আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন পঞ্চম অধ্যায় তৃতীয় সেমিস্টার | HS Philosophy 3rd Semester MCQ Question Answer

১. ‘Practical Ethics’ গ্রন্থটি কার লেখা?
(ক) জেম্স মিল
(খ) পিটার সিঙ্গার
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) আর্নে নেস
উত্তর: (খ) পিটার সিঙ্গার
২. আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?
(ক) গ্রিক
(খ) আমেরিকান
(গ) ল্যাটিন
(ঘ) ফরাসি
উত্তর: (গ) ল্যাটিন
৩. ইংরেজি ‘Suicide’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
(ক) পিটার সিঙ্গার
(খ) ইমানুয়েল কান্ট
(গ) এমিল দুরখেইম
(ঘ) থমাস ব্রাউন
উত্তর: (ঘ) থমাস ব্রাউন
৪. ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্যের লেখক কে?
(ক) প্লেটো
(খ) হোমার
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) সক্রেটিস
উত্তর: (খ) হোমার
৫. ‘Philosophical Ethics: An Introduction to Moral Philosophy’ – গ্রন্থটির লেখক কে?
(ক) টি এল বীচাম
(খ) এমিল দুরখেইম
(গ) পিটার সিঙ্গার
(ঘ) সিগমুন্ড ফ্রয়েড
উত্তর: (ক) টি এল বীচাম
৬. ‘হত্যার মধ্যে দোষ কোথায়’ প্রবন্ধটি কে রচনা করেন?
(ক) থমাস ব্রাউন
(খ) আল্ডো লিওপোল্ড
(গ) পিটার সিঙ্গার
(ঘ) এমিল দুরখেইম
উত্তর: (গ) পিটার সিঙ্গার
৭. আত্মহত্যা কোন্ ধরনের ক্রিয়া?
(ক) জীবকৃত
(খ) মনুষ্যকৃত
(গ) জড়বস্তুকৃত
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) মনুষ্যকৃত
৮. আত্মহত্যার অন্যতম কারণ কোন্টি?
(ক) শারীরিক কারণ
(খ) প্রাকৃতিক কারণ
(গ) ধর্মীয় কারণ
(ঘ) মানসিক কারণ
উত্তর: (ঘ) মানসিক কারণ
৯. “নিজ্ঞান মন হল আত্মহনন ক্রিয়ার আধার।” – এটি কে বলেছেন?
(ক) সিগমুন্ড ফ্রয়েড
(খ) আর্নে নেস
(গ) পিটার সিঙ্গার
(ঘ) এমিল দুরখেইম
উত্তর: (ক) সিগমুন্ড ফ্রয়েড
১০. ‘Moral Problems’ গ্রন্থটি কে রচনা করেছেন?
(ক) এমিল দুরখেইম
(খ) জেম্স মিল
(গ) আর বি ব্রান্ট
(ঘ) জেরেমি বেথাম
উত্তর: (গ) আর বি ব্রান্ট
১১. ফ্রয়েডের মতে মানুষের প্রেষণা কয়টি?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুটি
১২. ‘ইরোজ’ শব্দটির অর্থ কী?
(ক) বাঁচার প্রবৃত্তির কারণ
(খ) মৃত্যুর প্রবৃত্তির কারণ
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বাঁচার প্রবৃত্তির কারণ
১৩. কে বলেছেন আত্মহত্যা কখনই সম্মানজনক কাজ নয়?
(ক) সক্রেটিস
(খ) পিথাগোরাস
(গ) জেনো
(ঘ) প্লেটো
উত্তর: (খ) পিথাগোরাস
১৪. ‘Suicide’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) এমিল দুরখেইম
(খ) পিটার সিঙ্গার
(গ) সিগমুন্ড ফ্রয়েড
(ঘ) আর্নে নেস
উত্তর: (ক) এমিল দুরখেইম
১৫. দুরখেইম তাঁর ‘Suicide’ গ্রন্থে কয় প্রকার আত্মহত্যার কথা বলেছেন?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর: (ঘ) চার
১৬. সতীদাহ প্রথা কোন্ ধরনের আত্মহত্যার উদাহরণ?
(ক) পরার্থবাদী আত্মহত্যা
(খ) অধঃপতনজনিত আত্মহত্যা
(গ) অহংবাদী আত্মহত্যা
(ঘ) অদৃষ্টবাদী আত্মহত্যা
উত্তর: (ক) পরার্থবাদী আত্মহত্যা
১৭. পরার্থবাদী আত্মহত্যাকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (গ) তিনটি
১৮. জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ’ কোন্ ধরনের আত্মহত্যার উদাহরণ?
(ক) ঐচ্ছিক পরার্থবাদী
(খ) বাধ্যতামূলক পরার্থবাদী
(গ) উগ্র পরার্থবাদী
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ঐচ্ছিক পরার্থবাদী
১৯. কোন্ ধরনের আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি-সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকে?
(ক) পরার্থবাদী আত্মহত্যা
(খ) অদৃষ্টবাদী আত্মহত্যা
(গ) অহংবাদী আত্মহত্যা
(ঘ) অধঃপতনজনিত আত্মহত্যা
উত্তর: (গ) অহংবাদী আত্মহত্যা
২০. আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কী নামে পরিচিত?
(ক) অদৃষ্টবাদী আত্মহত্যা
(খ) অহংবাদী আত্মহত্যা
উত্তর:
২১. কে বলেছেন আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) প্লেটো
(গ) সিগমুন্ড ফ্রয়েড
(ঘ) পিটার অ্যাবেলার্ড
উত্তর: (গ) সিগমুন্ড ফ্রয়েড
২২. “মানুষ হল ঈশ্বরের অস্থাবর সম্পত্তি এবং জীবনটা হল বন্দীশালা।” – এই উক্তিটি কার?
(ক) সক্রেটিস
(খ) হিউম
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) কান্ট
উত্তর: (ক) সক্রেটিস
২৩. নিম্নলিখিত কোন্ গ্রন্থটি দার্শনিক প্লেটোর রচিত?
(ক) On Nature
(খ) Monologion
(গ) Laws
(ঘ) Meditations
উত্তর: (গ) Laws
২৪. আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে?
(ক) সক্রেটিস
(খ) অ্যারিস্টট্ল
(গ) প্লেটো
(ঘ) মার্কস
উত্তর: (খ) অ্যারিস্টট্ল
২৫. কোন্ দার্শনিক আত্মহত্যাকে জীবন সংরক্ষণ নীতির বিরোধী বলেছেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) থমাস অ্যাকুইনাস
(গ) কান্ট
(ঘ) হিউম
উত্তর: (খ) থমাস অ্যাকুইনাস
২৬. শর্তহীন আদেশ নীতিটি প্রণয়ন করেছেন কোন্ পাশ্চাত্য দার্শনিক?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) হেগেল
(গ) জন স্টুয়ার্ট মিল
(ঘ) জন লক্
উত্তর: (ক) ইমানুয়েল কান্ট
২৭. The Metaphysics of Morals গ্রন্থটির রচয়িতা কোন্ দার্শনিক?
(ক) আলবেয়র কামু
(খ) সিগমুন্ড ফ্রয়েড
(গ) ইমানুয়েল কান্ট
(ঘ) অ্যারিস্টট্ল
উত্তর: (গ) ইমানুয়েল কান্ট
২৮. কোন্ বিচারবাদী পাশ্চাত্য দার্শনিক আত্মহত্যার বিপক্ষে যুক্তি দিয়েছেন?
(ক) জন লক্
(খ) ডেভিড হিউম
(গ) জর্জ বার্কলে
(ঘ) ইমানুয়েল কান্ট
উত্তর: (ঘ) ইমানুয়েল কান্ট
২৯. কান্টের মতে কোন্ ধরনের মানুষ আত্মহত্যার ইচ্ছা করতে পারে না?
(ক) বিচারবুদ্ধিহীন
(খ) অক্ষম
(গ) বিচারবুদ্ধিসম্পন্ন
(ঘ) স্বাধীন
উত্তর: (গ) বিচারবুদ্ধিসম্পন্ন
৩০. ভারতীয় দণ্ডবিধির কত নং ধারা অনুযায়ী আত্মহত্যাকে দন্ডনীয় অপরাধরূপে গণ্য করা হয়েছে?
(ক) ২৪২
(খ) ৩০৯
(গ) ৩২৩
(ঘ) ৩৪০
উত্তর: (খ) ৩০৯
৩১. “যার যা প্রাপ্য আছে, তাকে তা দিয়ে দেওয়া।” – এটি কীসের সূত্র?
(ক) সার্বজনীনতার সূত্র
(খ) সার্বিকতার সূত্র
(গ) স্বর্ণনীতির সূত্র
(ঘ) ন্যায়পরায়ণতার সূত্র
উত্তর: (ঘ) ন্যায়পরায়ণতার সূত্র
৩২. মানুষের জীবনধারণের অধিকার কোন্ ধরনের অধিকারের অন্তর্গত?
(ক) মৌলিক অধিকার
(খ) নৈতিক অধিকার
(গ) সামাজিক অধিকার
(ঘ) ধর্মীয় অধিকার
উত্তর: (ক) মৌলিক অধিকার
৩৩. কোন্ ধরনের পরিবেশ ও পরিস্থিতি থেকে মুক্তিলাভের জন্য মানুষ আত্মহত্যা করে?
(ক) সহনশীল
(খ) অসহনীয়
(গ) অনুকূল
(ঘ) শান্তিপূর্ণ
উত্তর: (খ) অসহনীয়
৩৪. আলবেয়র কামু রচিত গ্রন্থের নাম কী?
(ক) Laws
(খ) Proslogion
(গ) Phaedo
(ঘ) The Myth of Sisyphus
উত্তর: (ঘ) The Myth of Sisyphus
৩৫. নিম্নলিখিত কোন্ দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন?
(ক) সক্রেটিস
(খ) অ্যারিস্টটল
(গ) প্লেটো
(ঘ) ডেভিড হিউম
উত্তর: (ঘ) ডেভিড হিউম
৩৬. ইউথ্যানেসিয়া শব্দটি কোন্ দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
(ক) Eu এবং Thanos
(খ) Eu এবং Thanas
(গ) Eu এবং Thanatos
(ঘ) Eeu এবং Thanatas
উত্তর: (গ) Eu এবং Thanatos
৩৭. Thanatos কথার অর্থ কী?
(ক) সহজ
(খ) মৃত্যু
(গ) জীবন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) মৃত্যু
৩৮. ইউথ্যানেসিয়া শব্দটির প্রতিশব্দ কোন্টি?
(ক) Mercy Killing
(খ) Good Death
(গ) Gentle Death
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক
৩৯. ইউথ্যানেসিয়ার আভিধানিক অর্থ থেকে কয়টি অর্থ নিঃসৃত হয়?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (গ) তিনটি
৪০. নিম্নোক্ত কোন্ দার্শনিক ইউথ্যানেসিয়া বা কৃপাহত্যার সমর্থক?
(ক) সক্রেটিস
(খ) অ্যারিস্টট্ল
(গ) প্লেটো
(ঘ) সক্রেটিস ও প্লেটো
উত্তর: (ঘ) সক্রেটিস ও প্লেটো
৪১. প্রত্যক্ষ সহায়তা যুক্ত থাকে নিম্নোক্ত কোন্ ক্ষেত্রে?
(ক) আত্মহত্যা
(খ) ইউথ্যানেসিয়া
(গ) উভয় ক্ষেত্রে
(ঘ) কোনো ক্ষেত্রে নয়
উত্তর: (খ) ইউথ্যানেসিয়া
৪২. বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন্ দেশে কৃপাহত্যা বা ইউথ্যানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়?
(ক) আমেরিকা
(খ) কানাডা
(গ) ভারত
(ঘ) নেদারল্যান্ডস
উত্তর: (ঘ) নেদারল্যান্ডস
৪৩. “সক্রিয় কৃপাহত্যা হল ‘ইচ্ছাকৃতভাবে কিছু পদক্ষেপ নেওয়া যা কোনো ব্যক্তির সম্মতিক্রমে তার জীবনের ইতি টেনে দেয়।” – এ কথা বলেছেন:
(ক) জেম্স র্যাচেল
(খ) সিগমুন্ড ফ্রয়েড
(গ) এমিল দুরখেইম
(ঘ) টি এল বীচাম
উত্তর: (ক) জেম্স র্যাচেল
৪৪. যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয় তখন সেটিকে কোন্ প্রকার কৃপাহত্যা বলা হয়?
(ক) সক্রিয় কৃপাহত্যা
(খ) ঐচ্ছিক কৃপাহত্যা
(গ) নিষ্ক্রিয় কৃপাহত্যা
(ঘ) অনৈচ্ছিক কৃপাহত্যা
উত্তর: (গ) নিষ্ক্রিয় কৃপাহত্যা
৪৫. কোন্ ধরনের কৃপাহত্যাকে ‘Killing’ বা ‘হত্যা’ বলা হয়?
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) সক্রিয় কৃপাহত্যা
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) উভয়ই
৪৬. পিটার সিঙ্গার প্রধানত কয় প্রকার কৃপাহত্যার উল্লেখ করেছেন?
(ক) এক
(খ) তিন
(গ) দুই
(ঘ) চার
উত্তর: (খ) তিন
৪৭. যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয়–
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) নিষ্ক্রিয় কৃপাহত্যা
(গ) অনৈচ্ছিক কৃপাহত্যা
(ঘ) সক্রিয় কৃপাহত্যা
উত্তর: (গ) অনৈচ্ছিক কৃপাহত্যা
৪৮. যখন রোগী জীবন-মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না বা রোগী তার মৃত্যু ত্বরান্বিত করতে চায় কিনা তাও জানা যায় না এবং তার পরেও সেই ব্যক্তির কৃপাহত্যা করা হয়, তখন সেই কৃপাহত্যাকে কী বলা হয়?
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা
(গ) অনৈচ্ছিক কৃপাহত্যা
(ঘ) সক্রিয় কৃপাহত্যা
উত্তর: (খ) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা
৪৯. কোন্ ধরনের কৃপাহত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়?
(ক) ঐচ্ছিক কৃপাহত্যা
(খ) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা
(গ) অনৈচ্ছিক কৃপাহত্যা
(ঘ) সক্রিয় কৃপাহত্যা
উত্তর: (খ) ইচ্ছানিরপেক্ষ কৃপাহত্যা
৫০. কোন্ মতবাদে বলা হয় আত্মসচেতন ও বিচারশীল মানুষের কাছে মৃত্যু অপেক্ষা জীবন স্বাভাবিকভাবে কাম্য?
(ক) বিচারবাদ
(খ) সুখবাদ
(গ) উপযোগবাদ
(ঘ) কর্তব্যবাদ
উত্তর: (গ) উপযোগবাদ
৫১. আত্মসচেতন ও বিচারশীল ব্যক্তির জীবন–
(ক) স্বনিয়ন্ত্রিত
(খ) সমাজ দ্বারা নিয়ন্ত্রিত
(গ) পরনিয়ন্ত্রিত
(ঘ) রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত
উত্তর: (ক) স্বনিয়ন্ত্রিত
৫২. জৈনরা তাদের নীতিদর্শনে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণের অনুশীলনীকে কী নামে আখ্যা দিয়েছেন?
(ক) উল্লেখনা
(খ) সল্লেখনা
(গ) পঞ্চশীল
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সল্লেখনা
৫৩. ইউথ্যানেসিয়া বা কৃপাহত্যার প্রথম শর্তটি কেমন?
(ক) ব্যক্তিগত
(খ) বিষয়গত
(গ) বস্তুগত
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ব্যক্তিগত
৫৪. ‘রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটি তার কাছে অসহনীয় বলে বোধ হচ্ছে।’ এটি ইউথ্যানেসিয়ার কোন্ শর্ত?
(ক) প্রথম শর্ত
(খ) দ্বিতীয় শর্ত
(গ) তৃতীয় শর্ত
(ঘ) চতুর্থ শর্ত
উত্তর: (ক) প্রথম শর্ত
৫৫. ‘সংশ্লিষ্ট ব্যক্তির যে অসুখ করেছে বর্তমানে এবং অদূর ভবিষ্যতে এমন কোনো ওষুধ বার হওয়ার কোনো সম্ভাবনা নেই যার ফলে সে আরোগ্য লাভ করতে পারবে।’ – এই শর্তটি ইউথ্যানেসিয়ার কোন্ শর্ত?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তর: (খ) দ্বিতীয়
৫৬. কোনো রোগী সাধারণত কয় ধরনের যন্ত্রণা ভোগ করে?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর: (খ) দুই
৫৭. ইউথ্যানেসিয়ার তৃতীয় শর্তটি কী?
(ক) রোগীর কাছে যন্ত্রণাটি অসহনীয় বোধ হতে হবে
(খ) রোগীর আরোগ্যলাভের কোনো সম্ভাবনা নেই
(গ) রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করতে হবে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) রোগীর আরোগ্যলাভের কোনো সম্ভাবনা নেই
৫৮. কোমায় আচ্ছন্ন ব্যক্তির হয়ে ইউথ্যানেসিয়া করার সিদ্ধান্ত যে ব্যক্তি নেবে একদিক থেকে তাকে কী বলা যায়?
(ক) সাবলম্বী
(খ) প্রতিবন্ধী
(গ) অভিভাবক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) প্রতিবন্ধী
৫৯. মানুষের সহজাত কর্তব্যবোধ কী দাবি করে?
(ক) কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে সে কষ্ট দেবে না
(খ) কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে সে কষ্ট দেবে
(গ) ব্যক্তি সহজে কাউকে বিশ্বাস করে না
(ঘ) কেউ বিপদে পড়লে অন্য কেউ সাহায্য করে না
উত্তর: (ক) কোনো ব্যক্তি যাকে ভালোবাসে তাকে সে কষ্ট দেবে না
৬০. মানুষের জীবনের বিনাশ ঘটানো অনৈতিক কাজ। এটিকে সমর্থন করেন কে?
(ক) সক্রেটিস
(খ) জেরেমি বেন্থাম
(গ) প্লেটো
(ঘ) স্টোয়িক দার্শনিকগণ
উত্তর: (খ) জেরেমি বেন্থাম
৬১. “নৈতিক দিক থেকে ইউথ্যানেসিয়া সমর্থনযোগ্য।” – এটি কার বক্তব্য?
(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) স্টোয়িক দার্শনিকগণ
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক
৬২. ইউথ্যানেসিয়ার ক্ষেত্রে কোন্ মূল্যকে লঙ্ঘন করা হয়?
(ক) জীবননীতির মূল্য
(খ) স্বর্ণনীতির মূল্য
(গ) নৈতিক মূল্য
(ঘ) পরার্থনীতির মূল্য
উত্তর: (ক) জীবননীতির মূল্য
৬৩. জীবনের ধারাবাহিকতা রক্ষা করা কার উদ্দেশ্য?
(ক) সমাজের
(খ) সম্প্রদায়ের
(গ) রাষ্ট্রের
(ঘ) প্রকৃতির
উত্তর: (ঘ) প্রকৃতির
৬৪. চিকিৎসকের মূল ব্রত কোন্টি?
(ক) রোগীর জীবন রক্ষা করা
(খ) রোগীকে সাহায্য করা
(গ) রোগীর মৃত্যু ঘটানো
(ঘ) ওষুধ বিক্রি করা
উত্তর: (ক) রোগীর জীবন রক্ষা করা
৬৫. কে স্বস্তিমৃত্যুকে ‘অবৈধ মৃত্যু’ বলে আখ্যায়িত করেছেন?
(ক) টি এল বীচাম
(খ) পিটার সিঙ্গার
(গ) উইলিয়াম্স
(ঘ) ইমানুয়েল কান্ট
উত্তর: (ঘ) ইমানুয়েল কান্ট
৬৬. ‘শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ।’ – এটি কোন্ উপনিষদে বলা হয়েছে?
(ক) কঠ উপনিষদ
(খ) বৃহদারণ্যক উপনিষদ
(গ) তৈত্তিরীয় উপনিষদ
(ঘ) শ্বেতাশ্বতর উপনিষদ
উত্তর: (ঘ) শ্বেতাশ্বতর উপনিষদ
৬৭. গ্রিক সভ্যতার স্বর্ণযুগের একজন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?
(ক) হিপোক্রেটিস
(খ) প্লেটো
(গ) পিথাগোরাস
(ঘ) জেনো
উত্তর: (ক) হিপোক্রেটিস
৬৮. ‘Elements of Moral Philosophy’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) আল্ডো লিওপোল্ড
(গ) জেম্স র্যাচেল
(ঘ) আর্নে নেস
উত্তর: (গ) জেম্স র্যাচেল
৬৯. নীতিবিদ জেম্স র্যাচেল কোন্ দেশের অধিবাসী?
(ক) নরওয়ে
(খ) আমেরিকা
(গ) জার্মানি
(ঘ) নেদারল্যান্ডস
উত্তর: (খ) আমেরিকা
৭০. ‘তুমি অন্যের কাছে যেরূপ আচরণ প্রত্যাশা করবে, অন্যের প্রতিও তুমি সেরূপ আচরণ করবে।’ – ইউথ্যানেসিয়ার সপক্ষে এই যুক্তিটি কী নামে পরিচিত?
(ক) করুণার যুক্তি
(খ) জীবননীতির যুক্তি
(গ) স্বর্ণনীতির যুক্তি
(ঘ) উপযোগবাদীদের যুক্তি
উত্তর: (গ) স্বর্ণনীতির যুক্তি
৭১. ‘যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ।’ – এই মতবাদের সমর্থক কারা?
(ক) বুদ্ধিবাদ
(খ) উপযোগবাদ
(গ) বিচারবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদী
উত্তর: (খ) উপযোগবাদ
৭২. কাদের মতে সক্রিয় ও নিষ্ক্রিয় ইউথ্যানেসিয়ার মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই?
(ক) পরিণামবাদী
(খ) বিচারবাদী
(গ) সুখবাদী
(ঘ) অভিজ্ঞতাবাদী
উত্তর: (ক) পরিণামবাদী
৭৩. কোন্ ক্ষেত্রে মৃত্যু মুখ্য বিষয় হয়, পদ্ধতি নয়?
(ক) যখন মুমূর্ষু ব্যক্তি মৃত্যু কামনা করে
(খ) যখন মুমূর্ষু ব্যক্তি বাঁচার ইচ্ছা প্রকাশ করে
(গ) যখন মুমূর্ষু ব্যক্তি যন্ত্রণা কমানোর জন্য ওষুধ কামনা করে
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) যখন মুমূর্ষু ব্যক্তি মৃত্যু কামনা করে
৭৪. একজন ব্যক্তি একটি শিশুকে জলে ডুবিয়ে হত্যা করল। -এটি কোন্ ধরনের হত্যা?
(ক) কৃপাহত্যা
(খ) সক্রিয় হত্যা
(গ) আত্মহত্যা
(ঘ) নিষ্ক্রিয় হত্যা।
উত্তর: (খ) সক্রিয় হত্যা
৭৫. কোনো ব্যক্তি একটি শিশুকে জলে ডুবে যেতে দেখেও যদি তাকে বাঁচাবার চেষ্টা না করে। সেটি কীরূপ হত্যা বলে বিবেচিত হবে?
(ক) সক্রিয় হত্যা
(খ) ভ্রূণহত্যা
(গ) নিষ্ক্রিয় হত্যা
(ঘ) আত্মহত্যা।
উত্তর: (গ) নিষ্ক্রিয় হত্যা
৭৬. কাউকে সাহায্য করতে বলা মানে হল সেখানে কিছু কাজ করতে বলা। -এটি কোন্ ধরনের কর্তব্যের উদাহরণ?
(ক) সক্রিয় কর্তব্য
(খ) সদর্থক কর্তব্য
(গ) নিষ্ক্রিয় কর্তব্য
(ঘ) নেতিবাচক কর্তব্য।
উত্তর: (খ) সদর্থক কর্তব্য
৭৭. কোন্ ধরনের কর্তব্যের ক্ষেত্রে কিছু কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়?
(ক) সদর্থক কর্তব্য
(খ) সক্রিয় কর্তব্য
(গ) নেতিবাচক কর্তব্য
(ঘ) নিষ্ক্রিয় কর্তব্য।
উত্তর: (গ) নেতিবাচক কর্তব্য
আরও পড়ুন : দ্রব্য MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বেদান্ত MCQ প্রশ্ন উত্তর