নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার ষষ্ঠ অধ্যায়| Eleven 1st Semester Philosophy 6th Chapter MCQ | Nirbikolpok O Sobikolpok Protyokkher Parrthokya MCQ

১. ন্যায় মতে প্রত্যক্ষ কয়প্রকার ও কী কী?
(ক) দুই প্রকার-নির্বিকল্পক ও সবিকল্পক
(খ) দুই প্রকার-বাহ্য ও মানস
(গ) দুই প্রকার-প্রত্যভিজ্ঞা ও সংজ্ঞা
(ঘ) দুই প্রকার-লৌকিক ও অলৌকিক
উত্তর: (ক) দুই প্রকার-নির্বিকল্পক ও সবিকল্পক ✓
২. ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষ কয়প্রকার ও কী কী?
(ক) দুই প্রকার-বাহ্য ও মানস
(খ) দুই প্রকার-সামান্যলক্ষণ ও সবিকল্পক
(গ) দুই প্রকার-লৌকিক ও অলৌকিক
(ঘ) দুই প্রকার-সামান্যলক্ষণ ও জ্ঞানলক্ষণ
উত্তর: (ক) দুই প্রকার-বাহ্য ও মানস ✓
৩. ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয়প্রকার?
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) তিন প্রকার ✓
৪. বাহ্য প্রত্যক্ষের তিনটি প্রকার হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ ও প্রত্যভিজ্ঞা
(খ) লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ ও মানস প্রত্যক্ষ
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ ও প্রত্যভিজ্ঞা ✓
৫. ‘তৎ দ্বিবিধম্ নির্বিকল্পকম্ সবিকল্পকম্ চেতি’।- এখানে ‘তৎ’ শব্দটির অর্থ হল-
(ক) অনুমান
(খ) উপমান
(গ) শব্দ
(ঘ) প্রত্যক্ষ
উত্তর: (ঘ) প্রত্যক্ষ ✓
৬. ন্যায়সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে ‘অব্যপদেশ্যম্’-এই শব্দটি কোন্ অর্থে ব্যবহার করেছেন?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নির্বিকল্পক ✓
৭. ন্যায়সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে ‘ব্যবসায়াত্মকম্’-এই শব্দটি কোন্ অর্থে ব্যবহার করেছেন?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক ✓
৮. নির্বিকল্পক প্রত্যক্ষকে জ্ঞানের অন্তর্ভুক্ত করার জন্য গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কোন্ শব্দ নিবেশিত হয়েছে?
(ক) অব্যপদেশ্যম্
(খ) ব্যবসায়াত্মকম্
(গ) ব্যপদেশ্যম্
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) অব্যপদেশ্যম্ ✓
৯. সবিকল্পক প্রত্যক্ষকে জ্ঞানের অন্তর্ভুক্ত করার জন্য গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কোন্ শব্দ নিবেশিত হয়েছে?
(ক) অব্যপদেশ্যম্
(খ) ব্যবসায়াত্মকম্
(গ) ব্যপদেশ্যম্
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) ব্যবসায়াত্মকম্ ✓
১০. বাৎস্যায়ন সবিকল্পক বলতে বুঝেছেন-
(ক) নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে
(খ) নামহীন বিষয়ের প্রত্যক্ষকে
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে ✓
১১. বাৎস্যায়নের মতে নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষ হল-
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) অবিকল্পক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক ✓
১২. বাৎস্যায়ন নির্বিকল্পক বলতে বুঝেছেন-
(ক) নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে
(খ) নামহীন বিষয়ের প্রত্যক্ষকে
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নামহীন বিষয়ের প্রত্যক্ষকে ✓
১৩. বাৎস্যায়নের মতে নামহীন বিষয়ের প্রত্যক্ষ হল-
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) অবিকল্পক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক ✓
১৪. জয়ন্তভট্টের মতে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য এগুলিকে আলাদা আলাদাভাবে প্রত্যক্ষ করা হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
১৫. কাদের মতে আমাদের সব প্রত্যক্ষ সবিকল্পক নয়?
(ক) নৈয়ায়িক
(খ) চার্বাক
(গ) রামানুজ
(ঘ) জৈন
উত্তর: (ক) নৈয়ায়িক ✓
১৬. জয়ন্তভট্টের মতে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য এদের সম্বন্ধযুক্ত জ্ঞান হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓
১৭. গঙ্গেশ উপাধ্যায়ের মতে নির্বিকল্পক প্রত্যক্ষ হল-
(ক) সংসর্গানবগাহী জ্ঞান
(খ) সংসর্গাবগাহী জ্ঞান
(গ) সাংসারিক জ্ঞান
(ঘ) সাংস্কৃতিক জ্ঞান
উত্তর: (ক) সংসর্গানবগাহী জ্ঞান ✓
১৮. গঙ্গেশ উপাধ্যায়ের মতে সবিকল্পক প্রত্যক্ষ হল-
(ক) সংসর্গানবগাহী জ্ঞান
(খ) সংসর্গাবগাহী জ্ঞান
(গ) সাংস্কৃতিক জ্ঞান
(ঘ) অসাংস্কৃতিক জ্ঞান
উত্তর: (খ) সংসর্গাবগাহী জ্ঞান ✓
১৯. অন্নংভট্ট নির্বিকল্পককে বলেছেন-
(ক) নিষ্প্রকারক জ্ঞান
(খ) সপ্রকারক জ্ঞান
(গ) আবিষ্কারক জ্ঞান
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নিষ্প্রকারক জ্ঞান ✓
২০. অন্নংভট্ট সবিকল্পককে বলেছেন-
(ক) সপ্রকারক জ্ঞান
(খ) নিষ্প্রকারক জ্ঞান
(গ) আবিষ্কারক জ্ঞান
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সপ্রকারক জ্ঞান ✓
২১. বিকল্প শব্দের অর্থ কী?
(ক) বিশেষ্য
(খ) ক্রিয়া
(গ) বিশেষণ
(ঘ) কারক
উত্তর: (গ) বিশেষণ ✓
২২. বিশেষণ বলতে কী বোঝায়?
(ক) নাম, জাতি, গুণ, ক্রিয়া
(খ) নাম, জাতি, স্থান, কাল
(গ) গুণ, ক্রিয়া, স্থান, কাল
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নাম, জাতি, গুণ, ক্রিয়া ✓
২৩. নব্য নৈয়ায়িক দার্শনিকেরা বিকল্পকে কোন্ অর্থে গ্রহণ করেছেন?
(ক) সাকার
(খ) নিরাকার
(গ) প্রকার
(ঘ) প্রকরণ
উত্তর: (গ) প্রকার ✓
২৪. প্রকার কাকে বলে?
(ক) কোনো বিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে প্রকার বলে
(খ) কোনো অবিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তাকে প্রকার বলে
(গ) কোনো বিশিষ্ট বস্তু অজ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে প্রকার বলে
(ঘ) কোনো অবিশিষ্ট বস্তু অজ্ঞানের বিষয় হলে তাকে প্রকার বলে
উত্তর: (ক) কোনো বিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে প্রকার বলে ✓
২৫. ‘প্রকার’ শব্দের অর্থ কী?
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) ক্রিয়া
(ঘ) সর্বনাম
উত্তর: (খ) বিশেষণ ✓
২৬. অন্নংভট্ট নির্বিকল্পক জ্ঞানের লক্ষণ দিয়ে কী বলেছেন?
(ক) ‘নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম্’
(খ) ‘সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম্’
(গ) ‘বৈশিষ্ট্যনবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্’
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ‘নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম্’ ✓
২৭. প্রকার বিযুক্ত প্রত্যক্ষ হল-
(ক) ভ্রম প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) সবিকল্পক প্রত্যক্ষ
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
২৮. ‘নিষ্প্রকারক’ শব্দের অর্থ কী?
(ক) প্রকারযুক্ত
(খ) প্রকারশূন্য
(গ) প্রকারবিশিষ্ট
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) প্রকারশূন্য ✓
২৯. নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে?
(ক) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্তরূপে জানা যায়
(খ) যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয়
(গ) পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি সন্নিকর্ষের ফলে যে প্রত্যক্ষ হয়
(ঘ) ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের স্বাভাবিক প্রত্যক্ষ হয়
উত্তর: (খ) যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয় ✓
৩০. বিশ্বনাথ নির্বিকল্পক প্রত্যক্ষের লক্ষণ দিয়ে বলেছেন-
(ক) ‘নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম্’
(খ) ‘সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম্’
(গ) ‘বৈশিষ্ট্যনবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্’
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) ‘বৈশিষ্ট্যনবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্’ ✓
৩১. বিশ্বনাথের মতে যে জ্ঞানের কোনো বৈশিষ্ট্য বা সম্বন্ধ হয় না, তা হল-
(ক) নির্বিকল্পক জ্ঞান
(খ) সবিকল্পক জ্ঞান
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক জ্ঞান ✓
৩২. নির্বিকল্পক প্রত্যক্ষ কীরূপ জ্ঞান দেয়?
(ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়
(খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়
(গ) সংশয়াত্মক জ্ঞান দেয়
(ঘ) শাব্দজ্ঞান দেয়
উত্তর: (ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান দেয় ✓
৩৩. ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কোন্টি প্রমাণ?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ
উত্তর: (খ) অনুমান ✓
৩৪. বিশেষণবর্জিত বস্তুর স্বরূপমাত্রকে বিষয় করে যে প্রত্যক্ষ হয় তাকে কোন্ প্রত্যক্ষ বলা হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) বাহ্য প্রত্যক্ষ
(ঘ) মানস প্রত্যক্ষ
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৩৫. নিষ্প্রকারক জ্ঞানকে বলে-
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যক্ষ
(ঘ) উপমিতি
উত্তর: (খ) নির্বিকল্পক ✓
৩৬. যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না, অপ্রমাও বলা যায় না সেই প্রত্যক্ষ জ্ঞানের নাম কী?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সামান্যলক্ষণ প্রত্যক্ষ
(গ) সবিকল্পক প্রত্যক্ষ
(ঘ) জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৩৭. কোন্টি প্রমাতাকে কার্যে প্রবৃত্ত করে না?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা প্রত্যক্ষ
(ঘ) সবকটিই ঠিক
উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৩৮. কোন্ প্রত্যক্ষে বস্তুটির কেবল সহজ উপলব্ধি হয় বা সম্বন্ধহীন চেতনা হয়-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষে
(খ) সবিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষে ✓
৩৯. নির্বিকল্পক প্রত্যক্ষের অপর নাম কী?
(ক) বিশিষ্ট প্রত্যক্ষ
(খ) অবিশিষ্ট প্রত্যক্ষ
(গ) সপ্রকারক প্রত্যক্ষ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) অবিশিষ্ট প্রত্যক্ষ ✓
৪০. কোন্ প্রত্যক্ষে কোনো ধর্ম বা ধর্মীভাব স্পষ্টরূপে প্রকাশিত হয় না?
(ক) সবিকল্পক প্রত্যক্ষে
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষে ✓
৪১. নির্বিকল্পক প্রত্যক্ষ কোন্ শব্দের সমার্থক?
(ক) অব্যপদেশ্যম্
(খ) ব্যবসায়াত্মকম্
(গ) ব্যপদেশ্যম্
(ঘ) অব্যবসায়াত্মকম্
উত্তর: (ক) অব্যপদেশ্যম্ ✓
৪২. শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না তা হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) ব্যবসায়াত্মক জ্ঞান
(ঘ) অনুমিতি জ্ঞান
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৪৩. ‘এটা একটা কিছু’-এই ধরনের প্রত্যক্ষকে বলা হয়-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) বিশিষ্ট প্রত্যক্ষ
(ঘ) সংশয়াত্মক প্রত্যক্ষ
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৪৪. কোন্ প্রত্যক্ষে বিষয়টিকে নিছক বস্তু বলে উপলবিধ হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষে
(খ) সবিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষে ✓
৪৫. কোন্ প্রত্যক্ষ বিষয়ের অস্তিত্বের প্রাথমিক অনুভব?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৪৬. প্রত্যক্ষের প্রথম স্তরটি হল-
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) লৌকিক প্রত্যক্ষ
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ ✓
৪৭. কোন্ প্রত্যক্ষে পূর্বজ্ঞান থাকে না?
(ক) প্রত্যভিজ্ঞায়
(খ) সবিকল্পক প্রত্যক্ষে
(গ) নির্বিকল্পক প্রত্যক্ষে
(ঘ) অলৌকিক প্রত্যক্ষে
উত্তর: (গ) নির্বিকল্পক প্রত্যক্ষে ✓
৪৮. কোন্ প্রত্যক্ষের স্মৃতি হওয়া সম্ভব নয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষের
(খ) সবিকল্পক প্রত্যক্ষের
(গ) প্রত্যভিজ্ঞার
(ঘ) কোনোটির নয়
উত্তর: (ক) নির্বিকল্পক প্রত্যক্ষের ✓
৪৯. কারা নির্বিকল্পক জ্ঞানকে প্রমা ও অপ্রমার অন্তর্ভুক্ত করেননি?
(ক) প্রাচীন নৈয়ায়িকরা
(খ) নব্য নৈয়ায়িকরা
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কেউই নয়
উত্তর: (খ) নব্য নৈয়ায়িকরা ✓
৫০. নির্বিকল্পক প্রত্যক্ষের দ্বারা প্রাপ্ত জ্ঞান হল-
(ক) সুনিশ্চিত জ্ঞান
(খ) অনিশ্চিত জ্ঞান
(গ) ব্যাপ্তি জ্ঞান
(ঘ) পরামর্শ জ্ঞান
উত্তর: (খ) অনিশ্চিত জ্ঞান ✓
৫১. কারা নির্বিকল্পক প্রত্যক্ষকে প্রমা জ্ঞানে অন্তর্ভুক্ত করেন?
(ক) প্রাচীন নৈয়ায়িকেরা
(খ) নব্য নৈয়ায়িকেরা
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নব্য নৈয়ায়িকেরা ✓
৫২. ‘নির্বিকল্পক প্রত্যক্ষ বিশেষণবর্জিত হলেও তা বস্তুর স্বরূপের জ্ঞান’-এই কারণে কারা নির্বিকল্পক প্রত্যক্ষকে প্রমা জ্ঞানে অন্তর্ভুক্ত করেন?
(ক) নব্য নৈয়ায়িকেরা
(খ) প্রাচীন নৈয়ায়িকেরা
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নব্য নৈয়ায়িকেরা ✓
৫৩. কোন্ প্রত্যক্ষের অনুব্যবসায় হয় না?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নির্বিকল্পক ✓
৫৪. নৈয়ায়িক অন্নংভট্ট তাঁর ‘তর্কসংগ্রহ’ গ্রন্থে সবিকল্পক প্রত্যক্ষের লক্ষণ প্রকাশ করে বলেছেন-
(ক) ‘সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম্’
(খ) ‘নিষ্প্রকারকং জ্ঞানং নির্বিকল্পকম্’
(গ) ‘বৈশিষ্ট্যনবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্’
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ‘সপ্রকারকং জ্ঞানং সবিকল্পকম্’ ✓
৫৫. সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে?
(ক) পূর্ববর্তী জ্ঞানের স্মৃতি সন্নিকর্ষের ফলে যে প্রত্যক্ষ হয়
(খ) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্তরূপে জানা যায়
(গ) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণবিহীনরূপে জানা যায়
(ঘ) যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র অস্তিত্বের দিক প্রকাশিত হয়
উত্তর: (খ) যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণযুক্তরূপে জানা যায় ✓
৫৬. সবিকল্পক প্রত্যক্ষের আগে যে প্রত্যক্ষ হয় তা হল-
(ক) অভাব
(খ) বিশিষ্ট জ্ঞান
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) নির্বিকল্পক
উত্তর: (ঘ) নির্বিকল্পক ✓
৫৭. ন্যায় দর্শনে সপ্রকারক জ্ঞানকে কী বলে?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) সামান্যলক্ষণ প্রত্যক্ষ
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৫৮. সবিকল্পক প্রত্যক্ষ বস্তুর কীরূপ জ্ঞান দেয়?
(ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান
(খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান
(গ) সংশয়াত্মক জ্ঞান
(ঘ) শাব্দজ্ঞান
উত্তর: (খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান ✓
৫৯. সবিকল্পক প্রত্যক্ষ হল-
(ক) বিশেষণবর্জিত
(খ) বিশেষণবিশিষ্ট
(গ) অব্যপদেশ্য
(ঘ) ব্যাপ্তিজ্ঞাননির্ভর
উত্তর: (খ) বিশেষণবিশিষ্ট ✓
৬০. বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয়-
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) জ্ঞানলক্ষণ প্রত্যক্ষ
(ঘ) যোগজলক্ষণ প্রত্যক্ষ
উত্তর: (ক) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৬১. ‘সপ্রকারক’ শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে সবিকল্পক প্রত্যক্ষ-
(ক) বিশেষণযুক্ত
(খ) বিশেষণহীন
(গ) বিশেষ্যযুক্ত
(ঘ) বিশেষ্যহীন
উত্তর: (ক) বিশেষণযুক্ত ✓
৬২. ‘এটি একটি ঘট’-এই প্রত্যক্ষে ‘ঘটত্ব’ হল-
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) সম্বন্ধ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) বিশেষণ ✓
৬৩. ‘এটি একটি ফুল’-এটি হল-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) শাব্দ জ্ঞান
(ঘ) প্রত্যভিজ্ঞা
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৬৪. কোন প্রত্যঙ্গে বিশেষ্য-বিশেষণ ভাব থাকে-
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষে
(খ) সবিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) কোনোটিতেই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষে ✓
৬৫. কোনো বস্তুকে বিশিষ্ট বস্তুরূপে নাম, জাতি ইত্যাদির দ্বারা বিশিষ্ট করে জানা যায় কোন্ প্রত্যক্ষের দ্বারা?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৬৬. ‘ডিট্খঃ অয়ম্’-এটি কীরূপ প্রত্যক্ষ?
(ক) নির্বিকল্পক
(খ) প্রত্যভিজ্ঞা
(গ) সবিকল্পক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) প্রত্যভিজ্ঞা ✓
৬৭. ‘ব্রাহ্মণঃ অয়ম্’-এটি কীরূপ প্রত্যক্ষ?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) প্রত্যভিজ্ঞা ✓
৬৮. ‘শ্যামঃ অয়ম্’-এটি কীরূপ প্রত্যক্ষ?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) প্রত্যভিজ্ঞা ✓
৬৯. সবিকল্পক প্রত্যক্ষ কোন্ শব্দের সমার্থক?
(ক) ব্যবসায়াত্মকম্
(খ) অব্যপদেশ্যম্
(গ) অব্যবসায়াত্মকম্
(ঘ) ব্যপদেশ্যম্
উত্তর: (ক) ব্যবসায়াত্মকম্ ✓
৭০. প্রত্যক্ষের দ্বিতীয় বা পরিণত স্তর কোনটি?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যাভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক ✓
৭১. কোন্ প্রত্যক্ষে বস্তুটির নাম, জাতি, গুণ, ক্রিয়া সম্পর্কে জ্ঞান হয়?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক ✓
৭২. কোন্ প্রত্যক্ষে বস্তুটি সম্পর্কে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট জ্ঞান হয়?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক ✓
৭৩. কোন্ প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষকে
(খ) সবিকল্পক প্রত্যক্ষকে
(গ) প্রত্যভিজ্ঞাকে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষকে ✓
৭৪. কোন্ প্রত্যক্ষের আগে নির্বিকল্পক প্রত্যক্ষ পূর্বজ্ঞান হিসেবে থাকে?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৭৫. কোন্ প্রত্যক্ষের স্মৃতি হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষের
(খ) সবিকল্পক প্রত্যক্ষের
(গ) প্রত্যভিজ্ঞার
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষের ✓
৭৬. কোন্ প্রত্যক্ষ প্রমা ও অপ্রমা জ্ঞানের অন্তর্ভুক্ত?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক ✓
৭৭. কোন্ জ্ঞান প্রমাতাকে কার্যে প্রবৃত্ত করে?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক ✓
৭৮. আমরা যাকে প্রত্যক্ষ বলি তা আসলে-
(ক) বিশেষণ বিশিষ্টের প্রত্যক্ষ
(খ) বিশেষণ অবিশিষ্টের প্রত্যক্ষ
(গ) গুণ প্রত্যক্ষ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বিশেষণ বিশিষ্টের প্রত্যক্ষ ✓
৭৯. বৌদ্ধ ও অদ্বৈত বেদান্ত মতে কোন্ প্রত্যক্ষ যথার্থ?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) নির্বিকল্পক ✓
৮০. বৌদ্ধ ও অদ্বৈত মতে কোন্ প্রত্যক্ষ যথার্থ নয়?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক ✓
৮১. অদ্বৈত বেদান্তীদের মতে পারমার্থিক সত্তার জ্ঞান-
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক ✓
৮২. অদ্বৈত বেদান্তীদের মতে ব্যাবহারিক সত্তার জ্ঞান-
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক ✓
৮৩. অদ্বৈত বেদান্তীদের মতে কোন্ জ্ঞানে সত্যের উপলব্ধি হয়?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নির্বিকল্পক ✓
৮৪. অদ্বৈত বেদান্তীদের মতে কোন্ জ্ঞানে সত্যহানি ঘটে?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সবিকল্পক ✓
৮৫. নিম্নোক্ত কোন্ দার্শনিক সম্প্রদায়ের মতে আমাদের সব প্রত্যক্ষই সবিকল্পক, বিশুদ্ধ নির্বিকল্পক প্রত্যক্ষ বলে কিছু নেই।
(ক) চার্বাক
(খ) নৈয়ায়িক
(গ) বৌদ্ধ
(ঘ) অদ্বৈত বৈদান্তিক
উত্তর: (গ) বৌদ্ধ ✓
৮৬. কোন্ দার্শনিক নির্বিকল্পক ও সবিকল্পকের পার্থক্যকে আপেক্ষিক পার্থক্য বলে অভিহিত করেছেন?
(ক) শঙ্কর
(খ) মহর্ষি গৌতম
(গ) রামানুজ
(ঘ) মহর্ষি কণাদ
উত্তর: (ক) শঙ্কর ✓
৮৭. ন্যায় মতে নির্বিকল্পক জ্ঞান স্বীকারে প্রমাণ হল-
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ
উত্তর: (খ) অনুমান ✓
৮৮. ন্যায় মতে যে প্রত্যক্ষে স্মৃতি কল্পনা ইত্যাদির ভূমিকা থাকে সেটি-
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৮৯. ন্যায় মতে, প্রত্যভিজ্ঞা হল-
(ক) অলৌকিক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) লৌকিক প্রত্যক্ষ
(ঘ) সবিকল্পক প্রত্যক্ষ
উত্তর: (গ) লৌকিক প্রত্যক্ষ ✓
৯০. কোনো ব্যক্তি বা বস্তুকে পূর্বজ্ঞাত বলে জানা হল-
(ক) নির্বিকল্পক জ্ঞান
(খ) প্রত্যভিজ্ঞা
(গ) সবিকল্পক জ্ঞান
(ঘ) সংশয় জ্ঞান
উত্তর: (খ) প্রত্যভিজ্ঞা ✓
৯১. প্রত্যক্ষের কোন্ স্তরে আমরা বুঝি যে বর্তমানে যা প্রত্যক্ষ করছি তা অতীতে প্রত্যক্ষ করা বিষয়ের সঙ্গে অভিন্ন?
(ক) নির্বিকল্পক স্তর
(খ) সবিকল্পক স্তর
(গ) প্রত্যভিজ্ঞা স্তর
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) প্রত্যভিজ্ঞা স্তর ✓
৯২. বেনারসে দেখা দেবদত্তকে কলকাতায় প্রত্যক্ষ করে বললাম, ‘এই সেই দেবদত্ত’। এটি হল-
(ক) নির্বিকল্পক জ্ঞান
(খ) অনুমিতি
(গ) সবিকল্পক জ্ঞান
(ঘ) প্রত্যভিজ্ঞা
উত্তর: (ঘ) প্রত্যভিজ্ঞা ✓
৯৩. প্রত্যভিজ্ঞা হতে গেলে পূর্বে কোন্ প্রত্যক্ষের প্রয়োজন হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) ধূম প্রত্যক্ষ
(ঘ) ব্যাপ্তি প্রত্যক্ষ
উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ ✓
৯৪. ন্যায় মতে শুধুমাত্র কোন্ বিষয়ের প্রত্যভিজ্ঞা হতে পারে?
(ক) সবিকল্পক প্রত্যক্ষের
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষের
(গ) ব্যাপ্তি প্রত্যক্ষের
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সবিকল্পক প্রত্যক্ষের ✓
আরো পড়ুন : দর্শন শব্দের অর্থ MCQ প্রশ্ন উত্তর