সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Philosophy Last Chapter Somaj O Rashtradarshana MCQ

১। কোন্ দার্শনিক সর্বপ্রথম ‘সমাজতত্ত্ব’ বা ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) ডি ডি র্যাফেল
(গ) অগাস্ট কোঁৎ
(ঘ) কার্ল মার্কস।
উত্তরঃ (গ) অগাস্ট কোঁৎ
২। “সমাজদর্শন হল সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ মুকুট স্বরূপ।” এ কথা কে বলেছেন?
(ক) পি গিসবার্ট
(খ) মরিস জিন্সবার্গ
(গ) ডি ডি র্যাফেল
(ঘ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।
উত্তরঃ (ক) পি গিসবার্ট
৩। “সমাজদর্শন হল সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল।” – এটি কার মত?
(ক) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(খ) পি গিসবার্ট
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (খ) পি গিসবার্ট
৪। কোন্ দার্শনিক বলেছেন “সমাজদর্শন সমাজের মূল্য, উদ্দেশ্য এবং আদর্শের আলোচনা করে।”
(ক) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(খ) ম্যাকাইভার
(গ) মরিস জিন্সবার্গ
(ঘ) পি গিসবার্ট।
উত্তরঃ (ক) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
৫। ইংরেজি ‘Society’ শব্দটি কোন্ ফরাসি শব্দ থেকে এসেছে?
(ক) Sociate
(খ) Societe
(গ) Societye
(ঘ) Socie
উত্তরঃ (খ) Societe
৬। ‘Societe’ শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে নিঃসৃত হয়েছে?
(ক) Societas
(খ) Societus
(গ) Socie
(ঘ) Society
উত্তরঃ (ক) Societas
৭। ‘Societas’ শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে এসেছে?
(ক) Socious
(খ) Socies
(গ) Socius
(ঘ) Sociusly
উত্তরঃ (গ) Socius
৮। ল্যাটিন শব্দ ‘Socius’ -এর অর্থ হল-
(ক) পাড়া
(খ) সঙ্গী
(গ) বন্ধু
(ঘ) সমাজ
উত্তরঃ (খ) সঙ্গী
৯। “সমাজ হল সম্বন্ধের এক জটিল বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেকে তার সঙ্গীর সঙ্গে অন্তর সম্পর্কযুক্ত।”- এ কথা কে বলেছেন?
(ক) পি গিসবার্ট
(খ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(গ) ম্যাকাইভার
(ঘ) মরিস জিন্সবার্গ।
উত্তরঃ (ক) পি গিসবার্ট
১০। “সামাজিক সম্পর্ক বা সমাজ হল সম্পূর্ণরূপে মানসিক ব্যাপার।”- এ কথা কে বলেছেন?
(ক) ডি ডি র্যাফেল
(খ) পি গিসবার্ট
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) মরিস জিন্সবার্গ।
উত্তরঃ (খ) পি গিসবার্ট
১১। কোন্ দার্শনিক বলেন “মানুষ হল সামাজিক জীব। যে মানুষ সমাজে থাকে না, সে হয় পশু না হয় দেবতা।”
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) সক্রেটিস
(ঘ) পিথাগোরাস।
উত্তরঃ (ক) অ্যারিস্টট্ল
১২। সমাজের মানদন্ড হল-
(ক) সামাজিক সম্পর্ক
(খ) সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ
(গ) সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সামাজিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ
১৩। ‘Society’ গ্রন্থটির লেখক হলেন-
(ক) ম্যাকেয়াভেলি
(খ) ডি ডি র্যাফেল
(গ) ম্যাকাইভার ও পেজ
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (গ) ম্যাকাইভার ও পেজ
১৪। ইংরেজি ‘Community’ শব্দটি কোন্ ফরাসি শব্দ থেকে নিঃসৃত হয়েছে?
(ক) Communaute
(খ) Communautee
(গ) Communate
(ঘ) Communitee
উত্তরঃ (ক) Communaute
১৫। ‘Communaute’ শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে এসেছে?
(ক) Communitus
(খ) Communities
(গ) Communitas
(ঘ) Communatee
উত্তরঃ (গ) Communitas
১৬। ‘Communitas’ শব্দটির অর্থ হল-
(ক) জনগণের স্বার্থ
(খ) জনগণের চেতনা
(গ) জনগণের মানসিকতা
(ঘ) জনগণের একাত্মবোধ।
উত্তরঃ (খ) জনগণের চেতনা
১৭। সমাজবিদ ম্যাকাইভার সম্প্রদায়ের ভিত্তি হিসেবে কয়টি বিষয়ের কথা উল্লেখ করেছেন?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (ক) দুটি
১৮। একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসের ফলে সম্প্রদায়ের ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে গভীর পারস্পরিক একাত্মবোধে আবদ্ধ হয়। এই একাত্মবোধকে বলা হয়-
(ক) ভূমিকাবোধ
(খ) আমরাবোধ
(গ) নির্ভরতাবোধ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) আমরাবোধ
১৯। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত ধারণাকে কী বলা হয়?
(ক) আমরাবোধ
(খ) ভূমিকাবোধ
(গ) নির্ভরতাবোধ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) ভূমিকাবোধ
২০। প্রত্যেক মানুষকে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অপর মানুষের সাহায্যের উপর নির্ভর করতে হয়। এই উপলব্ধিকে বলা হয়-
(ক) নির্ভরতাবোধ
(খ) ভূমিকাবোধ
(গ) আমরাবোধ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) নির্ভরতাবোধ
২১। যে সম্প্রদায়ের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো খাদ্য অন্বেষণের জন্য ঘুরে বেড়ায় তাদের বলে-
(ক) মেষপালক সম্প্রদায়
(খ) শিকারী সম্প্রদায়
(গ) কৃষক সম্প্রদায়
(ঘ) ক্ষুদ্র সম্প্রদায়।
উত্তরঃ (খ) শিকারী সম্প্রদায়
২২। কোন্ সম্প্রদায়ের কাজ হল পশুপালন করা?
(ক) শিকারী সম্প্রদায়
(খ) মেষপালক সম্প্রদায়
(গ) কৃষক সম্প্রদায়
(ঘ) বৃহৎ সম্প্রদায়।
উত্তরঃ (খ) মেষপালক সম্প্রদায়
২৩। কোন্ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাঁধা পড়ে যায়?
(ক) মেষপালক সম্প্রদায়
(খ) কৃষক সম্প্রদায়
(গ) শিকারী সম্প্রদায়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) কৃষক সম্প্রদায়
২৪। কোন্ সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় যোগাযোগ লক্ষ করা যায়?
(ক) ক্ষুদ্র সম্প্রদায়
(খ) বৃহৎ সম্প্রদায়
(গ) মেষপালক সম্প্রদায়
(ঘ) শিকারী সম্প্রদায়।
উত্তরঃ (ক) ক্ষুদ্র সম্প্রদায়
২৫। কোন্ সম্প্রদায়ে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক পরোক্ষ এবং বাহ্য?
(ক) কৃষক সম্প্রদায়
(খ) শিকারী সম্প্রদায়
(গ) বৃহৎ সম্প্রদায়
(ঘ) ক্ষুদ্র সম্প্রদায়।
উত্তরঃ (গ) বৃহৎ সম্প্রদায়
২৬। “সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে।” – এ কথা কোন্ দার্শনিক বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) নিউমেয়ার
(গ) পেজ
(ঘ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।
উত্তরঃ (খ) নিউমেয়ার
২৭। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হল-
(ক) স্থান
(খ) সমাজ
(গ) সম্প্রদায়গত অনুভূতি
(ঘ) ক ও গ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও গ উভয়ই
২৮। সম্প্রদায় সম্পর্কে সত্য নয়-
(ক) সম্প্রদায় ভুক্ত সদস্যদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক থাকে
(খ) সম্প্রদায় তার সদস্যদের মৌল চাহিদা পূরণ করে
(গ) স্বার্থ ও দৃষ্টিভঙ্গির প্রসারতা অনুসারে সম্প্রদায়ের ব্যাপকতা কম বা বেশি হয়
(ঘ) সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট ভূখণ্ড থাকে না।
উত্তরঃ (ঘ) সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট ভূখণ্ড থাকে না
২৯। কোনো অপরাধিকে তার অপরাধের শাস্তিস্বরূপ জেলে পাঠানো হল। এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হল-
(ক) সম্প্রদায়
(খ) সমাজ
(গ) সংঘ
(ঘ) অনুষ্ঠান।
উত্তরঃ (ক) সম্প্রদায়
৩০। আন্তর্জাতিক স্তরে কোন্ ধরনের সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্ন জাতির পারস্পরিক নির্ভরতার প্রয়োজনে সম্প্রদায়ের গঠনের পথ প্রশস্ত হয়?
(ক) ক্ষুদ্র সম্প্রদায়
(খ) বৃহৎ সম্প্রদায়
(গ) বিশ্ব সম্প্রদায়
(ঘ) পরিবার।
উত্তরঃ (গ) বিশ্ব সম্প্রদায়
৩১। সমাজবিজ্ঞানীরা কাকে ক্ষুদ্র বা বৃহৎ সংঘের প্রান্তিক বা মধ্যবর্তী উদাহরণ হিসেবে গণ্য করেছেন?
(ক) মঠ
(খ) গির্জা
(গ) কারাগার
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই
৩২। নীচের কোন্টিকে সম্প্রদায় বলা যায় না-
(ক) বর্ণ বা জাতি
(খ) জেলখানা
(গ) মঠ
(ঘ) জাতি বা উপজাতি।
উত্তরঃ (ক) বর্ণ বা জাতি
৩৩। Association কোন্ ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(ক) Associatio
(খ) Associa
(গ) Associam
(ঘ) Associan
উত্তরঃ (ক) Associatio
৩৪। ‘Associatio’ কথাটির অর্থ হল-
(ক) সমিতি
(খ) একত্রিত হওয়া
(গ) যোগাযোগ
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক
৩৫। ‘Associatio’ কথাটির কোন্ শব্দ থেকে এসেছে-
(ক) Assoia
(খ) Associare
(গ) Association
(ঘ) Associar
উত্তরঃ (খ) Associare
৩৬। কোনো সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য একত্রিত হওয়াকে কী বলা হয়?
(ক) সমাজ
(খ) প্রতিষ্ঠান
(গ) সম্প্রদায়
(ঘ) সংঘ।
উত্তরঃ (ঘ) সংঘ
৩৭। “সংঘ হল এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়।”- এটি কার মত?
(ক) ম্যাকাইভার ও পেজ
(খ) অগবার্ন
(গ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(ঘ) উইলিয়াম লিলি।
উত্তরঃ (ক) ম্যাকাইভার ও পেজ
৩৮। “সমিতি হল সেইসব সংগঠন যা অপেক্ষাকৃত বিশিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে গঠিত হয় এবং যা যাবতীয় সামাজিক ব্যাপারের সুপরিচালিত রীতি ও ব্যবস্থার অঙ্গ।”- এ কথা কারা বলেছেন?
(ক) ম্যাকাইভার ও পেজ
(খ) অগবার্ন ও নিমকফ
(গ) মিল ও ম্যাকেঞ্জি
(ঘ) গিসবার্ট ও জিন্সবার্গ।
উত্তরঃ (খ) অগবার্ন ও নিমকফ
৩৯। কে বলেছেন “সমিতি হল একটি মনুষ্যগোষ্ঠী যা কোনো বিশেষ বা কতকগুলি নির্দিষ্ট বা সীমাবদ্ধ উদ্দেশ্য সাধনের জন্য ঐক্যবদ্ধ হয়”?
(ক) মরিস জিন্সবার্গ
(খ) ম্যাকাইভার
(গ) পি গিসবার্ট
(ঘ) পেজ।
উত্তরঃ (গ) পি গিসবার্ট
৪০। “যখন মানুষ কোনো বাইরের চাপে পড়ে ঘটনাচক্রে একত্রিত হয় তখন তাকে বলে জনসমাবেশ।”- এ কথা কে বলেছেন?
(ক) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি
(খ) কিংস্লে ডেভিস
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (খ) কিংস্লে ডেভিস
৪১। শিশুর কাছে কোন্টি প্রাথমিক সম্প্রদায়?
(ক) পরিবার
(খ) সমাজ
(গ) প্রতিষ্ঠান
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ক) পরিবার
৪২। হাসপাতাল কীসের অন্তর্ভুক্ত?
(ক) সংঘ
(খ) সম্প্রদায়
(গ) প্রতিষ্ঠান
(ঘ) সমাজ।
উত্তরঃ (ক) সংঘ
৪৩। রাজনৈতিক সংগঠন কোন্টির অন্তর্ভুক্ত?
(ক) সমাজ
(খ) সম্প্রদায়
(গ) সংঘ
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) সংঘ
৪৪। সমবেতভাবে এক বা একাধিক বিশেষ স্বার্থসাধনের জন্য সংগঠিত গোষ্ঠীকে বলা হয়-
(ক) সমাজ
(খ) কমিউনিটি
(গ) সংঘ
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) সংঘ
৪৫। নাট্য সমিতি হল-
(ক) সংঘ
(খ) সম্প্রদায়
(গ) ক ও খ উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সংঘ
৪৬। সংঘ সম্পর্কে কোন্টি সঙ্গতিপূর্ণ নয়-
(ক) মানুষ এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংঘ প্রতিষ্ঠা করেন
(খ) সংঘ একটি সংগঠিত গোষ্ঠী
(গ) সংঘের একটি পরিচালক মন্ডলী থাকে
(ঘ) সংঘ হল একটি কর্মপদ্ধতি
উত্তরঃ (ঘ) সংঘ হল একটি কর্মপদ্ধতি
৪৭। চার্চ বা গীর্জা যেমন ধর্মীয় সংগঠন, রাষ্ট্রও তেমনই এক রাজনৈতিক সংগঠন – যুক্তিটি-
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) সংশয়াত্মক
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সত্য
৪৮। ব্যাবসায়িক সংগঠন হল-
(ক) সমাজ
(খ) সম্প্রদায়
(গ) সংঘ
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (গ) সংঘ
৪৯। শিক্ষক সংগঠন হল-
(ক) সমিতি
(খ) সমাজ
(গ) সম্প্রদায়
(ঘ) অনুষ্ঠান।
উত্তরঃ (ক) সমিতি
৫০। নীচের কোন্টি সংঘ বা সমিতি নয়?
(ক) রাষ্ট্র
(খ) শিক্ষক সংগঠন
(গ) পরিবার
(ঘ) বিবাহ।
উত্তরঃ (ঘ) বিবাহ।
৫১। ‘Institution’ শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(ক) Institu
(খ) Institutio
(গ) Instetutio
(ঘ) Institun
উত্তরঃ (খ) Institutio
৫২। ‘Institutio’ শব্দের অর্থ হল-
(ক) ধারণ করা
(খ) কাজ করা
(গ) প্রতিষ্ঠা করা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্রতিষ্ঠা করা
৫৩। এমন একটা সংগঠনের নাম বলো যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলা হয়েছে?
(ক) প্রতিষ্ঠান
(খ) সম্প্রদায়
(গ) সমাজ
(ঘ) সমিতি।
উত্তরঃ (ক) প্রতিষ্ঠান
৫৪। ব্যাপক অর্থে কোন্টি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) বিবাহ
(খ) বিদ্যালয়
(গ) পরিবার
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ঘ) রাষ্ট্র
৫৫। ব্যাপক অর্থে কোন্টি Institution -এর অন্তর্ভুক্ত?
(ক) সমাজ
(খ) সংবিধান
(গ) সংঘ
(ঘ) পরীক্ষা ব্যবস্থা।
উত্তরঃ (খ) সংবিধান
৫৬। নীচের কোন্টি ব্যাপক অর্থে অনুষ্ঠান নয়?
(ক) রাষ্ট্র
(খ) বিদ্যালয়
(গ) বিবাহ
(ঘ) পরিবার।
উত্তরঃ (খ) বিদ্যালয়
৫৭। নীচের কোন্টি সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান নয়?
(ক) সংবিধান
(খ) বিধান
(গ) আইন
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ঘ) রাষ্ট্র
৫৮। সংকীর্ণ অর্থে কোন্টি Institution -এর অন্তর্ভুক্ত?
(ক) বিবাহ
(খ) রাষ্ট্র
(গ) বিদ্যালয়
(ঘ) পরিবার।
উত্তরঃ (গ) বিদ্যালয়
৫৯। সংকীর্ণ অর্থে কোন্টি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) সংঘ
(খ) সংবিধান
(গ) বিদ্যালয়
(ঘ) আইন।
উত্তরঃ (গ) বিদ্যালয়
৬০। সমাজদর্শনে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান কথাটিকে কোন্ অর্থে গ্রহণ করা হয়েছে?
(ক) সংকীর্ণ অর্থ
(খ) ব্যাপক অর্থ
(গ) সংকীর্ণ ও ব্যাপক অর্থ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) সংকীর্ণ অর্থ
৬১। “অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হল সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলির বৈশিষ্ট্য সূচিত হয়।” – এটি কার মত?
(ক) ম্যাকাইভার ও পেজ
(খ) অগবার্ন ও নিমকফ
(গ) এনসার বার্নস
(ঘ) জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি।
উত্তরঃ (ক) ম্যাকাইভার ও পেজ
৬২। “অনুষ্ঠান হল সমাজ জীবনের কর্মপদ্ধতি, যার মাধ্যমে সামাজিক মানুষ তাদের বিভিন্ন প্রয়োজন সাধনের জন্য নানাবিধ কার্যক্রম সংগঠিত ও পরিচালিত করে।” এটি কে বলেছেন?
(ক) এনসার বার্নস
(খ) ম্যাকাইভার
(গ) পেজ
(ঘ) ম্যাকেয়াভেলি।
উত্তরঃ (ক) এনসার বার্নস
৬৩। কোন্টি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) কৃষি
(খ) খেলাধূলা
(গ) শিক্ষায়তন
(ঘ) সুপ্রিম কোর্ট।
উত্তরঃ (গ) শিক্ষায়তন
৬৪। কোন্টি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়?
(ক) বিদ্যালয়
(খ) বিশ্ববিদ্যালয়
(গ) পরিবার
(ঘ) সুপ্রিম কোর্ট।
উত্তরঃ (ঘ) সুপ্রিম কোর্ট
৬৫। কোন্টি অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) কারখানা
(খ) পরিবার
(গ) যুদ্ধ
(ঘ) জাতীয় গ্রন্থাগার।
উত্তরঃ (ক) কারখানা
৬৬। কোন্টি বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্ভুক্ত?
(ক) বিনিময় প্রথা
(খ) কুস্তি
(গ) পুলিশি বিভাগ
(ঘ) নাট্যশালা।
উত্তরঃ (খ) কুস্তি
৬৭। বন্য বা বর্বর অনুষ্ঠানের অন্তর্গত কোন্টি?
(ক) যুদ্ধ
(খ) শিল্পকলা
(গ) চিত্রশালা
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই
৬৮। কোন্টি সরকারি অনুষ্ঠানের অন্তর্গত?
(ক) শিল্পকলা
(খ) রিজার্ভ ব্যাংক
(গ) চিত্রকলা
(ঘ) সম্পত্তির ভোগ।
উত্তরঃ (খ) রিজার্ভ ব্যাংক
৬৯। গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত কর্মপ্রণালী হল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান- এই রূপ সংজ্ঞা দিয়েছেন-
(ক) ম্যাকাইভার
(খ) অ্যারিস্টট্ল
(গ) জিনসবার্গ
(ঘ) মিল।
উত্তরঃ (ক) ম্যাকাইভার
৭০। প্রতিষ্ঠান সম্পর্কে কোন্টি সত্য নয়?
(ক) প্রতিষ্ঠান একটি কর্ম পদ্ধতি
(খ) প্রতিষ্ঠানগুলি সদস্যদের নিয়ন্ত্রণ করার উপায় বিশেষ
(গ) প্রতিষ্ঠান হল সংঘের প্রাতিষ্ঠানিক ব্যাবস্থা
(ঘ) প্রতিষ্ঠান হল একটি সংগঠিত গোষ্ঠী।
উত্তরঃ (ঘ) প্রতিষ্ঠান হল একটি সংগঠিত গোষ্ঠী
৭১। অনুষ্ঠানগুলি হল যন্ত্র-বিশেষ যার মাধ্যমে সমাজ তার কার্য পরিচালনা করে- এটি কার উক্তি?
(ক) এলউড
(খ) বার্নেস
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (ক) এলউড
৭২। ‘বিবাহ প্রথা’, ‘উপাসনা’ – এগুলি হল-
(ক) সমাজ
(খ) সংঘ
(গ) অনুষ্ঠান
(ঘ) সম্প্রদায়।
উত্তরঃ (গ) অনুষ্ঠান
৭৩। নীচের কোন্ বিষয়টিকে প্রতিষ্ঠান বলা যায়-
(ক) মন্দির
(খ) মসজিদ
(গ) হাসপাতাল
(ঘ) সংবিধান।
উত্তরঃ (ঘ) সংবিধান
৭৪। কোন্ দার্শনিকের মতে “আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্য সম্পাদন করি”?
(ক) গিসবার্ট
(খ) জিন্সবার্গ
(গ) পেজ
(ঘ) ম্যাকাইভার।
উত্তরঃ (ক) গিসবার্ট
৭৫। ‘হাসপাতাল’ বলতে যদি বোঝায় পীড়িতের সেবা শুশ্রুষার জন্য ডাক্তার, নার্স প্রভৃতির কর্মধারাকে, তাহলে সেক্ষেত্রে ‘হাসপাতাল’ হল-
(ক) সংঘ
(খ) সম্প্রদায়
(গ) আচার
(ঘ) প্রতিষ্ঠান।
উত্তরঃ (ঘ) প্রতিষ্ঠান
৭৬। সংঘ-সমিতির লক্ষ্য সাধনের উপায় হল-
(ক) অনুষ্ঠান-প্রতিষ্ঠান
(খ) লোকাচার-লোকনীতি
(গ) প্রথা-আচার
(ঘ) সমাজ-সম্প্রদায়।
উত্তরঃ (ক) অনুষ্ঠান-প্রতিষ্ঠান
৭৭। কোন্টি একটি সামাজিক প্রতিষ্ঠান?
(ক) পরিবারের সদস্যদের ভালোবাসা
(খ) আদালত
(গ) পাহাড়
(ঘ) গান।
উত্তরঃ (খ) আদালত
৭৮। সমাজদর্শনে ‘Institution’ শব্দটির অর্থ হল-
(ক) প্রতিষ্ঠান
(খ) অনুষ্ঠান
(গ) সংস্থা
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই
৭৯। পাড়ার ফুটবল ক্লাব হল-
(ক) শিক্ষা প্রতিষ্ঠান
(খ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
(গ) সামাজিক প্রতিষ্ঠান
(ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান।
উত্তরঃ (খ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান
৮০। দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শনসম্মত আলোচনা করা হয় তাকে বলে-
(ক) রাষ্ট্রদর্শন
(খ) সমাজদর্শন
(গ) নীতিদর্শন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) রাষ্ট্রদর্শন
৮১। রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, কার্যাবলি, স্বরূপ ইত্যাদি বিষয় আলোচিত হয়-
(ক) সমাজদর্শনে
(খ) রাষ্ট্রদর্শনে
(গ) সমাজ বিজ্ঞানে
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (খ) রাষ্ট্রদর্শনে
৮২। ডি ডি র্যাফেলের লেখা রাষ্ট্র দর্শন সম্পর্কিত বইটির নাম হল –
(ক) Fundamentals of Sociology
(খ) Problems of Political Philosophy
(গ) Society
(ঘ) Social Contract Theory
উত্তরঃ (খ) Problems of Political Philosophy
৮৩। দার্শনিক প্লেটো কোন্ গ্রন্থে আদর্শ রাষ্ট্রব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) Protagoras
(খ) Phaedo
(গ) Theaetetus
(ঘ) Republic
উত্তরঃ (ঘ) Republic
৮৪। রাষ্ট্রদর্শনের কাজ প্রধানত কয় প্রকার?
(ক) দুই প্রকার
(খ) চার প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (গ) তিন প্রকার
৮৫। মৌলিক ধারণা ও নীতিসমূহের আলোচনা রাষ্ট্রদর্শনের কীরূপ কাজ?
(ক) সমন্বয়মূলক কাজ
(খ) তত্ত্বমূলক কাজ
(গ) সমালোচনামূলক কাজ
(ঘ) ব্যবহারমূলক কাজ।
উত্তরঃ (খ) তত্ত্বমূলক কাজ
৮৬। বিভিন্ন সামাজিক বিজ্ঞানে স্বীকৃত নীতি ও সিদ্ধান্তসমূহের সত্যতা ও উৎকর্ষ বিচার করা রাষ্ট্রদর্শনের কীরূপ কাজ?
(ক) তত্ত্বমূলক কাজ
(খ) সমন্বয়মূলক কাজ
(গ) সমালোচনামূলক কাজ
(ঘ) ব্যবহারমূলক কাজ।
উত্তরঃ (গ) সমালোচনামূলক কাজ
৮৭। বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সিদ্ধান্তসমূহের মধ্যে সামঞ্জস্য বিধান করা রাষ্ট্রদর্শনের কোন্ ধরনের কাজ?
(ক) সমন্বয়মূলক কাজ
(খ) তত্ত্বমূলক কাজ
(গ) ব্যবহারমূলক কাজ
(ঘ) সমালোচনামূলক কাজ।
উত্তরঃ (ক) সমন্বয়মূলক কাজ
৮৮। ‘State’ শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে এসেছে?
(ক) Statee
(খ) Statue
(গ) Status
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) Status
৮৯। ‘Status’ এর অর্থ কী?
(ক) বিধি
(খ) ব্যবস্থা
(গ) রাষ্ট্র
(ঘ) গণতন্ত্র।
উত্তরঃ (খ) ব্যবস্থা
৯০। কোন্ রাষ্ট্রবিদ ‘State’ কথাটি প্রথম ব্যবহার করেন?
(ক) ম্যাকেয়াভেলি
(খ) উইলসন
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (ক) ম্যাকেয়াভেলি
৯১। ম্যাকেয়াভেলি কোন্ গ্রন্থে ‘State’ কথাটি প্রথম ব্যবহার করেন?
(ক) On Liberty
(খ) The Prince
(গ) Problems of Political Philosophy
(ঘ) Political Science & Government
উত্তরঃ (খ) The Prince
৯২। একটি স্থায়ী সংঘের উদাহরণ হল-
(ক) পরিবার
(খ) ফুটবল ক্লাব
(গ) নাট্য সমিতি
(ঘ) রাষ্ট্র।
উত্তরঃ (ঘ) রাষ্ট্র
৯৩। নীচের কোন্ট রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য নয়-
(ক) সরকার
(খ) সার্বভৌমত্ব
(গ) জনসমষ্টি
(ঘ) রাজনীতি।
উত্তরঃ (ঘ) রাজনীতি
৯৪। ‘Republic’ গ্রন্থে প্লেটো বলেন প্রকৃত রাষ্ট্রনেতা হবেন-
(ক) রাজনীতিবিদ
(খ) দার্শনিক
(গ) যোদ্ধা
(ঘ) সামাজিক কর্মী।
উত্তরঃ (খ) দার্শনিক
৯৫। সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর কে আইন প্রণয়ন করতে সক্ষম?
(ক) পরিবার
(খ) সমাজ
(গ) রাষ্ট্র
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) রাষ্ট্র
৯৬। “কোনো নির্দিষ্ট ভূখন্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র।”- এটি কার মত?
(ক) ম্যাকেয়াভেলি
(খ) উইলসন
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (খ) উইলসন
৯৭। আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (গ) চারটি
৯৮। “রাষ্ট্র হল কম-বেশি জনসমষ্টিসম্পন্ন সমাজ যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত বা স্বাধীন এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বভাবজাত আনুগত্য প্রদর্শন করে।”- এটি কোন্ রাষ্ট্রবিদ বলেছেন?
(ক) জে ডব্লিউ গার্নার
(খ) উইলোবি
(গ) ম্যাক্সওয়েবার
(ঘ) উইলসন।
উত্তরঃ (ক) জে ডব্লিউ গার্নার
৯৯। কে বলেছেন “রাষ্ট্র পরিপূর্ণ ও স্বাবলম্বী জীবনযাপনের জন্য সংগঠিত কিছু পরিবার ও গ্রামের সমষ্টি”?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) মার্কস
(ঘ) লেনিন।
উত্তরঃ (খ) অ্যারিস্টট্ল
১০০। “রাষ্ট্র হল এমন একটি সংঘ যা চূড়ান্ত ক্ষমতাসম্পন্ন সরকার দ্বারা নিয়মনীতির প্রয়োগের মাধ্যমে একটি স্থায়ী ভূখন্ডে বসবাসকারী জনসমষ্টির শান্তিশৃঙ্খলা ও সংহতি বজায় রাখে।” – এটি কার মত?
(ক) ম্যাকাইভার
(খ) মার্কস
(গ) ম্যাকেয়াভেলি
(ঘ) ম্যাক্সওয়েবার।
উত্তরঃ (ক) ম্যাকাইভার
১০১। “রাষ্ট্র হল শ্রেণিস্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার।” – এটি কে বলেছেন?
(ক) লেনিন
(খ) ম্যাকাইভার
(গ) মার্কস
(ঘ) ম্যাক্সওয়েবার।
উত্তরঃ (গ) মার্কস
১০২। “এক শ্রেণি কর্তৃক অন্য শ্রেণির উপর উৎপীড়নের যন্ত্র হল রাষ্ট্র।” – এটি কোন্ রাজনীতিবিদ বলেছেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) লেনিন
(গ) মার্কস
(ঘ) ম্যাক্সওয়েবার।
উত্তরঃ (খ) লেনিন
১০৩। গার্নারকে অনুসরণ করে রাষ্ট্রের প্রধানত কতগুলি বৈশিষ্ট্য লক্ষ করা যায়-
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি।
উত্তরঃ (গ) পাঁচটি
১০৪। আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়-
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি।
উত্তরঃ (ক) তিনটি
১০৫। যারা রাষ্ট্রের সভ্য হিসেবে আইনত স্বীকৃত এবং যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাদের কী বলা হয়?
(ক) প্রজা
(খ) বিদেশি
(গ) নাগরিক
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) নাগরিক
১০৬। একটি রাষ্ট্রে অন্যান্য রাষ্ট্রের যে সকল সদস্য থাকে তাদের কী বলে?
(ক) নাগরিক
(খ) বিদেশি
(গ) প্রজা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) বিদেশি
১০৭। বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনো দেশের জনগণকে কী বলে?
(ক) বিদেশি
(খ) প্রজা
(গ) নাগরিক
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) প্রজা
১০৮। একটি অল্পসংখ্যক জনসমষ্টিবিশিষ্ট রাষ্ট্রের নাম হল-
(ক) আন্দামান
(খ) চিন
(গ) মোনাকো
(ঘ) তানজানিয়া।
উত্তরঃ (গ) মোনাকো
১০৯। একটি বহুসংখ্যক জনসমষ্টিবিশিষ্ট রাষ্ট্রের নাম হল-
(ক) পানামা
(খ) রাশিয়া
(গ) কানাডা
(ঘ) ভারত।
উত্তরঃ (ঘ) ভারত
১১০। ভৌগোলিক সীমারেখার দ্বারা আবদ্ধ নির্দিষ্ট একটি অঞ্চলকে কী বলে?
(ক) জনসমষ্টি
(খ) ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমিকতা।
উত্তরঃ (খ) ভূখণ্ড
১১১। কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়?
(ক) সরকার
(খ) সার্বভৌমিকতা
(গ) জনসমষ্টি
(ঘ) ভূখণ্ড।
উত্তরঃ (ক) সরকার
১১২। কত ধরনের সার্বভৌমিকতা লক্ষ করা যায়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (ক) দুই
১১৩। কোন্ ধরনের সার্বভৌমিকতায় বলা হয় রাষ্ট্রের অভ্যন্তরেই রাষ্ট্রের আইন সর্বাত্মক?
(ক) বাহ্যিক সার্বভৌমিকতা
(খ) অভ্যন্তরীণ সার্বভৌমিকতা
(গ) আন্তর্জাতিক সার্বভৌমিকতা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) অভ্যন্তরীণ সার্বভৌমিকতা
১১৪। কোন্ ধরনের সার্বভৌমিকতায় রাষ্ট্র বাহ্যশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে?
(ক) অভ্যন্তরীণ সার্বভৌমিকতা
(খ) বাহ্যিক সার্বভৌমিকতা
(গ) আন্তর্জাতিক সার্বভৌমিকতা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) বাহ্যিক সার্বভৌমিকতা
১১৫। “রাষ্ট্র হল সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন।”- এটি কার অভিমত?
(ক) পি গিসবার্ট
(খ) মরিস জিন্সবার্গ
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (ক) পি গিসবার্ট
১১৬। নিম্নোক্ত কোন্ দার্শনিকগণ রাষ্ট্রকে সচেতনভাবে সৃষ্ট একটি কৃত্রিম ও যান্ত্রিক ব্যবস্থারূপে গণ্য করেছেন?
(ক) হক্স, লাইবনিজ
(খ) লক্, বেন্থাম
(গ) হক্স, রুশো
(ঘ) বেথাম, মিল।
উত্তরঃ (খ) লক্, বেন্থাম
১১৭। ব্যক্তি বা গোষ্ঠীর উপর রাষ্ট্রীয় বা অন্যান্য সামাজিক শক্তির পূর্ণ বা আংশিক আধিপত্যের অধিকারকে কী বলা হয়?
(ক) রাজনৈতিক নিয়ন্ত্রণ
(খ) সামাজিক নিয়ন্ত্রণ
(গ) গোষ্ঠীর নিয়ন্ত্রণ
(ঘ) সাম্প্রদায়িক নিয়ন্ত্রণ।
উত্তরঃ (খ) সামাজিক নিয়ন্ত্রণ
১১৮। দার্শনিক প্লেটো কোন্ গ্রন্থে শাসনব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) Republic
(খ) Phaedo
(গ) Meno
(ঘ) Protagoras
উত্তরঃ (ক) Republic
১১৯। কোন্ দার্শনিক ‘Republic’ গ্রন্থে পাঁচ ধরনের শাসনব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) লক্
(ঘ) হবস্।
উত্তরঃ (ক) প্লেটো
১২০। ‘Republic’ গ্রন্থে প্লেটো কত প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (ঘ) পাঁচ
১২১। নিম্নোক্ত কোন্ শাসনব্যবস্থাটি প্লেটো উল্লেখ করেননি?
(ক) অভিজাততন্ত্র
(খ) রাজতন্ত্র
(গ) গণতন্ত্র
(ঘ) ধনিকতন্ত্র।
উত্তরঃ (খ) রাজতন্ত্র
১২২। প্লেটো এদের মধ্যে কোন্ শাসনব্যবস্থার কথা বলেছেন?
(ক) স্বৈরতন্ত্র
(খ) গণতন্ত্র
(গ) রাজতন্ত্র
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই
১২৩। দার্শনিক অ্যারিস্টট্ল কয় প্রকার শাসনব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) তিন
(খ) চার
(গ) পাঁচ
(ঘ) ছয়।
উত্তরঃ (ক) তিন
১২৪। এদের মধ্যে কোন্ শাসনব্যবস্থার কথা অ্যারিস্টট্ল উল্লেখ করেছেন?
(ক) গণতন্ত্র
(খ) জনরাজ্য
(গ) রাজতন্ত্র
(ঘ) খ ও গ উভয়ই।
উত্তরঃ (ঘ) খ ও গ উভয়ই
১২৫। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাপকাঠির ভিত্তিতে অ্যারিস্টট্ল কয় প্রকার শাসনব্যবস্থার কথা উল্লেখ করেছেন?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (খ) তিন
১২৬। গণতন্ত্র বলতে বোঝায়-
(ক) বিশেষ সামাজিক সাম্প্রদায়িকতা
(খ) বিশেষ রাষ্ট্রীয় ক্ষমতা
(গ) বিশেষ রাষ্ট্রীয় শাসনব্যবস্থা
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) বিশেষ রাষ্ট্রীয় শাসনব্যবস্থা
১২৭। ‘Democracy’ শব্দটি কোন্ দুটি শব্দের সমন্বয়?
(ক) ‘Demos’ এবং ‘Kratos’
(খ) ‘Demo’ এবং ‘Krato’
(গ) ‘Dem’ এবং ‘Krato’
(ঘ) ‘Demos’ এবং ‘Krato’
উত্তরঃ (ক) ‘Demos’ এবং ‘Kratos’
১২৮। ‘Demos’ এবং ‘Kratos’ শব্দ দুটি কী ধরনের শব্দ?
(ক) ফরাসি
(খ) ল্যাটিন
(গ) গ্রিক
(ঘ) ইংরেজি।
উত্তরঃ (গ) গ্রিক
১২৯। ‘Demos’ কথার অর্থ হল-
(ক) ক্ষমতা
(খ) জনসাধারণ
(গ) শাসন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) জনসাধারণ
১৩০। ‘Kratos’ কথার অর্থ হল-
(ক) ক্ষমতা
(খ) শক্তি
(গ) জনগণ
(ঘ) ক ও খ উভয়েই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়েই
১৩১। গণতন্ত্র বলতে বোঝায়-
(ক) জনগণের শাসন বা কর্তৃত্ব
(খ) জনগণের আইন
(গ) রাষ্ট্রের ক্ষমতা
(ঘ) রাষ্ট্রের শাসন।
উত্তরঃ (ক) জনগণের শাসন বা কর্তৃত্ব
১৩২। “গণতন্ত্র হল জনগণের শাসনব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত।”- এটি কে বলেছেন?
(ক) জন অস্টিন
(খ) গিডিংস
(গ) আব্রাহাম লিঙ্কন
(ঘ) ম্যাক্সওয়েবার।
উত্তরঃ (গ) আব্রাহাম লিঙ্কন
১৩৩। “গণতন্ত্র হয় এক ধরনের রাষ্ট্র বা সরকার অথবা সমাজের একটি রূপ অথবা এই তিনটির সমষ্টিকে বোঝাতে পারে।” এটি কে বলেছেন?
(ক) গিডিংস
(খ) আব্রাহাম লিঙ্কন
(গ) জন অস্টিন
(ঘ) কার্ল মার্কস।
উত্তরঃ (ক) গিডিংস
১৩৪। “যে-কোনো সরকার যেখানে শাসনকর্তা হল সমগ্র জনগণের তুলনামূলক বৃহৎ অংশ তাই গণতন্ত্র।” – এ কথা কে বলেছেন?
(ক) আব্রাহাম লিঙ্কন
(খ) লেনিন
(গ) গিডিংস
(ঘ) জন অস্টিন।
উত্তরঃ (ঘ) জন অস্টিন
১৩৫। সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা হল-
(ক) সমাজতন্ত্রের ভিত্তি
(খ) রাষ্ট্রতন্ত্রের ভিত্তি
(গ) গণতন্ত্রের ভিত্তি
(ঘ) সমাজের ভিত্তি।
উত্তরঃ (গ) গণতন্ত্রের ভিত্তি
১৩৬। গণতান্ত্রিক আদর্শ বলতে কী বোঝায়?
(ক) শিল্প, ব্যবসা, বাণিজ্য
(খ) স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব
(গ) সাম্য, মৈত্র, সৌভ্রাতৃত্ব
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব
১৩৭। গণতান্ত্রিক শাসনব্যবস্থা কত প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (ক) দুই
১৩৮। প্রত্যক্ষ গণতন্ত্রের ভিত্তি কী?
(ক) সাম্প্রদায়িকতা
(খ) ব্যক্তিস্বাতন্ত্র্য
(গ) প্রতিনিধি নির্বাচন
(ঘ) সাক্ষাৎ পরিচয়।
উত্তরঃ (ঘ) সাক্ষাৎ পরিচয়
১৩৯। প্রত্যক্ষ গণতন্ত্র কোন্ দেশে লক্ষ করা যায়?
(ক) রোম
(খ) আমেরিকা
(গ) গ্রেট ব্রিটেন
(ঘ) স্কটল্যান্ড।
উত্তরঃ (ক) রোম
১৪০। কোন্ প্রকার গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয়?
(ক) বাহ্য গণতন্ত্র
(খ) আন্তর গণতন্ত্র
(গ) প্রত্যক্ষ গণতন্ত্র
(ঘ) পরোক্ষ গণতন্ত্র।
উত্তরঃ (গ) প্রত্যক্ষ গণতন্ত্র
১৪১। মুক্তমঞ্চ পার্লামেন্ট কোন্ দেশে আছে?
(ক) এথেন্স
(খ) রোম
(গ) চিন
(ঘ) ভারত।
উত্তরঃ (ক) এথেন্স
১৪২। জনগণ পরোক্ষভাবে যেখানে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে, তাকে কী বলে?
(ক) প্রত্যক্ষ গণতন্ত্র
(খ) পরোক্ষ গণতন্ত্র
(গ) বাহ্য গণতন্ত্র
(ঘ) আন্তর গণতন্ত্র।
উত্তরঃ (খ) পরোক্ষ গণতন্ত্র
১৪৩। পরোক্ষ গণতন্ত্র কয়ভাগে বিভক্ত?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (ক) দুই
১৪৪। জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন্ গণতন্ত্রে বলা হয়?
(ক) সমাজতান্ত্রিক গণতন্ত্র
(খ) উদারনৈতিক গণতন্ত্র
(গ) প্রত্যক্ষ গণতন্ত্র
(ঘ) অপরোক্ষ গণতন্ত্র।
উত্তরঃ (খ) উদারনৈতিক গণতন্ত্র
১৪৫। কোথায় সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয়?
(ক) পানামা
(খ) রাশিয়া
(গ) ফ্রান্স
(ঘ) চিন।
উত্তরঃ (ঘ) চিন
১৪৬। কোন্ গণতন্ত্রকে মার্কসের শ্রেণিহীন, শোষণহীন, রাষ্ট্রহীন সাম্যবাদসম্মত অবস্থা বলা হয়?
(ক) উদারনৈতিক গণতন্ত্র
(খ) রাজনৈতিক গণতন্ত্র
(গ) সমাজতান্ত্রিক গণতন্ত্র
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) সমাজতান্ত্রিক গণতন্ত্র
১৪৭। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধ মতবাদ কোন্টি?
(ক) সমাজতন্ত্র
(খ) গণতন্ত্র
(গ) নৈরাজ্যবাদ
(ঘ) স্বৈরাচারতন্ত্র।
উত্তরঃ (ক) সমাজতন্ত্র
১৪৮। সমাজতন্ত্র কত প্রকার হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (ক) দুই
১৪৯। “রাষ্ট্র হল শ্রেণিশোষণের যন্ত্র”। এ কথা কে বলেছেন?
(ক) লেনিন
(খ) কার্ল মার্কস
(গ) থমাস মোর
(ঘ) জন অস্টিন।
উত্তরঃ (খ) কার্ল মার্কস
১৫০। একজন কাল্পনিক সমাজতন্ত্রবাদীর নাম হল-
(ক) কার্ল মার্কস
(খ) সাঁ সিমো
(গ) রবার্ট ওয়েন
(ঘ) প্রত্যধ।
উত্তরঃ (খ) সাঁ সিমো
১৫১। এদের মধ্যে কে কাল্পনিক সমাজতন্ত্রবাদের সমর্থক নয়?
(ক) সাঁ সিমো
(খ) চার্লস ফুরিয়ে
(গ) সাঁ সিমো
(ঘ) ক্রোপটকিন।
উত্তরঃ (ঘ) ক্রোপটকিন
১৫২। কোন্ মতবাদে রাষ্ট্রকে অর্থহীন ও অযৌক্তিক বিষয় বলা হয়?
(ক) নৈরাজ্যবাদ
(খ) গণতন্ত্র
(গ) সমাজতন্ত্র
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) নৈরাজ্যবাদ
১৫৩। ‘Anarchism’ শব্দটি কোন্ শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(ক) Anarchia
(খ) Anarchi
(গ) Anarchee
(ঘ) Anarchism
উত্তরঃ (ক) Anarchia
১৫৪। ‘Anarchia’ শব্দটির অর্থ হল-
(ক) শোষণহীনতা
(খ) শাসনহীনতা
(গ) শ্রেণিহীনতা
(ঘ) ব্যক্তিহীনতা।
উত্তরঃ (খ) শাসনহীনতা
১৫৫। নৈরাজ্যবাদের প্রবক্তা হলেন-
(ক) থমাস মোর
(খ) মিখাইল বাকুনিন
(গ) রবার্ট ওয়েন
(ঘ) জন অস্টিন।
উত্তরঃ (খ) মিখাইল বাকুনিন
১৫৬। ইংরেজি ‘Law’ শব্দটি কোন্ শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
(ক) Laws
(খ) Lag
(গ) Leg
(ঘ) Lags
উত্তরঃ (খ) Lag
১৫৭। টিউটনীয় ‘Lag’ শব্দটির অর্থ কী?
(ক) Definite
(খ) Definate
(গ) Definities
(ঘ) Define
উত্তরঃ (ক) Definite
১৫৮। ব্যাপক অর্থে আইন বলতে কাকে বোঝায়?
(ক) প্রাকৃতিক আইন
(খ) নৈতিক আইন
(গ) রাষ্ট্রীয় আইন
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই
১৫৯। সংকীর্ণ অর্থে আইন বলতে কী বোঝায়?
(ক) সামাজিক আইন
(খ) নৈতিক আইন
(গ) রাষ্ট্রীয় আইন
(ঘ) প্রাকৃতিক আইন।
উত্তরঃ (গ) রাষ্ট্রীয় আইন
১৬০। “সাধারণ মানুষের বাহ্য আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক অনুমোদিত সাধারণ নিয়মই হল আইন।” – এ কথা কে বলেছেন?
(ক) উড্রো উইলসন
(খ) হল্যান্ড
(গ) ম্যাকাইভার
(ঘ) পেজ।
উত্তরঃ (খ) হল্যান্ড
১৬১। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মাবলিকে বলা হয়-
(ক) প্রথা
(খ) ধর্ম
(গ) আইন
(ঘ) সভ্যতা।
উত্তরঃ (গ) আইন
১৬২। “আইন হল স্থায়ী আচার-আচরণের ও চিন্তাধারার সেই অংশ যা সাধারণ নিয়মাবলি হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত এবং যার পিছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা রয়েছে।” – এটি কার মত?
(ক) ম্যাকাইভার
(খ) পেজ
(গ) উড্রো উইলসন
(ঘ) হল্যান্ড
উত্তরঃ (গ) উড্রো উইলসন
১৬৩। “আধুনিক জটিল সমাজকে নিয়ন্ত্রিত করার জন্য কেবল একটাই বিধি এবং তা হল রাষ্ট্রীয় বিধি বা আইন যা সমাজস্থ সকল মানুষকে নিয়ন্ত্রিত করার জন্য ক্ষেত্রবিশেষে বলপ্রয়োগ করতে পারে। নিঃশর্ত জরিমানা করতে পারে, কারারুদ্ধ করতে পারে এমনকি মৃত্যুদন্ড দিতে পারে।”- এটি কার মত?
(ক) ম্যাকাইভার ও পেজ
(খ) উড্রো উইলসন
(গ) কার্ল মার্কস
(ঘ) লেনিন।
উত্তরঃ (ক) ম্যাকাইভার ও পেজ
১৬৪। আইনের প্রাচীনতম উৎস হল-
(ক) ধর্ম
(খ) প্রথা
(গ) ন্যায়বিচার
(ঘ) আইনসভা।
উত্তরঃ (খ) প্রথা
১৬৫। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল-
(ক) আইনসভা
(খ) ধর্ম
(গ) প্রথা
(ঘ) ন্যায়বিচার।
উত্তরঃ (ঘ) ন্যায়বিচার।
১৬৬। আধুনিক রাষ্ট্রে আইনের প্রত্যক্ষ ও সর্বপ্রথম উৎস হল-
(ক) আইনসভা
(খ) ন্যায়বিচার
(গ) ধর্ম
(ঘ) প্রথা।
উত্তরঃ (ক) আইনসভা
১৬৭। দার্শনিক প্লেটো রচিত কোন্ গ্রন্থে আইন সম্পর্কে আলোচনা করা হয়?
(ক) The Republic
(খ) The Statesman
(গ) Apology
(ঘ) ক ও খ উভয়ই।
উত্তরঃ (ঘ) ক ও খ উভয়ই
১৬৮। প্লেটো আইন বলতে কোন্ আইনের কথা বলেন?
(ক) নৈতিক আইন
(খ) প্রাকৃতিক আইন
(গ) সামাজিক আইন
(ঘ) রাষ্ট্রীয় আইন।
উত্তরঃ (খ) প্রাকৃতিক আইন
১৬৯। অ্যারিস্টটলের মতে আইন কত প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (খ) তিন
১৭০. অ্যারিস্টট্ল আইন বলতে কোন্ ধরনের আইনকে বুঝিয়েছেন?
(ক) সামাজিক আইন
(খ) নৈতিক আইন
(গ) বিশ্বজনীন আইন
(ঘ) রাষ্ট্রীয় আইন।
উত্তরঃ (গ) বিশ্বজনীন আইন
১৭১. আইনকে ‘সাধারণ ইচ্ছার প্রকাশ’ কে বলেছেন?
(ক) হ
(খ) লক্
(গ) রুশো
(ঘ) কার্ল মার্কস।
উত্তরঃ (গ) রুশো
১৭২. ‘রাষ্ট্রের আইন হল দুর্বল ও বিপ্লবীদের নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার’ – এটি কার মত?
(ক) কার্ল মার্কস
(খ) ওয়েবার
(গ) গার্নার
(ঘ) জন রল্স।
উত্তরঃ (ক) কার্ল মার্কস
১৭৩. আইনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ।
উত্তরঃ (খ) তিন
১৭৪. প্রাকৃতিক আইনের ধারণা কে দিয়েছেন?
(ক) রোমান দার্শনিক
(খ) প্রথা
(গ) পোর্তুগিজ দার্শনিক
(ঘ) কার্ল মার্কস
উত্তরঃ (ক) রোমান দার্শনিক
১৭৫. আচরণ নিয়ন্ত্রণকারী অনুশাসনগুলিকে কী বলা হয়?
(ক) আইন
(খ) প্রথা
(গ) রাষ্ট্র
(ঘ) নিয়মশৃঙ্খলা।
উত্তরঃ (খ) প্রথা
১৭৬. “প্রথা হল মানুষের আচরণ বিধি বা রীতির জটিল সমষ্টি।” – এ কথা কে বলেছেন?
(ক) ম্যাকেয়াভেলি
(খ) মরিস জিন্সবার্গ
(গ) পি গিসবার্ট
(ঘ) ম্যাকাইভার ও পেজ।
উত্তরঃ (ঘ) ম্যাকাইভার ও পেজ
১৭৭. “আইন হল সার্বভৌমের নির্দেশ।” – এ কথা কে বলেছেন?
(ক) টি এইচ গ্রিন
(খ) জন অস্টিন
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) প্লেটো।
উত্তরঃ (খ) জন অস্টিন
১৭৮. কোন বিভাগ আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত?
(ক) নির্বাহী বিভাগ
(খ) বিচার বিভাগ
(গ) আইন সভা
(ঘ) স্থানীয় সরকার।
উত্তরঃ (গ) আইন সভা
আরও পড়ুন : দ্রব্য MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বেদান্ত MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর