শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ | Class 11 Political Science 1st Chapter MCQ Question Answer

১. রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটে কোন্ দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে?
(ক) প্রাচীন ভারতের
(খ) প্রাচীন রোমের
(গ) প্রাচীন গ্রিসের
(ঘ) প্রাচীন ইতালির
উত্তর: (গ) প্রাচীন গ্রিসের
২. সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝায়—
(ক) মানবজীবনের ও মানবসমাজের ক্রিয়াকলাপ
(খ) রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল
(গ) মানব আচরণ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল
৩. প্রাচীন গ্রিসে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন—
(ক) প্লেটো
(খ) সক্রেটিস
(গ) সফিস্ট দার্শনিকগণ
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: (গ) সফিস্ট দার্শনিকগণ
৪. সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন—
(ক) সামাজিক বৈষম্যে
(খ) ব্যক্তিস্বাধীনতা ও সমতায়
(গ) ক্রীতদাস প্রথায়
(ঘ) স্বৈরাচারিতায়
উত্তর: (খ) ব্যক্তিস্বাধীনতা ও সমতায়
৫. সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন্ বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন?
(ক) জ্ঞান ও সত্যতা
(খ) কর্তৃত্ব
(গ) বুদ্ধিমত্তা
(ঘ) কূটনীতি
উত্তর: (ক) জ্ঞান ও সত্যতা
৬. নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন?
(ক) অ্যারিস্টটল
(খ) সিসেরো
(গ) পলিবিয়াস
(ঘ) প্লেটো
উত্তর: (ঘ) প্লেটো
৭. সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত?
(ক) স্বৈরাচারী রাজা
(খ) প্রজাদরদি রাজা
(গ) জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সত্যকে উপলব্ধি করতে পারে
(ঘ) স্বার্থপর ব্যক্তি
উত্তর: (গ) জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সত্যকে উপলব্ধি করতে পারে
৮. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল—
(ক) অ্যাকাডেমি
(খ) লিসিয়াম
(গ) সফিস্ট স্কুল
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) অ্যাকাডেমি
৯. প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য রিপাবলিক’-এ কোন্ ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেন?
(ক) আরোহী পদ্ধতি
(খ) অবরোহ পদ্ধতি
(গ) বিশ্লেষণাত্মক পদ্ধতি
(ঘ) বর্ণনামূলক পদ্ধতি
উত্তর: (খ) অবরোহ পদ্ধতি
১০. প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন?
(ক) দার্শনিক রাজা
(খ) সাধারণ মানুষ
(গ) বলবান রাজা
(ঘ) শ্রমজীবী মানুষ
উত্তর: (ক) দার্শনিক রাজা
১১. প্লেটো কীরূপ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন?
(ক) বৈষম্যমূলক রাষ্ট্র
(খ) শ্রেণিভিত্তিক রাষ্ট্র
(গ) ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র
(ঘ) বস্তুগত রাষ্ট্র
উত্তর: (গ) ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র
১২. শাসকের লক্ষ্য হিসেবে প্লেটো ব্যক্তিস্বার্থকে নস্যাৎ করে কোন্ বিষয়কে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন?
(ক) রাজার স্বার্থ
(খ) যোদ্ধাশ্রেণির স্বার্থ
(গ) ব্যক্তিগত কল্যাণ
(ঘ) জনকল্যাণ
উত্তর: (ঘ) জনকল্যাণ
১৩. সিসেরো ছিলেন একজন–
(ক) গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ
(খ) রোমান রাষ্ট্রচিন্তাবিদ
(গ) ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ
(ঘ) ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ
উত্তর: (খ) রোমান রাষ্ট্রচিন্তাবিদ
১৪. সিসেরোর বিখ্যাত গ্রন্থ হল–
(ক) দ্য প্রিন্স
(খ) দ্য স্পিরিট অফ লজ
(গ) ডি রিপাবলিকা (De Republica)
(ঘ) পলিটিক্স
উত্তর: (গ) ডি রিপাবলিকা (De Republica)
১৫. মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল–
(ক) বাস্তববাদ দ্বারা
(খ) ধর্মীয় চিন্তা দ্বারা
(গ) কূটনীতি দ্বারা
(ঘ) যুক্তিবাদী আইন দ্বারা
উত্তর: (খ) ধর্মীয় চিন্তা দ্বারা
১৬. মধ্যযুগের বিখ্যাত দু’জন চিন্তাবিদ হলেন–
(ক) সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস
(খ) ম্যাকিয়াভেলি ও জন লক্
(গ) হক্স ও বেন্বাম
(ঘ) হেগেল ও গ্রিন
উত্তর: (ক) সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস
১৭. দ্বৈত তরবারি তত্ত্বের (Two Sword Theory) অবতারণা করেন–
(ক) অ্যাকুইনাস
(খ) পেরিক্লিস
(গ) প্লেটো
(ঘ) সক্রেটিস
উত্তর: (ক) অ্যাকুইনাস
১৮. ‘City of God’ লিখেছেন–
(ক) ভলতেয়ার
(খ) সেন্ট অগাস্টাইন
(গ) গেটেল
(ঘ) গ্রিন
উত্তর: (খ) সেন্ট অগাস্টাইন
১৯. কাকে ‘মধ্যযুগের অ্যারিস্টট্ল’ বলা হয়ে থাকে?
(ক) সেন্ট অগাস্টাইন
(খ) সেন্ট টমাস অ্যাকুইনাস
(গ) পাদুয়ার মার্সিলিও
(ঘ) সিসেরো
উত্তর: (খ) সেন্ট টমাস অ্যাকুইনাস
২০. ‘রাজনীতি হল এক ধরনের কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়।’ — বলেছেন–
(ক) ম্যাকেঞ্জি
(খ) সিসেরো
(গ) রবার্ট ডাল
(ঘ) অ্যালান বল
উত্তর: (ঘ) অ্যালান বল
২১. রাষ্ট্রচিন্তার বিষয়টিকে একটি বিজ্ঞানসম্মত রূপ দেন–
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টট্ল
(গ) সক্রেটিস
(ঘ) অ্যাকুইনাস
উত্তর: (খ) অ্যারিস্টট্ল
২২. ‘রাজনীতি হল রাষ্ট্রগুলির মধ্যে বা রাষ্ট্রীয় গোষ্ঠীগুলির মধ্যে ক্ষমতা বণ্টনকে প্রভাবিত করার ক্ষমতা।’ বলেছেন–
(ক) ম্যাক্স ওয়েবার
(খ) ডেভিড ইস্টন
(গ) অ্যালান বল
(ঘ) হবস
উত্তর: (ক) ম্যাক্স ওয়েবার
২৩. কাকে নবজাগরণের সন্তান বলা হয়?
(ক) অ্যারিস্টট্ল
(খ) ম্যাকিয়াভেলি
(গ) বুশো
(ঘ) হক্স
উত্তর: (খ) ম্যাকিয়াভেলি
২৪. ‘রাষ্ট্রবিজ্ঞানের নিউটন’ বলা হয়–
(ক) ম্যাকিয়াভেলিকে
(খ) সক্রেটিসকে
(গ) অ্যারিস্টটলকে
(ঘ) সিসেরোকে
উত্তর: (ক) ম্যাকিয়াভেলিকে
২৫. ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটির প্রথম প্রয়োগ ঘটে–
(ক) ১৭০২ খ্রিস্টাব্দে
(খ) ১৭০১ খ্রিস্টাব্দে
(গ) ১৬৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৭০১ খ্রিস্টাব্দে
২৬. রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরে একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এ কথা–
(ক) সত্য
(খ) অসত্য
(গ) কল্পনা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) সত্য
২৭. বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে–
(ক) ইংল্যান্ডে
(খ) রোমে
(গ) গ্রিসে
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর: (গ) গ্রিসে
২৮. ‘রাষ্ট্রবিজ্ঞান’ কথাটি কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?
(ক) লিবনিজ
(খ) অ্যারিস্টটল
(গ) লর্ড ব্রাইস
(ঘ) রুশো
উত্তর: (ক) লিবনিজ
২৯. রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করেছেন–
(ক) হেগেল
(খ) গেটেল
(গ) রুশো
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর: (ঘ) লর্ড ব্রাইস
৩০. রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, তিনি হলেন–
(ক) হ্যারল্ড ল্যাসওয়েল
(খ) ফ্রান্সিস লাইবার
(গ) অ্যাডাম স্মিথ
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর: (খ) ফ্রান্সিস লাইবার
৩১. গ্রিক শব্দ ‘পলিস’ এর অর্থ কী?
(ক) নগর
(খ) জনকল্যাণকর রাষ্ট্র
(গ) নগররাষ্ট্র
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) নগররাষ্ট্র
৩২. ‘পলিটিক্স’ কথাটি কোন্ গ্রিক শব্দ থেকে এসেছে?
(ক) পলিস
(খ) পলিটিক্যাল
(গ) পলিবিয়াস
(ঘ) পলিসাস
উত্তর: (ক) পলিস
৩৩. অ্যারিস্টটল তাঁর ‘পলিটিক্স’ গ্রন্থে কটি পলিস বা নগররাষ্ট্রের কথা বলেছেন?
(ক) ১৫০টি
(খ) ১৫২টি
(গ) ১৫৮টি
(ঘ) ১৬০টি
উত্তর: (গ) ১৫৮টি
৩৪. প্রাচীন গ্রিসের দু’জন দার্শনিকের নাম হল–
(ক) লক ও রুশো
(খ) প্লেটো ও অ্যারিস্টটল
(গ) লেকি ও মিল
(ঘ) ল্যাস্কি ও ফিলমার
উত্তর: (খ) প্লেটো ও অ্যারিস্টটল
৩৫. রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল–
(ক) নৃবিজ্ঞান
(খ) অর্থনৈতিক বিজ্ঞান
(গ) প্রাকৃতিক বিজ্ঞান
(ঘ) সামাজিক বিজ্ঞান
উত্তর: (ঘ) সামাজিক বিজ্ঞান
৩৬. রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন–
(ক) অ্যারিস্টট্ল
(খ) গার্নার
(গ) গ্রিন
(ঘ) এঙ্গেলস
উত্তর: (ক) অ্যারিস্টট্ল
৩৭. ‘পলিটিক্স’ গ্রন্থ-এর রচয়িতা–
(ক) হ্যারল্ড ল্যাসওয়েল
(খ) অ্যারিস্টট্ল
(গ) প্লেটো
(ঘ) কান্ট
উত্তর: (খ) অ্যারিস্টট্ল
৩৮. অ্যারিস্টটল একজন–
(ক) জার্মান দার্শনিক
(খ) গ্রিক দার্শনিক
(গ) রোমান দার্শনিক
(ঘ) ফরাসি দার্শনিক।
উত্তর: (খ) গ্রিক দার্শনিক
৩৯. ‘মানুষ রাজনৈতিক জীব’— এ কথা বলেছেন–
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) মার্কস
(ঘ) সক্রেটিস।
উত্তর: (খ) অ্যারিস্টটল
৪০. রাষ্ট্রবিজ্ঞান একটি–
(ক) গতিশীল শাস্ত্র
(খ) স্থিতিশীল শাস্ত্র
(গ) নিষ্ক্রিয় শাস্ত্র
(ঘ) অপ-রাসায়নিক শাস্ত্র।
উত্তর: (ক) গতিশীল শাস্ত্র
৪১. রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক আলোচনার অন্তর্ভুক্ত হল–
(ক) রাষ্ট্রের প্রকৃতি
(খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
(গ) রাষ্ট্রের উৎপত্তি
(ঘ) রাষ্ট্রীয় আইন।
উত্তর: (খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
৪২. ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতার নাম হল–
(ক) হক্স
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) লক্।
উত্তর: (খ) প্লেটো
৪৩. ম্যাক্সি প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে অভিহিত করেছিলেন–
(ক) প্লেটোকে
(খ) ম্যাকিয়াভেলিকে
(গ) হক্সকে
(ঘ) অ্যারিস্টটলকে।
উত্তর: (খ) ম্যাকিয়াভেলিকে
৪৪. ‘রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান’— এ কথা বলেছেন–
(ক) গ্রিন
(খ) সিলি
(গ) গেটেল
(ঘ) ব্রাইস।
উত্তর: (গ) গেটেল
৪৫. প্রাচীন গ্রিসে কোন্ ধরনের রাষ্ট্র ছিল?
(ক) দাসরাষ্ট্র
(খ) নগররাষ্ট্র
(গ) সামন্তরাষ্ট্র
(ঘ) জনকল্যাণকর রাষ্ট্র।
উত্তর: (খ) নগররাষ্ট্র
৪৬. ‘A Grammar of Politics’ গ্রন্থটির লেখক–
(ক) বার্কার
(খ) ল্যাস্কি
(গ) হবহাউস
(ঘ) গ্রিন।
উত্তর: (ক) বার্কার
৪৭. ‘The Elements of Politics’ গ্রন্থটির প্রণেতা–
(ক) ল্যাঙ্কি
(খ) বাকার
(গ) সিজউইক
(ঘ) লর্ড ব্রাইস।
উত্তর: (গ) সিজউইক
৪৮. রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা— এই অর্থে বিচার করেছেন–
(ক) গ্রিক দার্শনিকগণ
(খ) উদারনীতিবাদীগণ
(গ) ফ্যাসিবাদীগণ
(ঘ) মার্কসবাদীগণ।
উত্তর: (ক) গ্রিক দার্শনিকগণ
৪৯. ‘Modern Politics and Government’ গ্রন্থটির রচয়িতা–
(ক) অ্যালান বল
(খ) ডেভিড ইস্টন
(গ) রবার্ট নোজিক
(ঘ) গেটেল।
উত্তর: (ক) অ্যালান বল
৫০. প্লেটো রচিত নিম্নলিখিত একটি গ্রন্থ হল–
(ক) লেভিয়াথান
(খ) স্টেটসম্যান
(গ) পলিটিক্স
(ঘ) দ্য স্টেট।
উত্তর: (খ) স্টেটসম্যান
৫১. ‘The Founder of Scientific Politics’ বা বৈজ্ঞানিক রাজনীতির জনক বলা হয়–
(ক) ম্যাকিয়াভেলিকে
(খ) টমাস হবসকে
(গ) জন লককে
(ঘ) কার্ল মার্কসকে।
উত্তর: (খ) টমাস হবসকে
৫২. রাজনৈতিক চিন্তা সম্পর্কিত হক্সের বিখ্যাত গ্রন্থটি হল–
(ক) স্যোসাল কন্ট্রাক্ট
(খ) দ্য প্রিন্স
(গ) দ্য রিপাবলিক
(ঘ) লেভিয়াথান।
উত্তর: (ঘ) লেভিয়াথান
৫৩. **‘দ্য প্রিন্স’ বইটির লেখক– [Bidhannagar Govt High School 24]
(ক) ম্যাকিয়াভেলি
(খ) হ
(গ) লক্
(ঘ) রুশো।
উত্তর: (ক) ম্যাকিয়াভেলি
৫৪. হবস কোন্ ধরনের শাসনব্যবস্থার সমর্থক ছিলেন?
(ক) গণতন্ত্র
(খ) রাজতন্ত্র
(গ) অভিজাততন্ত্র
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) রাজতন্ত্র
৫৫. লক্ কোন্ অধিকারগুলিকে ব্যক্তির স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছিলেন?
(ক) জীবন
(খ) স্বাধীনতা
(গ) সম্পত্তি
(ঘ) সবকটিই ঠিক।
উত্তর: (ঘ) সবকটিই ঠিক
৫৬. উদারনীতিবাদের জনক হলেন –
(ক) হেগেল
(খ) কার্ল মার্কস
(গ) জন লক
(ঘ) প্লেটো।
উত্তর: (গ) জন লক
৫৭. ‘Social Contract’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) হ
(খ) লক
(গ) রুশো
(ঘ) প্লেটো।
উত্তর: (গ) রুশো
৫৮. ‘সাধারণ ইচ্ছা’ (General Will)-র ধারণাকে উপস্থাপিত করেছিলেন –
(ক) ম্যাকেঞ্জি
(খ) রুশো
(গ) টমাস হবস
(ঘ) জন লক্।
উত্তর: (খ) রুশো
৫৯. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন – [Alipurduar High School (HS) 24]
(ক) মন্তেস্কু
(খ) বুশো
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) জন লক্।
উত্তর: (ক) মন্তেস্কু
৬০. মন্তেন্ধু-র বিখ্যাত গ্রন্থের নাম –
(ক) লেভিয়াথান
(খ) পলিটিকস
(গ) দ্য প্রিন্স
(ঘ) দ্য স্পিরিট অফ লজ।
উত্তর: (ঘ) দ্য স্পিরিট অফ লজ
৬১. The Six Books of Commonwealth গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) হেগেল
(খ) বোদাঁ
(গ) হ
(ঘ) রুশো।
উত্তর: (খ) বোদাঁ
৬২. বোদাঁ-র মতে রাষ্ট্র কিসের বৃহত্তর রূপ?
(ক) সমাজ
(খ) গোষ্ঠী
(গ) পরিবার সংগঠন
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (গ) পরিবার সংগঠন
৬৩. রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও এঙ্গেলস-এর মত কী নামে পরিচিত?
(ক) উদারনীতিবাদ
(খ) ভাববাদ
(গ) মার্কসবাদ
(ঘ) লেনিনবাদ।
উত্তর: (গ) মার্কসবাদ
৬৪. মানবসমাজ ও রাষ্ট্র বিবর্তনের ধারায় মার্কস কোন্ উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন?
(ক) অর্থনৈতিক
(খ) রাজনৈতিক
(গ) নৈতিক
(ঘ) ধর্মীয়।
উত্তর: (ক) অর্থনৈতিক
৬৫. রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলি সম্পর্কিত বিজ্ঞান – কে বলেছেন?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) গার্নার
(ঘ) ব্লুন্টস্ট্সি।
উত্তর: (গ) গার্নার
৬৬. রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে – বলেছেন – [WBCHSE (XI) ’22, ’19, ’14]
(ক) গেটেল
(খ) গার্নার
(গ) সিলি
(ঘ) ব্রাইস।
উত্তর: (খ) গার্নার
৬৭. নিচের কোন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করেননি?
(ক) ব্রাইস
(খ) সিলি
(গ) অ্যালান বল
(ঘ) বার্জেস।
উত্তর: (ক) ব্রাইস
৬৮. প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন –
(ক) পলিবিয়াস
(খ) ম্যাকিয়াভেলি
(গ) বার্কার
(ঘ) হেগেল।
উত্তর: (ক) পলিবিয়াস
৬৯. রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন –
(ক) গার্নার
(খ) ডেভিড ইস্টন
(গ) বেথাম
(ঘ) নোজিক।
উত্তর: (খ) ডেভিড ইস্টন
৭০. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন –
(ক) গেটেল
(খ) ম্যাকাইভার
(গ) ল্যাস্কি
(ঘ) মিল।
উত্তর: (ক) গেটেল
৭১. The Nature of Politics গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) ক্রিক
(খ) মিলার
(গ) ল্যাসওয়েল
(ঘ) হক্স।
উত্তর: (খ) মিলার
৭২. Politics and Social Science গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) গার্নার
(খ) লিপম্যান
(গ) ম্যাকেঞ্জি
(ঘ) হ্যারল্ড ল্যাস্কি।
উত্তর: (গ) ম্যাকেঞ্জি
৭৩. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী –
(ক) বাকল
(খ) কোঁত
(গ) মেইটল্যান্ড
(ঘ) অ্যারিস্টটল।
উত্তর: কোঁত
৭৪. “রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান তো বলাই চলে না, এমনকি কলাশাস্ত্রের মধ্যেও এ অনুবর্ত” — এ কথা বলেছেন –
(ক) মেইটল্যান্ড
(খ) বাকল
(গ) বার্কার
(ঘ) ব্রাইস।
উত্তর: (খ) বাকল
৭৫. কার মতে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে –
(ক) ল্যাসওয়েল
(খ) গেটেল
(গ) পল জানে
(ঘ) গার্নার।
উত্তর: (খ) গেটেল
৭৬. “রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান” — কথাটি বলেছেন –
(ক) লিঙ্ক
(খ) সিলি
(গ) ক্যাটলিন
(ঘ) বার্জেস।
উত্তর: (ঘ) বার্জেস।
৭৭. “রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে” — বলেছেন –
(ক) অ্যালান বল
(খ) পল জানে
(গ) ডেভিড ইস্টন
(ঘ) লেনিন।
উত্তর: (খ) পল জানে
৭৮. “রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সুসংবদ্ধ ও শিক্ষা প্রদানযোগ্য” — কথাটি বলেছেন –
(ক) ল্যাসওয়েল
(খ) রবসন
(গ) ব্রাইস
(ঘ) বার্কার।
উত্তর: (খ) রবসন
৭৯. “সার্বভৌম রাষ্ট্র পলিস-এর সম্পর্কে অনুশীলনকারী শাস্ত্রই হল রাষ্ট্রবিজ্ঞান” — বলেছেন –
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) গার্নার
(ঘ) গেটেল।
উত্তর: (ক) অ্যারিস্টটল
৮০. “রাষ্ট্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিজ্ঞান হল রাষ্ট্রবিজ্ঞান” — বলেছেন –
(ক) রাফায়েল
(খ) গার্নার
(গ) ব্লুন্টস্লি
(ঘ) গেটেল।
উত্তর: (গ) ব্লুন্টস্লি
৮১. ক্ষমতাকে রাজনীতির মূল বিষয়বস্তু হিসেবে চিহ্নিত করেছেন –
(ক) পাওয়েল
(খ) গার্নার
(গ) রবার্ট ডাল
(ঘ) হ্যারল্ড ল্যাসওয়েল।
উত্তর: (গ) রবার্ট ডাল
৮২. “রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার” — বলেছেন –
(ক) গিলক্রিস্ট
(খ) জেলিনেক
(গ) ওয়াসবি
(ঘ) ব্লুন্টস্ট্সি।
উত্তর: (ক) গিলক্রিস্ট
৮৩. “রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে” — এ কথা কে বলেছেন?
(ক) স্টিফেন লিক
(খ) ডেভিড ইস্টন
(গ) গ্রাহাম ওয়ালাস
(ঘ) আর্থার বেন্টলি।
উত্তর: (ক) স্টিফেন লিক
৮৪. রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন –
(ক) অ্যারিস্টটল
(খ) সিসেরো
(গ) গার্নার
(ঘ) বার্কার।
উত্তর: (গ) গার্নার
৮৫. রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি –
(ক) মূল্যমান নিরপেক্ষ
(খ) মূল্যমান নিরপেক্ষ নয়
(গ) উভয়ই সঠিক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) মূল্যমান নিরপেক্ষ নয়
আরও পড়ুন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : সমকালীন বিশ্বে নিরপত্তার ধারণাসমূহ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : জাতি গঠনে সমস্যাসমূহ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : রাজনৈতিক দলদমূহ ও দলব্যবস্থা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : ভারতের বৈদেশিক নীতি MCQ প্রশ্ন উত্তর