ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় | Class 11 Political science 6th Chapter Varatiyo songbidhaner prodhan boishishtyosomuha MCQ Question Answer

১. বিশ্বের সর্বাপেক্ষা জটিল ও বৃহত্তম সংবিধান রয়েছে কোন্ দেশে?
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) ব্রিটেনে
(গ) ফ্রান্সে
(ঘ) ভারতে
উত্তর: (ঘ) ভারতে ✓
২. ‘পৃথিবীর অন্য কোনো দেশের সংবিধান ভারতের সংবিধানের মতো এত বেশি বিস্তৃত ও ব্যাপক নয়।’ – উক্তিটি কার?
(ক) ভি ডি মহাজন
(খ) কে সি হোয়ার
(গ) অস্টিন
(ঘ) বি আর আম্বেদকর
উত্তর: (ক) ভি ডি মহাজন ✓
৩. ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল?
(ক) ৩৯৫টি
(খ) ৪৭০টি
(গ) ৩২৫টি
(ঘ) ৩৬০ টি
উত্তর: (ক) ৩৯৫টি ✓
৪. সংবিধান রচনাকালে ভারতের সংবিধানে কতগুলি তপশিল ছিল?
(ক) ৭ টি
(খ) ৮ টি
(গ) ১২ টি
(ঘ) ১০ টি
উত্তর: (খ) ৮ টি ✓
৫. পূর্বে মূল সংবিধানে কতগুলি অধ্যায় সংখ্যা ছিল?
(ক) ২২ টি
(খ) ২৩ টি
(গ) ২৪ টি
(ঘ) ২৫ টি
উত্তর: (ক) ২২ টি ✓
৬. ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ গৃহীত হয়েছে কোন্ আইন থেকে?
(ক) রেগুলেটিং অ্যাক্ট, ১৭৭৩ খ্রিস্টাব্দ
(খ) ভারতীয় পরিষদ আইন, ১৮৬১ খ্রিস্টাব্দ
(গ) ভারত শাসন আইন, ১৯৩৫ খ্রিস্টাব্দ
(ঘ) পিটের ভারত শাসন আইন, ১৭৭৩ খ্রিস্টাব্দ
উত্তর: (গ) ভারত শাসন আইন, ১৯৩৫ খ্রিস্টাব্দ ✓
৭. বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হল –
(ক) ৩৯৫টি
(খ) ৪৭৬টি
(গ) ৪১০টি
(ঘ) ৪৭০টি
উত্তর: (ঘ) ৪৭০টি ✓
৮. কোন্ দেশের সংবিধানকে ‘Bag of Borrowings’ বলা হয়?
(ক) ব্রিটেনের
(খ) দক্ষিণ আফ্রিকার
(গ) সুইটজারল্যান্ডের
(ঘ) ভারতের
উত্তর: (ঘ) ভারতের ✓
৯. এখনও পর্যন্ত (২০২৩) ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে?
(ক) ১০৬
(খ) ১০৫
(গ) ১০৮
(ঘ) ১০১
উত্তর: (ক) ১০৬ ✓
১০. ভারত একটি –
(ক) যুক্তরাষ্ট্র
(খ) রাজ্যসমূহের সংঘ
(গ) রাষ্ট্র সমবায়
(ঘ) এককেন্দ্রিক
উত্তর: (খ) রাজ্যসমূহের সংঘ ✓
১১. ভারতের সংবিধানে ভারতকে ‘রাজ্যসমূহের একটি ইউনিয়ন’ বলে বর্ণনা করা হয়েছে কত নং ধারায়?
(ক) ১(১) নং
(খ) ২(১) নং
(গ) ৩(১) নং
(ঘ) ৬(১) নং
উত্তর: (ক) ১(১) নং ✓
১২. বিশ্বের সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান –
(ক) ফ্রান্সের
(খ) জার্মানির
(গ) ভারতের
(ঘ) কানাডার
উত্তর: (গ) ভারতের ✓
১৩. ভারতের সংবিধান কী প্রকৃতির?
(ক) লিখিত
(খ) অলিখিত
(গ) লিখিত ও অলিখিতের সংমিশ্রণ
(ঘ) আংশিক লিখিত
উত্তর: (গ) লিখিত ও অলিখিতের সংমিশ্রণ ✓
১৪. Modern Constitution বইটির রচয়িতা হলেন-
(ক) কে সি হোয়ার
(খ) এ ভি ডাইসি
(গ) সি এফ স্ট্রং
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর: (ক) কে সি হোয়ার ✓
১৫. Commentary on the Constitution of India গ্রন্থটির লেখক-
(ক) গ্রেনভিল অস্টিন
(খ) দুর্গাদাস বসু
(গ) কে সি হোয়ার
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর: (খ) দুর্গাদাস বসু ✓
১৬. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান দেখতে পাওয়া যায়-
(ক) সংসদীয় শাসনব্যবস্থায়
(খ) এককেন্দ্রিক শাসনব্যবস্থায়
(গ) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়
(ঘ) রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায়
উত্তর: (গ) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ✓
১৭. সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে কী বলে?
(ক) অলিখিত
(খ) অনমনীয়
(গ) সুপরিবর্তনীয়
(ঘ) অচল
উত্তর: (খ) অনমনীয় ✓
১৮. ম্যারিয়ট সংবিধান সংশোধনের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন, সেই ভাগগুলি হল-
(ক) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়
(খ) স্বৈরতন্ত্র ও সংসদীয়
(গ) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়
(ঘ) রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র
উত্তর: (ক) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় ✓
১৯. জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান –
(ক) দুষ্পরিবর্তনীয়
(খ) সুপরিবর্তনীয়
(গ) লিখিত
(ঘ) মৌলিক
উত্তর: (খ) সুপরিবর্তনীয় ✓
২০. ‘ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে’ – উক্তিটি কার?
(ক) অস্টিন
(খ) ল্যাস্কি
(গ) দুর্গাদাস বসু
(ঘ) কে সি হোয়ার
উত্তর: (খ) ল্যাস্কি ✓
২১. ভারতের সংবিধান হল –
(ক) সুপরিবর্তনীয়
(খ) দুষ্পরিবর্তনীয়
(গ) শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়
(ঘ) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়
উত্তর: (ঘ) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় ✓
২২. নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি হল-
(ক) ফ্রান্সের সংবিধান
(খ) ইতালির সংবিধান
(গ) ভারতের সংবিধান
(ঘ) সুইটজারল্যান্ডের সংবিধান
উত্তর: (গ) ভারতের সংবিধান ✓
২৩. ভারতের সংবিধান –
(ক) নমনীয়
(খ) অনমনীয়
(গ) আংশিক নমনীয়
(ঘ) আংশিক নমনীয় এবং আংশিক অনমনীয়
উত্তর: (ঘ) আংশিক নমনীয় এবং আংশিক অনমনীয় ✓
২৪. যে সংবিধানকে পরিবর্তন করতে ‘বিশেষ পদ্ধতি’ অনুসরণ করতে হয়, সেই সংবিধানকে বলে –
(ক) জটিল সংবিধান
(খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(গ) অলিখিত সংবিধান
(ঘ) নমনীয় সংবিধান
উত্তর: (খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান ✓
২৫. লিখিত সংবিধান কার দ্বারা রচিত হয়?
(ক) আইনসভার দ্বারা
(খ) সংবিধান সভার দ্বারা
(গ) জনসভার দ্বারা
(ঘ) সরকারের দ্বারা
উত্তর: (খ) সংবিধান সভার দ্বারা ✓
২৬. লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত?
(ক) আইন বিভাগ
(খ) শাসন বিভাগ
(গ) বিচার বিভাগ
(ঘ) সরকার
উত্তর: (গ) বিচার বিভাগ ✓
২৭. ‘Our Constitution’ গ্রন্থটির প্রণেতা কে?
(ক) সুভাষ সি কাশ্যপ
(খ) ডি ডি বসু
(গ) জে সি জোহারি
(ঘ) কে সি হোয়ার
উত্তর: (ক) সুভাষ সি কাশ্যপ ✓
২৮. সংসদীয় শাসনব্যবস্থা বর্তমানে রয়েছে –
(ক) দক্ষিণ কোরিয়ায়
(খ) লাইবেরিয়ায়
(গ) ভারতে
(ঘ) ফ্রান্সে
উত্তর: (গ) ভারতে ✓
২৯. সংসদীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল-
(ক) বিরোধী দলের অনুপস্থিতি
(খ) পার্লামেন্টীয় কমিটি ব্যবস্থা
(গ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপস্থিতি
(ঘ) বহুদলীয় ব্যবস্থার ত্রুটি
উত্তর: (খ) পার্লামেন্টীয় কমিটি ব্যবস্থা ✓
৩০. সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠান করেন-
(ক) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
(খ) লোকসভার অধ্যক্ষ
(গ) হাইকোর্টের বিচারপতি
(ঘ) রাষ্ট্রপতি
উত্তর: (ঘ) রাষ্ট্রপতি ✓
৩১. সংসদীয় শাসনব্যবস্থায় কোনো মন্ত্রীকে কীসের সদস্য হতেই হয়?
(ক) শাসন বিভাগ
(খ) আইন বিভাগ
(গ) বিচার বিভাগ
(ঘ) সরকারের
উত্তর: (খ) আইন বিভাগ ✓
৩২. সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে
(ক) রাষ্ট্রপতির কাছে
(খ) প্রধানমন্ত্রীর কাছে
(গ) আইনসভার কাছে
(ঘ) সুপ্রিমকোর্টের কাছে
উত্তর: (গ) আইনসভার কাছে ✓
৩৩. মন্ত্রীসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে
(ক) আইনসভার উচ্চকক্ষের কাছে
(খ) আইনসভার নিম্নকক্ষের কাছে
(গ) বিচার বিভাগের কাছে
(ঘ) রাষ্ট্রপতির কাছে
উত্তর: (খ) আইনসভার নিম্নকক্ষের কাছে ✓
৩৪. সংসদীয় শাসনব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রীসভা আবর্তিত হয়?
(ক) আইনসভাকে
(খ) ক্যাবিনেটকে
(গ) প্রধানমন্ত্রীকে
(ঘ) রাষ্ট্রপ্রধানকে
উত্তর: (গ) প্রধানমন্ত্রীকে ✓
৩৫. সংসদীয় গণতন্ত্রে প্রকৃত শাসক বলে চিহ্নিত করা যায়
(ক) রাষ্ট্রপতিকে
(খ) প্রধানমন্ত্রীকে
(গ) লোকসভার অধ্যক্ষকে
(ঘ) রাষ্ট্রপ্রধানকে
উত্তর: (খ) প্রধানমন্ত্রীকে ✓
৩৬. ভারতের সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীদের দায়িত্ব কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল
(ক) অনাস্থা প্রস্তাব
(খ) রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা
(গ) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা
(ঘ) সুপ্রিমকোর্টের বিচারপদ্ধতি
উত্তর: (ক) অনাস্থা প্রস্তাব ✓
৩৭. মন্ত্রীসভা শাসিত শাসনব্যবস্থার ‘মাতৃভূমি’ বলা হয় কাকে?
(ক) চিন
(খ) ব্রিটেন
(গ) পাকিস্তান
(ঘ) রাশিয়া
উত্তর: (খ) ব্রিটেন ✓
৩৮. কোন্ শাসনব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়?
(ক) যুক্তরাষ্ট্রীয়
(খ) এককেন্দ্রীক
(গ) সংসদীয়
(ঘ) রাষ্ট্রপতি শাসিত
উত্তর: (গ) সংসদীয় ✓
৩৯. সংসদীয় সরকার কী নামে পরিচিত?
(ক) দায়িত্বশীল সরকার
(খ) ক্যাবিনেট শাসিত সরকার
(গ) ওয়েস্টমিনস্টার ধরনের সরকার
(ঘ) এগুলির সবকটিই ঠিক
উত্তর: (ঘ) এগুলির সবকটিই ঠিক ✓
৪০. ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য হল
(ক) আইনসভার প্রাধান্য
(খ) অলিখিত সংবিধান
(গ) দুর্বল সংবিধান
(ঘ) শক্তিশালী কেন্দ্র
উত্তর: (ঘ) শক্তিশালী কেন্দ্র ✓
৪১. ‘সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই’ – এ কথা বলেছেন কে?
(ক) বি আর আম্বেদকর
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) সরোজিনী নাইডু
(ঘ) জওহরলাল নেহরু
উত্তর: (ঘ) জওহরলাল নেহরু ✓
৪২. সরকারের আধুনিক শ্রেণিবিভাজন অনুযায়ী সাধারণতন্ত্র ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিটিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা –
(ক) এককেন্দ্রিক ও সংসদীয়
(খ) সংসদীয় ও রাষ্ট্রপতি-শাসিত
(গ) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়
(ঘ) যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয়
উত্তর: (গ) এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় ✓
৪৩. সরকারের আঞ্চলিক সমস্যা উপেক্ষিত হয় –
(ক) আধা-যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়
(খ) এককেন্দ্রিক শাসনব্যবস্থায়
(গ) মন্ত্রীপরিষদ-শাসিত শাসনব্যবস্থায়
(ঘ) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়
উত্তর: (খ) এককেন্দ্রিক শাসনব্যবস্থায় ✓
৪৪. ‘কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়’ বলেছেন
(ক) ভলতেয়ার
(খ) রুশো
(গ) লর্ড ব্রাইস
(ঘ) অ্যারিস্টট্ল
উত্তর: (ক) ভলতেয়ার ✓
৪৫. “ভারতের শাসনব্যবস্থাকে এককেন্দ্রিক বৈশিষ্ট্যযুক্ত যুক্তরাষ্ট্র না বলে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য বিশিষ্ট এককেন্দ্রিক রাষ্ট্র বলাই সংগত।” – এ কথা বলেছেন
(ক) কে সি হোয়ার
(খ) এস সি কাশ্যপ
(গ) এ ভি ডাইসি
(ঘ) গার্নার
উত্তর: (ক) কে সি হোয়ার ✓
৪৬. বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে কোন্ শাসনব্যবস্থা উপযোগী?
(ক) যুক্তরাষ্ট্রীয়
(খ) এককেন্দ্রিক
(গ) রাষ্ট্রপতি-শাসিত
(ঘ) সংসদীয়
উত্তর: (ক) যুক্তরাষ্ট্রীয় ✓
৪৭. যুক্তরাষ্ট্রীয় শব্দটি উদ্ভুত হয়েছে
(ক) Federol থেকে
(খ) Fundamental থেকে
(গ) Foedus থেকে
(ঘ) এদের মধ্যে কোনোটিই সঠিক নয়
উত্তর: (গ) Foedus থেকে ✓
৪৮. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্তিত্ব থাকে –
(ক) কেন্দ্রীয় সরকারের
(খ) আঞ্চলিক সরকারের
(গ) রাজ্য সরকারের
(ঘ) কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের
উত্তর: (ঘ) কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের ✓
৪৯. জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যগুলির অধিকারের সামঞ্জস্যবিধানের রাষ্ট্রনৈতিক উপায়কে যুক্তরাষ্ট্র বলে কে অভিহিত করেছেন?
(ক) কে সি হোয়ার
(খ) গার্নার
(গ) এ ভি ডাইসি
(ঘ) প্লেটো
উত্তর: (গ) এ ভি ডাইসি ✓
৫০. ‘ভারতের অঙ্গরাজ্যগুলি নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন’ — উক্তিটি কার?
(ক) আম্বেদকর
(খ) অস্টিন
(গ) নেহরু
(ঘ) দুর্গাদাস বসু
উত্তর: (গ) নেহরু ✓
৫১. ‘ভারতকে খুব বেশি হলে আধা-যুক্তরাষ্ট্র হিসেবে অভিহিত করা যায়।’ মন্তব্যটি কার?
(ক) দুর্গাদাস বসু
(খ) কে এম মুন্সী
(গ) ফাইনার
(ঘ) ডাইসি
উত্তর: (খ) কে এম মুন্সী ✓
৫২. যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমি ক্ষমতা বণ্টনের সেই পদ্ধতিকে বোঝাই যাতে সাধারণ সরকারসমূহ প্রত্যেকেই নির্দিষ্ট ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র — এ কথা বলেছেন
(ক) অধ্যাপক ডাইসি
(খ) বার্জেস
(গ) কে সি হোয়ার
(ঘ) অ্যারিস্টট্ল
উত্তর: (গ) কে সি হোয়ার ✓
৫৩. Federal Government গ্রন্থের লেখক হলেন —
(ক) দুর্গাদাস বসু
(খ) কে সি হোয়ার
(গ) সুভাষ কাশ্যপ
(ঘ) মরিস জোনস
উত্তর: (খ) কে সি হোয়ার ✓
৫৪. ‘যুক্তরাষ্ট্র হল কেন্দ্র ও আঞ্চলিক সরকারের একটি মিলিত ব্যবস্থা’ — এ কথা কে বলেছেন?
(ক) ডাইসি
(খ) গার্নার
(গ) কে সি হোয়ার
(ঘ) ব্লুন্টস্ট্সি
উত্তর: (খ) গার্নার ✓
৫৫. যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল —
(ক) কেন্দ্র-রাজ্য ক্ষমতা বণ্টন
(খ) দুর্বল বিচারব্যবস্থা
(গ) অতিরিক্ত কেন্দ্রীভবন
(ঘ) সুপরিবর্তনীয়
উত্তর: (ক) কেন্দ্র-রাজ্য ক্ষমতা বণ্টন ✓
৫৬. যুক্তরাষ্ট্রে সরকারের সংখ্যা হল —
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (ক) ২টি ✓
৫৭. যুক্তরাষ্ট্রে দু’ধরনের সরকার হল —
(ক) কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার
(খ) রাজতন্ত্র সরকার ও অভিজাততন্ত্র সরকার
(গ) সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি-শাসিত সরকার
(ঘ) অভিজাততন্ত্র সরকার ও স্বৈরতন্ত্র সরকার
উত্তর: (ক) কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকার ✓
৫৮. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সমগ্র দেশের শাসনকার্য পরিচালনা করে —
(ক) রাজ্য সরকার
(খ) কেন্দ্রীয় সরকার
(গ) বিচার বিভাগ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) কেন্দ্রীয় সরকার ✓
৫৯. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় প্রাধান্য পায় —
(ক) সংবিধান
(খ) শাসন বিভাগ
(গ) আইন বিভাগ
(ঘ) বিচার বিভাগ
উত্তর: (ক) সংবিধান ✓
৬০. ১৯৫৬ খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে, ১৯৫৬ খ্রিস্টাব্দের পর ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছিল?
(ক) ১৪ টি রাজ্য ও ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল
(খ) ১৮ টি রাজ্য ও ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল
(গ) ২২ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল
(ঘ) ২১ টি রাজ্য ও ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তর: (ক) ১৪ টি রাজ্য ও ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল ✓
৬১. যুক্তরাষ্ট্রের আইনসভা হল —
(ক) দ্বিকক্ষবিশিষ্ট
(খ) এককক্ষবিশিষ্ট
(গ) বহুকক্ষবিশিষ্ট
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) দ্বিকক্ষবিশিষ্ট ✓
৬২. ‘যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় আঞ্চলিক ভিত্তিতে আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা বিষয়ে নিত্যনতুন পরীক্ষা চালানো সম্ভব’ — এই কথাটি বলেছেন
(ক) গার্নার
(খ) বার্কার
(গ) লর্ড ব্রাইস
(ঘ) ল্যাসওয়েল
উত্তর: (গ) লর্ড ব্রাইস ✓
৬৩. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার অন্যতম গুণ হল —
(ক) রাজনৈতিক চেতনার বিস্তার
(খ) ব্যয়বহুল
(গ) আন্তর্জাতিক দায়িত্ব পালনে অক্ষম
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর: (ক) রাজনৈতিক চেতনার বিস্তার ✓
৬৪. যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম দোষ হল —
(ক) ব্যয়বহুল
(খ) যুদ্ধের সম্ভাবনা হ্রাস
(গ) শাসনকার্যে উৎকর্ষ
(ঘ) বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা
উত্তর: (ক) ব্যয়বহুল ✓
৬৫. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে ‘ব্যয়বহুল’ বলে কে সমালোচনা করেছেন?
(ক) সিজউইক
(খ) ফাইনার
(গ) কে সি হোয়ার
(ঘ) ডাইসি
উত্তর: (খ) ফাইনার ✓
৬৬. যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় —
(ক) কেন্দ্রীয় সরকার কর্তৃক
(খ) রাজ্য সরকার কর্তৃক
(গ) সুপ্রিমকোর্ট কর্তৃক
(ঘ) সংবিধান কর্তৃক
উত্তর: (ঘ) সংবিধান কর্তৃক ✓
৬৭. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান দেখতে পাওয়া যায় —
(ক) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়
(খ) সংসদীয় শাসনব্যবস্থায়
(গ) রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থায়
(ঘ) এককেন্দ্রিক শাসনব্যবস্থায়
উত্তর: (ক) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ✓
৬৮. সংবিধান সংশোধনের জন্য ‘বিশেষ পদ্ধতি’ অনুসরণ করতে হয় —
(ক) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়
(খ) সমাজতান্ত্রিক শাসনব্যবস্থায়
(গ) এককেন্দ্রিক শাসনব্যবস্থায়
(ঘ) সংসদীয় শাসনব্যবস্থায়
উত্তর: (ক) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ✓
৬৯. যুক্তরাষ্ট্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে তা মীমাংসা করে —
(ক) সুপ্রিমকোর্ট
(খ) হাইকোর্ট
(গ) আইন বিভাগ
(ঘ) লোক আদালত
উত্তর: (ক) সুপ্রিমকোর্ট ✓
৭০. একটি নতুন রাজ্য গঠনের জন্য, ভারতের সংবিধানের যে তপশিলটি সংশোধন করা দরকার, তা হল —
(ক) দ্বিতীয় তপশিল
(খ) দশম তপশিল
(গ) তৃতীয় তপশিল
(ঘ) প্রথম তপশিল
উত্তর: (ঘ) প্রথম তপশিল ✓
৭১. ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নিম্নের কোন্ তপশিলটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টনের সঙ্গে সম্পর্কিত?
(ক) অষ্টম তপশিল
(খ) সপ্তম তপশিল
(গ) একাদশ তপশিল
(ঘ) পঞ্চম তপশিল
উত্তর: (খ) সপ্তম তপশিল ✓
৭২. ভারতীয় সংবিধানে কত ধরনের তালিকা রয়েছে?
(ক) রাজ্য তালিকা
(খ) কেন্দ্রীয় তালিকা
(গ) যুগ্ম তালিকা
(ঘ) এগুলির সবকটিই ঠিক
উত্তর: (ঘ) এগুলির সবকটিই ঠিক ✓
৭৩. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় প্রবণতার একটি কারণ হল —
(ক) শিল্পের বিকাশ
(খ) আর্থিক সংকট
(গ) শিক্ষার উন্নতি
(ঘ) সাংস্কৃতিক উন্নতি
উত্তর: (খ) আর্থিক সংকট ✓
৭৪. “ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয় – কিন্তু এটা হল উভয়ের সমন্বয়” — কথাটি কে বলেছিলেন?
(ক) জওহরলাল নেহরু
(খ) ডি ডি বসু
(গ) ড. আম্বেদকর
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: (খ) ডি ডি বসু ✓
৭৫. ভারতে ‘চরম যুক্তরাষ্ট্রীয়’ শাসনব্যবস্থা প্রবর্তিত হয়েছে বলে মনে করেন —
(ক) কে পি মুখার্জ্জী
(খ) কে সি হোয়ার
(গ) ডাইসি
(ঘ) পল অ্যাপলবি
উত্তর: (ঘ) পল অ্যাপলবি ✓
৭৬. ভারতীয় সংবিধানকে ‘নিশ্চিতভাবেই অযুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক’ বলে চিহ্নিত করেছেন —
(ক) দুর্গাদাস বসু
(খ) পল অ্যাপলবি
(গ) কে পি মুখার্জি
(ঘ) কে সি হোয়ার
উত্তর: (গ) কে পি মুখার্জি ✓
৭৭. ক্ষমতা বণ্টনের ভারতীয় সংবিধানে তালিকা রয়েছে —
(ক) ৩টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: (ক) ৩টি ✓
৭৮. বর্তমান ভারতে কেন্দ্রীয় তালিকায় বিষয় রয়েছে —
(ক) ১০০টি
(খ) ৭০টি
(গ) ৬০টি
(ঘ) ৪০টি
উত্তর: (ক) ১০০টি ✓
৭৯. ভারতের মুদ্রাব্যবস্থা কোন্ তালিকাভুক্ত বিষয় বলে চিহ্নিত হয়?
(ক) রাজ্য-তালিকাভুক্ত
(খ) কেন্দ্র-তালিকাভুক্ত
(গ) যুগ্ম-তালিকাভুক্ত
(ঘ) কোনোটিই সঠিক নয়
উত্তর: (খ) কেন্দ্র-তালিকাভুক্ত ✓
৮০. বর্তমানে ভারতে রাজ্য-তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ক-টি?
(ক) ৬১টি
(খ) ৬৬টি
(গ) ৬৯টি
(ঘ) ৭০টি
উত্তর: (ক) ৬১টি ✓
৮১. ভারতে বর্তমানে যুগ্ম-তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা হল —
(ক) ৬৭টি
(খ) ৭২টি
(গ) ৪৯টি
(ঘ) ৫২টি
উত্তর: (ঘ) ৫২টি ✓
৮২. শিক্ষার বিষয়টি কোন্ তালিকার অন্তর্ভুক্ত?
(ক) যুগ্ম-তালিকা
(খ) রাজ্য-তালিকা
(গ) কেন্দ্র-তালিকা
(ঘ) গ্রামীণ তালিকা
উত্তর: (ক) যুগ্ম-তালিকা ✓
৮৩. ভারতে কেন্দ্র-রাজ্য ক্ষমতা বণ্টনের তালিকা লিপিবদ্ধ হয়েছে —
(ক) ষষ্ঠ তপশিলে
(খ) সপ্তম তপশিলে
(গ) দশম তপশিলে
(ঘ) অষ্টম তপশিলে
উত্তর: (খ) সপ্তম তপশিলে ✓
৮৪. নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন্ তপশিল অনুসারে রাজ্যসভায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আসন বণ্টনের বিধান রয়েছে?
(ক) সপ্তম
(খ) চতুর্থ
(গ) ষষ্ঠ
(ঘ) দ্বিতীয়
উত্তর: (খ) চতুর্থ ✓
৮৫. ভারতীয় সংবিধানের অধীনে ‘অবশিষ্ট ক্ষমতা’ ন্যস্ত করা হয় কার হাতে?
(ক) রাজ্য
(খ) কেন্দ্র
(গ) রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল
(ঘ) কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমানভাবে বিভক্ত
উত্তর: (খ) কেন্দ্র ✓
৮৬. একক এবং যুক্তরাষ্ট্রীয় উভয় সংবিধানের বৈশিষ্ট্য থাকাকে কী বলে?
(ক) এককেন্দ্রিক
(খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) আধা-যুক্তরাষ্ট্রীয়
(ঘ) আধা-এককেন্দ্রিক
উত্তর: (গ) আধা-যুক্তরাষ্ট্রীয় ✓
৮৭. বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা —
(ক) ২৫টি
(খ) ২৬টি
(গ) ২৮টি
(ঘ) ২৩টি
উত্তর: (গ) ২৮টি ✓
৮৮. বর্তমান ভারতে কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা —
(ক) ৮টি
(খ) ৬টি
(গ) ১০টি
(ঘ) ৯টি
উত্তর: (ক) ৮টি ✓
৮৯. পুদুচেরি ও দিল্লিতে শাসনকার্য পরিচালনা করে —
(ক) রাজ্য সরকার
(খ) কেন্দ্র সরকার
(গ) যুগ্ম সরকার
(ঘ) কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার
উত্তর: (খ) কেন্দ্র সরকার ✓
৯০. দিল্লি হল একটি —
(ক) রাজ্য
(খ) কেন্দ্রশাসিত অঞ্চল
(গ) রাষ্ট্র
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) কেন্দ্রশাসিত অঞ্চল ✓
৯১. ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন —
(ক) রাষ্ট্রপতি
(খ) রাজ্যপাল
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তর: (খ) রাজ্যপাল ✓
৯২. ভারতে রাজ্যসমূহের বিরোধ মেটাতে অনুসন্ধান ও সুপারিশের জন্য আছে —
(ক) কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ
(খ) আন্তঃরাজ্য পরিষদ
(গ) রাষ্ট্রপতি
(ঘ) সুপ্রিমকোর্ট
উত্তর: (খ) আন্তঃরাজ্য পরিষদ ✓
৯৩. ভারতের শাসনব্যবস্থাকে কে বর্ণনা করেছেন ‘যুক্তরাষ্ট্র-প্রতিম’ (Quasi-Federal) বলে?
(ক) মরিস জোনস
(খ) গ্রেনভিল অস্টিন
(গ) দুর্গাদাস বসু
(ঘ) কে সি হোয়ার
উত্তর: (ঘ) কে সি হোয়ার ✓
৯৪. “ভারতকে এককভাবে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক না বলে উভয়ের সমন্বয় বলাই যুক্তিযুক্ত” – এ কথা বলেছেন —
(ক) দুর্গাদাস বসু
(খ) গেটেল
(গ) কে পি মুখার্জ্জী
(ঘ) কে সি হোয়ার
উত্তর: (ক) দুর্গাদাস বসু ✓
৯৫. ভারতকে ‘সমবায়িক যুক্তরাষ্ট্র’ বলে কে অভিহিত করেছেন?
(ক) দুর্গাদাস বসু
(খ) গ্রেনভিল অস্টিন
(গ) ল্যাস্কি
(ঘ) বার্কার
উত্তর: (খ) গ্রেনভিল অস্টিন ✓
৯৬. কোন্ দেশকে ‘আধা-যুক্তরাষ্ট্র’ বলা হয়?
(ক) ব্রিটেনকে
(খ) ভারতকে
(গ) বাংলাদেশকে
(ঘ) চিনকে
উত্তর: (খ) ভারতকে ✓
৯৭. ভারতকে একটি ‘আধা-যুক্তরাষ্ট্র দেশ’ বলেছেন —
(ক) দুর্গাদাস বসু
(খ) আইভর জেনিংস
(গ) কে সি হোয়ার
(ঘ) মরিস জোনস
উত্তর: (গ) কে সি হোয়ার ✓
৯৮. ভারতীয় যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে ‘সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা’ বলে কে অভিহিত করেছেন?
(ক) জওহরলাল নেহরু
(খ) গ্রেনভিল অস্টিন
(গ) বি আর আম্বেদকর
(ঘ) কে সি হোয়ার
উত্তর: (খ) গ্রেনভিল অস্টিন ✓
৯৯. সাম্প্রতিককালে প্রকৃতিগতভাবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হল —
(ক) বাজার যুক্তরাষ্ট্র
(খ) সমবায়িক যুক্তরাষ্ট্র
(গ) আন্তঃরাজ্য প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্র
(ঘ) বহুস্তরবিশিষ্ট যুক্তরাষ্ট্র
উত্তর: (গ) আন্তঃরাজ্য প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্র ✓
১০০. ভারতের সংসদীয় সরকারের মডেলটি গ্রহণ করা হয়েছে —
(ক) ব্রিটেনের অনুকরণে
(খ) জার্মানির অনুকরণে
(গ) জাপানের অনুকরণে
(ঘ) সুইটজারল্যান্ডের অনুকরণে
উত্তর: (ক) ব্রিটেনের অনুকরণে ✓
১০১. ভারতে নামসর্বস্ব শাসক হিসেবে পরিচিত —
(ক) মুখ্যমন্ত্রী
(খ) উপরাষ্ট্রপতি
(গ) রাষ্ট্রপতি
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তর: (গ) রাষ্ট্রপতি ✓
১০২. সংসদীয় শাসনব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসক কোন্ বিভাগের অবিচ্ছেদ্য অংশরূপে কাজ করেন?
(ক) মন্ত্রীসভার
(খ) বিচার বিভাগের
(গ) আইন বিভাগের
(ঘ) শাসন বিভাগের
উত্তর: (গ) আইন বিভাগের ✓
১০৩. সংসদীয় শাসনব্যবস্থায় কোন্ বিভাগের কাজকর্মের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে?
(ক) শাসন বিভাগের
(খ) বিচার বিভাগের
(গ) আইন বিভাগের
(ঘ) আমলাতান্ত্রিক দফতরের
উত্তর: (গ) আইন বিভাগের ✓
১০৪. সংসদীয় গণতন্ত্রের প্রাণ বলা হয় —
(ক) রাষ্ট্রপতিকে
(খ) প্রধানমন্ত্রীকে
(গ) লোকসভার অধ্যক্ষকে
(ঘ) বিরোধী দলকে
উত্তর: (ঘ) বিরোধী দলকে ✓
আরো পড়ুন : রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর