রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Political Science MCQ 5th Chapter

১. বহুদলীয় ব্যবস্থা দেখা যায়-
(ক) নিউজিল্যান্ড
(খ) কানাডা
(গ) ফ্রান্স
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক।
২. স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায়-
(ক) ফ্রান্সে
(খ) চিনে
(গ) ব্রিটেনে
(ঘ) সুইডেনে।
উত্তর: (ঘ) সুইডেনে।
৩. অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায়-
(ক) ফ্রান্সে
(খ) ব্রিটেনে
(গ) চিনে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে।
উত্তর: (ক) ফ্রান্সে।
৪. ইংল্যান্ডের একটি রাজনৈতিক দলের নাম হল-
(ক) রিপাবলিকান পার্টি
(খ) লেবার পার্টি
(গ) ডেমোক্র্যাটিক পার্টি
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়।
উত্তর: (খ) লেবার পার্টি।
৫. তানজানিয়ান আফ্রিকান জাতীয় ইউনিয়ন হল একটি-
(ক) শ্রমিক সংঘ
(খ) মজদুর সংঘ
(গ) রাজনৈতিক দল
(ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
উত্তর: (গ) রাজনৈতিক দল।
৬. সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী (Party Vanguard) বলে উল্লেখ করেছেন-
(ক) লেনিন
(খ) মার্কস
(গ) এঙ্গেলস্
(ঘ) গ্রামসি।
উত্তর: (ক) লেনিন।
৭. রাজনৈতিক দলের একটি কাজ-
(ক) সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা
(খ) দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করা
(গ) নির্বাচন পরিচালনা করা
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা।
৮. রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে-
(ক) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
(খ) রাজনৈতিক দল
(গ) সংঘ
(ঘ) ক্রীড়া প্রতিষ্ঠান।
উত্তর: (খ) রাজনৈতিক দল।
৯. সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজটি হল-
(ক) রাজনৈতিক দলের
(খ) স্বার্থগোষ্ঠীর
(গ) চাপসৃষ্টিকারী গোষ্ঠীর
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) রাজনৈতিক দলের।
১০. অ্যালমন্ড ও পাওয়েল-এর মতে রাজনৈতিক দলের প্রধান কাজ হল-
(ক) রাজনৈতিক নিয়োগ
(খ) রাজনৈতিক সামাজিকীকরণ
(গ) স্বার্থের সমষ্টিকরণ
(ঘ) সবকটিই সঠিক।
উত্তর: (ঘ) সবকটিই সঠিক।
১১. অ্যালান বল-এর মতে রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ কাজ হল-
(ক) স্বার্থের সমষ্টিকরণ
(খ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা
(গ) সরকার ও জনসাধারণের মধ্যে যোগসূত্র স্থাপন
(ঘ) (ক) ও (গ) উভয়ই সঠিক।
উত্তর: (ঘ) (ক) ও (গ) উভয়ই সঠিক।
১২. জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করাই রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ — কে বলেছেন?
(ক) লাওয়েল
(খ) অ্যালান বল
(গ) বার্ক
(ঘ) গেটেল।
উত্তর: (ক) লাওয়েল।
১৩. রাজনৈতিক দলের একটি গুণ হল-
(ক) নির্বাচন পরিচালনা করা
(খ) সরকারি নীতি ও কর্মসূচিকে দলীয় স্বার্থে চালনা করা
(গ) সরকারের উপর চাপসৃষ্টি করে স্বার্থ রক্ষা করা
(ঘ) রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো।
উত্তর: (ঘ) রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটানো।
১৪. এর মধ্যে কোনটি রাজনৈতিক দলের কাজ নয়-
(ক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী নির্বাচন
(খ) আইনসভায় নির্বাচন পরিচালনা করা
(গ) নীতি ও কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ইস্তেহার প্রকাশ করা
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) আইনসভায় নির্বাচন পরিচালনা করা।
১৫. রাজনৈতিক দলের একটি ত্রুটি হল-
(ক) সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে
(খ) জনগণ ও সরকারের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্যর্থ হয়
(গ) সরকারের উপর চাপ সৃষ্টি করে স্বার্থরক্ষার চেষ্টা করে
(ঘ) সরকার গঠনে ব্যর্থ হয়।
উত্তর: (ক) সুষ্ঠু জনমত গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে।
১৬. ভারতে একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল হল–
(ক) ভারতের কমিউনিস্ট পার্টি
(খ) জনতা দল
(গ) ভারতীয় জনতা দল
(ঘ) জাতীয় কংগ্রেস।
উত্তর: (ঘ) জাতীয় কংগ্রেস।
১৭. ভারতের রাজনৈতিক দলবাবস্থা–
(ক) দ্বিদলীয়
(খ) বহুদলীয়
(গ) একদলীয়
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়।
উত্তর: (খ) বহুদলীয়।
১৮. ভারতের সংবিধানে দলবাবস্থার উল্লেখ–
(ক) আছে
(খ) নেই
(গ) আংশিক আছে
(ঘ) আংশিক নেই।
উত্তর: (ক) আছে
১৯. ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে–
(ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (গ) ১৯৮৫ খ্রিস্টাব্দে।
২০. রাজনৈতিক দলবাবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে–
(ক) ৫২-তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে
(খ) ৪৪-তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে
(গ) ৪২-তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) ৫২-তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে।
২১. ৫২ তম সংবিধান সংশোধন সংঘটিত হয়েছিল–
(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৭ খ্রিস্টাব্দে।
উত্তর: (ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে।
২২. ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কী?
(ক) জাতীয় কংগ্রেস
(খ) সিপিআই (এম)
(গ) আম আদমি পার্টি
(ঘ) সিপিআই
উত্তর: (ক) জাতীয় কংগ্রেস।
২৩. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল–
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৫ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৮৮৫ খ্রিস্টাব্দে।
২৪. ভারতে দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটেছে–
(ক) জনগণের দাবি পূরণের উদ্দেশ্যে
(খ) জাতি গঠনের পটভূমিতে
(গ) দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায়
(ঘ) ব্রিটিশ উৎসাহের দরুন।
উত্তর: (গ) দেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায়।
২৫. ভারতে দলব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল–
(ক) ব্রিটেন
(খ) ফ্রান্স
(গ) পোর্তুগিজ
(ঘ) মুঘলরা।
উত্তর: (ক) ব্রিটেন।
২৬. রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক দান করে–
(ক) নির্বাচন কমিশন
(খ) প্রধানমন্ত্রী
(গ) কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশন
(ঘ) রাষ্ট্রপতি।
উত্তর: (ক) নির্বাচন কমিশন।
২৭. রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়–
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) নির্বাচন কমিশন
(ঘ) লোকসভার স্পিকার।
উত্তর: (গ) নির্বাচন কমিশন।
২৮. ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণিবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়–
(ক) নির্বাচন কমিশন
(খ) পার্লামেন্ট
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) সুপ্রিমকোর্ট।
উত্তর: (ক) নির্বাচন কমিশন।
২৯. ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়?
(ক) ২ টি
(খ) ৩টি
(গ) ৪ টি
(ঘ) ৬ টি।
উত্তর: (খ) ৩টি।
৩০. ভারতীয় সংবিধানে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে–
(ক) সুপ্রিমকোর্টের হাতে
(খ) হাইকোর্টের হাতে
(গ) পরিকল্পনা কমিশনের হাতে
(ঘ) নির্বাচন কমিশনের হাতে।
উত্তর: (ঘ) নির্বাচন কমিশনের হাতে।
৩১. নির্বাচন কমিশনের মতে, জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে যে কোনো চার বা তার অধিক সংখ্যক রাজ্যে প্রদত্ত মোট বৈধ ভোট কত শতাংশ সংগ্রহ করতে হয়?
(ক) ৬ শতাংশ
(খ) ৪ শতাংশ
(গ) ৩ শতাংশ
(ঘ) ২ শতাংশ।
উত্তর: (ক) ৬ শতাংশ।
৩২. রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলিকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করে–
(ক) নির্বাচন কমিশন
(খ) তদন্ত কমিশন
(গ) রাষ্ট্রপতি
(ঘ) প্রধানমন্ত্রী।
উত্তর: (ক) নির্বাচন কমিশন।
৩৩. ভারতের দলব্যবস্থাকে মরিস জোনস্ কয় ভাগে ভাগ করেছেন?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তর: (ক) দুই ভাগে
৩৪. জাতীয় দল যে রাজনীতি নিয়ে মাথা ঘামায় তা হল–
(ক) আঞ্চলিক রাজনীতি
(খ) জাতীয় রাজনীতি
(গ) ভাষাভিত্তিক রাজনীতি
(ঘ) আন্তর্জাতিক রাজনীতি
উত্তর: (খ) জাতীয় রাজনীতি।
৩৫. জাতীয় দল হল–
(ক) আন্তর্জাতিক ঐক্যের প্রতীক
(খ) আঞ্চলিক ঐক্যের প্রতীক
(গ) জাতীয় ঐক্যের প্রতীক
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর: (গ) জাতীয় ঐক্যের প্রতীক।
৩৬. বর্তমানে ভারতে স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা–
(ক) ৭টি
(খ) ৮টি
(গ) ৯টি
(ঘ) ৬টি
উত্তর: (ঘ) ৬টি
৩৭. ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে–
(ক) কংগ্রেস দল থেকে
(খ) ভারতীয় জনতা পার্টি থেকে
(গ) লোকদল থেকে
(ঘ) চক্রীদল থেকে
উত্তর: (ক) কংগ্রেস দল থেকে।
৩৮. ভারতীয় জাতীয় কংগ্রেস একটি–
(ক) নথিভুক্ত রাজনৈতিক দল
(খ) আঞ্চলিক দল
(গ) স্বীকৃত রাজ্য দল
(ঘ) জাতীয় দল
উত্তর: (ঘ) জাতীয় দল।
৩৯. ১৯৫২ খ্রিস্টাব্দ থেকে প্রায় ১৯৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে একাধিপত্যের যুগ বলা হয়–
(ক) তৃণমূল কংগ্রেসকে
(খ) সিপিআই (এম)-কে
(গ) কংগ্রেসকে
(ঘ) বিজেপিকে
উত্তর: (গ) কংগ্রেসকে।
৪০. ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে কোন রাজনৈতিক দলের আধিপত্য ছিল?
(ক) জাতীয় কংগ্রেস
(খ) জনসংঘ
(গ) স্বতন্ত্র দল
(ঘ) ফরওয়ার্ড ব্লক দল
উত্তর: (ক) জাতীয় কংগ্রেস।
৪১. ভারতে কর্তৃত্বযুক্ত দলীয় ব্যবস্থার অবসান ঘটে–
(ক) ১৯৬৫ খ্রিস্টাব্দের তৃতীয় লোকসভা নির্বাচনের পর
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দের পঞ্চম লোকসভা নির্বাচনের পর
(গ) ১৯৮৪ খ্রিস্টাব্দের অষ্টম লোকসভা নির্বাচনের পর
(ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দের নবম লোকসভা নির্বাচনের পর
উত্তর: (ঘ) ১৯৮৯ খ্রিস্টাব্দের নবম লোকসভা নির্বাচনের পর।
৪২. কংগ্রেসের আধিপত্যকে ‘The Congress System’ বলে অভিহিত করেছেন–
(ক) মরিস জোনস্
(খ) রজনী কোঠারি
(গ) অতুল কোহলি
(ঘ) জয়ন্তানুজ মুখোপাধ্যায়
উত্তর: (খ) রজনী কোঠারি।
৪৩. ভারতীয় দলবাবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা বলে অভিহিত করেছেন–
(ক) অ্যালান বল
(খ) পার্থ চ্যাটার্জী
(গ) আশীষ নন্দী
(ঘ) পল ব্রাস
উত্তর: (ক) অ্যালান বল।
৪৪. ভারতের অধিকাংশ রাজনৈতিক দলের ধরন হল–
(ক) গোষ্ঠীকেন্দ্রিক
(খ) ব্যক্তিকেন্দ্রিক
(গ) আত্মকেন্দ্রিক
(ঘ) সমষ্টিকেন্দ্রিক
উত্তর: (খ) ব্যক্তিকেন্দ্রিক।
৪৫. ভারতীয় দলীয় ব্যবস্থাকে ‘আধিপত্যশীল দলীয় ব্যবস্থা’ বলে চিহ্নিত করেন–
(ক) মরিস জোনস্ ও অ্যালান বল
(খ) অ্যালমন্ড ও পাওয়েল
(গ) ফাইনার ও ব্রাইস
(ঘ) লুসিয়ান পাই
উত্তর: (ক) মরিস জোনস্ ও অ্যালান বল
৪৬. ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য হল–
(ক) জোটসরকার গঠনের প্রবণতা
(খ) দলত্যাগ
(গ) বহুদলীয় ব্যবস্থা
(ঘ) সবকটিই সঠিক
উত্তর: (ঘ) সবকটিই সঠিক।
৪৭. পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে ভারতীয় দলব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন–
(ক) মহেন্দ্রপ্রতাপ সিং
(খ) জোয়া হাসান
(গ) শ্রীধরন
(ঘ) অ্যালান বল
উত্তর: (খ) জোয়া হাসান।
৪৮. ভারতে নির্বাচনের সময় বিপুল পরিমাণ অর্থব্যয়ের জন্য রাজনৈতিক দলগুলিকে বিশেষত ধনী ব্যবসায়ী ও সম্পদশালী ব্যক্তিদের উপর নির্ভর করতে হয়—মন্তব্যটি কে দিয়েছেন?
(ক) পার্থ চ্যাটার্জী
(খ) পল ব্রাস
(গ) ই শ্রীধরন
(ঘ) রজনী কোঠারি
উত্তর: (গ) ই শ্রীধরন
৪৯. ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
(ক) ১৯৫৩–৫৪
(খ) ১৯৫১–৫২
(গ) ১৯৪৯–৫০
(ঘ) ১৯৪৮–৪৯
উত্তর: (খ) ১৯৫১–৫২
৫০. জাতীয় দল হিসেবে স্বীকৃতির জন্য রাজনৈতিক দলকে অন্তত কয়টি রাজ্যে উপস্থিত থাকতে হয়?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
উত্তর: (ঘ) ৪ টি
৫১. ভারতের প্রথম নির্বাচনে কোন রাজনৈতিক দল জয় লাভ করে?
(ক) কমিউনিস্ট দল
(খ) সোস্যালিস্ট দল
(গ) হিন্দু মহাসভা
(ঘ) জাতীয় কংগ্রেস
উত্তর: (ঘ) জাতীয় কংগ্রেস
৫২. ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল?
(ক) ৬৪ টি
(খ) ৭৪ টি
(গ) ৫৪ টি
(ঘ) ৮৪ টি
উত্তর: (গ) ৫৪ টি
৫৩. প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট লাভ করেছিল?
(ক) ৪৫%
(খ) ৪৭%
(গ) ৫০%
(ঘ) ৫৫%
উত্তর: (ক) ৪৫%
৫৪. ১৯৮০ খ্রিস্টাব্দের লোকসভা নির্বাচনকে শারদ পাওয়ার কী বলে অভিহিত করেছিলেন?
(ক) গণবিপ্লব
(খ) গণআন্দোলন
(গ) গণপ্রত্যাহার
(ঘ) গণভোট
উত্তর: (ঘ) গণভোট
৫৫. ভারতের ষোড়শ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়—
(ক) ২০১০ সালে
(খ) ২০১১ সালে
(গ) ২০১৪ সালে
(ঘ) ২০১৫ সালে
উত্তর: (গ) ২০১৪ সালে
৫৬. ষোড়শ লোকসভা নির্বাচনে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি লাভ করেছিল—
(ক) ৪১ টি দল
(খ) ২০ টি দল
(গ) ৩১ টি দল
(ঘ) ৪৩ টি দল
উত্তর: (ক) ৪১ টি দল
৫৭. ভারতে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—
(ক) ২২ টি
(খ) ১৫ টি
(গ) ১৭ টি
(ঘ) ১৮ টি
উত্তর: (ঘ) ১৮ টি
৫৮. ভারতে শেষ (অষ্টাদশ) লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়—
(ক) ২০২০ সালে
(খ) ২০২৪ সালে
(গ) ২০১৬ সালে
(ঘ) ২০২২ সালে
উত্তর: (খ) ২০২৪ সালে
৫৯. কংগ্রেস দলের মধ্যে প্রথম ভাঙন পরিলক্ষিত হয়—
(ক) ১৯৫২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
৬০. ১৯৭৮ খ্রিস্টাব্দে শাসক দল কংগ্রেস ভেঙে কটি দলের উদ্ভব ঘটে?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
উত্তর: (খ) ২টি
৬১. কংগ্রেস দলের বর্তমান সভাপতি হলেন—
(ক) মল্লিকার্জুন খার্গে
(খ) প্রণব মুখার্জ্জী
(গ) রাহুল গান্ধি
(ঘ) সোনিয়া গান্ধি
উত্তর: (ক) মল্লিকার্জুন খার্গে
৬২. কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতি ছিলেন—
(ক) নেহরু
(খ) ইন্দিরা গান্ধি
(গ) সোনিয়া গান্ধি
(ঘ) রাহুল গান্ধি
উত্তর: (গ) সোনিয়া গান্ধি
৬৩. কংগ্রেস দলের ছাত্র সংগঠন হল—
(ক) টিএমসিপি
(খ) সিটু
(গ) এসএফআই
(ঘ) ছাত্র পরিষদ
উত্তর: (ঘ) ছাত্র পরিষদ
৬৪. ডিএমকে একটি জাতীয় রাজনৈতিক দল—
(ক) বহুজন সমাজ পার্টি
(খ) ডিএমকে
(গ) তেলুগু দেশম
(ঘ) অসম গণপরিষদ
উত্তর: (ক) বহুজন সমাজ পার্টি
৬৫. বহুজন সমাজ পার্টি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
৬৬. ভারতে জাতীয় দল হিসেবে চিহ্নিত—
(ক) বিজেপি
(খ) ডিএমকে
(গ) ফরওয়ার্ড ব্লক
(ঘ) অকালি দল
উত্তর: (ক) বিজেপি
৬৭. ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
৬৮. ভারতীয় জনতা পার্টির দুটি আদর্শের উল্লেখ করো—
(ক) স্বদেশি
(খ) হিন্দুত্ব
(গ) (ক) ও (খ) উভয়েই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) (ক) ও (খ) উভয়েই
৬৯. ভারতীয় জনতা পার্টি একটি—
(ক) মধ্যপন্থী দল
(খ) বামপন্থী দল
(গ) দক্ষিণপন্থী দল
(ঘ) ভাষাভিত্তিক দল
উত্তর: (গ) দক্ষিণপন্থী দল
৭০. বিজেপি-র পূর্বসূরি সংগঠনটির নাম হল—
(ক) বিশ্ব হিন্দু পরিষদ
(খ) জনসংঘ
(গ) জনতা পার্টি
(ঘ) আরএসপি
উত্তর: (খ) জনসংঘ
৭১. ভারতীয় জনতা দল এখন ভারতের—
(ক) প্রধান বিরোধী দল
(খ) প্রধান শাসক দল
(গ) জাতীয় দল
(ঘ) ভাষাভিত্তিক দল
উত্তর: (খ) প্রধান শাসক দল
৭২. ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হল—
(ক) কংগ্রেস
(খ) সমাজবাদী পার্টি
(গ) সিপিআই (এম)
(ঘ) বিজেপি
উত্তর: (ক) কংগ্রেস
৭৩. সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হল—
(ক) ভারতীয় জনতা পার্টি
(খ) সমাজবাদী পার্টি
(গ) অকালি দল
(ঘ) মুসলিম লিগ
উত্তর: (ক) ভারতীয় জনতা পার্টি
৭৪. ভারতীয় জনসংঘ-এর প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য হলেন—
(ক) কে এম মুন্সি
(খ) বলদেব সিং
(গ) শ্যামাপ্রসাদ মুখার্জী
(ঘ) নেহরু
উত্তর: (গ) শ্যামাপ্রসাদ মুখার্জী
৭৫. ভারতীয় জনসংঘ-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়—
(ক) ১৯৬৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
৭৬. কোন রাজনৈতিক দল ভেঙে ভারতীয় জনতা দল তৈরি হয়?
(ক) ভারতীয় জনসংঘ
(খ) জনতা দল
(গ) বহুজন সমাজ দল
(ঘ) ভারতীয় গণতান্ত্রিক দল
উত্তর: (খ) জনতা দল
৭৭. ১৯৭৮ খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দল অনগ্রসর শ্রেণির জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল?
(ক) জাতীয় কংগ্রেস
(খ) ভারতীয় জনতা দল
(গ) জনতা পার্টি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) জনতা পার্টি
৭৮. ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকার গঠিত হয়—
(ক) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
৭৯. ভারতের মার্কসীয় সাম্যবাদে বিশ্বাসী একটি দল হল—
(ক) সমাজতন্ত্রী দল
(খ) জনতা দল
(গ) সিপিআই (এম)
(ঘ) লোকদল
উত্তর: (গ) সিপিআই (এম)
৮০. ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়—
(ক) মহারাষ্ট্রে
(খ) ত্রিপুরায়
(গ) তামিলনাডুতে
(ঘ) কেরলে
উত্তর: (ঘ) কেরলে
৮১. ভারতের কমিউনিস্ট পার্টিতে ভাঙন ধরে—
(ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ১৯৬৪ খ্রিস্টাব্দে
৮২. ভারতের কমিউনিস্ট দল বিভাজিত হয়ে সৃষ্টি হয়েছে—
(ক) CPI (লেনিনবাদী)
(খ) CPI (মার্কসবাদী)
(গ) CPI (মাওবাদী)
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) CPI (মার্কসবাদী)
৮৩. সংগঠন পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিকে অনুসরণ করে চলে—
(ক) আরএসপি
(খ) বিএসপি
(গ) সিপিআই (এম)
(ঘ) কংগ্রেস
উত্তর: (গ) সিপিআই (এম)
৮৪. সিপিএম দলের ছাত্র সংগঠন হল—
(ক) সিআইটিইউ
(খ) এসএফআই
(গ) টিএমসি
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর: (খ) এসএফআই
৮৫. Caste in Indian Politics গ্রন্থটির রচয়িতা—
(ক) রজনী কোঠারি
(খ) দূর্গাদাস বসু
(গ) পি এন ভগবতী
(ঘ) জে সি জোহারি
উত্তর: (ক) রজনী কোঠারি
৮৬. Indian Government and Politics গ্রন্থের রচয়িতা হলেন—
(ক) রজনী কোঠারি
(খ) এস এল সিক্রি
(গ) পল ব্রাস
(ঘ) আশীষ নন্দী
উত্তর: (খ) এস এল সিক্রি
৮৭. ভারতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের বেছে নেয়—
(ক) দলের শীর্ষ নেতারা
(খ) দলের সদস্যরা
(গ) দলের সমর্থকরা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) দলের শীর্ষ নেতারা
৮৮. যখন বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে সরকার গঠনের প্রয়াস করে তাকে বলে—
(ক) জোট রাজনীতি
(খ) একদলীয় রাজনীতি
(গ) বহুদলীয় রাজনীতি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) জোট রাজনীতি
৮৯. ভারতীয় দলব্যবস্থায় জোটবদ্ধ রাজনীতির উদ্ভব হয়—
(ক) তৃতীয় নির্বাচনের পরবর্তী সময় থেকে
(খ) দ্বিতীয় নির্বাচনের পরবর্তী সময় থেকে
(গ) চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে
(ঘ) প্রথম নির্বাচনের পরবর্তী সময় থেকে
উত্তর: (গ) চতুর্থ নির্বাচনের পরবর্তী সময় থেকে
৯০. ‘জোট’ কথাটির অর্থ হল—
(ক) যখন দুটি দল একসঙ্গে সরকার গঠন করে
(খ) বামপন্থী ও ডানপন্থী দলের একত্রে সরকার গঠন
(গ) যখন রাষ্ট্রীয় ও জাতীয় দলগুলি একত্রে সরকার গঠন করে
(ঘ) যখন বহুদলীয় ব্যবস্থায় কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে যুক্ত হয়
উত্তর: (ঘ) যখন বহুদলীয় ব্যবস্থায় কয়েকটি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতায় জয়ী হওয়ার উদ্দেশ্যে যুক্ত হয়
৯১. জোট সরকারের ইংরেজি প্রতিশব্দ হল—
(ক) Democratic Government
(খ) State Government
(গ) Coalition Government
(ঘ) Central Government
উত্তর: (গ) Coalition Government
৯২. জোট সরকার প্রয়োজনীয় হয়—
(ক) সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করার জন্য
(খ) যখন কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না
(গ) সংখ্যালঘুর দাবি রক্ষার্থে
(ঘ) রাজনৈতিক দলের সংখ্যা হ্রাস করতে
উত্তর: (খ) যখন কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না
৯৩. ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির প্রবণতা প্রকট হয়ে ওঠে—
(ক) ১৯৬৭-এর পর থেকে
(খ) ১৯৭০-এর পর থেকে
(গ) ১৯৭৭-এর পর থেকে
(ঘ) ১৯৯০-এর পর থেকে
উত্তর: (ক) ১৯৬৭-এর পর থেকে
৯৪. ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির সূত্রপাত ঘটে—
(ক) ১৯৫২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৬৭ খ্রিস্টাব্দে
৯৫. লোকসভায় যদি কোনো রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে বলে—
(ক) ত্রিশঙ্কু লোকসভা
(খ) একশঙ্কু লোকসভা
(গ) বহুশঙ্কু লোকসভা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ত্রিশঙ্কু লোকসভা
৯৬. ভারতে প্রথম জোট সরকার গঠিত হয়—
(ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৭৭ খ্রিস্টাব্দে
৯৭. কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার গঠিত হয়?
(ক) জয়প্রকাশ নারায়ণ
(খ) রাজীব গান্ধি
(গ) মোরারজি দেশাই
(ঘ) অটলবিহারী বাজপেয়ী
উত্তর: (গ) মোরারজি দেশাই
৯৮. জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) গঠিত হয়—
(ক) ১৯৯৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৯২ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
৯৯. এনডিএ জোটের শরিক দলের নাম হল—
(ক) সিপিআই
(খ) শিবসেনা
(গ) সিপিআই (এম)
(ঘ) আরজেডি
উত্তর: (খ) শিবসেনা
১০০. NDA-এর পুরো কথা হল—
(ক) New Development Alliance
(খ) National Democratic Alliance
(গ) National Development Alliance
(ঘ) New Democratic Alliance
উত্তর: (খ) National Democratic Alliance
১০১. NDA জোট বলতে কী বোঝো?
(ক) জাতীয় গণতান্ত্রিক জোট
(খ) নতুন গণতান্ত্রিক জোট
(গ) জাতীয় উন্নয়ন জোট
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) জাতীয় গণতান্ত্রিক জোট
১০২. এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল?
(ক) বিজেপির নেতৃত্বে
(খ) কংগ্রেসের নেতৃত্বে
(গ) সিপিআই-এর নেতৃত্বে
(ঘ) সিপিআই (এম)-এর নেতৃত্বে
উত্তর: (ক) বিজেপির নেতৃত্বে
১০৩. সংযুক্ত প্রগতিশীল মোর্চা (UPA) গঠিত হয়—
(ক) ২০০৪ সালে
(খ) ২০০১ সালে
(গ) ২০০২ সালে
(ঘ) ২০০০ সালে
উত্তর: (ক) ২০০৪ সালে
১০৪. সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট—
(ক) হ্যাঁ
(খ) না
(গ) পরিস্থিতি নির্ভর
(ঘ) অমীমাংসিক
উত্তর: (খ) না
১০৫. ইউপিএ জোটের নেতৃত্ব দেয়—
(ক) তৃণমূল কংগ্রেস
(খ) বিজেপি
(গ) সিপিআই (এম)
(ঘ) জাতীয় কংগ্রেস
উত্তর: (ঘ) জাতীয় কংগ্রেস
১০৬. ইউপিএ জোটের শরিক দলের নাম হল—
(ক) ডিএমকে
(খ) সিপিআই
(গ) শিবসেনা
(ঘ) অকালি দল
উত্তর: (ক) ডিএমকে
১০৭. ইউপিএ বলতে কী বোঝায়?
(ক) জাতীয় গণতান্ত্রিক জোট
(খ) সংযুক্ত প্রগতিশীল জোট
(গ) জাতীয় মোর্চা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) সংযুক্ত প্রগতিশীল জোট
১০৮. কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল?
(ক) মনমোহন সিং
(খ) রাজীব গান্ধি
(গ) নরসিমা রাও
(ঘ) মোরারজি দেশাই
উত্তর: (ক) মনমোহন সিং
১০৯. UPA-এর সম্পূর্ণ নাম কী?
(ক) United Province Alliance
(খ) United People Alliance
(গ) United Progressive Alliance
(ঘ) United Purpose Alliance
উত্তর: (গ) United Progressive Alliance
১১০. ভারতে প্রথম মেয়াদ পূর্ণকারী জোট সরকার হল—
(ক) ভিপি সিং নেতৃত্বাধীন জাতীয় মোর্চা
(খ) অটলবিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন NDA জোট
(গ) মনমোহন সিং নেতৃত্বাধীন UPA জোট
(ঘ) এইচ ডি দেবগৌড়া নেতৃত্বাধীন ইউনাইটেড ফ্রন্ট
উত্তর: (খ) অটলবিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন NDA জোট
আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর
Nice
Thank You