ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার

ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 6th Chapter

ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর
ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 6th Chapter

১. কত খ্রিস্টাব্দে ভারত-রাশিয়া আন্তঃরাষ্ট্রীয় কমিশন বা IRIGC স্থাপিত হয়েছে?
(ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে

২. INDRA কী?
(ক) ভারত-সোভিয়েত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন
(খ) ভারত-সোভিয়েত দ্বিপাক্ষিক যোগাযোগ সম্পর্ক
(গ) ভারত-সোভিয়েত দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা
(ঘ) ভারত-সোভিয়েত মহাকাশ সহযোগিতা
উত্তর: (ক) ভারত-সোভিয়েত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন

৩. ভারত-রাশিয়া ২ + ২ সংলাপ শুরু হয়–
(ক) ২০২১ সাল থেকে
(খ) ২০১৮ সাল থেকে
(গ) ২০২৪ সাল থেকে
(ঘ) ২০২০ সাল থেকে
উত্তর: (ক) ২০২১ সাল থেকে

৪. ইন্দো-রাশিয়ান ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয়–
(ক) ২০০১ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০০৭ সালে
(ঘ) ২০১০ সালে
উত্তর: (গ) ২০০৭ সালে

৫. কোন রাশিয়ান রাষ্ট্রপতির সময়কালে ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে?
(ক) ভ্লাদিমির লেনিন
(খ) জোসেফ স্তালিন
(গ) মিখাইল গর্বাচেভ
(ঘ) ভ্লাদিমির পুতিন
উত্তর: (ঘ) ভ্লাদিমির পুতিন

৬. ভারতে কোন প্রধানমন্ত্রীর সময়কালে রাশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে?
(ক) অটলবিহারী বাজপেয়ী
(খ) দেবেগৌড়া
(গ) রাজীব গান্ধি
(ঘ) নরসিমা রাও
উত্তর: (ক) অটলবিহারী বাজপেয়ী

৭. ইন্দ্র সামরিক মহড়া শুরু হয়–
(ক) ২০০০ সালে
(খ) ২০০৩ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০০৭ সালে
উত্তর: (খ) ২০০৩ সালে

৮. ভারত-রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরী করেছে?
(ক) অগ্নি
(খ) ব্রহ্মস
(গ) পৃথ্বী
(ঘ) নির্ভয়
উত্তর: (খ) ব্রহ্মস

৯. রাশিয়ার সহায়তায় নির্মিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল–
(ক) ভীষ্ম
(খ) চন্দ্রযান-৩
(গ) আর্যভট্ট
(ঘ) চন্দ্রায়ন
উত্তর: (গ) আর্যভট্ট

১০. তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু শক্তি প্রকল্প তৈরি হয়েছে–
(ক) রাশিয়ার পরমাণু সহযোগিতায়
(খ) রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতায়
(গ) রাশিয়ার মানসিক সহায়তায়
(ঘ) রাশিয়ার কৌশলগত সহযোগিতায়
উত্তর: (ক) রাশিয়ার পরমাণু সহযোগিতায়

১১. ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক–
(ক) বন্ধুত্বসুলভ
(খ) শত্রুতাপূর্ণ
(গ) প্রতিযোগিতামূলক
(ঘ) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ
উত্তর: (ক) বন্ধুত্বসুলভ

১২. ইন্ডোলজি (Indology) অধ্যয়ন করানো হয়–
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) চিনে
(গ) বাংলাদেশে
(ঘ) রাশিয়ায়
উত্তর: (ঘ) রাশিয়ায়

১৩. সামরিক প্রযুক্তির সহযোগিতা (২০২১-২০৩১) চুক্তিটি ভারত-রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয়?
(ক) ডিসেম্বর, ২০২১
(খ) জানুয়ারি, ২০২১
(গ) জুন, ২০২১
(ঘ) মে, ২০২১
উত্তর: (ক) ডিসেম্বর, ২০২১

১৪. ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত Military Technical Cooperation Agreement স্বাক্ষরিত হয় কোন দশকের জন্য?
(ক) ২০১১-২০২১
(খ) ২০২১-২০৩১
(গ) ২০২৫-২০৩৫
(ঘ) ২০২০-২০৩০
উত্তর: (খ) ২০২১-২০৩১

১৫. ২০২৪ সালে অনুষ্ঠিত ভারত-রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বশেষ চুক্তিটি হল–
(ক) ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি
(খ) সামরিক অস্ত্র আমদানি চুক্তি
(গ) বাণিজ্য চুক্তি
(ঘ) সামরিক সহায়তা চুক্তি
উত্তর: (ক) ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি

১৬. চিন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে–
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে

১৭. ভারত কবে চিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে?
(ক) ৭ ডিসেম্বর, ১৯৪৯
(খ) ১৫ ডিসেম্বর, ১৯৫০
(গ) ২১ জানুয়ারি, ১৯৫০
(ঘ) ১৫ ডিসেম্বর, ১৯৪৭
উত্তর: (ক) ৭ ডিসেম্বর, ১৯৪৯

১৮. ‘হিন্দী-চিনি ভাই ভাই’ এই কথাটি বলেছিলেন–
(ক) শ্রীমতি ইন্দিরা গান্ধি
(খ) জওহরলাল নেহরু
(গ) রাজীব গান্ধি
(ঘ) মনমোহন সিং
উত্তর: (খ) জওহরলাল নেহরু

১৯. পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন–
(ক) চৌ এন লাই
(খ) অটলবিহারী বাজপেয়ী
(গ) জওহরলাল নেহরু
(ঘ) প্রণব মুখোপাধ্যায়
উত্তর: (গ) জওহরলাল নেহরু

২০. শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটি কোন্ নীতির অংশ?
(ক) পঞ্চশীল নীতির
(খ) সমাজতান্ত্রিক জোটের
(গ) আন্তর্জাতিক সম্পর্কের
(ঘ) পুঁজিবাদী জোটের
উত্তর: (ক) পঞ্চশীল নীতির

২১. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ভারতের নেহরুর সঙ্গে চিনের মাও জে দং-এর
(খ) ভারতের লালবাহাদুর শাস্ত্রীর সঙ্গে চিনের মাও জে দং-এর
(গ) ভারতের নেহরুর সঙ্গে চিনের চৌ এন লাইয়ের
(ঘ) ভারতের নরেন্দ্র মোদির সঙ্গে চিনের শি জিং পিং-এর
উত্তর: (গ) ভারতের নেহরুর সঙ্গে চিনের চৌ এন লাইয়ের

২২. ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চিনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে

২৩. ভারত তিব্বতের উপর চিনের কর্তৃত্ব স্বীকার করে নেয়–
(ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে

২৪. পঞ্চশীল নীতিতে মোট কটি নীতি সন্নিবিষ্ট রয়েছে?
(ক) ১০টি
(খ) ৬টি
(গ) ৮টি
(ঘ) ৫টি
উত্তর: (ঘ) ৫টি

২৫. চিন কবে তিব্বত আক্রমণ করে?
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৫৯ খ্রিস্টাব্দে

২৬. ভারতের কোন প্রধানমন্ত্রী চিন সফরের সময় তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বীকৃতি দেন?
(ক) অটলবিহারী বাজপেয়ী
(খ) রাজীব গান্ধি
(গ) মনমোহন সিং
(ঘ) ইন্দিরা গান্ধি
উত্তর: (ক) অটলবিহারী বাজপেয়ী

২৭. বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কোন দুই দেশের সম্পর্ক তিক্ত হয়?
(ক) ভারত-ভুটান
(খ) ভারত-নেপাল
(গ) ভারত-চিন
(ঘ) ভারত-শ্রীলঙ্কা
উত্তর: (গ) ভারত-চিন

২৮. ভারত-চিন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংঘটিত হয়–
(ক) ১৯৬২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৬২ খ্রিস্টাব্দে

২৯. চিনের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করেছিলেন–
(ক) রাজীব গান্ধি
(খ) দেবেগৌড়া
(গ) অটলবিহারী বাজপেয়ী
(ঘ) মনমোহন সিং
উত্তর: (ক) রাজীব গান্ধি

৩০. ভারত-চিন সীমান্ত শান্তি ও সুস্থিতিকরণ চুক্তি (BPTA) স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৩ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৯৩ খ্রিস্টাব্দে

৩১. ভারত-চিন সীমান্তে শান্তি ও সুস্থিতিকরণ বজায় রাখার জন্য উভয় দেশ কোন চুক্তি স্বাক্ষর করে?
(ক) এগ্রিমেন্ট অন মিলিটারি কনফিডেন্স মেসারস
(খ) কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব
(গ) বর্ডার পিস অ্যান্ড ট্যাঙ্কুইলিটি এগ্রিমেন্ট
(ঘ) জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এগ্রিমেন্ট
উত্তর: (গ) বর্ডার পিস অ্যান্ড ট্যাঙ্কুইলিটি এগ্রিমেন্ট

৩২. ভারত-চিনের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেসারস্ স্বাক্ষরিত হয় মূলত-
(ক) বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করতে
(খ) নিরাপত্তা বৃদ্ধি করতে
(গ) শান্তিপূর্ণ সহাবস্থানকে সুনিশ্চিত করতে
(ঘ) দুই দেশের সামরিক স্তরে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে
উত্তর: (ঘ) দুই দেশের সামরিক স্তরে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে

৩৩. ভারত-চিনের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেসারস্ স্বাক্ষরিত হয়-
(ক) ১৯৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৯৩ খ্রিস্টাব্দে

৩৪. কত সালে অটলবিহারী বাজপেয়ী তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেন?
(ক) ২০০০ সালে
(খ) ২০০৩ সালে
(গ) ২০০৭ সালে
(ঘ) ২০০৯ সালে
উত্তর: (খ) ২০০৩ সালে

৩৫. কত সালে চিন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল?
(ক) ২০০০ সালে
(খ) ২০০৩ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) এখনো স্বীকার করেনি
উত্তর: (খ) ২০০৩ সালে

৩৬. কার ভারত সফরকালে ভারতের সঙ্গে চিনের শান্তি ও সমৃদ্ধি রক্ষার্থে কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়?
(ক) শি জিনপিং
(খ) জিয়াবাও
(গ) মাও জে দং
(ঘ) এরূপ কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি
উত্তর: (খ) জিয়াবাও

৩৭. ভারত ও চিনের মধ্যে কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(খ) ২০০০ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০০৯ সালে
উত্তর: (গ) ২০০৫ সালে

৩৮. কত সালে ভারত-চিন আন্তঃসীমান্ত বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা গিরিপথ উন্মুক্ত করা হয়?
(ক) ২০০৬ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০০৩ সালে
(ঘ) ২০০০ সালে
উত্তর: (ক) ২০০৬ সালে

৩৯. ভারত-চিনের মধ্যে অনুষ্ঠিত প্রথম অনানুষ্ঠানিক সম্মেলন কোনটি?
(ক) দিল্লি সম্মেলন
(খ) উহান সম্মেলন
(গ) মামাল্লাপুরম সম্মেলন
(ঘ) বেজিং সম্মেলন
উত্তর: (খ) উহান সম্মেলন

৪০. কবে প্রথম ভারত-চিন অনানুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) ২০২০ সালে
(খ) ২০১৬ সালে
(গ) ২০১৮ সালে
(ঘ) ২০১৫ সালে
উত্তর: (গ) ২০১৮ সালে

৪১. ভারতের কোন স্থানে ভারত-চিনের দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
(ক) তামিলনাডুর মামাল্লাপুরমে
(খ) পশ্চিমবঙ্গের কলকাতায়
(গ) বিহারের পাটনায়
(ঘ) গুজরাটের সুরাটে
উত্তর: (ক) তামিলনাডুর মামাল্লাপুরমে

৪২. ভারত-চিন মামাল্লাপুরম সম্মেলনটি অনুষ্ঠিত হয়-
(ক) ২০১৯ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০২১ সালে
(ঘ) ২০২২ সালে
উত্তর: (ক) ২০১৯ সালে

৪৩. ২০২৫ সালের ১ এপ্রিল ভারত-চিন কূটনৈতিক সম্পর্ক কত-তম বছর পূর্ণ করবে?
(ক) ৫০ বছর
(খ) ৬০ বছর
(গ) ৭০ বছর
(ঘ) ৭৫ বছর
উত্তর: (ঘ) ৭৫ বছর

৪৪. ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কবে স্থাপন করা হয়?
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৬২ খ্রিস্টাব্দে

৪৫. ডোকলাম বিরোধ আবর্তিত হয়-
(ক) ভারত-চিনের মধ্যে
(খ) ভারত-পাকিস্তানের মধ্যে
(গ) চিন-ভুটান-ভারতের মধ্যে
(ঘ) চিন-ভুটানের মধ্যে
উত্তর: (গ) চিন-ভুটান-ভারতের মধ্যে

৪৬. ডোকলাম বিরোধ সংঘটিত হয়-
(ক) ২০১৩ সালে
(খ) ২০১৭ সালে
(গ) ২০২০ সালে
(ঘ) ২০২৪ সালে
উত্তর: (খ) ২০১৭ সালে

৪৭. শিলিগুড়ি করিডোরকে ভূ-কৌশলগত ভাষায় বলা হয়-
(ক) চিকেনস্ নেক
(খ) হরস্ নেক
(গ) ডাক নেক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) চিকেনস্ নেক

৪৮. কোন ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ চিন নাথুলা গিরিপথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ করে দেয়?
(ক) গালওয়ান উপত্যকা
(খ) তিব্বত আক্রমণ
(গ) ডোকলাম বিরোধ
(ঘ) ডেপসাং বিরোধ
উত্তর: (গ) ডোকলাম বিরোধ

৪৯. গালওয়ান উপত্যকা সংঘর্ষ কবে সংঘটিত হয়?
(ক) ২০১৩ সালে
(খ) ২০১৭ সালে
(গ) ২০২০ সালে
(ঘ) ২০২৩ সালে
উত্তর: (গ) ২০২০ সালে

৫০. চিনের আগ্রাসন নীতির মধ্যে অন্যতম হল-
(ক) পাম অ্যান্ড ফাইভ ফিংগার নীতি
(খ) স্ট্রিং অফ পার্লস্
(গ) বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ
(ঘ) সবকটি সঠিক
উত্তর: (ঘ) সবকটি সঠিক

৫১. চিন অনুসৃত CPEC-এর পুরো কথা কী?
(ক) China-Pakistan Economic Cooperation
(খ) China-Pakistan Education Cooperation
(গ) China-Pakistan Economic Corridor
(ঘ) China-Pakistan Expansion Cooperation
উত্তর: (গ) China-Pakistan Economic Corridor

৫২. চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ সূচিত হয়-
(ক) ২০১৩ সালে
(খ) ২০১৫ সালে
(গ) ২০১৭ সালে
(ঘ) ২০১৯ সালে
উত্তর: (ক) ২০১৩ সালে

৫৩. ভারত মহাসাগরে চিনের আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য জোট হল-
(ক) হীরের মালা নীতি
(খ) মুক্তোমালা নীতি
(গ) কোয়াড
(ঘ) ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর
উত্তর: (গ) কোয়াড

৫৪. চিনা আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হল-
(ক) মুক্তোমালা নীতি
(খ) হীরের মালা নীতি
(গ) 1202
(ঘ) কোয়াড
উত্তর: (খ) হীরের মালা নীতি

৫৫. ভারত-চিন সম্পর্কের সবথেকে বড়ো চ্যালেঞ্জ কী?
(ক) সীমান্ত বিরোধ
(খ) অর্থনৈতিক সহযোগিতা
(গ) জলবায়ু পরিবর্তন
(ঘ) নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা
উত্তর: (ক) সীমান্ত বিরোধ

৫৬. ভারত-চিন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল-
(ক) ডোকলাম চুক্তি
(খ) ভারত-চিন সীমান্ত টহল চুক্তি
(গ) ভারত-চিন মুক্ত বাণিজ্য চুক্তি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) ভারত-চিন সীমান্ত টহল চুক্তি

৫৭. বিশ্বে সর্বপ্রথম কোন দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
(ক) জাপান
(খ) ব্রিটেন
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) চিন
উত্তর: (গ) মার্কিন যুক্তরাষ্ট্র

৫৮. ভারতের পরমাণু নীতির মূল কথা হল-
(ক) No Frist Strike
(খ) Frist Strike
(গ) Attack More
(ঘ) Destruct More
উত্তর: (ক) No Frist Strike

৫৯. ভারতের ‘No First Strike’ এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী?
(ক) অটলবিহারী বাজপেয়ী
(খ) রাজীব গান্ধি
(গ) মনমোহন সিং
(ঘ) নরেন্দ্র মোদি
উত্তর: (ক) অটলবিহারী বাজপেয়ী

৬০. ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়-
(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে

৬১. ভারতে কার নেতৃত্বে প্রথম পরমাণু সংক্রান্ত কর্মসূচির উদ্যোগ গৃহীত হয়?
(ক) জওহরলাল নেহরু
(খ) হোমি জাহাঙ্গীর ভাবা
(গ) উভয়ের যৌথ উদ্যোগ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) হোমি জাহাঙ্গীর ভাবা

৬২. ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়-
(ক) ১৯৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে

৬৩. ভারতের পারমাণবিক বোমা পরীক্ষা সংক্রান্ত বিস্ফোরণ কেন্দ্র ‘পোখরান’ কোন রাজ্যে অবস্থিত?
(ক) অস্ত্রপ্রদেশ
(খ) মধ্যপ্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) উত্তরপ্রদেশ
উত্তর: (গ) রাজস্থান

৬৪. ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হল-
(ক) স্মাইলিং বুদ্ধ
(খ) অপারেশন শক্তি
(গ) ফার্স্ট লাইটনিং
(ঘ) ফ্যাট ম্যান
উত্তর: (ক) স্মাইলিং বুদ্ধ

৬৫. কার উদ্যোগে ভারতে প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়?
(ক) জওহরলাল নেহরু
(খ) অটলবিহারী বাজপেয়ী
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) ইন্দিরা গান্ধি
উত্তর: (ঘ) ইন্দিরা গান্ধি

৬৬. পোখরান-১ পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল?
(ক) হোমি জে ভাবা
(খ) রাজা রামান্না
(গ) এ পি জে আবদুল কালাম
(ঘ) আর চিদম্বরম
উত্তর: (খ) রাজা রামান্না

৬৭. ভারতের দ্বিতীয় পরমাণু বিস্ফোরণের নাম হল-
(ক) অপারেশন শক্তি
(খ) লিটিল বয়
(গ) স্মাইলিং বুদ্ধ
(ঘ) ফার্স্ট লাইটনিং
উত্তর: (ক) অপারেশন শক্তি

৬৮. পোখরান-২ তে কটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল?
(ক) ৩টি
(খ) ১টি
(গ) ৫টি
(ঘ) ৭টি
উত্তর: (গ) ৫টি

৬৯. কার প্রধানমন্ত্রীত্বকালে ভারতে দ্বিতীয়বার সফল পরমাণু পরীক্ষা সম্পাদিত হয়?
(ক) ইন্দিরা গান্ধি
(খ) অটলবিহারী বাজপেয়ী
(গ) মোরারজি দেশাই
(ঘ) ইন্দ্রকুমার গুজরাল
উত্তর: (খ) অটলবিহারী বাজপেয়ী

৭০. পোখরান-২ পরমাণু শক্তি পরীক্ষা কোন বিজ্ঞানীর তত্ত্বাবধানে অনুষ্টিত হয়েছিল?
(ক) রাজা মান্নান সিক্কা
(খ) হোমি জে ভাবা, রাজা রামান্না
(গ) আবদুল কালাম, আর চিদম্বরম
(ঘ) কে সান্তানাম, আর চিদম্বরম
উত্তর: (গ) আবদুল কালাম, আর চিদম্বরম

৭১. ‘No First Use’ নীতিটি কত সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়?
(ক) ১৯৯৮ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০২ সালে
(ঘ) ২০০৩ সালে
উত্তর: (ঘ) ২০০৩ সালে

৭২. ভারতের অন্যতম পরমাণু নীতি ‘MAD’ এর পুরো কথা কী?
(ক) Massive Attack and Destruction
(খ) Mutually Assured Destruction
(গ) Mindfull Attack and Destruction
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) Mutually Assured Destruction

৭৩. ভারতের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সংক্রান্ত নির্দেশ, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণ করে-
(ক) রাষ্ট্রপতি
(খ) বিদেশ মন্ত্রক
(গ) নিউক্লিয়ার কমান্ড অথরিটি
(ঘ) সামরিক বাহিনী
উত্তর: (গ) নিউক্লিয়ার কমান্ড অথরিটি

৭৪. ভারতে পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ কবে স্থাপিত হয়?
(ক) ২০০৩ সালে
(খ) ২০০৫ সালে
(গ) ২০০৭ সালে
(ঘ) ২০১০ সালে
উত্তর: (ক) ২০০৩ সালে

৭৫. নিউক্লিয়ার কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ রাজনৈতিক পরিষদের প্রধান পরিচালক হলেন-
(ক) সামরিক বাহিনীর প্রধান
(খ) রাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) পরমাণু বিশেষজ্ঞ
উত্তর: (গ) প্রধানমন্ত্রী

৭৬. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা NSA যুক্ত—
(ক) পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে
(খ) সামরিক অস্ত্র উৎপাদনের সঙ্গে
(গ) সামরিক বাহিনীর সঙ্গে
(ঘ) বিদেশ মন্ত্রকের সঙ্গে
উত্তর: (ক) পরমাণু কমান্ড অথরিটির সঙ্গে

৭৭. পরমাণু কমান্ড অথরিটির অন্যতম অঙ্গ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব দান করে—
(ক) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
(খ) প্রধানমন্ত্রী
(গ) সামরিক বাহিনী
(ঘ) রাষ্ট্রপতি
উত্তর: (ক) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

৭৮. ভারতের পরমাণু নীতি গৃহীত হয়—
(ক) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(খ) ২০০০ সালে
(গ) ২০০৩ সালে
(ঘ) ২০০৪ সালে
উত্তর: (গ) ২০০৩ সালে

৭৯. কত খ্রিস্টাব্দে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড গঠিত হয়?
(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৯৮ খ্রিস্টাব্দে

৮০. ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হন—
(ক) এ পি জে আব্দুল কালাম
(খ) হোমি ভাবা
(গ) অটলবিহারী বাজপেয়ী
(ঘ) কে সুব্রহ্মণ্যম
উত্তর: (ঘ) কে সুব্রহ্মণ্যম

৮১. কে সুব্রহ্মণ্যম-এর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড করে ভারতীয় পরমাণু নীতির খসড়া প্রতিবেদন পেশ করে—
(ক) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(গ) ২০০০ সালে
(ঘ) ২০০৩ সালে
উত্তর: (খ) ১৯৯৯ খ্রিস্টাব্দে

৮২. কত খ্রিস্টাব্দে আংশিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা PTBT স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে

৮৩. ভারত CTBT-তে স্বাক্ষর করে—
(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(ঘ) এখনও স্বাক্ষর করেনি
উত্তর: (ঘ) এখনও স্বাক্ষর করেনি

৮৪. নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন ট্রিটি স্বাক্ষরিত হয়—
(ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭২ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে

৮৫. ভারত কোন্ বৈশ্বিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে?
(ক) CTBT
(খ) PTBT
(গ) NPT
(ঘ) TPNW
উত্তর: (খ) PTBT

৮৬. NPT-চুক্তি কার্যকর হয়—
(ক) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৭০ খ্রিস্টাব্দে

৮৭. পারমাণবিক অস্ত্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি গৃহীত হয়—
(ক) ২০০০ সালে
(খ) ২০১০ সালে
(গ) ২০১৭ সালে
(ঘ) ২০২০ সালে
উত্তর: (গ) ২০১৭ সালে

৮৮. TPNW-এর পুরো কথা কী?
(ক) Treaty on the Prohibition of Nuclear Weapons
(খ) Treaty on the Proliferetion of Nuclear Weapons
(গ) Test and Prohibition of Nuclear Weapons
(ঘ) Traditionally Protest of Nuclear Weapons
উত্তর: (ক) Treaty on the Prohibition of Nuclear Weapons

৮৯. NSG-এর পুরো কথা কী?
(ক) Non State Group
(খ) Nation State Group
(গ) Nuclear Suppliers Group
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) Nuclear Suppliers Group

৯০. “Nuclear Suppliers Group” গঠিত হয়—
(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে

৯১. “Nuclear Suppliers Group” গঠন করা হয়—
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি বৃদ্ধির ফলস্বরূপ
(খ) সোভিয়েত ইউনিয়নের পরমাণু শক্তি বৃদ্ধির ফলস্বরূপ
(গ) চিনের পরমাণু অস্ত্রের পরীক্ষার প্রতিক্রিয়াস্বরূপ
(ঘ) ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণের প্রতিক্রিয়াস্বরূপ
উত্তর: (ঘ) ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণের প্রতিক্রিয়াস্বরূপ

৯২.”যে পারমাণবিক পরিবেশ আমাদের চারদিকে গড়ে উঠেছে তার কারণেই আমাদের পরমাণু শক্তিধর হতে হয়েছে”- কথাটি বলেছেন-
(ক) কে সুব্রহ্মণ্যম
(খ) হোমি ভাবা
(গ) ব্রজেশ মিশ্র
(ঘ) অটলবিহারী বাজপেয়ী
উত্তর: (গ) ব্রজেশ মিশ্র

৯৩.‘The Making of India’s Foreign Policy’ গ্রন্থটির লেখক হলেন-
(ক) হার্টম্যান
(খ) জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়
(গ) এফ এস নর্থেজ
(ঘ) প্যাডেলফোর্ড
উত্তর: (খ) জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়

৯৪.‘India’s Foreign Policy and Relations’ গ্রন্থটির লেখক-
(ক) এ আপ্পাডোরাই
(খ) প্যাডেলফোর্ড
(গ) এম এস রাজন
(ঘ) এ আপ্পাডোরাই ও এম এস রাজন
উত্তর: (ঘ) এ আপ্পাডোরাই ও এম এস রাজন

৯৫.‘India’s Foreign Policy’ গ্রন্থটির প্রণেতা-
(ক) মাইকেল শ্লেইচার
(খ) কে এস পান্নিকর
(গ) নলিনীকান্ত ঝা
(ঘ) ভিপি দত্ত
উত্তর: (ঘ) ভিপি দত্ত

৯৬.ভারতের বৈদেশিক সাহায্যের সবথেকে বেশি সুবিধা ভোগ করে কোন্ রাষ্ট্র?
(ক) শ্রীলঙ্কা
(খ) নেপাল
(গ) ভুটান
(ঘ) মালদ্বীপ
উত্তর: (গ) ভুটান

৯৭.জাতিদাঙ্গা সমস্যাসমাধানে ভারত ‘শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে-
(ক) ভুটানে
(খ) শ্রীলঙ্কায়
(গ) বাংলাদেশে
(ঘ) নেপালে
উত্তর: (খ) শ্রীলঙ্কায়

৯৮.কোন্ বৃহৎ শক্তিশালী দেশ ভারতকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে সমর্থন করেছে?
(ক) রাশিয়া
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) ব্রিটেন
উত্তর: (ক) রাশিয়া

৯৯.’পঞ্চশীল নীতি’ শব্দটি যুক্ত-
(ক) মৌলিক কর্তব্যের সঙ্গে
(খ) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সঙ্গে
(গ) ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে
(ঘ) জাতীয় নীতির সঙ্গে
উত্তর: (গ) ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে

১০০.’RELOS’ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(ক) ভারত আমেরিকা
(খ) ভারত রাশিয়া
(গ) ভারত- চিন
(ঘ) ভারত ব্রিটেন
উত্তর: (খ) ভারত রাশিয়া

১০১.’RELOS’ চুক্তির পুরো নাম কি?
(ক) Reciprocal Exchange of Logistics Agreement
(খ) Relation Exchange of Logistics Agreement
(গ) Role and Expansion of Legal Agreement
(ঘ) উক্ত কোনোটিই নয়
উত্তর: (ক) Reciprocal Exchange of Logistics Agreement

১০২.’RELOS’ কত সালে ভারত-রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়?
(ক) ২০২১ সালে
(খ) ২০২২ সালে
(গ) ২০২৩ সালে
(ঘ) ২০২৪ সালে
উত্তর: (ঘ) ২০২৪ সালে

১০৩.’RELOS’ হল-
(ক) ভারত রাশিয়ার বাণিজ্যিক চুক্তি যা অর্থনৈতিক অগ্রগতি ঘটাতে সহায়তা করবে
(খ) ভারত রাশিয়ার প্রশাসনিক চুক্তি যা সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে
(গ) ভারত রাশিয়ার সাংস্কৃতিক চুক্তি যা পারস্পরিক সাংস্কৃতিক আদানপ্রদানকে বৃদ্ধি করবে
(ঘ) ভারত রাশিয়ার রাজনৈতিক চুক্তি যা সমাজতান্ত্রিক মতাদর্শের প্রসারে সহায়তা করবে
উত্তর: (খ) ভারত রাশিয়ার প্রশাসনিক চুক্তি যা সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে

১০৪.ভারতের কোন্ প্রতিবেশী রাষ্ট্র চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি?
(ক) ভুটান
(খ) শ্রীলঙ্কা
(গ) বাংলাদেশ
(ঘ) মালদ্বীপ
উত্তর: (ক) ভুটান

১০৫.কোন্ দুই দেশের মধ্যে গোল্ডেন ফ্রেন্ডশিপ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়?
(ক) ভারত-চিন
(খ) জাপান-চিন
(গ) বাংলাদেশ-চিন
(ঘ) বাংলাদেশ-আমেরিকা
উত্তর: (গ) বাংলাদেশ-চিন

১০৬.ভারতে কবে পরমাণু শক্তি কমিশন স্থাপিত হয়?
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে

১০৭.ভারতের কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয়-
(ক) পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষ
(খ) পরমাণু শক্তি কমিশন
(গ) হোমি ভাবা রিসার্চ সেন্টার
(ঘ) স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড
উত্তর: (ঘ) স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড

আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment