সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় | Class 11 Political science 4th Chapter Constitution MCQ Question Answer

১। রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকানুনকে বলা হয়
(ক) সংবিধান
(খ) আইন
(গ) অধিকার
(ঘ) নৈতিকতা।
উত্তরঃ (ক) সংবিধান
২। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল
(ক) আইন বিভাগ
(খ) বিচার বিভাগ
(গ) সংবিধান
(ঘ) শাসন বিভাগ।
উত্তরঃ (গ) সংবিধান
৩। সংবিধানকে কী ধরনের আইনের মর্যাদা দেওয়া হয়?
(ক) পৌর আইন
(খ) বিধিবদ্ধ আইন
(গ) আন্তর্জাতিক আইন
(ঘ) দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
উত্তরঃ (ঘ) দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন
৪। Constitution শব্দটির উদ্ভব হয় কোন্ শব্দ থেকে?
(ক) Constituere
(খ) Constant
(গ) Constitute
(ঘ) Constious!
উত্তরঃ (ক) Constituere
৫। লাতিন শব্দ ‘Constituere’-এর অর্থ হল
(ক) আইন
(খ) প্রতিষ্ঠা করা
(গ) স্বাধীনতা
(ঘ) সাম্য।
উত্তরঃ (খ) প্রতিষ্ঠা করা
৬। ‘কোনো রাষ্ট্রের সংবিধান বলতে সেইসব লিখিত ও অলিখিত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায় যা সর্বোচ্চ শাসন পরিচালকদের গুরুত্বপূর্ণ অধিকার এবং শাসিতদের সর্বাপেক্ষা অত্যাবশ্যক সুযোগসুবিধা নিয়ন্ত্রণ করে’ – কে বলেছেন?
(ক) স্যার জেমস ম্যাকিনটস
(খ) হারম্যান ফাইনার
(গ) অধ্যাপক হোয়ার
(ঘ) অধ্যাপক গার্নার।
উত্তরঃ (ক) স্যার জেমস ম্যাকিনটস
৭। ‘সংকীর্ণ অর্থে সংবিধান বলতে এমন একটি দলিলকে বোঝায় যে দলিল সরকারের মুখ্য প্রতিষ্ঠানসমূহের গঠন, ক্ষমতা এবং কার্য পরিচালনার পদ্ধতি সম্পর্কিত নিয়মাবলি এবং নাগরিকদের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানসমূহের সম্পর্কের সাধারণ নীতি স্থির করে’ – কে বলেছেন?
(ক) স্যার আইভর জেনিংস
(খ) বেঞ্জামিন অ্যাকজিন
(গ) লর্ড ব্রাইস
(ঘ) ডাইসি।
উত্তরঃ (ক) স্যার আইভর জেনিংস
৮। ‘সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ’ – এ কথা বলেছেন
(ক) অ্যারিস্টট্ল
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং।
উত্তরঃ (ক) অ্যারিস্টট্ল
৯। ‘শাসনতন্ত্র হল সেইসব আইন ও প্রথার সমষ্টি যেগুলি রাষ্ট্রীয় জীবনকে নিয়ন্ত্রিত করে’ — “The aggregate of Laws and custom under which the life of the state goes on…..” — এ কথা বলেছেন
(ক) লর্ড ব্রাইস
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং।
উত্তরঃ (ক) লর্ড ব্রাইস
১০। ‘শাসনতন্ত্র হল বিশেষভাবে পবিত্র নিয়মসম্বলিত সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা শাসনব্যবস্থার কাঠামো স্থিরীকৃত হয়’ — এ কথা বলেছেন
(ক) লর্ড ব্রাইস
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং।
উত্তরঃ (ঘ) সি এফ স্ট্রং
১১। “শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব ও ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়” — এই উক্তিটি দিয়েছেন
(ক) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং।
উত্তরঃ (খ) অগ ও জিঙ্ক
১২। সংবিধানকে “ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী” বলে কোন্ রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন?
(ক) কে সি হোয়ার
(খ) ফাইনার
(গ) লোয়েনস্টাইন
(ঘ) জেলিনেক।
উত্তরঃ (খ) ফাইনার
১৩। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন
(ক) লর্ড ব্রাইস
(খ) কুলি
(গ) গিলক্রিস্ট
(ঘ) ফাইনার।
উত্তরঃ (খ) কুলি
১৪। ‘সংবিধান হল রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণকারী ও প্রয়োগকারী যন্ত্র মাত্র’ — এ কথা কে বলেছেন?
(ক) ফাইনার
(খ) অস্টিন রেনি
(গ) কুলি
(ঘ) লোয়েনস্টাইন।
উত্তরঃ (ঘ) লোয়েনস্টাইন।
১৫। সংবিধান শব্দটিকে কটি অর্থে ব্যবহার করা হয়?
(ক) চারটি
(খ) ছয়টি
(গ) আটটি
(ঘ) দুইটি।
উত্তরঃ (ঘ) দুইটি
১৬। সংবিধান রচনায় অলিখিত নিয়মকানুন বলতে কী বোঝানো হয়?
(ক) প্রচলিত প্রথা
(খ) সংসদ প্রণীত আইন
(গ) অপ্রচলিত প্রথা
(ঘ) জননীতি।
উত্তরঃ (ক) প্রচলিত প্রথা
১৭। ‘সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই। তুমি যদি কোনো কিছুকে কঠোর এবং স্থায়ী করে তোলো, তাহলে দেশের উন্নতিই স্তব্ধ হয়ে যাবে’ — উক্তিটি কে করেছিলেন?
(ক) কে সি হোয়ার
(খ) সি এফ স্ট্রং
(গ) জওহরলাল নেহরু
(ঘ) জেলিনেক।
উত্তরঃ (গ) জওহরলাল নেহরু
১৮। শাসনতন্ত্রের সংকীর্ণ সংজ্ঞা প্রদান করেছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রদার্শনিক হলেন
(ক) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
(খ) কে সি হোয়ার
(গ) গান্ধিজি
(ঘ) রাষ্ট্রবিজ্ঞানী গ্রিন।
উত্তরঃ (ক) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
১৯। ব্যাপক অর্থে শাসনতন্ত্রের সংজ্ঞা প্রদান করেছেন
(ক) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
(খ) অধ্যাপক কে সি হোয়ার
(গ) গান্ধিজি
(ঘ) নেহরু।
উত্তরঃ (খ) অধ্যাপক কে সি হোয়ার
২০। ‘লিখিত বা অলিখিত, বিধিসম্মত বা বিধিবহির্ভূত, সকল মৌলিক নিয়মকানুন যা দেশের শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তাই হল শাসনতন্ত্র’ – এটি কার উক্তি
(ক) রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি
(খ) অধ্যাপক কে সি হোয়ার
(গ) গান্ধিজি
(ঘ) নেহরু।
উত্তরঃ (ক) রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি
২১। শাসনতন্ত্র বলতে যতগুলি লিখিত বা অলিখিত নিয়ম বোঝায়, যার ভিত্তিতে সরকার গঠিত হয়, সরকারি বিভাগগুলির মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং তাদের কর্মপরিধি নির্ধারিত হয় — এ কথা বলেছেন
(ক) লর্ড ব্রাইস
(খ) অগ ও জিঙ্ক
(গ) গিলক্রিস্ট
(ঘ) অস্টিন রেনি।
উত্তরঃ (ঘ) অস্টিন রেনি
২২। সংবিধানকে শাসনব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন
(ক) সক্রেটিস
(খ) ডাইসি
(গ) জন লক্
(ঘ) জেলিনেক।
উত্তরঃ (খ) ডাইসি
২৩। সংবিধানকে লিখিত দলিলরূপে কে বর্ণনা করেছেন?
(ক) বেঞ্জামিন অ্যাকজিন
(খ) লর্ড ব্রাইস
(গ) কুলি
(ঘ) অস্টিন রেনি।
উত্তরঃ (ক) বেঞ্জামিন অ্যাকজিন
২৪। ‘সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র রাষ্ট্রই নয় বরং নৈরাজ্যের শাসন’ — এ কথা বলেছেন
(ক) অগ ও জিঙ্ক
(খ) অস্টিন রেনি
(গ) জেলিনেক
(ঘ) লর্ড ব্রাইস।
উত্তরঃ (গ) জেলিনেক
২৫। ‘যে ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা সরকারের চূড়ান্ত ক্ষমতা বাস্তবায়িত হয়, তাই হল সংবিধান’ — বলেছেন
(ক) কে সি হোয়ার
(খ) অস্টিন
(গ) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
(ঘ) উলসে।
উত্তরঃ (খ) অস্টিন
২৬। ‘সংবিধান হল সেইসকল নীতির একত্রীকরণ, যেগুলির দ্বারা সরকারের ক্ষমতা, জনগণের অধিকার এবং শাসক-শাসিতের মধ্যে সম্পর্কের সাম্যবিধান করা হয়’ — এ কথা বলেছেন
(ক) উলসে
(খ) সি এফ স্ট্রং
(গ) জেলিনেক
(ঘ) লোয়েনস্টাইন।
উত্তরঃ (ক) উলসে
২৭। ‘কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে লিপিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না’ — মন্তব্যটি করেছেন
(ক) ডাইসি
(খ) জন লক্
(গ) টকভিল
(ঘ) বেঞ্জামিন অ্যাকজিন।
উত্তরঃ (গ) টকভিল
২৮। শাসকের সংখ্যা ও শাসন প্রকৃতির ভিত্তিতে সংবিধান তথা শাসনব্যবস্থার ছয়টি রূপের কথা উল্লেখ করেছেন
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) হেগেল
(ঘ) কান্ট।
উত্তরঃ (খ) অ্যারিস্টট্ল
২৯। ‘সংবিধান যে সবসময় দলিল হবে এমন কোনো কথা নেই’ — বলেছেন
(ক) কে সি হোয়ার
(খ) বেঞ্জামিন অ্যাকজিন
(গ) লর্ড ব্রাইস
(ঘ) অ্যারিস্টট্ল।
উত্তরঃ (ঘ) অ্যারিস্টট্ল
৩০। সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) দুইটি
(খ) চারটি
(গ) ছয়টি
(ঘ) দশটি
উত্তরঃ (ক) দুইটি
৩১। দেশের ইতিহাস, প্রথা ও বিচারকের রায় সংবিধান রচনার কোন্ উৎসের মধ্যে পড়ে?
(ক) অভ্যন্তরীণ
(খ) বাহ্যিক
(গ) বৈদেশিক
(ঘ) বাণিজ্যিক।
উত্তরঃ (ক) অভ্যন্তরীণ
৩২। শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে সংবিধান হিসেবে বোঝাতে চেয়েছেন-
(ক) ফাইনার
(খ) অস্টিন
(গ) উলসে
(ঘ) জেলিনেক।
উত্তরঃ (ক) ফাইনার
৩৩। “শাসনতন্ত্র হল এমন কতগুলি নীতির সমষ্টি, যার মাধ্যমে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার ও উভয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়” – এই উক্তিটি করেছেন
(ক) রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি
(খ) অধ্যাপক কে সি হোয়ার
(গ) সি এফ স্ট্রং
(ঘ) ডেভিড ইস্টন।
উত্তরঃ (গ) সি এফ স্ট্রং
৩৪। গতানুগতিকভাবে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায়?
(ক) দশটি
(খ) বারোটি
(গ) দুইটি
(ঘ) চারটি।
উত্তরঃ (গ) দুইটি
৩৫। একটি মৌলিক সংবিধানবিশিষ্ট রাষ্ট্রের নাম লেখো-
(ক) সুইটজারল্যান্ড
(খ) কোরিয়া
(গ) জার্মানি
(ঘ) জাপান।
উত্তরঃ (ক) সুইটজারল্যান্ড
৩৬। সংবিধানকে বিচার-সম্পর্কিত বিধির (Judicial rules) সমষ্টিরূপে উল্লেখ করেছেন কোন্ রাষ্ট্রবিজ্ঞানী?
(ক) অগ ও জিঙ্ক
(খ) হারম্যান ফাইনার
(গ) জর্জ জেলিনেক
(ঘ) আইনশাস্ত্রবিদ কুলি।
উত্তরঃ (গ) জর্জ জেলিনেক
৩৭। উৎপত্তিগত বিচারে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায়?
(ক) চারটি
(খ) দুইটি
(গ) ছয়টি
(ঘ) আটটি।
উত্তরঃ (খ) দুইটি
৩৮। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন্ গণতান্ত্রিক দেশে লক্ষ করা যায়?
(ক) ভারতবর্ষ
(খ) ব্রিটেন
(গ) কোরিয়া
(ঘ) জাপান।
উত্তরঃ (ক) ভারতবর্ষ
৩৯। লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত?
(ক) বিচার বিভাগ
(খ) আইন বিভাগ
(গ) শাসন বিভাগ
(ঘ) সামরিক বিভাগ।
উত্তরঃ (ক) বিচার বিভাগ
৪০। হামুরাবি আইন সংকলিত হয়েছিল আনুমানিক –
(ক) ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দে
(খ) ১৭৫২ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ১৭৫৫ খ্রিস্টপূর্বাব্দে
(ঘ) ১৭৫৬ খ্রিস্টপূর্বাব্দে।
উত্তরঃ (ক) ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দে
৪১। আমেরিকার সংবিধান প্রণীত হয় –
(ক) ১৭৮২ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৭৮৭ খ্রিস্টাব্দে
৪২। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান হল
(ক) চিনের সংবিধান
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
(গ) ভারতের সংবিধান
(ঘ) সুইটজারল্যান্ডের সংবিধান।
উত্তরঃ (খ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
৪৩। অলিখিত সংবিধান রয়েছে –
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) ভারতে
(গ) সুইটজারল্যান্ডে
(ঘ) গ্রেট ব্রিটেনে।
উত্তরঃ (ঘ) গ্রেট ব্রিটেনে
৪৪। ‘আমরা সংবিধানের অধীন কিন্তু বিচারপতিরা যা বলেন তাই সংবিধান’ – বলেছেন –
(ক) মার্কিন বিচারপতি হিউজেস
(খ) ল্যাস্কি
(গ) লর্ড ব্রাইস
(ঘ) ফাইনার।
উত্তরঃ (ক) মার্কিন বিচারপতি হিউজেস
৪৫। ‘লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মূলগত নয়, মাত্রাগত’ – এ কথা বলেছেন-
(ক) অধ্যাপক গেটেল
(খ) ফাইনার
(গ) স্তালিন
(ঘ) লেনিন।
উত্তরঃ (ক) অধ্যাপক গেটেল
৪৬। সংবিধান রচনায় অলিখিত নিয়মকানুন বলতে কি বোঝানো হয়?
(ক) প্রচলিত প্রথা
(খ) সংসদ প্রণীত আইন
(গ) অপ্রচলিত প্রথা
(ঘ) জননীতি।
উত্তরঃ (ক) প্রচলিত প্রথা
৪৭। নিউজিল্যান্ড এবং আয়ার্ল্যান্ডের সংবিধান কী?
(ক) সুপরিবর্তনীয় সংবিধান
(খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(গ) লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান
(ঘ) লিখিত সুপরিবর্তনীয় সংবিধান।
উত্তরঃ (ঘ) লিখিত সুপরিবর্তনীয় সংবিধান
৪৮। লর্ড ব্রাইস সংবিধানকে কয়টি ভাগে ভাগ করেছেন?
(ক) দুটি
(খ) চারটি
(গ) দশটি
(ঘ) ছয়টি।
উত্তরঃ (ক) দুটি
৪৯। ম্যাগনাকার্টা আইন কত খ্রিস্টাব্দের আইন?
(ক) ১২১৫
(খ) ১৯৪৯
(গ) ১৬৮০
(ঘ) ১৯১১।
উত্তরঃ (ক) ১২১৫
৫০। সংবিধান সংশোধনের জন্য যদি বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় সেক্ষেত্রে সেই সংবিধানকে কী ধরনের সংবিধান বলে?
(ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(খ) সুপরিবর্তনীয় সংবিধান
(গ) লিখিত সংবিধান
(ঘ) অলিখিত সংবিধান।
উত্তরঃ (ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
৫১। ক্ষমতা বিভাজনের দিক থেকে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায়?
(ক) চারটি
(খ) ছয়টি
(গ) দুইটি
(ঘ) পাঁচটি।
উত্তরঃ (গ) দুইটি
৫২। যখন রাষ্ট্রের সমস্ত ক্ষমতা চূড়ান্তভাবে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই ধরনের সরকার কীরূপ সরকার?
(ক) এককেন্দ্রিক
(খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) গণতান্ত্রিক
(ঘ) প্রজাতান্ত্রিক।
উত্তরঃ (ক) এককেন্দ্রিক
৫৩। যে সংবিধানকে সহজে সংশোধন করা যায় না তাকে বলে
(ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(খ) সুপরিবর্তনীয় সংবিধান
(গ) এককেন্দ্রিক সংবিধান
(ঘ) যুক্তরাষ্ট্রীয় সংবিধান।
উত্তরঃ (ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
৫৪। কোন্ সংবিধানকে গতিশীল বলা হয়?
(ক) সুপরিবর্তনীয়
(খ) দুষ্পরিবর্তনীয়
(গ) মিশ্র সংবিধান
(ঘ) অনমনীয় সংবিধান।
উত্তরঃ (ক) সুপরিবর্তনীয়
৫৫। কোন্ দেশের সংবিধান ২০০ বছরের অধিককালের সময়ে মাত্র ২৭বার সংশোধিত হয়েছে?
(ক) ব্রিটিশ
(খ) কানাডা
(গ) জাপান
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র।
উত্তরঃ (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
৫৬। নীতি সম্বলিত সংবিধান রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো।
(ক) ইজরায়েল
(খ) ভারত
(গ) জাপান
(ঘ) শ্রীলঙ্কা।
উত্তরঃ (ক) ইজরায়েল
৫৭। জার্মানির সংবিধান কীরূপ?
(ক) নীতি সম্বলিত সংবিধান
(খ) আদর্শ-নিরপেক্ষ সংবিধান
(গ) মৌলিক সংবিধান
(ঘ) লিখিত সংবিধান।
উত্তরঃ (খ) আদর্শ-নিরপেক্ষ সংবিধান
৫৮। পাকিস্তানের সংবিধান কীরূপ?
(ক) অলিখিত সংবিধান
(খ) সুপরিবর্তনীয় সংবিধান
(গ) নীতি সম্বলিত সংবিধান
(ঘ) লিখিত সংবিধান।
উত্তরঃ (গ) নীতি সম্বলিত সংবিধান
৫৯। জাপানের সংবিধান কীরূপ?
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) আদর্শ-নিরপেক্ষ সংবিধান
(ঘ) লিখিত সংবিধান।
উত্তরঃ (খ) মৌলিকতাবিহীন সংবিধান
৬০। ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন?
(ক) ২১ জন
(খ) ১১ জন
(গ) ২০ জন
(ঘ) ২২ জন।
উত্তরঃ (ক) ২১ জন
৬১। সংবিধান হল এমন কতগুলি নিয়মকানুন যার মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণকারী শ্রেণিস্বার্থ প্রতিফলিত হয় এটি কাদের মত?
(ক) মার্কসবাদীদের
(খ) পুঁজিবাদীদের
(গ) উদারনীতিবাদীদের
(ঘ) গান্ধিবাদীদের।
উত্তরঃ (ক) মার্কসবাদীদের
৬২। সংবিধানকে মৌলিক ও মৌলিকতাবিহীন, নীতিসংবদ্ধ-নীতিনিরপেক্ষ এবং নিয়মনিষ্ঠ-নামসর্বস্ব শব্দার্থবোধক এই তিনটি শ্রেণিতে ভাগ করেছেন-
(ক) অধ্যাপক লোয়েনস্টাইন
(খ) ফাইনার
(গ) অস্টিন
(ঘ) কে সি হোয়ার।
উত্তরঃ (ক) অধ্যাপক লোয়েনস্টাইন
৬৩। ভারতের সংবিধান হল
(ক) সুপরিবর্তনীয়
(খ) দুস্পরিবর্তনীয়
(গ) আংশিক সুপরিবর্তনীয় আংশিক দুস্পরিবর্তনীয়
(ঘ) কোনোটিই নয়।
উত্তরঃ (গ) আংশিক সুপরিবর্তনীয় আংশিক দুস্পরিবর্তনীয়
৬৪। লোয়েনস্টাইন সংবিধানকে ভাগ করেছেন-
(ক) লিখিত ও অলিখিত
(খ) সুপরিবর্তনীয় ও দুস্পরিবর্তনীয়
(গ) মৌলিক ও মৌলিকতাবিহীন
(ঘ) বুর্জোয়া ও শ্রমিক শ্রেণি।
উত্তরঃ (গ) মৌলিক ও মৌলিকতাবিহীন
৬৫। সর্বাপেক্ষা দুস্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হল-
(ক) ইংল্যান্ডের সংবিধান
(খ) ভারতের সংবিধান
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
(ঘ) ফ্রান্সের সংবিধান।
উত্তরঃ (গ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
৬৬। যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায়ে একটি কার্যকরী পন্থা নির্ধারণ করে সেই সংবিধানকে বলা হয়-
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) নীতিনিরপেক্ষ সংবিধান।
উত্তরঃ (ক) মৌলিক সংবিধান
৬৭। মৌলিক সংবিধানবিশিষ্ট একটি দেশ হল-
(ক) ব্রিটেন
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) ভুটান।
উত্তরঃ (ক) ব্রিটেন
৬৮। যে-সকল দেশের সংবিধান অন্য কোনো একটি সংবিধান বা একাধিক দেশের সংবিধানের অনুকরণে রচিত হয় তাকে বলা হয়
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) নীতিনিরপেক্ষ সংবিধান।
উত্তরঃ (খ) মৌলিকতাবিহীন সংবিধান
৬৯। যে-সকল সংবিধান কোনো আদর্শ বা লক্ষ্যপূরণের প্রতিশ্রুতি বহন করে সেই সংবিধানকে বলা হয় –
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতি সংবদ্ধ সংবিধান
(ঘ) নীতিনিরপেক্ষ সংবিধান।
উত্তরঃ (গ) নীতি সংবদ্ধ সংবিধান
৭০। মৌলিকতাবিহীন সংবিধানবিশিষ্ট একটি রাষ্ট্র হল –
(ক) শ্রীলঙ্কা
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) সুইটজারল্যান্ড
(ঘ) ব্রিটেন।
উত্তরঃ (ক) শ্রীলঙ্কা
৭১। নীতি সংবদ্ধ সংবিধানবিশিষ্ট একটি দেশ হল –
(ক) চিন
(খ) ভারত
(গ) বাংলাদেশ
(ঘ) ভুটান।
উত্তরঃ (ক) চিন
৭২। যে সংবিধান কোনো আদর্শের দ্বারা প্রভাবিত না হয়ে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে কার্যকর ও সক্রিয় রাখার চেষ্টা করে তাকে বলা হয়
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) আদর্শ-নিরপেক্ষ সংবিধান।
উত্তরঃ (ঘ) আদর্শ-নিরপেক্ষ সংবিধান
৭৩। আদর্শ-নিরপেক্ষ সংবিধানের উদাহরণ হল –
(ক) ফ্রান্সের সংবিধান
(খ) ভারতের সংবিধান
(গ) বাংলাদেশের সংবিধান
(ঘ) ভুটানের সংবিধান।
উত্তরঃ (ক) ফ্রান্সের সংবিধান
৭৪। যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা হয়-
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) আদর্শনিষ্ঠ সংবিধান।
উত্তরঃ (ঘ) আদর্শনিষ্ঠ সংবিধান
৭৫। আদর্শনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয় কোন্ দেশে?
(ক) ভারতে
(খ) জাপানে
(গ) চিনে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে।
উত্তরঃ (ক) ভারতে
৭৬। যদি দেশের সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলির আদর্শের উপর কোনো মিল খুঁজে পাওয়া না যায় তাহলে তাকে বলা হয়-
(ক) নামসর্বস্ব সংবিধান
(খ) নীতিসংবদ্ধ সংবিধান
(গ) মৌলিকতাবিহীন সংবিধান
(ঘ) মৌলিক সংবিধান।
উত্তরঃ (ক) নামসর্বস্ব সংবিধান
৭৭। সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে?
(ক) আইনসভা
(খ) লোকসভা
(গ) রাজ্যসভা
(ঘ) বিধানসভা।
উত্তরঃ (ক) আইনসভা
৭৮। দুষ্পরিবর্তনীয় সংবিধানকে কেন গণতান্ত্রিক সংবিধান বলা হয়?
(ক) মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে
(খ) পৌর অধিকার লিপিবদ্ধ থাকে বলে
(গ) রাজনৈতিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে
(ঘ) নৈতিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে।
উত্তরঃ (ক) মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বলে
৭৯। দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের এমন কোন্ বিভাগ আছে যার প্রাধান্য পরিলক্ষিত হয়?
(ক) আইন বিভাগ
(খ) বিচার বিভাগ
(গ) শাসন বিভাগ
(ঘ) সামরিক বিভাগ।
উত্তরঃ (খ) বিচার বিভাগ
৮০। সুইটজারল্যান্ডের সংবিধান কী ধরনের সংবিধানের উদাহরণ?
(ক) লিখিত সংবিধান
(খ) অলিখিত সংবিধান
(গ) সুপরিবর্তনীয় সংবিধান
(ঘ) মৌলিকতাবিহীন সংবিধান।
উত্তরঃ (ক) লিখিত সংবিধান
৮১। ব্রিটেনের সংবিধান কী ধরনের সংবিধান?
(ক) লিখিত সংবিধান
(খ) অলিখিত সংবিধান
(গ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(ঘ) সুপরিবর্তনীয় সংবিধান।
উত্তরঃ (খ) অলিখিত সংবিধান
৮২। মর্যাদা ও গুরুত্বের দিক থেকে কোন্ সংবিধান শ্রেষ্ঠ?
(ক) লিখিত
(খ) আংশিক অলিখিত
(গ) অলিখিত
(ঘ) আংশিক লিখিত।
উত্তরঃ (ক) লিখিত
৮৩। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কী ধরনের সংবিধান?
(ক) নীতিমূলক
(খ) অলিখিত
(গ) সুপরিবর্তনীয়
(ঘ) দুষ্পরিবর্তনীয়।
উত্তরঃ (ঘ) দুষ্পরিবর্তনীয়
৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?
(ক) দশবার
(খ) এগারোবার
(গ) পাঁচবার
(ঘ) সাতাশবার।
উত্তরঃ (ঘ) সাতাশবার
৮৫। ভারতের সংবিধান কার দ্বারা রচনা করা হয়েছিল?
(ক) ব্রিটিশ পার্লামেন্ট
(খ) গণপরিষদ
(গ) ভারতীয় পার্লামেন্ট
(ঘ) গণসভা।
উত্তরঃ (খ) গণপরিষদ
৮৬। শব্দার্থবোধক সংবিধান রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম –
(ক) ইরাক
(খ) ব্রিটেন
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) কিউবা।
উত্তরঃ (ক) ইরাক
৮৭। যখন কোনো রাষ্ট্রের সংবিধানের শাসনতান্ত্রিক আদর্শ সংশ্লিষ্ট দেশের বাস্তব প্রেক্ষাপটের সঙ্গে সাযুজ্য রেখে জনগণ বা নাগরিক কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে গৃহীত হয়, সেই সংবিধানকে বলা হয়-
(ক) আদর্শনিষ্ঠ
(খ) শব্দার্থবোধক
(গ) নামসর্বস্ব
(ঘ) নীতিসম্বলিত।
উত্তরঃ (ক) আদর্শনিষ্ঠ
৮৮। দক্ষিণ কোরিয়ার সংবিধান কীরূপ?
(ক) নীতিসম্বলিত সংবিধান
(খ) নামসর্বস্ব সংবিধান
(গ) মৌলিক সংবিধান
(ঘ) মৌলিকতাবিহীন সংবিধান।
উত্তরঃ (খ) নামসর্বস্ব সংবিধান
৮৯। নমনীয় সংবিধানকে সাধারণত যেভাবে সংশোধন করা হয়
(ক) গণভোটের মাধ্যমে
(খ) সাংবিধানিক সম্মেলনের মাধ্যমে
(গ) আইনসভার সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা
(ঘ) সাধারণ আইনের মতো একই আইন প্রণয়ন প্রক্রিয়ার দ্বারা।
উত্তরঃ (ঘ) সাধারণ আইনের মতো একই আইন প্রণয়ন প্রক্রিয়ার দ্বারা
৯০। সুপরিবর্তনীয় সংবিধানের একটি উদাহরণ হল
(ক) কানাডার সংবিধান
(খ) ভারতের সংবিধান
(গ) ব্রিটেনের সংবিধান
(ঘ) আমেরিকার সংবিধান।
উত্তরঃ (গ) ব্রিটেনের সংবিধান
৯১। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায় –
(ক) একটি কেন্দ্রীয় সরকার
(খ) একটি আঞ্চলিক সরকার
(গ) একটি রাজ্য সরকার
(ঘ) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার।
উত্তরঃ (ঘ) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার
৯২। সংশোধন পদ্ধতির দিক থেকে ভারতের সংবিধান হল –
(ক) এককেন্দ্রীক ও যুক্তরাষ্ট্রীয়
(খ) মৌলিক ও মৌলিকতাবিহীন
(গ) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়
(ঘ) নীতিসংবদ্ধ ও আদর্শ নিরপেক্ষ।
উত্তরঃ (গ) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়
৯৩। ধনবৈষম্যমূলক সমাজব্যবস্থায় ধনিক শ্রেণির স্বার্থরক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন
(ক) ফাইনার
(খ) অ্যারিস্টটল
(গ) গিলক্রিস্ট
(ঘ) মার্কসবাদীরা।
উত্তরঃ (ঘ) মার্কসবাদীরা
৯৪। দুষ্পরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে?
(ক) আইনসভা
(খ) লোকসভা
(গ) রাজ্যসভা
(ঘ) বিধানসভা।
উত্তরঃ (ক) আইনসভা
৯৫। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে –
(ক) ব্রিটেনে
(খ) ভারতে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) সুইটজারল্যান্ডে।
উত্তরঃ (ক) ব্রিটেনে
৯৬। ফ্রান্সের সংবিধান কীরূপ?
(ক) শব্দার্থবোধক সংবিধান
(খ) নামসর্বস্ব সংবিধান
(গ) বুর্জোয়া সংবিধান
(ঘ) সত্ত্বাতাত্ত্বিক সংবিধান।
উত্তরঃ (গ) বুর্জোয়া সংবিধান
৯৭। মিশরের সংবিধান কেমন?
(ক) লিখিত সংবিধান
(খ) শব্দার্থবোধক সংবিধান
(গ) সত্ত্বাতাত্ত্বিক সংবিধান
(ঘ) নামসর্বস্ব সংবিধান।
উত্তরঃ (খ) শব্দার্থবোধক সংবিধান
৯৮। কোন্ মার্কসবাদী তাত্ত্বিক আধুনিককালের সংবিধানকে দুই ভাগে ভাগ করেছেন?
(ক) ইমরে কোভাক্স
(খ) লোয়েনস্টাইন
(গ) ফাইনার
(ঘ) অধ্যাপক ডাইসি।
উত্তরঃ (ক) ইমরে কোভাক্স
৯৯। কিউবার সংবিধান কীরূপ?
(ক) শ্রমিক শ্রেণির সংবিধান
(খ) নামসর্বস্ব সংবিধান
(গ) বুর্জোয়া সংবিধান
(ঘ) শব্দার্থবোধক সংবিধান।
উত্তরঃ (ক) শ্রমিক শ্রেণির সংবিধান
আরো পড়ুন : রাষ্ট্র : সংজ্ঞা এবং বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর