে আসেন-
(ক) খ্রিস্টীয় দশম শতকে
(খ) খ্রিস্টীয় একাদশ শতকে
(গ) খ্রিস্টীয় দ্বাদশ শতকে
(ঘ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে।
উত্তরঃ (খ) খ্রিস্টীয় একাদশ শতকে ✓

১৪। ভারতে অল-বিরুনি সংস্কৃত ভাষা শেখেন-
(ক) রাজজ্যোতিষীদের কাছ থেকে
(খ) ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে
(গ) ভারতীয় রাজাদের কাছ থেকে
(ঘ) বণিকদের কাছ থেকে।
উত্তরঃ (খ) ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে ✓

১৫। নিম্নলিখিত কোন্ ভাষায় অল-বিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন?
(ক) ফারসি
(খ) আরবি
(গ) উর্দু
(ঘ) হিন্দাভি।
উত্তরঃ (খ) আরবি ✓

১৬। পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন-
(ক) অল-বিরুনি
(খ) সুলতান মামুদ
(গ) আবদুর রজ্জাক
(ঘ) ইবন বতুতা।
উত্তরঃ (ক) অল-বিরুনি ✓

১৭। গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড-এর রচনার সংস্কৃত অনুবাদ করেন-
(ক) প্লেটো
(খ) অল-বিরুনি
(গ) আবদুর রজ্জাক
(ঘ) টলেমি।
উত্তরঃ (খ) অল-বিরুনি ✓

১৮। ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অল-বিরুনি যে গ্রন্থটি রচনা করেন, তার নাম-
(ক) কিতাব-উল-হিন্দ
(খ) কিতাব-উল-রিহলা
(গ) মাতলা-উস-সাদাইন
(ঘ) কিরান-উস-সাদাইন।
উত্তরঃ (ক) কিতাব-উল-হিন্দ ✓

১৯। ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি –
(ক) আরবি ভাষায় লেখা
(খ) ফারসি ভাষায় লেখা
(গ) উর্দু ভাষায় লেখা
(ঘ) সংস্কৃত ভাষায় লেখা।
উত্তরঃ (ক) আরবি ভাষায় লেখা ✓

২০। ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থটি অপর কী নামে সুপরিচিত?
(ক) কিরান-উস-সাদাইন
(খ) উদ্ধৃতির মাধ্যমে
(গ) মাতলা-উস-সাদাইন
(ঘ) তহকিক-ই-হিন্দ।
উত্তরঃ (ঘ) তহকিক-ই-হিন্দ। ✓

২১। অল-বিরুনি তাঁর ভ্রমণবৃত্তান্তে ভারতকে কী নামে উল্লেখ করেছেন?
(ক) হিন্দুস্তান
(খ) ইন্ডিয়া
(গ) অল-হিন্দ
(ঘ) ভারতবর্ষ।
উত্তরঃ (গ) অল-হিন্দ ✓

২২। ‘হিন্দু’ শব্দটির উদ্ভব হয়েছে-
(ক) প্রাচীন পারসিক শব্দ থেকে
(খ) প্রাচীন গ্রিক শব্দ থেকে
(গ) প্রাচীন সংস্কৃত শব্দ থেকে
(ঘ) প্রাচীন বাংলা শব্দ থেকে।
উত্তরঃ (ক) প্রাচীন পারসিক শব্দ থেকে ✓

২৩। আরবরা সিন্ধুনদের পূর্বের এলাকাকে বলতেন-
(ক) অল-হিন্দ
(খ) হিন্দুস্তান
(গ) ইন্দাস
(ঘ) ইন্ডিয়া।
উত্তরঃ (ক) অল-হিন্দ ✓

২৪। ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থে অল-বিরুনি অনেকসময় অধ্যায় শুরু করেছেন-
(ক) প্রশ্নের মাধ্যমে
(খ) কিতাব-উল-রিহলা
(গ) গল্পকাহিনির মাধ্যমে
(ঘ) কবিতার মাধ্যমে।
উত্তরঃ (ক) প্রশ্নের মাধ্যমে ✓

২৫। ভারতকে ‘হিন্দুস্তান’ বলে উল্লেখ করেন-
(ক) গ্রিকরা
(খ) আরবরা
(গ) পারসিকরা
(ঘ) তুর্কিরা।
উত্তরঃ (ঘ) তুর্কিরা। ✓

২৬। তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে বলেছেন-
(ক) উর্দু
(খ) হিন্দু
(গ) হিন্দি
(ঘ) হিন্দাভি।
উত্তরঃ (ঘ) হিন্দাভি। ✓

২৭। অল-বিরুনির বিবরণ অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল পরিচিত ছিল-
(ক) প্রাচ্যদেশ নামে
(খ) মধ্যদেশ নামে
(গ) পূর্বদেশ নামে
(ঘ) জম্বুদেশ নামে।
উত্তরঃ (খ) মধ্যদেশ নামে ✓

২৮। অল-বিরুনির সমকালে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল-
(ক) কনৌজ ও তার পার্শ্ববর্তী অঞ্চল
(খ) উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল
(গ) দক্ষিণ ভারত
(ঘ) বাংলা।
উত্তরঃ (ক) কনৌজ ও তার পার্শ্ববর্তী অঞ্চল ✓

২৯। সুলতান মামুদ এদেশের সমৃদ্ধিকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। হিন্দুরা ধূলিকণার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।’ মন্তব্যটি করেন-
(ক) ইবন বতুতা
(খ) অল-মাসুদি
(গ) অল-বিরুনি
(ঘ) মার্কো পোলো।
উত্তরঃ (গ) অল-বিরুনি ✓

৩০। আদি বৈদিক যুগে ‘বর্ণ’ বলতে বোঝাত-
(ক) গায়ের রং-কে
(খ) অক্ষরকে
(গ) ছবি আঁকার রং-কে
(ঘ) শব্দকে।
উত্তরঃ (ক) গায়ের রং-কে ✓

৩১। ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন-
(ক) অল-বিরুনি
(খ) হেরোডোটাস
(গ) আলেকজান্ডার
(ঘ) অল-মাসুদি।
উত্তরঃ (ক) অল-বিরুনি ✓

৩২। বর্ণপ্রথার সর্বোচ্চে অবস্থান করেন-
(ক) ব্রাহ্মণ
(খ) ক্ষত্রিয়
(গ) বৈশ্য
(ঘ) শূদ্র।
উত্তরঃ (ক) ব্রাহ্মণ ✓

৩৩। বিশ্বস্রষ্টা ব্রহ্মার মস্তিষ্ক থেকে উৎপত্তি হয়েছে-
(ক) ব্রাহ্মণের
(খ) ক্ষত্রিয়ের
(গ) বৈশ্যের
(ঘ) শূদ্রের।
উত্তরঃ (ক) ব্রাহ্মণের ✓

৩৪। পূজার্চনা, অধ্যয়ন এবং অধ্যাপনা করার অধিকারী ছিলেন-
(ক) ব্রাহ্মণরা
(খ) বৈশ্যরা
(গ) ক্ষত্রিয়রা
(ঘ) ম্লেচ্ছরা।
উত্তরঃ (ক) ব্রাহ্মণরা ✓

৩৫। অল-বিরুনির বর্ণনা অনুযায়ী কারা মদ্যপান, আমিষ ভক্ষণ এবং পশুহত্যা করা থেকে বিরত থাকতেন?
(ক) ক্ষত্রিয়রা
(খ) ম্লেচ্ছরা
(গ) বৈশ্যরা
(ঘ) ব্রাহ্মণরা।
উত্তরঃ (ঘ) ব্রাহ্মণরা। ✓

৩৬। বর্ণব্যবস্থার দ্বিতীয় স্তরে ছিলেন-
(ক) ব্রাহ্মণরা
(খ) ক্ষত্রিয়রা
(গ) বৈশ্যরা
(ঘ) শূদ্ররা।
উত্তরঃ (খ) ক্ষত্রিয়রা ✓

৩৭। ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার-
(ক) মস্তিষ্ক থেকে
(খ) ক্ষত্রিয়রা
(গ) উরুযুগল থেকে
(ঘ) পা থেকে।
উত্তরঃ (খ) ক্ষত্রিয়রা ✓

৩৭। অল-বিরুনির মতে, ক্ষত্রিয়রা অধিকারী ছিলেন কেবল-
(ক) বেদপাঠের
(গ) বেদ লিখনের
(খ) বেদ সম্পর্কে শিক্ষাদানের
(ঘ) সবকটি সঠিক।
উত্তরঃ (ক) বেদপাঠের ✓

৩৮। দেশশাসন, দেশরক্ষা এবং যুদ্ধবিগ্রহ করা কাদের প্রধান কর্তব্য ছিল বলে অল-বিরুনি লিখেছেন?
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদের
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (খ) ক্ষত্রিয়দের ✓

৩৯। বৈশ্যদের উৎপত্তি হয়েছে দেবতা ব্রহ্মার-
(ক) মস্তিষ্ক থেকে
(খ) হাত ও কাঁধ থেকে
(গ) উরুযুগল থেকে
(ঘ) পা থেকে।
উত্তরঃ (গ) উরুযুগল থেকে ✓

৪০। বর্ণব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন-
(ক) ব্রাহ্মণরা
(খ) বৈশ্যরা
(গ) ক্ষত্রিয়রা
(ঘ) শূদ্ররা।
উত্তরঃ (ঘ) শূদ্ররা। ✓

৪১। দেবতা ব্রহ্মার পা থেকে উৎপত্তি হয়েছে-
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদে
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (ঘ) শূদ্রদের। ✓

৪২। শূদ্রদের প্রধান কর্তব্য হল-
(ক) বেদপাঠ এবং অধ্যাপনা
(খ) দেশশাসন ও যুদ্ধবিগ্রহ
(গ) কৃষিকাজ ও পশুপালন
(ঘ) ব্রাহ্মণদের সমস্তরকম সেবা করা।
উত্তরঃ (ঘ) ব্রাহ্মণদের সমস্তরকম সেবা করা। ✓

৪৩। কারা শূদ্রদের সঙ্গে মেলামেশা এবং তাদের কাছাকাছি বসবাস করতেন বলে অল-বিরুনি লিখেছেন?
(ক) ক্ষত্রিয়রা
(খ) ম্লেচ্ছরা
(গ) বৈশ্যরা
(ঘ) ব্রাহ্মণরা।
উত্তরঃ (গ) বৈশ্যরা ✓

৪৪। অল-বিরুনির বর্ণনা অনুযায়ী, বর্ণচ্যুতদের উচ্চস্তরে ছিলেন-
(ক) অন্ত্যজরা
(খ) অচ্ছ্যুতরা
(গ) ম্লেচ্ছরা
(ঘ) যবনরা।
উত্তরঃ (ক) অন্ত্যজরা ✓

৪৫। বর্ণচ্যুতদের নিম্নস্তরে ছিলেন-
(ক) অন্ত্যজরা
(খ) অচ্ছ্যুতরা
(গ) ম্লেচ্ছরা
(ঘ) যবনরা।
উত্তরঃ (খ) অচ্ছ্যুতরা ✓

৪৬। শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তানরা সমাজে পরিচিত ছিলেন-
(ক) ব্রাত্য ক্ষত্রিয় নামে
(খ) ম্লেচ্ছ নামে
(গ) যবন নামে
(ঘ) অচ্ছ্যুত নামে।
উত্তরঃ (ঘ) অচ্ছ্যুত নামে। ✓

৪৭। হিন্দু ছাড়া অন্যান্যদের অল-বিরুনি কী নামে অভিহিত করেছেন?
(ক) যবন
(খ) ব্রাত্য ক্ষত্রিয়
(গ) পঞ্চমবর্ণ
(ঘ) ম্লেচ্ছ।
উত্তরঃ (ঘ) ম্লেচ্ছ। ✓

৪৮। অল-বিরুনি কাদের জীবনযাত্রায় চতুরাশ্রম-এর অস্তিত্ব লক্ষ করেছেন?
(ক) ব্রাহ্মণদের
(খ) ক্ষত্রিয়দের
(গ) বৈশ্যদের
(ঘ) শূদ্রদের।
উত্তরঃ (ক) ব্রাহ্মণদের ✓

৪৯। ‘আশ্রম’ শব্দের অর্থ হল-
(ক) যজ্ঞ
(খ) বসবাসের স্থান
(গ) আশ্রয়
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (গ) আশ্রয় ✓

৫০। কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হত?
(ক) ৫ বছর
(খ) ৬ বছর
(গ) ৭ বছর
(ঘ) ৮ বছর।
উত্তরঃ (ঘ) ৮ বছর। ✓

৫১। কিশোর ব্রাহ্মণকে দ্বিজত্বে বরণ করা হয়-
(ক) ৮ বছর বয়সে
(খ) ২৫ বছর বয়সে
(গ) ৭ বছর বয়সে
(ঘ) ১২ বছর বয়সে।
উত্তরঃ (ক) ৮ বছর বয়সে ✓

৫২। কোন্ পর্বে পরিমিত এবং নিরামিষ আহার বাধ্যতামূলক ছিল?
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) বানপ্রস্থ
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (ক) ব্রহ্মচর্য ✓

৫৩। অল-বিরুনির বর্ণনানুযায়ী, গার্হস্থ্য আশ্রমের প্রধান কাজ হল-
(ক) গুরুর সেবা
(খ) বেদপাঠ
(গ) বিবাহ করে সংসারধর্ম পালন
(ঘ) ভিক্ষা করা।
উত্তরঃ (গ) বিবাহ করে সংসারধর্ম পালন ✓

৫৪। কোন্ কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে একপ্রকার নিষিদ্ধ ছিল বলে অল-বিরুনি লিখেছেন?
(ক) বেদপাঠ
(খ) শিক্ষাদান
(গ) বাণিজ্য
(ঘ) দানধ্যান।
উত্তরঃ (গ) বাণিজ্য ✓

৫৫। চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হল-
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) সন্ন্যাস
(ঘ) বানপ্রস্থ।
উত্তরঃ (ঘ) বানপ্রস্থ। ✓

৫৬। কোন্ পর্বে ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন?
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) বানপ্রস্থ
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (গ) বানপ্রস্থ ✓

৫৭। চতুর্থ বা শেষ আশ্রমটি হল-
(ক) ব্রহ্মচর্য
(খ) গার্হস্থ্য
(গ) বানপ্রস্থ
(ঘ) সন্ন্যাস।
উত্তরঃ (ঘ) সন্ন্যাস। ✓

৫৮। অল-বিরুনির বিবরণ অনুযায়ী কোন্ পর্বে মায়ামমতা, লোভ, হিংসা ইত্যাদি ইহজাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ ঈশ্বর সাধনার দ্বারা মোক্ষলাভের আশায় নিয়োজিত থাকতেন?
(ক) সন্ন্যাস
(খ) বানপ্রস্থ
(গ) ব্রহ্মচর্য
(ঘ) গার্হস্থ্য।
উত্তরঃ (ক) সন্ন্যাস ✓

৫৯। অল-বিরুনি ভারতীয় বর্ণ-জাতিব্যবস্থার যে বিবরণ দিয়েছেন, তা গভীরভাবে প্রভাবিত ছিল-
(ক) সংস্কৃত সাহিত্যের দ্বারা
(খ) পারসিক সাহিত্যের দ্বারা
(গ) আরবি সাহিত্যের দ্বারা
(ঘ) গ্রিক সাহিত্যের দ্বারা।
উত্তরঃ (ক) সংস্কৃত সাহিত্যের দ্বারা ✓

৬০। অল-বিরুনির মতে, ভারতে খোলা আকাশের নীচে মৃতদেহ রাখার প্রথার সঙ্গে কাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সাদৃশ্য রয়েছে?
(ক) পারসিকদের
(গ) তুর্কিদের
(খ) গ্রিকদের
(ঘ) ইংরেজদের।
উত্তরঃ (ক) পারসিকদের ✓

৬১। মৃতদেহকে অগ্নিতে দগ্ধ করার বিধান দেন-
(ক) ব্রহ্মা
(খ) বাসুদেব নারায়ণ
(গ) কাশ্যপ মুনি
(ঘ) শিব।
উত্তরঃ (খ) বাসুদেব নারায়ণ ✓

৬২। ভারতে এসে অল-বিরুনি প্রথম যে বাধার সম্মুখীন হন, তা হল-
(ক) সংস্কৃত ভাষা
(খ) আবহাওয়া
(গ) খাবারদাবার
(ঘ) অর্থসম্পদ।
উত্তরঃ (ক) সংস্কৃত ভাষা ✓

৬৩। অল-বিরুনি বলেছেন, হিন্দুরাও গ্রিকদের মতো লেখেন-
(ক) ডানদিক থেকে বামদিকে
(খ) বামদিক থেকে ডানদিকে
(গ) উপর থেকে নীচে
(ঘ) নীচ থেকে উপরে।
উত্তরঃ (খ) বামদিক থেকে ডানদিকে ✓

৬৪। অল-বিরুনির ভারতভ্রমণ কালে সর্বাধিক প্রচলিত বর্ণমালা হল-
(ক) সিদ্ধমাতৃকা
(খ) নাগর
(গ) অর্ধনাগরী
(ঘ) মালওয়ারী।
উত্তরঃ (ক) সিদ্ধমাতৃকা ✓

Read More : The Story of an Hour MCQ Questions and Answers

Leave a Comment