পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার

পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Philosophy Poribesh Nitibidya MCQ

পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর
পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর

১। পরিবেশ নীতিবিদ্যা কার নৈতিক বিচারের দাবি তোলে?
(ক) কেবল উদ্ভিদের
(খ) মানুষের
(গ) প্রাণীজগতের
(ঘ) পরিবেশের
উত্তরঃ (ঘ) পরিবেশের

২। পরিবেশের উপাদান কী?
(ক) জল, মাটি, বাতাস, নদীনালা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ
(খ) পশুপাখি
(গ) কীটপতঙ্গ
(ঘ) সবকটি ঠিক
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক

৩। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা অনুসারে-
(ক) পরিবেশ সর্বোচ্চ সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম
(খ) পরিবেশ নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম
(গ) পরিবেশ নিজের ক্ষতিপূরণ করতে অক্ষম
(ঘ) পরিবেশ মানুষের সহায়তায় নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম
উত্তরঃ (খ) পরিবেশ নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম

৪। মাত্রা ছাড়া অবনমনের ক্ষেত্রে পরিবেশ-
(ক) নিজ ক্ষয়পূরণে সক্ষম
(খ) মানবজাতির সহায়তায় নিজ ক্ষয়পূরণে সক্ষম
(গ) নিজ ক্ষয়পূরণে অক্ষম
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) নিজ ক্ষয়পূরণে অক্ষম

৫। পরিবেশের প্রতি মানুষের মনোভাব-
(ক) সচেতন
(খ) অচেতন
(গ) শ্রদ্ধাজনক
(ঘ) অকপট
উত্তরঃ (খ) অচেতন

৬। পরিবেশের প্রতি মানবসমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ-
(ক) নৈতিক
(খ) অনৈতিক
(গ) যথাযথ
(ঘ) আদর্শ
উত্তরঃ (খ) অনৈতিক

৭। যে-কোনো বিদ্যাচর্চার কয়টি দিক বর্তমান?
(ক) পাঁচটি
(খ) তিনটি
(গ) একটি
(ঘ) দুটি
উত্তরঃ (ঘ) দুটি

৮। তাত্ত্বিক দিক ছাড়াও বিদ্যাচর্চার অপর দিকটি হল-
(ক) ব্যাবহারিক দিক
(খ) যৌক্তিক দিক
(গ) মৌখিক দিক
(ঘ) বাহ্যিক দিক
উত্তরঃ (ক) ব্যাবহারিক দিক

৯। পরিবেশ নীতিবিদ্যা হল-
(ক) তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা
(খ) ব্যাবহারিক নীতিবিদ্যার শাখা
(গ) মৌখিক নীতিবিদ্যার শাখা
(ঘ) লিখিত নীতিবিদ্যার শাখা
উত্তরঃ (খ) ব্যাবহারিক নীতিবিদ্যার শাখা

১০। পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায়-
(ক) ১৯৭১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯৭৩ খ্রিস্টাব্দে

১১। পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হল-
(ক) পরিবেশের প্রতি অত্যাচারকারীদের শাস্তি দেওয়া
(খ) পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা
(গ) পরিবেশের উন্নতিসাধন
(ঘ) পরিবেশকে মানুষের বাসযোগ্য করে তোলা
উত্তরঃ (খ) পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা

১২। পরিবেশের প্রতি সচেতন মনোভাব-
(ক) বর্তমান প্রজন্মের জন্য অপ্রয়োজনীয়
(খ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপ্রয়োজনীয়
(গ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয়

১৩। ‘পরিবেশ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল-
(ক) যা পরিবর্তন করে
(খ) যা পরিবৃত করে
(গ) যা পরিবর্ধন করে
(ঘ) যা পরিবহণ করে
উত্তরঃ (খ) যা পরিবৃত করে

১৪। ‘পরিবেশ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল-
(ক) Nature
(খ) Environment
(গ) Surrounding
(ঘ) Environmental
উত্তরঃ (খ) Environment

১৫। ‘Environ’ শব্দটি-
(ক) গ্রিক শব্দ
(খ) ফরাসি শব্দ
(গ) ল্যাটিন শব্দ
(ঘ) ইংরেজি শব্দ
উত্তরঃ (খ) ফরাসি শব্দ

১৬। ‘Environ’ শব্দের অর্থ হল-
(ক) পারিপার্শ্বিক অবস্থা
(খ) পরিবেশ
(গ) প্রকৃতি
(ঘ) নীতিবিদ্যা
উত্তরঃ (ক) পারিপার্শ্বিক অবস্থা

১৭। পরিবেশের কয়টি দিক বর্তমান?
(ক) দুটি
(খ) চারটি
(গ) দশটি
(ঘ) তিনটি
উত্তরঃ (ক) দুটি

১৮। উদ্ভিদ ও প্রাণী-সহ সমগ্র অ-মানুষী প্রকৃতি হল-
(ক) ব্যাপক অর্থে ‘পরিবেশ’
(খ) সমগ্র অর্থে ‘পরিবেশ’
(গ) প্রসারী অর্থে ‘পরিবেশ’
(ঘ) সংকীর্ণ অর্থে ‘পরিবেশ’
উত্তরঃ (ঘ) সংকীর্ণ অর্থে ‘পরিবেশ’

১৯। সংকীর্ণ অর্থে ‘পরিবেশ’ হল-
(ক) মানবসমাজ
(খ) পশু ও পাখি
(গ) উদ্ভিদজগৎ
(ঘ) অ-মানুষী প্রকৃতি
উত্তরঃ (ঘ) অ-মানুষী প্রকৃতি

২০। ব্যাপক অর্থে ‘পরিবেশ’ হল-
(ক) প্রাকৃতিক পরিবেশ
(খ) মনুষ্যসৃষ্ট পরিবেশ
(গ) অজৈব পরিবেশ
(ঘ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ
উত্তরঃ (ঘ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ

২১। পরিবেশ নীতিবিদ্যায় ‘পরিবেশ’ শব্দটি কোন্ অর্থে গৃহীত হয়েছে?
(ক) সংকীর্ণ অর্থে
(খ) ব্যাপক অর্থে
(গ) সংকীর্ণ ও ব্যাপক উভয় অর্থে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) ব্যাপক অর্থে

২২। একটি পরিবেশের ক্ষেত্রে লক্ষণীয় তিনটি বিষয় হল-
(ক) জৈব উপাদান, সীমানা ও মানুষ
(খ) অজৈব উপাদান, সীমানা ও মানুষ
(গ) জৈব উপাদান, অজৈব উপাদান ও সীমানা
(ঘ) জৈব উপাদান, অজৈব উপাদান ও উদ্ভিদ
উত্তরঃ (গ) জৈব উপাদান, অজৈব উপাদান ও সীমানা

২৩। পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) পাঁচ ভাগে
(খ) দুই ভাগে
(গ) তিন ভাগে
(ঘ) চার ভাগে
উত্তরঃ (খ) দুই ভাগে

২৪। পরিবেশের দুটি প্রকার হল-
(ক) প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশ
(খ) প্রাকৃতিক ও যান্ত্রিক পরিবেশ
(গ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ
(ঘ) প্রাকৃতিক ও জড় পরিবেশ
উত্তরঃ (গ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ

২৫। কোন্ দার্শনিকের মতে জগতের মৌল উপাদান হল জল?
(ক) হেরাক্লিটাস
(খ) থেল্স
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) ডেমোক্রিটাস
উত্তরঃ (খ) থেল্স

২৬। জগতের নিয়ত পরিবর্তনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন-
(ক) হেরাক্লিটাস
(খ) থেল্স
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) ডেমোক্রিটাস
উত্তরঃ (ক) হেরাক্লিটাস

২৭। আধুনিক কালের যে তত্ত্বে প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে সেটি হল-
(ক) নন্দনতত্ত্ব
(খ) নীতিতত্ত্ব
(গ) জ্ঞানতত্ত্ব
(ঘ) বিধিতত্ত্ব
উত্তরঃ (ক) নন্দনতত্ত্ব

২৮। বিংশ শতাব্দীর কোন্ সময় থেকে দর্শন আলোচনায় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা লক্ষ করা যায়?
(ক) পঞ্চাশের দশক
(খ) আশির দশক
(গ) সত্তরের দশক
(ঘ) নব্বইয়ের দশক
উত্তরঃ (গ) সত্তরের দশক

২৯। পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন-
(ক) হোম্স রলস্টন
(খ) পিটার সিঙ্গার
(গ) রিচার্ড রর্টি
(ঘ) জন পাসমোর
উত্তরঃ (গ) রিচার্ড রর্টি

৩০। পরিবেশ নীতিবিদ্যার আলোচনাটি প্রথম প্রতিস্থাপিত হয়-
(ক) বিশ্ব দর্শন কংগ্রেসে
(খ) আন্তর্জাতিক দর্শন ও সাহিত্য সংগঠনে
(গ) বিশ্ব দর্শন গবেষণাকেন্দ্রে
(ঘ) বিশ্ব ব্যাবহারিক নীতিবিদ্যাকেন্দ্রে
উত্তরঃ (ক) বিশ্ব দর্শন কংগ্রেসে

৩১। ১৯৭৫ খ্রিস্টাব্দে তৃতীয় হোম্স রলস্টন কোন্ পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার আলোচনা করেন-
(ক) Ethics
(খ) Environmental Ethics
(গ) Environmental Study
(ঘ) Ethica
উত্তরঃ (খ) Environmental Ethics

৩২। পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকাটি হল-
(ক) Environmental Ethics
(খ) Environment
(গ) Environ
(ঘ) Environmental
উত্তরঃ (ক) Environmental Ethics

৩৩। কোন্ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয়?
(ক) ন্যায় ও বৈশেষিক দর্শন
(খ) চার্বাক ও বৌদ্ধ দর্শন
(গ) বৌদ্ধ ও জৈন দর্শন
(ঘ) সাংখ্য ও যোগ দর্শন
উত্তরঃ (গ) বৌদ্ধ ও জৈন দর্শন

৩৪। মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে-
(ক) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(খ) গভীর বাস্তুবিদ্যা
(গ) ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা
(ঘ) পরিবেশ নীতিবিদ্যা
উত্তরঃ (ঘ) পরিবেশ নীতিবিদ্যা

৩৫। হোম্স রলস্টন তাঁর কোন্ গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন?
(ক) Ethics
(খ) Environmental Ethics
(গ) Environment Ethics
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) Environmental Ethics

৩৬। রলস্টনের মতে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞাটি হল-
(ক) মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া-প্রতিক্রিয়া এবং সেই ক্রিয়া-প্রতিক্রিয়ার পটভূমি ও ফলাফলকে কেন্দ্র করে উদ্ভূত নীতিসূত্রের আলোচনা হল পরিবেশ নীতিবিদ্যা
(খ) মানুষ এবং পরিবেশের সম্পর্কজনিত যে প্রভাব পরিবেশের উপর পড়ে তার আলোচনা হল পরিবেশ নীতিবিদ্যা
(গ) পরিবেশ নীতিবিদ্যা হল প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন এবং সেইসঙ্গে প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ ও বিভিন্ন প্রজাতির প্রতি কর্তব্যবোধের এক নিবিড় অনুসন্ধান
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) পরিবেশ নীতিবিদ্যা হল প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন এবং সেইসঙ্গে প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ ও বিভিন্ন প্রজাতির প্রতি কর্তব্যবোধের এক নিবিড় অনুসন্ধান

৩৭। মানুষ এবং প্রকৃতির নির্ভরশীলতার দিকটি হল-
(ক) প্রকৃতি নিজ সুরক্ষার স্বার্থে মানুষের উপর নির্ভরশীল
(খ) সমগ্র মানবজাতি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল
(গ) মানুষ এবং প্রকৃতি পরস্পর নিরপেক্ষ
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (খ) সমগ্র মানবজাতি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল

৩৮। মানুষ ও প্রকৃতির সম্বন্ধটি হল-
(ক) ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্বন্ধ
(খ) নিরপেক্ষ সম্বন্ধ
(গ) পরস্পর সাপেক্ষ সম্বন্ধ
(ঘ) আন্তঃসম্পর্ক।
উত্তরঃ (ক) ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্বন্ধ

৩৯। পরিবেশের উপর নানারকম অত্যাচারের কারণে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় তাকে বলা হয়-
(ক) পরিবেশের অবনমন
(খ) সম্পদের বিনাশ
(গ) পরিবেশ দূষণ
(ঘ) পরিবেশের মূল্য হ্রাস।
উত্তরঃ (ক) পরিবেশের অবনমন

৪০। পরিবেশের কোন প্রকার অবনমন ঘটলে প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটে?
(ক) পরিমাণগত অবনমন
(খ) গুণগত অবনমন
(গ) পরিমাণ ও গুণ উভয়প্রকার অবনমন
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) পরিমাণ ও গুণ উভয়প্রকার অবনমন

৪১। পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব কেমন হওয়া উচিত?
(ক) নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত
(খ) সর্বপ্রকার নিয়ন্ত্রণমুক্ত
(গ) সকল প্রকার নিয়ন্ত্রণাধীন
(ঘ) নৈতিক মর্যাদাহীন।
উত্তরঃ (ক) নৈতিক বিধি দ্বারা নিয়ন্ত্রিত

৪২। মানুষের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা জাগানোর জন্য নৈতিক বিধির সঙ্গে প্রয়োজন-
(ক) মানুষের প্রতি আইনি অধিকার
(খ) প্রাণীর প্রতি আইনি অধিকার
(গ) উদ্ভিদের প্রতি আইনি অধিকার
(ঘ) পরিবেশের প্রতি আইনি অধিকার।
উত্তরঃ (ঘ) পরিবেশের প্রতি আইনি অধিকার

৪৩। অন্তরের নৈতিকবোধের উন্মেষ না ঘটা পর্যন্ত কোন্ ব্যবস্থা ব্যক্তিমানুষকে অনৈতিক কাজ থেকে বিরত রাখে?
(ক) আন্দোলন ব্যবস্থা
(খ) আইনি শাস্তি ব্যবস্থা
(গ) মনস্তাত্ত্বিক পরামর্শ
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (খ) আইনি শাস্তি ব্যবস্থা

৪৪। জীবন সুরক্ষা তন্ত্র বলা হয়-
(ক) মনুষ্যসৃষ্ট পরিবেশকে
(খ) প্রাকৃতিক পরিবেশকে
(গ) উভয়কেই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) প্রাকৃতিক পরিবেশকে

৪৫। পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল-
(ক) প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো
(খ) প্রকৃতিকে আরও বেশি করে ব্যবহারযোগ্য করে তোলা
(গ) প্রাকৃতিক উপাদানগুলির বৃদ্ধি ঘটানো
(ঘ) প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে বাঁচানো।
উত্তরঃ (ক) প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো

৪৬। পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্তি-
(ক) অবিস্তৃত
(খ) নামমাত্র বিস্তৃত
(গ) ঈষৎ বিস্তৃত
(ঘ) সুদূর বিস্তৃত।
উত্তরঃ (ঘ) সুদূর বিস্তৃত

৪৭। পরিবেশ নীতিবিদ্যার ব্যাপ্যতা-
(ক) কেবল স্থানগত
(খ) কেবল কালগত
(গ) স্থানগত এবং কালগত
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) স্থানগত এবং কালগত

৪৮। পরিবেশ নীতিবিদ্যার স্থানগত বিস্তৃতি-
(ক) আঞ্চলিক পরিবেশে সীমাবদ্ধ
(খ) প্রাকৃতিক পরিবেশে সীমাবদ্ধ
(গ) নির্দিষ্ট দেশের পরিবেশে বিস্তৃত
(ঘ) পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত।
উত্তরঃ (ঘ) পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত

৪৯। পরিবেশ নীতিবিদ্যার কালগত ব্যাপ্তি-
(ক) অতীতকেন্দ্রিক
(খ) বর্তমানকেন্দ্রিক
(গ) ভবিষ্যকেন্দ্রিক
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক

৫০। পরিবেশ সম্পর্কে কয়প্রকার নৈতিক মূল্যের পরিচয় পাওয়া যায়-
(ক) এক প্রকার
(খ) চার প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) দুই প্রকার।
উত্তরঃ (ঘ) দুই প্রকার

৫১। পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য হল-
(ক) স্বতঃমূল্য ও বাহ্যিক মূল্য
(খ) আন্তরমূল্য ও পরতমূল্য
(গ) আন্তরমূল্য ও বাহ্যিক মূল্য
(ঘ) স্বতঃমূল্য ও পরতমূল্য।
উত্তরঃ (ঘ) স্বতঃমূল্য ও পরতমূল্য

৫২। অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয়-
(ক) আন্তরমূল্য
(খ) পরতমূল্য
(গ) স্বতঃমূল্য
(ঘ) আত্মিক মূল্য।
উত্তরঃ (গ) স্বতঃমূল্য

৫৩। জগতের প্রতিটি বস্তুর নিজস্ব মূল্য হল-
(ক) স্বগতমূল্য
(খ) আত্মিকমূল্য
(গ) আন্তরমূল্য
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ক) স্বগতমূল্য

৫৪। স্বতঃমূল্য অনুসারে কোনো বস্তুর মূল্য নির্ভর করে-
(ক) বস্তুটি কোন্ উদ্দেশ্য সাধিত করে তার উপর
(খ) বস্তুটির নিজ মূল্যের উপর
(গ) বস্তুটির আর্থিক মূল্যের উপর
(ঘ) বস্তুটির কার্যক্ষমতার উপর।
উত্তরঃ (খ) বস্তুটির নিজ মূল্যের উপর

৫৫। একটি উদ্ভিদের স্বতঃমূল্য হল-
(ক) তার আয়ু
(খ) তার কাণ্ডের গঠন
(গ) তার অক্সিজেন নিঃসরণের ক্ষমতা
(ঘ) তার নিজের অস্তিত্ব।
উত্তরঃ (ঘ) তার নিজের অস্তিত্ব

৫৬। অন্যের প্রয়োজনসাপেক্ষভাবে বস্তুর মূল্য হল-
(ক) স্বতঃমূল্য
(খ) বাহ্যিক মূল্য
(গ) নিয়তমূল্য
(ঘ) পরতমূল্য।
উত্তরঃ (ঘ) পরতমূল্য

৫৭। কোনো বস্তুর পরতমূল্য বলতে বোঝায়-
(ক) বস্তুটি দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয়
(খ) বস্তুটির নিজস্ব মূল্য
(গ) বস্তুটির নিজের অস্তিত্ব
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) বস্তুটি দ্বারা যে উদ্দেশ্য সাধিত হয়

৫৮। একটি উদ্ভিদ যে সকল কাজে ব্যবহৃত হয় তা হল উদ্ভিদটির-
(ক) স্বতঃমূল্য
(খ) স্বগতমূল্য
(গ) পরতমূল্য
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) পরতমূল্য

৫৯। গাছ থেকে লেখার কাগজ পাই। এটি হল গাছের-
(ক) পরতমূল্য
(খ) স্বতঃমূল্য
(গ) স্বগতমূল্য
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) পরতমূল্য

৬০। কোনো বস্তুর পরতমূল্য হল বস্তুটির-
(ক) নিজস্ব মূল্য
(খ) আরোপিত মূল্য
(গ) বাহ্যিক মূল্য
(ঘ) স্বগতমূল্য।
উত্তরঃ (খ) আরোপিত মূল্য

৬১। পরিবেশের প্রতি আমাদের কর্তব্য হল-
(ক) পরিবেশের পরতমূল্যকে সম্মান দেওয়া
(খ) পরিবেশের বাহ্যিক মূল্যকে সম্মান দেওয়া
(গ) পরিবেশের সহায়ক মূল্যকে সম্মান দেওয়া
(ঘ) পরিবেশের স্বতঃমূল্যকে সম্মান দেওয়া।
উত্তরঃ (ঘ) পরিবেশের স্বতঃমূল্যকে সম্মান দেওয়া

৬২। প্রকৃতির ক্ষতি মানবজাতির পক্ষে-
(ক) লাভজনক
(খ) অসম্মানজনক
(গ) ক্ষতিজনক
(ঘ) আনন্দদায়ক।
উত্তরঃ (গ) ক্ষতিজনক

৬৩। প্রাকৃতিক পরিবেশের যে-কোনো একটি উপাদানের ক্ষতি হলে-
(ক) বাস্তুতন্ত্রের উপর তার কোনো প্রভাব পরে না
(খ) পরিবেশের অন্যান্য উপাদানগুলির উন্নতিসাধন ঘটে
(গ) পরিবেশগত সম্পদগুলির বৃদ্ধি ঘটে
(ঘ) সম্পূর্ণ বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয়।
উত্তরঃ (ঘ) সম্পূর্ণ বাস্তুতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয়

৬৪। প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের উচিত-
(ক) যথেচ্ছভাবে ব্যবহার করা
(খ) প্রকৃতির ক্ষতি করা
(গ) সংযতভাবে ব্যবহার করা
(ঘ) বিরত থাকা।
উত্তরঃ (গ) সংযতভাবে ব্যবহার করা

৬৫। প্রকৃতির প্রতি আমাদের ক্রিয়াকলাপ আমাদের কীভাবে দায়ী করে?
(ক) প্রত্যক্ষভাবে
(খ) পরোক্ষভাবে
(গ) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে

৬৬। প্রকৃতির অবনমনের প্রতি আমরা প্রত্যক্ষভাবে দায়ী হই যখন-
(ক) আমাদের কার্যকলাপের প্রভাবে অজান্তেই প্রকৃতির কোনো ক্ষতি হয়ে যায়
(খ) আমাদের কার্যকলাপ সরাসরি প্রকৃতির ক্ষতি করে
(গ) আমাদের কার্যকলাপে সরাসরি প্রকৃতি লাভবান হয়
(ঘ) আমাদের কার্যকলাপের প্রভাবে অজান্তেই প্রকৃতি লাভবান হয়।
উত্তরঃ (খ) আমাদের কার্যকলাপ সরাসরি প্রকৃতির ক্ষতি করে

৬৭। প্রকৃতির অবনমনে আমরা পরোক্ষভাবে দায়ী হই যদি-
(ক) আমাদের কার্যকলাপ সরাসরি প্রকৃতির কোনো ক্ষতি করে
(খ) আমাদের কৃতকর্মের প্রভাবে অজান্তেই পরিবেশের ক্ষতি হয়
(গ) আমাদের কার্যকলাপ সরাসরি পরিবেশের উন্নতিসাধন করে
(ঘ) আমাদের কার্যকলাপের প্রভাবে অজান্তেই পরিবেশের উন্নতিসাধন হয়।
উত্তরঃ (খ) আমাদের কৃতকর্মের প্রভাবে অজান্তেই পরিবেশের ক্ষতি হয়

৬৮। প্রাকৃতিক উপাদানগুলি নিজ দাবি, অধিকার ও চাহিদা সম্পর্কে-
(ক) সরব হতে ইচ্ছুক
(খ) সরব হতে অনিচ্ছুক
(গ) সরব হতে অক্ষম
(ঘ) সরব হতে সক্ষম।
উত্তরঃ (গ) সরব হতে অক্ষম

৬৯। পরিবেশের চাহিদা ও অধিকার সম্পর্কে দাবি তোলার দায়িত্ব-
(ক) পরিবেশের নিজের
(খ) পশুপাখির
(গ) উদ্ভিদের
(ঘ) মানব সমাজের
উত্তরঃ (ঘ) মানব সমাজের

৭০। বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে যদি পরিবেশের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তবে-
(ক) গবেষণা চালিয়ে যাওয়া উচিত
(খ) গবেষণা বন্ধ করা উচিত
(গ) গবেষণার ফলে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হবে তা শুধরে নেওয়া উচিত
(ঘ) গবেষণার গতি দ্বিগুণ করা উচিত।
উত্তরঃ (খ) গবেষণা বন্ধ করা উচিত

৭১। পরিবেশ সংক্রান্ত বিবিধ তথ্য উপলব্ধি করার অধিকার আছে-
(ক) উচ্চজাতির মানুষদের
(খ) উচ্চশিক্ষিত মানুষদের
(গ) কৃষকশ্রেণির মানুষদের
(ঘ) বয়স, জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক স্থিতি, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল মানুষের।
উত্তরঃ (ঘ) বয়স, জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক স্থিতি, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল মানুষের

৭২। পরিবেশ সংক্রান্ত নীতিবিদ্যাকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) তিন ভাগে
(খ) পাঁচ ভাগে
(গ) দুই ভাগে
(ঘ) চার ভাগে।
উত্তরঃ (ক) তিন ভাগে

৭৩। পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে মানুষের আচরণ ঠিক কতটা যুক্তিযুক্ত তা নিয়ে পরিবেশ নীতিবিদ্যার যে শাখাটি আলোচনা করে সেটি হল-
(ক) পরিবেশগত সম্প্রসারণ
(খ) সংরক্ষণ নীতিশাস্ত্র
(গ) উদারনৈতিক সম্প্রসারণ
(ঘ) প্রাণীকেন্দ্রিক নীতিশাস্ত্র।
উত্তরঃ (গ) উদারনৈতিক সম্প্রসারণ

৭৪। উদারনৈতিক সম্প্রসারণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে সেগুলি হল-
(ক) পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে মানুষের আচরণ কতটা যুক্তিযুক্ত তা নির্ণয় করা
(খ) পরিবেশের প্রতি মানুষের অধিকার কতটা তা নির্ণয় করা
(গ) নিজস্ব মূল্যবোধ অন্যের উপর চাপানো কতটা অনুচিত কাজ তা আলোচনা করা
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক

৭৫। পরিবেশ নীতিবিদ্যার কোন্ শাখায় বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়?
(ক) উদারনৈতিক সম্প্রসারণ
(খ) পরিবেশগত সম্প্রসারণ
(গ) সংরক্ষণ নীতিশাস্ত্র
(ঘ) গভীর বাস্তুবিদ্যা।
উত্তরঃ (খ) পরিবেশগত সম্প্রসারণ

৭৬। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করে-
(ক) সংরক্ষণ নীতিশাস্ত্র
(খ) গভীর বাস্তুবিদ্যা
(গ) উদারনৈতিক সম্প্রসারণ
(ঘ) পরিবেশগত সম্প্রসারণ।
উত্তরঃ (ক) সংরক্ষণ নীতিশাস্ত্র

৭৭। পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় কোন্টি?
(ক) সংরক্ষণ নীতিশাস্ত্র
(খ) জৈবিক নীতিশাস্ত্র
(গ) উদারনৈতিক সম্প্রসারণ
(ঘ) পরিবেশগত সম্প্রসারণ।
উত্তরঃ (খ) জৈবিক নীতিশাস্ত্র

৭৮। পরিবেশ বিষয়ে মানুষের কয়প্রকার দৃষ্টিভঙ্গি লক্ষণীয়?
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (গ) দুই প্রকার

৭৯। পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হল-
(ক) প্রকৃতিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(খ) প্রকৃতিকেন্দ্রিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(গ) মানবকেন্দ্রিক ও পশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(ঘ) মানবকেন্দ্রিক ও বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।
উত্তরঃ (খ) প্রকৃতিকেন্দ্রিক ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি

৮০। মানবকেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে-
(ক) মানবজাতি প্রকৃতির অন্যান্য উপাদানের সমস্থানীয়
(খ) মানুষ প্রকৃতির অন্যান্য উপাদানের তুলনায় নগণ্য
(গ) প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ

৮১। ‘মানুষ সর্বোচ্চ সুখ-সমৃদ্ধি ভোগের অধিকারী’ — এই ধারণাটি যে দৃষ্টিভঙ্গি থেকে নিঃসৃত হয় সেটি হল-
(ক) প্রাণীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(খ) জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(গ) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(ঘ) বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।
উত্তরঃ (গ) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি

৮২। প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসারে-
(ক) মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলির গুরুত্ব বেশি
(খ) মানুষ এবং প্রকৃতির অন্যান্য উপাদান সমান গুরুত্বপূর্ণ
(গ) মানুষ পরিবেশের অন্যান্য উপাদানের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (ক) মানুষের তুলনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদানগুলির গুরুত্ব বেশি

৮৩। ‘পরিবেশের প্রতিটি উপাদানের নির্দিষ্ট ভূমিকা রয়েছে’ — এই ধারণাটি পরিবেশ সংক্রান্ত কোন্ নৈতিক দৃষ্টিভঙ্গির ফসল?
(ক) প্রকৃতিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(খ) মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(গ) জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি
(ঘ) প্রাণীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি।
উত্তরঃ (গ) জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি

৮৪। পরিবেশ সম্পর্কিত নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ কত প্রকার?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তরঃ (ক) দুই প্রকার

৮৫। মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল-
(ক) নৃ-কেন্দ্রিক মতবাদ
(খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
(গ) প্রজাতিবাদ
(ঘ) প্রাণীকেন্দ্রিক মতবাদ।
উত্তরঃ (ক) নৃ-কেন্দ্রিক মতবাদ

৮৬। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে-
(ক) নৈতিকতার ধারণা সকল জীবের ক্ষেত্রে বিস্তৃত
(খ) নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ
(গ) নৈতিকতার ধারণাটি মানুষ ভিন্ন সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য
(ঘ) নৈতিকতার ধারণাটি সমগ্র পরিবেশের ক্ষেত্রেই প্রযোজ্য।
উত্তরঃ (খ) নৈতিকতার ধারণাটি কেবল মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ

৮৭। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে স্বতঃমূল্য আছে-
(ক) একমাত্র উদ্ভিদের
(খ) একমাত্র প্রাণীদের
(গ) একমাত্র মানুষের
(ঘ) সমগ্র পরিবেশের
উত্তরঃ (গ) একমাত্র মানুষের

৮৮। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পরতমূল্য আছে-
(ক) মানুষের
(খ) প্রকৃতির
(গ) উভয়ের
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) প্রকৃতির

৮৯। পরিবেশ সম্পর্কিত কোন্ প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার কথা বলা হয়?
(ক) অ-নৃ-কেন্দ্রিক
(খ) ভূমিকেন্দ্রিক
(গ) নৃ-কেন্দ্রিক
(ঘ) গভীর বাস্তুবিদ্যা।
উত্তরঃ (গ) নৃ-কেন্দ্রিক

৯০। নীতিবিদ পিটার সিঙ্গারের মতে মানবকেন্দ্রিক মতবাদের উৎস হল-
(ক) সামাজিক পরিস্থিতি
(খ) প্রথাগত শিক্ষা
(গ) বাইবেল-সহ কিছু ধর্মীয় গ্রন্থ
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (গ) বাইবেল-সহ কিছু ধর্মীয় গ্রন্থ

৯১। দার্শনিক অ্যারিস্টট্ল কোন্ প্রকার পরিবেশ সম্পর্কিত নৈতিক মতবাদের সমর্থক?
(ক) মানবকেন্দ্রিক মতবাদ
(খ) প্রাণীকেন্দ্রিক মতবাদ
(গ) জীবকেন্দ্রিক মতবাদ
(ঘ) বাস্তুকেন্দ্রিক মতবাদ।
উত্তরঃ (ক) মানবকেন্দ্রিক মতবাদ

৯২। ‘প্রকৃতিতে যেহেতু উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু সৃষ্টি হয় না সেহেতু বলা যায় যে, মানুষের ভোগের জন্যই প্রাকৃত জগতে সকল প্রাণীর সৃষ্টি হয়েছে।’- এই অভিমতটি-
(ক) অ্যারিস্টটলের
(খ) সেন্ট অ্যাকুইনাসের
(গ) ইমানুয়েল কান্টের
(ঘ) দেকার্তের।
উত্তরঃ (ক) অ্যারিস্টটলের

৯৩। মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন-
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) সেন্ট অ্যাকুইনাস
(ঘ) সবকটি ঠিক।
উত্তরঃ (ঘ) সবকটি ঠিক

৯৪। সেন্ট অ্যাকুইনাস পরিবেশের কোন্ মূল্য স্বীকার করেছেন?
(ক) স্বতঃমূল্য
(খ) স্বগতমূল্য
(গ) পরতমূল্য
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) পরতমূল্য

৯৫। ‘মানুষ যেহেতু চেতন প্রাণী তাই মানুষেরই কেবলমাত্র নৈতিক মর্যাদা আছে’ — এই মতের সমর্থক হলেন-
(ক) অ্যারিস্টট্ল
(খ) সেন্ট অ্যাকুইনাস
(গ) কান্ট
(ঘ) দেকার্ত।
উত্তরঃ (ঘ) দেকার্ত

৯৬। কোন্ দার্শনিকের মতে মনুষ্যেতর প্রাণীর চিন্তাশক্তি না থাকায় তারা মানুষের তুলনায় নিকৃষ্টতর?
(ক) কান্ট
(খ) দেকার্ত
(গ) অ্যাকুইনাস
(ঘ) অ্যারিস্টটল।
উত্তরঃ (খ) দেকার্ত

৯৭। কোন্ দার্শনিকের মতে মানুষকে হত্যা করা নৈতিক বিবেচনার বিষয় হলেও উদ্ভিদ ও মনুষ্যেতর প্রাণীর হত্যা নৈতিক বিবেচনার বিষয় নয়?
(ক) অ্যারিস্টট্ল
(খ) অ্যাকুইনাস
(গ) দেকার্ত
(ঘ) কান্ট।
উত্তরঃ (গ) দেকার্ত

৯৮। ডোনাল্ড গ্রাফট্-এর মতে মানবকেন্দ্রিক মতবাদের মূল ভিত্তি হল-
(ক) অ-মানবকেন্দ্রিকতাবাদ
(খ) নৃ-কেন্দ্রিকতাবাদ
(গ) প্রজাতিবাদ
(ঘ) বাস্তুকেন্দ্রিকতাবাদ।
উত্তরঃ (গ) প্রজাতিবাদ

৯৯। প্রজাতিবাদের মূল বক্তব্য হল-
(ক) অন্যান্য প্রাণীদের প্রজাতির মতো মানুষও একটি প্রজাতির অংশ, তাই মানুষের উচিত সকল প্রাণীকে সমজ্ঞান করা
(খ) মানুষের প্রজাতি অন্যান্য সকল প্রজাতি থেকে আলাদা, তাই মানুষের আচরণ তাদের প্রতি বৈষম্যমূলক হবে
(গ) মানুষ এবং মনুষ্যেতর প্রাণীদের কোনো ভিন্ন প্রজাতি নেই
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (খ) মানুষের প্রজাতি অন্যান্য সকল প্রজাতি থেকে আলাদা, তাই মানুষের আচরণ তাদের প্রতি বৈষম্যমূলক হবে

১০০। প্রজাতিবাদ অনুসারে-
(ক) মনুষ্য প্রজাতির মূল্য ও মর্যাদা ইতর প্রাণীর সমান
(খ) মনুষ্য প্রজাতির তুলনায় ইতর প্রাণীর প্রজাতির মূল্য ও মর্যাদা বেশি
(গ) মনুষ্য প্রজাতির মূল্য ও মর্যাদা ইতর প্রাণীর তুলনায় বেশি
(ঘ) মনুষ্য প্রজাতি-সহ যে-কোনো প্রাণীর প্রজাতিরই কোনো মূল্য ও মর্যাদা নেই।
উত্তরঃ (গ) মনুষ্য প্রজাতির মূল্য ও মর্যাদা ইতর প্রাণীর তুলনায় বেশি

আরও পড়ুন : দ্রব্য MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : বেদান্ত MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : আত্মহত্যা ও কৃপাহত্যা MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment