সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় | Class 11 Political science 5th Chapter Songbidhan Pronoyon O songbidhaner Darashna MCQ Question Answer

১. কোন্ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচনার কাজ শেষ হয়?
(ক) ফিলাডেলফিয়া
(খ) ডাম্বারটন ওক্স
(গ) সানফ্রান্সিসকো
(ঘ) মস্কো সম্মেলন
উত্তর: (ক) ফিলাডেলফিয়া ✓
২. ফিলাডেলফিয়া সম্মেলন সংঘটিত হয়েছিল-
(ক) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৭৮৭ খ্রিস্টাব্দে ✓
৩. সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে যে আইনের কথা উল্লেখ করা যায় সেগুলি হল-
(ক) রেগুলেটিং অ্যাক্ট
(খ) পিটের ভারত শাসন আইন
(গ) মলে মিন্টো আইন
(ঘ) সবগুলিই সঠিক
উত্তর: (ঘ) সবগুলিই সঠিক ✓
৪. রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয়-
(ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে ✓
৫. Pitt’s India Act নামে পরিচিত-
(ক) ১৭৩৬-এর আইন
(খ) ১৮৪৪-এর আইন
(গ) ১৭৮৪-এর আইন
(ঘ) ১৮৫৩-এর আইন
উত্তর: (গ) ১৭৮৪-এর আইন ✓
৬. মলে-মিন্টো আইন প্রণীত হয়-
(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯০৯ খ্রিস্টাব্দে ✓
৭. ভারত শাসন আইন প্রণীত হয়-
(ক) ১৯৩৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে ✓
৮. ব্রিটিশ আমলের কোন্ আইনটি ‘মন্টেগু-চেমসফোর্ড সংস্কার’ নামে পরিচিত?
(ক) ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
(খ) ১৯০৯ খ্রিস্টাব্দের ভারতীয় পরিষদ আইন
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
উত্তর: (গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ✓
৯. ব্রিটিশ আমলের কোন্ আইনকে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধান বলা হয়ে থাকে?
(ক) ১৯০৯ খ্রিস্টাব্দের ভারতীয় পরিষদ আইন
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ভারতের স্বাধীনতা আইন
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
উত্তর: (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ✓
১০. স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস হল-
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দের শাসনতান্ত্রিক সংস্কার
(খ) মহাসনদ
(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ✓
১১. কে ভারত শাসন আইনকে ব্রিটিশ শাসনের শেষ রাজনৈতিক উপহার বলে উল্লেখ করেছেন?
(ক) জে সি জোহারি
(খ) রজনী কোঠারি
(গ) লর্ড ব্রাইস
(ঘ) হ্যারল্ড ল্যাস্কি
উত্তর: (ক) জে সি জোহারি ✓
১২. কত খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন কার্যকর হয়?
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে ✓
১৩. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
(ক) ডালহৌসি
(খ) কর্নওয়ালিস
(গ) মাউন্টব্যাটেন
(ঘ) বেন্টিংক
উত্তর: (ঘ) বেন্টিংক ✓
১৪. ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি কার লেখা?
(ক) গান্ধিজি
(খ) নেহরু
(গ) আম্বেদকর
(ঘ) ক্রিপস
উত্তর: (ক) গান্ধিজি ✓
১৫. ভারতীয় স্ট্যাটিউটরি কমিশন (Indian Statutory Commission) কী নামে পরিচিত?
(ক) ক্যাবিনেট কমিশন
(খ) কৃপল্যান্ড কমিশন
(গ) সাইমন কমিশন
(ঘ) লী কমিশন
উত্তর: (গ) সাইমন কমিশন ✓
১৬. ব্রিটিশ পার্লামেন্টের কত জন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়েছিল?
(ক) ৭ জন
(খ) ৫ জন
(গ) ৯ জন
(ঘ) ৩ জন
উত্তর: (ক) ৭ জন ✓
১৭. সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে?
(ক) ১৯১৯
(খ) ১৯২০
(গ) ১৯২৫
(ঘ) ১৯২৭
উত্তর: (ঘ) ১৯২৭ ✓
১৮. সাইমন কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল?
(ক) লর্ড সাইমন
(খ) জন সাইমন
(গ) স্টুয়ার্ট সাইমন
(ঘ) কুপার সাইমন
উত্তর: (খ) জন সাইমন ✓
১৯. সাইমন কমিশনে অধিকাংশ সাদা চামড়ার মানুষ থাকায় কমিশনটিকে বলা হত-
(ক) রেড কমিশন
(খ) হোয়াইট কমিশন
(গ) ইয়েলো কমিশন
(ঘ) ব্লু কমিশন
উত্তর: (খ) হোয়াইট কমিশন ✓
২০. প্রাদেশিক আইনসভার নির্বাচন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৩৫
(খ) ১৯৩৭
(গ) ১৯৩৯
(ঘ) ১৯৪০
উত্তর: (খ) ১৯৩৭ ✓
২১. ১৯২৯ খ্রিস্টাব্দের কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন?
(ক) কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে
(খ) ইংরেজরা ভারতীয়দের সংবিধান রচনার অনুমতি দেয়
(গ) ভারতীয়রা সংবিধান রচনার কাজ শুরু করে
(ঘ) গণপরিষদ গঠনের দাবি মেনে নেওয়া হয়
উত্তর: (ক) কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করে ✓
২২. গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০০ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে ✓
২৩. গান্ধিজির কোন্ উদ্যোগের মাধ্যমে গণপরিষদ স্থাপনের দাবি উত্থাপিত হয়?
(ক) আইন অমান্য আন্দোলন
(খ) অসহযোগ আন্দোলন
(গ) স্বরাজ গঠন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) স্বরাজ গঠন ✓
২৪. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্রে দ্বৈতশাসন ও প্রদেশগুলিতে দায়িত্বশীল শাসনব্যবস্থা চালু করার কথা বলে?
(ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে ✓
২৫. কত খ্রিস্টাব্দে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশ সরকারের শ্বেতপত্র প্রত্যাখ্যান করে?
(ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে ✓
২৬. ১৯৪০ খ্রিস্টাব্দে কোন্ অধিবেশনে পূর্ণ স্বরাজ ও গণপরিষদ গঠনের প্রস্তাবটি আইনসম্মতভাবে গৃহীত হয়?
(ক) রামগড়
(খ) রায়গড়
(গ) ওয়াভেল
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) রামগড় ✓
২৭. কোন্ প্রস্তাবে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনকে স্বীকার করে নেওয়া হয়?
(ক) ওয়াভেল পরিকল্পনা
(খ) ক্রিপস প্রস্তাব
(গ) মাউন্টব্যাটেন পরিকল্পনা
(ঘ) আগস্ট প্রস্তাব
উত্তর: (ঘ) আগস্ট প্রস্তাব ✓
২৮. গণপরিষদের প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন ভারতে আসে –
(ক) ১৯১১ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে ✓
২৯. কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান?
(ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল
(খ) ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি
(গ) লর্ড ব্রাইস
(ঘ) উপরোক্ত কেউই নন
উত্তর: (ক) ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ✓
৩০. ভারতের সংবিধান গৃহীত হয় –
(ক) ক্যাবিনেট মিশন দ্বারা
(খ) ক্রিপস মিশন দ্বারা
(গ) গণপরিষদ দ্বারা
(ঘ) কংগ্রেস দ্বারা
উত্তর: (গ) গণপরিষদ দ্বারা ✓
৩১. ভারতের মূল সংবিধান নিজের হাতে লেখেন –
(ক) আম্বেদকর
(খ) নেহরু
(গ) বাবু রাজেন্দ্র প্রসাদ
(ঘ) প্রেমবিহারী নারাইন রাইজাদা
উত্তর: (ঘ) প্রেমবিহারী নারাইন রাইজাদা ✓
৩২. আগস্ট প্রস্তাব ঘোষিত হয়
(ক) ১৯৪০ খ্রিস্টাব্দের ৭ আগস্ট
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দের ৭ আগস্ট
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ আগস্ট
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৭ আগস্ট
উত্তর: (ক) ১৯৪০ খ্রিস্টাব্দের ৭ আগস্ট ✓
৩৩. ক্যাবিনেট মিশন গঠিত হয় –
(ক) স্ট্যাফোর্ড ক্রিপসকে নিয়ে
(খ) লর্ড আলেকজান্ডারকে নিয়ে
(গ) পেথিক লরেন্সকে নিয়ে
(ঘ) সবকটিই সঠিক
উত্তর: (ঘ) সবকটিই সঠিক ✓
৩৪. গণপরিষদ গঠিত হয়েছিল
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে ✓
৩৫. ভারতীয় সংবিধান প্রণয়নে গণপরিষদের কত দিন সময় লেগেছিল?
(ক) ২ বছর ৭ মাস ১৭ দিন
(খ) ২ বছর ১১ মাস ১৮ দিন
(গ) ২ বছর ১০ মাস ১৭ দিন
(ঘ) ২ বছর ৯ মাস ১০ দিন
উত্তর: (খ) ২ বছর ১১ মাস ১৮ দিন ✓
৩৬. ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠানো হয়েছিল
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে ✓
৩৭. কোন্ দেশে প্রথম গণপরিষদ কথাটি ব্যবহৃত হয়?
(ক) আমেরিকা
(খ) ব্রিটেন
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) কানাডা
উত্তর: (খ) ব্রিটেন ✓
৩৮. গণপরিষদের মোট সদস্যসংখ্যা ছিল
(ক) ২৯২ জন
(খ) ২১০ জন
(গ) ২৯৬ জন
(ঘ) ৩৮৯ জন
উত্তর: (ঘ) ৩৮৯ জন ✓
৩৯. গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন
(ক) জওহরলাল নেহরু
(খ) সচ্চিদানন্দ সিংহ
(গ) বি আর আম্বেদকর
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: (খ) সচ্চিদানন্দ সিংহ ✓
৪০. ভারতের গণপরিষদের প্রথম সভাপতি
(ক) নেহরু
(খ) বাবু রাজেন্দ্র প্রসাদ
(গ) সচ্চিদানন্দ সিংহ
(ঘ) আবুল কালাম আজাদ
উত্তর: (খ) বাবু রাজেন্দ্র প্রসাদ ✓
৪১. গণপরিষদে সবথেকে বেশি প্রতিনিধি ছিল
(ক) হিন্দু মহাসভার
(খ) জাতীয় কংগ্রেসের
(গ) মুসলিম লিগের
(ঘ) কমিউনিস্ট পার্টির
উত্তর: (খ) জাতীয় কংগ্রেসের ✓
৪২. গণপরিষদে জাতীয় কংগ্রেসের মোট সদস্য ছিল
(ক) ২১০ জন
(খ) ২০৮ জন
(গ) ২১১ জন
(ঘ) ২২০ জন
উত্তর: (খ) ২০৮ জন ✓
৪৩. ২১২টি সাধারণ আসনের মধ্যে কংগ্রেসের আসনসংখ্যা কত ছিল?
(ক) ২০৪টি
(খ) ২০৩টি
(গ) ২০৬টি
(ঘ) ২১০টি
উত্তর: (খ) ২০৩টি ✓
৪৪. ভারতের গণপরিষদে মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ছিল
(ক) ১০০ জন
(খ) ২১০ জন
(গ) ২৯২ জন
(ঘ) ২৯৬ জন
উত্তর: (ঘ) ২৯৬ জন ✓
৪৫. গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে চিফ কমিশনার শাসিত অঞ্চল (দিল্লি, আজমের মাড়ওয়ার, কুর্গ ও ব্রিটিশ বালুচিস্তান) থেকে নির্বাচিত হয়েছিলেন
(ক) ৪ জন
(খ) ৩ জন
(গ) ২ জন
(ঘ) ১ জন
উত্তর: (ক) ৪ জন ✓
৪৬. ভারতীয় গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা ছিলেন
(ক) বি আর আম্বেদকর
(খ) জওহরলাল নেহরু
(গ) বি এন রাও
(ঘ) গান্ধিজি
উত্তর: (গ) বি এন রাও ✓
৪৭. সংবিধান রচনার পূর্বে গণপরিষদের কতবার অধিবেশন বসেছিল?
(ক) ১১ বার
(খ) ৯ বার
(গ) ৫ বার
(ঘ) ৩ বার
উত্তর: (ক) ১১ বার ✓
৪৮. গণপরিষদের নির্বাচন হয়েছিল
(ক) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটে
(খ) মনোনয়নের মাধ্যমে
(গ) একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটে
(ঘ) আংশিক প্রাপ্তবয়স্কের ভোটে
উত্তর: (গ) একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটে ✓
৪৯. প্রতি দশ লক্ষ জনসংখ্যায় কত জন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছিল?
(ক) ২ জন
(খ) ৩ জন
(গ) ৫ জন
(ঘ) ১ জন
উত্তর: (ঘ) ১ জন ✓
৫০. একটি নির্বাচিত গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়নের কথা বলে
(ক) সাইমন কমিশন
(খ) ভারত শাসন আইন ১৯৩৫
(গ) ক্যাবিনেট মিশন
(ঘ) ক্রিপস মিশন
উত্তর: (ঘ) ক্রিপস মিশন ✓
৫১. ভারতের সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যরা
(ক) ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক মনোনীত
(খ) গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত
(গ) বিভিন্ন প্রদেশের আইনসভার দ্বারা নির্বাচিত
(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস দ্বারা নির্বাচিত
উত্তর: (গ) বিভিন্ন প্রদেশের আইনসভার দ্বারা নির্বাচিত ✓
৫২. গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়
(ক) মে, ১৯৪৫ খ্রিস্টাব্দে
(খ) জুলাই, ১৯৪৬ খ্রিস্টাব্দে
(গ) মার্চ, ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) জুন, ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) জুলাই, ১৯৪৬ খ্রিস্টাব্দে ✓
৫৩. গণপরিষদের জন্য গঠিত মন্ত্রীসভায় সভাপতিত্ব করেছিলেন কে?
(ক) জওহরলাল নেহরু
(খ) সর্দার বল্লভভাই প্যাটেল
(গ) ভীমরাও আম্বেদকর
(ঘ) কে এম মুন্সি
উত্তর: (ক) জওহরলাল নেহরু ✓
৫৪. কীরূপ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়?
(ক) গণভোট
(খ) প্রত্যক্ষ
(গ) পরোক্ষ
(ঘ) কোনোটিই না
উত্তর: (গ) পরোক্ষ ✓
৫৫. ব্রিটিশ সরকার কর্তৃক গণপরিষদ গঠনের একটি কার্যকরী উদ্যোগ হল
(ক) ওয়াভেল পরিকল্পনা
(খ) ক্রিপস মিশন
(গ) আগস্ট ঘোষণা
(ঘ) ক্যাবিনেট মিশন
উত্তর: (ঘ) ক্যাবিনেট মিশন ✓
৫৬. স্বাধীনতার পূর্বে ভারতে কে গণপরিষদ গঠনের ধারণা দিয়েছিলেন?
(ক) এম এন রায়
(খ) আম্বেদকর
(গ) অ্যানি বেসান্ত
(ঘ) নেহরু
উত্তর: (ক) এম এন রায় ✓
৫৭. কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান?
(ক) বল্লভভাই প্যাটেল
(খ) নেহরু
(গ) আম্বেদকর
(ঘ) গান্ধিজি
উত্তর: (ঘ) গান্ধিজি ✓
৫৮. ভারত ও পাকিস্তান স্বতন্ত্র গণপরিষদ গঠনের অধিকার লাভ করে
(ক) মাউন্টব্যাটেন পরিকল্পনায়
(খ) লী পরিকল্পনায়
(গ) ক্যাবিনেট মিশনে
(ঘ) আগস্ট প্রস্তাবে
উত্তর: (ক) মাউন্টব্যাটেন পরিকল্পনায় ✓
৫৯. গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন
(ক) আম্বেদকর
(খ) জি ভি মভলঙ্কর
(গ) পট্টভি সীতারামাইয়া
(ঘ) সচ্চিদানন্দ সিংহ
উত্তর: (খ) জি ভি মভলঙ্কর ✓
৬০. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
উত্তর: (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ✓
৬১. ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন
(ক) আম্বেদকর
(খ) বি এন রাও
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: (ঘ) রাজেন্দ্র প্রসাদ ✓
৬২. সংবিধান সভার সহসভাপতি ছিলেন
(ক) আম্বেদকর
(খ) কে এম মুন্সি
(গ) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
(ঘ) মৌলানা আজাদ
উত্তর: (গ) হরেন্দ্রকুমার মুখোপাধ্যায় ✓
৬৩. ভারতের গণপরিষদে মহিলা সদস্য ছিলেন
(ক) ৫ জন
(খ) ১০ জন
(গ) ১৫ জন
(ঘ) ২০ জন
উত্তর: (গ) ১৫ জন ✓
৬৪. গণপরিষদের প্রথম মহিলা সদস্য ছিলেন
(ক) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(খ) সরোজিনী নাইডু
(গ) সুচেতা কৃপালনি
(ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়
উত্তর: (খ) সরোজিনী নাইডু ✓
৬৫. গণপরিষদে অন্যতম মহিলা সদস্যা ছিলেন
(ক) ইন্দিরা গান্ধী
(খ) সরোজিনী নাইডু
(গ) সুচেতা কৃপালনি
(ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়
উত্তর: (ক) ইন্দিরা গান্ধী ✓
৬৬. উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব গণপরিষদে উত্থাপন করেন
(ক) নেতাজি সুভাষচন্দ্র বসু
(খ) মহাত্মা গান্ধী
(গ) পণ্ডিত জওহরলাল নেহরু
(ঘ) মহম্মদ আলি জিন্নাহ
উত্তর: (গ) পণ্ডিত জওহরলাল নেহরু ✓
৬৭. গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করেন
(ক) মুসলিম লিগের প্রতিনিধিরা
(খ) হিন্দু মহাসভার প্রতিনিধিরা
(গ) কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা
(ঘ) জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা
উত্তর: (ক) মুসলিম লিগের প্রতিনিধিরা ✓
৬৮. গণপরিষদে মুসলিম লিগের কত জন সদস্য ছিল?
(ক) ৭০
(খ) ৭৩
(গ) ৭৫
(ঘ) ৭৮
উত্তর: (খ) ৭৩ ✓
৬৯. গণপরিষদের প্রথম অধিবেশন বসে
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) হায়দরাবাদে
(ঘ) মুম্বাইতে
উত্তর: (খ) দিল্লিতে ✓
৭০. গণপরিষদের প্রথম অধিবেশন কোন হলে অনুষ্ঠিত হয়?
(ক) মুম্বাই কনস্টিটিউশন হল
(খ) দিল্লি কনস্টিটিউশন হল
(গ) গোয়া কনস্টিটিউশন হল
(ঘ) কলকাতা কনস্টিটিউশন হল
উত্তর: (খ) দিল্লি কনস্টিটিউশন হল ✓
৭১. গণপরিষদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ✓
৭২. গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত
উত্তর: (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ✓
৭৩. গণপরিষদে জাতীয় পতাকার পরিকল্পনা গৃহীত হয়
(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৪ জুলাই
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩১ জুলাই
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ জুলাই
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ জুলাই ✓
৭৪. ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা পায়
(ক) প্রথম অধিবেশনে
(খ) তৃতীয় অধিবেশনে
(গ) পঞ্চম অধিবেশনে
(ঘ) সপ্তম অধিবেশনে
উত্তর: (গ) পঞ্চম অধিবেশনে ✓
৭৫. গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ শুরু করে
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তর: (খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ✓
৭৬. গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
উত্তর: (ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি ✓
৭৭. গণপরিষদ গঠনের জন্য মোট কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল?
(ক) ১০
(খ) ১২
(গ) ১৪
(ঘ) ১৬
উত্তর: (গ) ১৪ ✓
৭৮. ভারতের গণপরিষদে মোট কটি প্রধান কমিটি গঠন করা হয়েছিল?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
উত্তর: (ঘ) ৮টি ✓
৭৯. গণপরিষদে কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন
(ক) গান্ধিজি
(খ) ড. রাজেন্দ্র প্রসাদ
(গ) সর্দার বল্লভভাই প্যাটেল
(ঘ) ড. বি আর আম্বেদকর
উত্তর: (খ) ড. রাজেন্দ্র প্রসাদ ✓
৮০. গণপরিষদের প্রধান কমিটির অন্তর্ভুক্ত নয়
(ক) খসড়া কমিটি
(খ) কার্যনির্বাহী কমিটি
(গ) ভাষা সংক্রান্ত কমিটি
(ঘ) কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি
উত্তর: (গ) ভাষা সংক্রান্ত কমিটি ✓
৮১. “ভারতীয় গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা”- এ কথা কে বলেছেন?
(ক) ড. আম্বেদকর
(খ) জওহরলাল নেহরু
(গ) মহম্মদ আলি জিন্নাহ
(ঘ) সচ্চিদানন্দ সিংহ
উত্তর: (ঘ) সচ্চিদানন্দ সিংহ ✓
৮২. জাতীয় কংগ্রেসে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রথম দাবি জানানো হয়
(ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে ✓
৮৩. “কংগ্রেস কখনোই গান্ধিবাদী ছিল না” – এই মন্তব্যটি করেন
(ক) জি ভি মভলঙ্কর
(খ) গ্রেনভিল অস্টিন
(গ) বি এন রাও
(ঘ) কে টি শাহ
উত্তর: (খ) গ্রেনভিল অস্টিন ✓
৮৪. ‘গণপরিষদ একটি একদলীয় ব্যবস্থা’ – কথাটি বলেছেন
(ক) আলেকজান্ডার ডাফ
(খ) গ্রেনভিল অস্টিন
(গ) পেথিক লরেন্স
(ঘ) আইভর জেনিংস
উত্তর: (খ) গ্রেনভিল অস্টিন ✓
৮৫. গণপরিষদকে ‘ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায়’-এর প্রতিনিধিত্বকারী সংস্থা বলে চিহ্নিত করেছিলেন
(ক) উইনস্টন চার্চিল
(খ) ভাইকাউন্ট সাইমন
(গ) বি শিব রাও
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: (ক) উইনস্টন চার্চিল ✓
৮৬. নিম্নলিখিত কোন্ ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না?
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) পণ্ডিত জওহরলাল নেহরু
(গ) ড. বি আর আম্বেদকর
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তর: (ঘ) সুভাষচন্দ্র বসু ✓
৮৭. নেহরু রিপোর্ট কবে পেশ হয়?
(ক) ১৯২৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে ✓
৮৮. কংগ্রেস অলিগারকি (Congress Oligarchy) শব্দটি ব্যবহার করেন
(ক) নেহরু
(খ) কে ভি রাও
(গ) গ্রেনভিল অস্টিন
(ঘ) বল্লভভাই প্যাটেল
উত্তর: (গ) গ্রেনভিল অস্টিন ✓
৮৯. ভারতের সংবিধান রচনার দায়িত্ব অর্পিত হয়েছিল
(ক) খসড়া কমিটির উপর
(খ) কার্যনির্বাহী কমিটির উপর
(গ) কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটির উপর
(ঘ) রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির উপর
উত্তর: (ক) খসড়া কমিটির উপর ✓
৯০. খসড়া কমিটির সভাপতি (Chairman) ছিলেন
(ক) ড. রাজেন্দ্র প্রসাদ
(খ) পট্টভি সীতারামাইয়া
(গ) সর্দার বল্লভভাই প্যাটেল
(ঘ) ড. আম্বেদকর
উত্তর: (ঘ) ড. আম্বেদকর ✓
৯১. ভারতীয় সংবিধানের রূপকার হলেন
(ক) রাজেন্দ্র প্রসাদ
(খ) ড. আম্বেদকর
(গ) নেহরু
(ঘ) কে এম মুন্সি
উত্তর: (খ) ড. আম্বেদকর ✓
৯২. আম্বেদকরকে ‘সংবিধানের জননী’ হিসেবে আখ্যায়িত করার পক্ষপাতি
(ক) কে ভি রাও
(খ) সুব্বা রাও
(গ) রজনী কোঠারি
(ঘ) জে সি জোহারি
উত্তর: (ক) কে ভি রাও ✓
৯৩. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন
(ক) পার্লামেন্ট
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) সুপ্রিমকোর্ট
উত্তর: (ঘ) সুপ্রিমকোর্ট ✓
৯৪. খসড়া কমিটি গঠিত হয়
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৩ ডিসেম্বর
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৩ আগস্ট
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট ✓
৯৫. বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত ভারতের খসড়া কমিটির সদস্যসংখ্যা ছিল
(ক) ৭ জন
(খ) ৬ জন
(গ) ৫ জন
(ঘ) ৪ জন
উত্তর: (ক) ৭ জন ✓
৯৬. খসড়া কমিটির প্রধান কাজ ছিল
(ক) ভোটের আয়োজন করা
(খ) ভারতের জন্য সংবিধান রচনা করা
(গ) ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা
(ঘ) ভারতের জাতীয় সংগীত রচনা করা
উত্তর: (খ) ভারতের জন্য সংবিধান রচনা করা ✓
৯৭. খসড়া সংবিধান রচনার কাজ শুরু হয়
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর ✓
৯৮. ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন
(ক) বি আর আম্বেদকর
(খ) নেহরু
(গ) খসড়া কমিটি
(ঘ) বি এন রাও
উত্তর: (ঘ) বি এন রাও ✓
৯৯. ‘Drafting Committe’-কে উপহাস করে ‘A Driftting Committee’ বলে আখ্যায়িত করেন
(ক) নাজিরুদ্দিন আহমেদ
(খ) আইভর জেনিংস
(গ) লর্ড ব্রাইস
(ঘ) নেহরু
উত্তর: (ক) নাজিরুদ্দিন আহমেদ ✓
১০০. খসড়া সংবিধান গণপরিষদে পেশ করা হয়
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(গ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তর: (গ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি ✓
১০১. গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
উত্তর: (খ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর ✓
১০২. ভারতের সংবিধান কার্যকরী হয়
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর
(ঘ) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
উত্তর: (ক) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ✓
আরো পড়ুন : রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর