জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার

জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | Jati Ghothoner Somosya Somuha MCQ HS 3rd Semester Political science 4th Chapter MCQ

জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস
জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার | Jati Ghothoner Somosya Somuha MCQ HS 3rd Semester Political science 4th Chapter MCQ

১. দেশীয় রাজ্যের অর্থ-
(ক) ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য
(খ) সুলতানি আমলে রাজার রাজ্য
(গ) মুঘল আমলে রাজার রাজ্য
(ঘ) রাজার রাজ্য
উত্তর: (ক) ব্রিটিশ আমলে রাজার দ্বারা শাসিত রাজ্য

২. ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলি কারা শাসন করত?
(ক) স্থানীয় ও আঞ্চলিক শাসকেরা
(খ) ব্রিটিশরা
(গ) জমিদাররা
(ঘ) জাতীয় কংগ্রেসের নেতা
উত্তর: (ক) স্থানীয় ও আঞ্চলিক শাসকেরা

৩. কোন্ কোন্ তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে?
(ক) ভাবনগর, কাশ্মীর, গোয়ালিয়র
(খ) বরোদা, মহীশূর, হায়দরাবাদ
(গ) বিকানির, বরোদা, হায়দরাবাদ
(ঘ) কাশ্মীর, জুনাগড়, হায়দরাবাদ
উত্তর: (ঘ) কাশ্মীর, জুনাগড়, হায়দরাবাদ

৪. কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল-
(ক) হায়দরাবাদ
(খ) মহীশূর
(গ) জুনাগড়
(ঘ) গোয়ালিয়র
উত্তর: (খ) মহীশূর

৫. ইয়ানাম ও কারিকলকে ভারতের কত সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চন্দননগর, মাহে, অঙ্গরাজ্যগুলির অন্তর্ভুক্ত করা হয়?
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

৬. মুসলিম লিগের জন্ম হয়-
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯০৬ খ্রিস্টাব্দে

৭. বঙ্গভঙ্গ পরিকল্পনার সূত্রপাত ঘটে-
(ক) ১৯০৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

৮. খিলাফৎ আন্দোলন শুরু হয়-
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

৯. মন্ত্রীমিশন ভারতে আসে-
(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

১০. ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়-
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

১১. ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে সৃষ্টি হওয়া দুটি রাষ্ট্র হল-
(ক) ভারত ও বাংলাদেশ
(খ) ভারত ও শ্রীলঙ্কা
(গ) ভারত ও পাকিস্তান
(ঘ) ভারত ও মালদ্বীপ
উত্তর: (গ) ভারত ও পাকিস্তান

১২. ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন-
(ক) বল্লভভাই প্যাটেল
(খ) লিয়াকৎ আলি খান
(গ) ড. রাজেন্দ্র প্রসাদ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বল্লভভাই প্যাটেল

১৩. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন–
(ক) মহম্মদ আলি জিন্নাহ
(খ) জওহরলাল নেহরু
(গ) চক্রবর্তী রাজাগোপালাচারি
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: (গ) চক্রবর্তী রাজাগোপালাচারি

১৪. কংগ্রেস ও মুসলিম লিগের বিরোধের পরিপ্রেক্ষিতে একটি ভাঙন পরিকল্পনা তৈরি করেন–
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) লর্ড ওয়াভেল
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) ক্লিমেন্ট এটলি
উত্তর: (খ) লর্ড ওয়াভেল

১৫. ১৯৪৬ খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়–
(ক) বল্লভভাই প্যাটেল-এর নেতৃত্বে
(খ) জওহরলাল নেহরু-এর নেতৃত্বে
(গ) পট্টভি সিতারামাইয়ার নেতৃত্বে
(ঘ) খান আবদুল গফ্ফর খান-এর নেতৃত্বে
উত্তর: (খ) জওহরলাল নেহরু-এর নেতৃত্বে

১৬. ‘সীমান্ত গান্ধি’ নামে পরিচিত ছিলেন–
(ক) খান আবদুল গফ্ফর খান
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) পট্টভি সিতারামাইয়া
(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারি
উত্তর: (ক) খান আবদুল গফ্ফর খান

১৭. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির কথা বলেন–
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) মহম্মদ আলি জিন্নাহ
(গ) রামসে ম্যাকডোনাল্ড
(ঘ) জওহরলাল নেহরু
উত্তর: (গ) রামসে ম্যাকডোনাল্ড

১৮. ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়–
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি
উত্তর: (গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

১৯. পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন–
(ক) সৈয়দ জামালউদ্দিন
(খ) সৈয়দ আহমেদ খান
(গ) চৌধুরী রহমত আলি
(ঘ) বদরুদ্দিন তৈয়াবজি
উত্তর: (গ) চৌধুরী রহমত আলি

২০. ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষণার সময়কালে বড়োলাটের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন–
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড মাউন্টব্যাটেন
(গ) ক্লিমেন্ট এটলি
(ঘ) স্যার কনরাড করফিল্ড
উত্তর: (ঘ) স্যার কনরাড করফিল্ড

২১. ১৯৪০ খ্রিস্টাব্দে মহম্মদ আলি জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন–
(ক) লাহোর অধিবেশনে
(খ) নাগপুর অধিবেশনে
(গ) ফেব্রুয়ারি ঘোষণায়
(ঘ) সীমানা কমিশনে
উত্তর: (ক) লাহোর অধিবেশনে

২২. গণপরিষদের প্রথম অধিবেশন বসে–
(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর
(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর
উত্তর: (ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর

২৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়–
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২ জুন
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ৪ জুন
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৫ জুন
উত্তর: (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন

২৭. দেশীয় রাজাগুলির হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত ফেব্রুয়ারি ঘোষণা প্রকাশ করেন–
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড মাউন্টব্যাটেন
(গ) ক্লিমেন্ট এটলি
(ঘ) স্যার কনরাড করফিল্ড
উত্তর: (গ) ক্লিমেন্ট এটলি

২৮. জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়–
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৪ জুলাই
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৪ মার্চ
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৪ জুলাই
উত্তর: (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর

২৯. জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ছিলেন–
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) লিয়াকৎ আলি খান
(গ) মহম্মদ আলি জিন্নাহ
(ঘ) ভিপি মেনন
উত্তর: (খ) লিয়াকৎ আলি খান

৩০. ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন–
(ক) জওহরলাল নেহরু
(খ) রাজেন্দ্র প্রসাদ
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) ভিপি মেনন
উত্তর: (ক) জওহরলাল নেহরু

৩১. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন–
(ক) বিধানচন্দ্র রায়
(খ) সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) চক্রবর্তী রাজাগোপালাচারি
উত্তর: (গ) বল্লভভাই প্যাটেল

৩২. ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ জুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন–
(ক) লর্ড কার্জন
(খ) ওয়াভেল
(গ) হিউম
(ঘ) ওয়েলেসলি
উত্তর: (খ) ওয়াভেল

৩৩. জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন–
(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ আগস্ট
উত্তর: (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট

৩৪. ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন–
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড ওয়াভেল
(ঘ) সিরিল র‍্যাডক্লিফ
উত্তর: (ঘ) সিরিল র‍্যাডক্লিফ

৩৫. “আগামীকাল আমরা ব্রিটিশ আধিপত্যের দাসত্ব থেকে মুক্ত হব, কিন্তু মধ্যরাত্রে ভারতও বিভক্ত হয়ে যাবে। এই কারণে আগামীকাল আমাদের জন্য আনন্দের পাশাপাশি শোকের দিন।” — উক্তিটি করেছেন–
(ক) মহাত্মা গান্ধি
(খ) জওহরলাল নেহরু
(গ) আম্বেদকর
(ঘ) খান আবদুল গফফর খান
উত্তর: (ক) মহাত্মা গান্ধি

৩৬. ‘উদ্‌দ্বাস্তু’ কথার অর্থ হল–
(ক) বাস্তুতে থেকে যাওয়া
(খ) বাস্তু থেকে উৎখাত হওয়া
(গ) বাস্তু বদল করা
(ঘ) বাস্তু হস্তান্তর করা
উত্তর: (খ) বাস্তু থেকে উৎখাত হওয়া

৩৭. উদ্‌দ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ–
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারত বিভাজন
(খ) পাকিস্তান থেকে পলায়ন
(গ) অত্যাচার
(ঘ) সন্ত্রাস
উত্তর: (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারত বিভাজন

৩৮. পুনর্বাসন নীতি ঘোষণা করেন–
(ক) চক্রবর্তী রাজাগোপালাচারি
(খ) জওহরলাল নেহরু
(গ) ড. রাজেন্দ্র প্রসাদ
(ঘ) লিয়াকৎ আলি খান
উত্তর: (খ) জওহরলাল নেহরু

৩৯. ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারতভাগের পরিণতি ছিল–
(ক) জনসংখ্যা স্থানান্তর
(খ) উদ্‌দ্বাস্তু সমস্যা
(গ) সংখ্যালঘু সমস্যা
(ঘ) সবকটিই
উত্তর: (খ) উদ্‌দ্বাস্তু সমস্যা

৪০. পূর্ববঙ্গের উদ্‌বাস্তু সমস্যার সমাধান না হওয়ার প্রতিবাদে তৎকালীন কোন্ কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেন?
(ক) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(খ) মেহেরচাঁদ খান্না
(গ) আম্বেদকর
(ঘ) বল্লভভাই প্যাটেল
উত্তর: (ক) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

৪১. উদ্‌দ্বাস্তু সমস্যাসমাধানে ভারত সরকার কী করেছিল?
(ক) ত্রানের ব্যবস্থা করে
(খ) পুনর্বাসনের ব্যবস্থা করে
(গ) শরণার্থীদের জমির দলিল প্রদান করে
(ঘ) সবকটিই সঠিক
উত্তর: (ঘ) সবকটিই সঠিক

৪২. পূনর্বাসনের যুগ বলা হয় যে সময়কালকে, তা হল–
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত
উত্তর: (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ পর্যন্ত

৪৩. ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময়ে জনসংখ্যার স্থানান্তর হয়েছিল?
(ক) উত্তরাখণ্ডে
(খ) ত্রিপুরাতে
(গ) অসমে
(ঘ) পাঞ্জাবে
উত্তর: (ঘ) পাঞ্জাবে

৪৪. উদ্‌বাস্তু সমস্যাসমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য CAA আইন সংশোধনী পাশ হয়–
(ক) ২০১৯ সালে
(খ) ২০২০ সালে
(গ) ২০২১ সালে
(ঘ) ২০২২ সালে
উত্তর: (ক) ২০১৯ সালে

৪৫. ‘উদ্‌বাস্তু’ গ্রন্থের লেখক–
(ক) জ্যোতির্ময়ী দেবী
(খ) সাদাত হাসান মান্টো
(গ) হিরন্ময় বন্দোপাধ্যায়
(ঘ) খুশবন্ত সিং
উত্তর: (গ) হিরন্ময় বন্দোপাধ্যায়

৪৬. উদ্‌বাস্তুদের স্বার্থে ইন্ডিয়ান কোঅপারেটিভ ইউনিয়ন গড়ে তোলেন–
(ক) জওহরলাল নেহরু
(খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
(গ) আম্বেদকর
(ঘ) বিধানচন্দ্র রায়
উত্তর: (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়

৪৭. পাঞ্জাবে উদ্‌দ্বাস্তু পুনর্বাসনের সমগ্র বিষয়টি পরিচালিত হয় যার নির্দেশে, তিনি হলেন–
(ক) সর্দার তারলোক সিং
(খ) রঞ্জিত সিং
(গ) বীর দেবিন্দার সিং
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সর্দার তারলোক সিং

৪৮. নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল
(খ) ১৯৫২ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল
(গ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল
উত্তর: (ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল

৪৯. নেহরু-লিয়াকৎ চুক্তির অপর নাম হল–
(ক) লাহোর চুক্তি
(খ) কলকাতা চুক্তি
(গ) দিল্লি চুক্তি
(ঘ) আহমেদাবাদ চুক্তি
উত্তর: (গ) দিল্লি চুক্তি

৫০. উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত ছিলেন–
(ক) সুরেন্দ্রকুমার দে
(খ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(গ) ড. বিধানচন্দ্র রায়
(ঘ) যদুনাথ
উত্তর: (খ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

৫১. Train to Pakistan গ্রন্থের লেখক–
(ক) জওহরলাল নেহরু
(খ) মহাত্মা গান্ধি
(গ) ভিপি মেনন
(ঘ) খুশবন্ত সিং
উত্তর: (ঘ) খুশবন্ত সিং

৫২. ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল গঠিত হয়–
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে

৫৩. নেহরু-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল–
(ক) অভিবাসন সমস্যাকে কেন্দ্র করে
(খ) সন্ত্রাসবাদ দমনের জন্য
(গ) দারিদ্র্য দূরীকরণের জন্য
(ঘ) উদ্‌দ্বাস্তু সমস্যাসমাধানের জন্য
উত্তর: (ঘ) উদ্‌দ্বাস্তু সমস্যাসমাধানের জন্য

৫৪. লৌহমানব (Iron Man) আখ্যা দেওয়া হয়েছে–
(ক) জওহরলাল নেহরু
(খ) মহাত্মা গান্ধি
(গ) সর্দার বল্লভভাই প্যাটেল
(ঘ) খান আবদুল গফ্ফর খান
উত্তর: (গ) সর্দার বল্লভভাই প্যাটেল

৫৫. দেশীয় রাজা কাশ্মীরের ভারতভূক্তির জন্য সম্পাদিত হয় যে দলিলটি, তা হল–
(ক) Instrument of Integration
(খ) Instrument of Accession
(গ) Instrument of Action
(ঘ) Instrument of Separation
উত্তর: (খ) Instrument of Accession

৫৬. ভারতের বিসমার্ক বলা হয়–
(ক) জওহরলাল নেহরুকে
(খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে
(গ) ড. রাজেন্দ্র প্রসাদকে
(ঘ) ড. বি. আর. আম্বেদকরকে
উত্তর: (খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে

৫৭. দেশীয় রাজ্যগুলির ভারতভূক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন–
(ক) মহাত্মা গান্ধি
(খ) লিয়াকৎ আলি
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) মহম্মদ আলি জিন্নাহ
উত্তর: (গ) বল্লভভাই প্যাটেল

৫৮. ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল–
(ক) গুজরাট ও পাঞ্জাব
(খ) বাংলা ও পাঞ্জাব
(গ) বাংলা ও গুজরাট
(ঘ) গুজরাট ও রাজস্থান
উত্তর: (খ) বাংলা ও পাঞ্জাব

৫৯. ভারতে দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, তা হল–
(ক) অসম ও বাংলা
(খ) বোম্বাই প্রদেশ ও সিন্ধুপ্রদেশ
(গ) পাঞ্জাব ও বাংলা
(ঘ) রাজস্থান ও বালুচিস্তান
উত্তর: (গ) পাঞ্জাব ও বাংলা

৬০. র‍্যাডক্লিফ সীমানা নির্ধারিত হয়–
(ক) ভারত ও নেপালের মধ্যে
(খ) ভারত ও আফগানিস্তানের মধ্যে
(গ) ভারত ও পাকিস্তানের মধ্যে
(ঘ) ভারত ও চিনের মধ্যে
উত্তর: (গ) ভারত ও পাকিস্তানের মধ্যে

৬১. ১৯৪৭ খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেলের সময় প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন–
(ক) রাজেন্দ্র প্রসাদ
(খ) ভি. পি. মেনন
(গ) জে এন চৌধুরী
(ঘ) কে আর নারায়ণন
উত্তর: (খ) ভি. পি. মেনন

৬২. India Wins Freedom গ্রন্থটি কার লেখা?
(ক) জওহরলাল নেহরু
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) মৌলানা আবুল কালাম আজাদ
(ঘ) ভিপি মেনন
উত্তর: (গ) মৌলানা আবুল কালাম আজাদ

৬৩. স্বাধীনতার প্রাক্কালে ভারতে দেশীয় রাজ্য ছিল–
(ক) প্রায় ৬০০টি
(খ) প্রায় ৭০০টি
(গ) প্রায় ৮০০টি
(ঘ) প্রায় ৯০০টি
উত্তর: (ক) প্রায় ৬০০টি

৬৪. দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তিকরণের দাবি জানান–
(ক) গান্ধি ও নেহরু
(খ) নেহরু ও লিয়াকৎ আলি খান
(গ) প্যাটেল ও মেনন
(ঘ) প্যাটেল ও জিন্নাহ
উত্তর: (গ) প্যাটেল ও মেনন

৬৫. “ভারতের দ্রুত সমন্বয়সাধন নিশ্চিতভাবে সর্দার প্যাটেলের সবচেয়ে বড়ো কৃতিত্ব” – বলেছেন:
(ক) ড. সুমিত সরকার
(খ) রণজিত গুহ
(গ) রমা রোলা
(ঘ) ভি. পি. মেনন
উত্তর: (ক) ড. সুমিত সরকার

৬৬. দেশীয় রাজ্য ছিল না–
(ক) বোম্বাই
(খ) ভোপাল
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর
উত্তর: (ক) বোম্বাই

৬৭. দেশীয় রাজ্য দফতর খোলা হয়–
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৭ জুন
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৭ জুন
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৭ জুন
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৭ জুন
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৭ জুন

৬৮. ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন–
(ক) হরি সিং
(খ) বোধচন্দ্র সিং
(গ) রণজিত সিং
(ঘ) তারলোক সিং
উত্তর: (ক) হরি সিং

৬৯. কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতভূক্তির দলিলে (Instrument of Accession) স্বাক্ষরদান করেন–
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর
উত্তর: (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর

৭০. লর্ড মাউন্টব্যাটেন-এর পরামর্শে জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা উত্থাপিত হয়–
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর
উত্তর: (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর

৭১. কাশ্মীর সমস্যাসমাধানের জন্য কাশ্মীরে গণভোটের দায়িত্ব দেওয়া হয়–
(ক) লর্ড মাউন্টব্যাটেনকে
(খ) মহারাজা হরি সিংকে
(গ) অ্যাডমিরাল নিমিৎজকে
(ঘ) শেখ আবদুল্লাহকে
উত্তর: (গ) অ্যাডমিরাল নিমিৎজকে

৭২. ১৯৪৮ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর কাশ্মীরে যুদ্ধবিরতি সীমারেখা (LOC) চিহ্নিত করে–
(ক) সাধারণ সভা
(খ) জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স
(গ) আন্তর্জাতিক বিচারালয়
(ঘ) নিরাপত্তা পরিষদ
উত্তর: (ঘ) নিরাপত্তা পরিষদ

৭৩. সংবিধানের কোন্ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল?
(ক) ৩৭০ নং ধারা
(খ) ৩৭১ নং ধারা
(গ) ৩৮২ নং ধারা
(ঘ) ৩৯০ নং ধারা
উত্তর: (ক) ৩৭০ নং ধারা

৭৪. জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত করা হয়–
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তর: (খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

৭৫. জম্মু ও কাশ্মীর পূনর্গঠন আইন (Jammu and Kashmir Reorganisation Act) তৈরি হয়–
(ক) ২০১৬ সালে
(খ) ২০১৭ সালে
(গ) ২০১৮ সালে
(ঘ) ২০১৯ সালে
উত্তর: (ঘ) ২০১৯ সালে

৭৬. ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল–
(ক) ন্যাশনাল কনফারেন্স
(খ) জাতীয় কংগ্রেস
(গ) আজাদ কাশ্মীর
(ঘ) মুসলিম লিগ
উত্তর: (ক) ন্যাশনাল কনফারেন্স

৭৭. মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয়–
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে

৭৮. ১৯৪৮ খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন–
(ক) মহারাজা হরি সিং
(খ) মহারাজা বোধচন্দ্র সিং
(গ) বীরচন্দ্র মানিক্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) মহারাজা বোধচন্দ্র সিং

৭৯. মণিপুর ভারতে সংযুক্ত হয়–
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

৮০. স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য ছিল–
(ক) কাশ্মীর
(খ) জুনাগড়
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর
উত্তর: (গ) হায়দরাবাদ

৮১. হায়দরাবাদের নিজাম স্বাধীনতা রক্ষার জন্য যে সাম্প্রদায়িক দাঙ্গাবাহিনী গড়ে তোলেন, তাদের বলা হয়–
(ক) রাজাকার বাহিনী
(খ) গুরুমুখী সম্প্রদায়
(গ) জাঠ সম্প্রদায়
(ঘ) গোর্খা বাহিনী
উত্তর: (ক) রাজাকার বাহিনী

৮২. দেশীয় রাজা হায়দরাবাদের ভারতভূক্তি ঘটে–
(ক) মে, ১৯৪৬ খ্রিস্টাব্দ
(খ) জুন, ১৯৪৬ খ্রিস্টাব্দ
(গ) আগস্ট, ১৯৪৮ খ্রিস্টাব্দ
(ঘ) সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দ
উত্তর: (ঘ) সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দ

৮৩. হায়দরাবাদের নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন–
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে

৮৪. আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ ভারতভুক্ত হয়–
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তর: (খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

৮৫. স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়–
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৮৬. “হায়দরাবাদের ঘটনা ভারতীয় ধর্মনিরপেক্ষতার জয় সূচিত করে”—মন্তব্যটি করেছেন–
(ক) রজনী কোঠারি
(খ) রমা রোঁলা
(গ) রণজিত গুহ
(ঘ) বিপান চন্দ্র
উত্তর: (ঘ) বিপান চন্দ্র

৮৭. ভারতভুক্তির জন্য হায়দরাবাদে নিজামবিরোধী সত্যাগ্রহ করেছিল–
(ক) হায়দরাবাদ রাজ্য পরিষদ
(খ) হায়দরাবাদ রাজ্য কংগ্রেস
(গ) হায়দরাবাদ রাজ্যসভা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) হায়দরাবাদ রাজ্য কংগ্রেস

৮৮. মজলিশ ইত্তেহাদ-উল-মুসলিমিন গড়ে তুলেছিল–
(ক) হায়দরাবাদের কৃষক সম্প্রদায়
(খ) হায়দরাবাদের শিল্পপতিগণ
(গ) হায়দরাবাদের রাজাকার বাহিনী
(ঘ) হায়দরাবাদের সন্ত্রাসবাদী বাহিনী
উত্তর: (গ) হায়দরাবাদের রাজাকার বাহিনী

৮৯. জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন বসে–
(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে

৯০. নাগপুর অধিবেশন অনুষ্ঠিত হয়–
(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯২০ খ্রিস্টাব্দে

৯১. ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়–
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে

৯২. তামিল ভাষা অধ্যুষিত মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে তেলুগু ভাষাভাষী অন্ধ্র অঞ্চলকে পৃথকীকরণের দাবিতে আন্দোলন শুরু করেন–
(ক) গান্ধিজি
(খ) পাত্তি শ্রীরামালু
(গ) মোরারজি দেশাই
(ঘ) পট্টভি সিতারামাইয়া
উত্তর: (খ) পাত্তি শ্রীরামালু

৯৩. পাত্তি শ্রীরামালু প্রাণত্যাগ করেন–
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর
(ঘ) ১৩৫৩ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর
উত্তর: (গ) ১৯৫২ খ্রিস্টাব্দের ১৫ ডিসেম্বর

৯৪. কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে?
(ক) কর কমিশন
(খ) ধর কমিশন
(গ) লিটন কমিশন
(ঘ) মুখার্জি কমিশন
উত্তর: (খ) ধর কমিশন

৯৫. ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব দেন–
(ক) পট্টভি সিতারামাইয়া
(খ) বিচারপতি এস কে ধর
(গ) ফজল আলি
(ঘ) কে এম পানিককর
উত্তর: (খ) বিচারপতি এস কে ধর

৯৬. ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের অপর নাম হল–
(ক) ধর কমিশন
(খ) জে ভি পি কমিশন
(গ) ফজল আলি কমিশন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ধর কমিশন

৯৭. ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের প্রধান ছিলেন–
(ক) জওহরলাল নেহরু
(খ) মহম্মদ আলি জিন্নাহ
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) ভি পি মেনন
উত্তর: (ক) জওহরলাল নেহরু

৯৮. জে ভি পি (JVP) কমিটি গঠিত হয়–
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

৯৯. জে ভি পি (JVP) কমিটির রিপোর্ট প্রকাশিত হয়–
(ক) ১৯৫১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

১০০. ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হল–
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) তেলেঙ্গানা
(গ) কর্ণাটক
(ঘ) মাদ্রাজ
উত্তর: (খ) তেলেঙ্গানা

১০১. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়–
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর
(গ) ১৯৫২ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর
(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর
উত্তর: (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর

১০২. রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল–
(ক) ধর্মের ভিত্তিতে
(খ) যুদ্ধের ভিত্তিতে
(গ) ভাষার ভিত্তিতে
(ঘ) অর্থের ভিত্তিতে
উত্তর: (গ) ভাষার ভিত্তিতে

১০৩. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়–
(ক) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

১০৪. ১৯৫৬ খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয়–
(ক) ১১টি ভাষাভিত্তিক রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল
(খ) ১২টি ভাষাভিত্তিক রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল
(গ) ১৪টি ভাষাভিত্তিক রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল
(ঘ) ১৬টি ভাষাভিত্তিক রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর: (গ) ১৪টি ভাষাভিত্তিক রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল

১০৫. রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন–
(ক) জওহরলাল নেহরু
(খ) এস কে ধর
(গ) ফজল আলি
(ঘ) হৃদয়নাথ কুঞ্জুর
উত্তর: (ক) জওহরলাল নেহরু

১০৬. কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়?
(ক) রাজ্য পুনর্গঠন কমিশন
(খ) এস কে ধর
(গ) জে ভি পি কমিটি
(ঘ) দেশীয় রাজ্য কমিটি
উত্তর: (ক) রাজ্য পুনর্গঠন কমিশন

১০৭. তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে ৫৮ দিন অনশন করে মারা যান–
(ক) পাত্তি শ্রীরামালু
(খ) কে এম পানিক্কর
(গ) পি সুব্বরাও
(ঘ) আর কে নারায়ণন
উত্তর: (ক) পাত্তি শ্রীরামালু

১০৮. স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল–
(ক) পশ্চিমবঙ্গ
(খ) গুজরাট
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) হায়দরাবাদ
উত্তর: (গ) অন্ধ্রপ্রদেশ

১০৯. ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল–
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

১১০. রাজ্য পুনর্গঠন কমিশন (১৯৫৩ খ্রি.) তৈরি হয়–
(ক) ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য
(খ) হিন্দি ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য
(গ) উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য
(ঘ) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সমস্যার সমাধানের জন্য
উত্তর: (ক) ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য

১১১. কত খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে বোম্বাই (মুম্বাই)-কে দ্বিখণ্ডিত করা হয়?
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৬০ খ্রিস্টাব্দে

আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment